কম খরচে ইউরোপের কোন দেশে যাওয়া যায়

কম খরচে ইউরোপের কোন দেশে যাওয়া যায় আমরা অনেকেই জানি না। আজকের এই পোস্টে বিস্তারিত আলোচনা করা হবে বাংলাদেশ থেকে ইউরোপে কোন কোন দেশে যাওয়া যায় সে সম্পর্কে। বাংলাদেশের প্রায় অধিকাংশ মানুষ বাইরের দেশ হিসাবে ইউরোপ আমেরিকাকে প্রাধান্য দিয়ে থাকেন । 
বাংলাদেশ থেকে ইউরোপে কোন কোন দেশে যাওয়া যায়

কেননা এইসব দেশগুলো যেমন অর্থনীতিতে সচ্ছল এবং দেশ হিসাবে ইউরোপের মানুষদের জিবনযাত্রা বেশ উন্নত এই আর্টিকেল এ আমরা জানবো ইউরোপের কোন কোন দেশগুলোতে  আপনি খুব সহজেই যেতে পারবেন চলুন তাহলে জেনে নেওয়া যাক কম খরচে ইউরোপের কোন দেশে যাওয়া যায়

পোস্ট সুচিপত্র ঃ কম খরচে ইউরোপের কোন দেশে যাওয়া যায়

কম খরচে ইউরোপের কোন দেশে যাওয়া যায়

কম খরচে ইউরোপের কোন দেশে যাওয়া যায়। বাংলাদেশ থেকে আপনারা নিচের দেশগুলোতে কম খরচে ভ্রমণ করতে পারবেন। তো চলুন জেনে নেওয়া যাক কোন দেশগুলোতে আপনারা অনেক কম খরচে ইউরোপের দেশে ভ্রমণ করতে পারবেন:
  • পর্তুগাল
  • লিথুনিয়া
  • লাটভিয়া
  • ফিনল্যান্ড
  • স্লোভাকিয়া 
  • সুইজারল্যান্ড
  •  মাল্টা 
  • হাঙ্গেরি
  • নেদারল্যান্ড

ফ্রান্স 

অর্থনৈতিক দিক দিয়ে ফ্রান্স  শক্তিশালী এক রাষ্ট্র । এই দেশে টুরিস্ট ভিসা পাওয়া যায় খুব সহজেই । তবে ভিসার ক্ষেত্রে কিছু শর্ত মেনে চলতে হবে আপনাকে ।  এই দেশের স্টুডেন্ট ভিসা খুব সহজেই পাওয়া গেলেও কাজের জন্য ভিসা পাওয়া কিছুটা কঠিন। তবে চেষ্টা করলেই কাজের জন্য ভিসাও পেয়ে যাবেন।  হাজার হাজার পুরনো ইতিহাস ফ্রান্সের ।

এটি প্রথ্মে রোমান সাম্রাজ্যর একটা অংশ ছিল । পরে এটা ইউরোপের একটি শক্তিশালি রাষ্ট্র ছিল ।ফ্রান্স ছিল সংস্কৃতির জন্য বিখ্যাত একটি দেশ ।  স্যুপ, পাস্তা এবং পেস্ট্রির জন্যও বিখ্যাত ফ্রান্স। ফ্রান্সের রাজধানীর নাম হলো প্যারিস। প্যারিস তার ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্যর জন্য বিখ্যাত পুরো বিশ্বে তাছাড়া ফ্রান্সে রয়েছে সবচেয়ে পুরনো জাদুঘর লুভর মিউজিয়াম। 

ফ্রান্সের ভাষা হলো ফরাসী। ফ্রান্সের মুদ্রা হলো ইউরো।  এই দেশের খাবারের দাম তুলনামূলকভাবে অনেক বেশী । ফ্রান্সকে একসঙ্গে "প্রেমের দেশ" বিপ্লবের দেশ ,শিল্পের দেশ বলা হয়ে থাকে । বাংলাদেশ থেকে ইউরোপে কোন কোন দেশে যাওয়া যায় --

পর্তুগাল

পর্তুগালে নাগরিকত্ব পাওয়া খুবই সহজ। পর্তুগালকে অধিবাসীদের স্বর্গ বলা হয়ে থাকে কারণ, এই দেশে সহজেই কাজের ভিসা,টুরিস্ট ভিসা,স্টুডেন্ট ভিসা সব ধরনের ভিসা খুবই সহজেই পাওয়া যায়। স্টুডেন্ট ভিসায় পর্তুগাল যেতে হলে অবশ্যই IELTS স্কোর কমপক্ষে ৬.00 থাকতে হবে। দক্ষিণ-পশ্চিম ইউরোপের একটি দেশ হচ্ছে পর্তুগাল।

এই দেশের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো সাহিত্য, শিল্প, সঙ্গীত এবং চলচ্চিত্র বিশ্বব্যাপী পরিচিত এই পর্তুগাল।  পর্তুগাল এই দেশটি ফিশ ফ্র‍্যাইয়ের জন্য সবচেয়ে বেশী বিখ্যাত।  তাছাড়া দেশটি প্রাকৃতিক সৌন্দর্য এর দিক দিয়েও বিখ্যাত অনেক। এই দেশটিতে রয়েছে অসংখ্য দ্বীপপুঞ্জ , সবুজ পাহাড় ,আটলান্টিক মহাসাগরের দীর্ঘ উপকূলরেখা,গ্রাম ,শহর আরো অনেক কিছু রয়েছে ইউরোপের এই দেশ পর্তুগালে । 

পর্তুগালের রাজধানীর নাম হলো লিসবন । যা ইতিহাস,প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। পর্তুগালের ভাষা হলো পর্তুগিজ। পর্তুগালের মুদ্রা হলো ইউরো।পর্তুগাল এই দেশটির ভাষা বিশ্বের চতুর্থ রোমান্স ভাষা। বাংলাদেশ থেকে ইউরোপে কোন কোন দেশে যাওয়া যায় --

লিথুনিয়া

লিথুনিয়া একটি ইউরোপের দেশ । লিথুনিয়া এই দেশের শিক্ষার মান অনেক উন্নত । লিথুনিয়া এই দেশের জিবনযাত্রার মান এবং চিকিৎসা ব্যবস্থা আরো বেশী উন্নত । আপ্ইনাকে লিথুনিয়া দেশে যেতে হলে আপনার আনুমানিক ৬-৭ লক্ষ টাকা থাকতে হবে। ইউরোপের দেশ হিসাবে লিথুনিয়া দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিসা আনুমোদন হারের তুলনায়।

 এই দেশে আপনি সহজেই যেতে পারবেন স্টুডেন্ট ভিসায় , ওয়ার্ক পারমিট ভিসায় কিংবা ট্যুরিস্ট ভিসায় যদি আপনার ওই দেশে যাওয়ার যোগ্যতা থাকে আর কাগজপত্র ঠিক থাকে । আপনি ইউরোপের এই দেশ লি্থুনিয়া যেতে পারলে অনেক টাকা ইনকাম করতে পারবেন। বাংলাদেশ থেকে ইউরোপে কোন কোন দেশে যাওয়া যায় --

লাটভিয়া 

এই দেশে আপনি খুব সহজেই যেতে পারবেন।  ভিসা অনুমোদনের হারের দিক দিয়ে ৩য় অবস্থানে রয়েছে লাটভিয়া নামক এই দেশ। এই দেশে শিক্ষার জন্য গেলে ৫-৬ লাখ টাকা দিয়েই আপনি ইউরোপের এই দেশে যেতে পারবেন । আর কাজের জন্যা গেলে আনুমানিক ১০-১৩ লক্ষ টাকা দিয়ে আপনাকে ইউরোপের এই দেশ লাটভিয়াতে যেতে হবে । 

এই দেশের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত । আপনি চাইলেই খুব সহজেই ইউরোপের এই দেশে যেতে পারবেন । 

ফিনল্যান্ড

ফিনল্যান্ড একটি স্বাধীন দেশ । এই দেশ উপরোক্ত সবগুলো দেশগুলোর চেয়ে বেশী উন্নত আর বেশী আধুনিক । এই দেশে আপনি খুব সহজেই যেতে পারবেন ।  এই দেশে স্টুডেন্ট ভিসায় গেলে আপনার আনুমানিক ৫-৬ লাখ টাকা থাকতে হবে। এবং ওয়ার্ক ভিসায় ইউরোপের দেশ ফিনল্যান্ড যেতে আপনার আনুমানিক ১২-১৫ লাখ টাকা লাগতে পারে ।

ভিসার খরচ আপনি অনেক কমাতে পারেন যদি পরিচিত কারো মাধ্যমে ফিনল্যান্ড যেতে পারেন । বিভিন্ন কোম্পানি বা এজেন্সির মাধ্যমে আপনার খরচা অনেক বেশী পড়বে। শিক্ষার দিক দিয়েও এই দেশ অনেকাংশে উন্নত এবং আধুনিক ।  কম খরচে ইউরোপের কোন দেশে যাওয়া যায়

বাংলাদেশ থেকে ইউরোপে কোন কোন দেশে যাওয়া যায়

স্লোভাকিয়া

স্লোভাকিয়া এই দেশে আপনি যদি যেতে চান তাহলে আপনার খরচ পড়বে আনুমানিক ১০-১২ লক্ষ টাকা ।স্লোভাকিয়া এই দেশে আপনি খুবই সহজে ভিসা পাবেন । সহজেই যেসব দেশে আপনি যেতে পারবেন  সেই দিক দিয়ে সর্বশেষ অবস্থানে আছে স্লোভাকিয়া নামক এই দেশটি । এই দেশটি অনেক  উন্নত এবং আধুনিক সব দিক দিয়েই । 

শিক্ষার ও কাজের দিক দিয়ে আরো বেশী  উন্নত এই দেশ স্লোভাকিয়া। স্লোভাকিয়া এই দেশটিতে  আপনি শিক্ষার জন্য যেতে পারবেন অনেক কম টাকায় 

সুইজারল্যান্ড 

সুইজারল্যান্ড এমন একটি দেশ যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক আসে বছরের বেশিরভাগ সময়।  সুইজারল্যান্ড প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক দেশ। সুইজারল্যান্ড এ আপনি ভিসার জন্য আবেদন করার পর  কিছুদিনের মধ্যেই ভিসা পেয়ে যাবেন । সুইজারল্যান্ড দেশটি অনেক সুন্দর হওয়ার কারনে সহজেই ট্যুরিস্ট ভিসায় যেতে পারবেন আপনি সুইজারল্যান্ড ।  

পড়াশোনার জন্য সুইজারল্যান্ড যাওয়া হবে সবচেয়ে ভালো একটা সিদ্ধান্ত । আপনাকে সুইজারল্যান্ড যেতে হলে আপনাকে অবশ্যই IELTS স্কোর 4.00 এর উপরে থাকতে হবে । সুইজারল্যান্ড এই দেশটিতে আপনি যদি কাজ করার জন্য যেতে চান তাহলে আপনাকে অনেক কষ্ট করে সবকিছুর ব্যবস্থা করতে হবে । এই সুইজারল্যান্ড দেশে যাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ট্যুরিস্ট ভিসায় যাওয়া। 

মাল্টা

মাল্টা এমন একটি দেশ যেখানে আপনি ইউরোপের মতো দেশে সহজেই যেতে পারবেন ।হোক সেটা কাজের জন্য,কিংবা টুর, বা পড়াশোনা যেটাই হোক আপনি যদি যেতে চান তাহলে  খুব সহজেই যেতে পারবেন  ইউরোপের মাল্টা দেশটিতে ।ইউরোপের মাল্টা এই দেশে ৫-৬ লাখের মতো আনুমানিক খরচা হবে যদি আপনি স্টুডেন্ট ভিসায় যান । 

মাল্টা এই দেশটিতে প্রচুর শ্রমিক সংকট। বেশিরভাগ দেশের মানুষ মাল্টা এইসব দেশে কাজের জন্য যেতে চান । কারণ এইসব দেশে শ্রমিক সংকট তাই কাজ করার পর ভালো টাকা ইনকাম করতে পারবেন। আর আপনি যদি ইউরোপের মাল্টা তে যেতে চান তাহলে আপনাকে  ভিসা নিয়ে তেমন কোন জটিলতার শিকার হতে হবে না খুব সহজেই মাল্টা দেশের ভিসা পেয়ে যাবেন ।

হাঙ্গেরি

হাঙ্গেরি একটি উন্নতশীল রাষ্ট্র।  বাংলাদেশ থেকে এই দেশে কাজের জন্য কোনো ভিসা এখন পর্যন্ত অণুমোদন করা হয়েছে চূড়ান্ত ভাবে ১০০% আবেদনকারী ব্যক্তিদের ৯০%ই ভিসার অনুমোদন পায় । পড়াশোঁনার জন্য এইসব দেশে যাওয়া সহজ এবং খরচ তেমন লাগে না । এই দেশ অনেকাংশে উন্নত এবং প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে অনেক । 
বাংলাদেশ থেকে ইউরোপে কোন কোন দেশে যাওয়া যায়

নেদারল্যান্ড

নেদারল্যান্ড দেশ এই দেশটি অনেক উন্নতশীল একটি দেশ।  নেদারল্যান্ড এ  পড়াশোনার জন্য গেলে সহজেই ভিসা পাওয়া যায় কিন্তু আইইএলটিএস স্কোর 6.00  থাকতে হবে তা না হলে আপনি নেদারল্যান্ড যেতে পারবেন না ।  বিগত কয়েকবছরে  দেখা গেছে যেসকল শিক্ষার্থী স্টুডেন্ট ভিসার আবেদন করেন নেদারল্যান্ড এর জন্য তাদের অধিকাংশ ভিসা পেয়ে গেছে । 

লেখকের শেষকথাঃ কম খরচে ইউরোপের কোন দেশে যাওয়া যায়

আজকের এই পোস্ট এ বিস্তারিত আলোচনা করা হয়েছে কম খরচে ইউরোপের কোন দেশে যাওয়া যায়। আশা করি এই পোস্ট আপনাদের উপকারে আসবে। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইউনিকমিস্ট্রির নীতিমালা মেনে কমেন্ট করুন আমরা আপনাদের পজিটিভ কমেন্টের জন্য অপেক্ষা করছি

comment url