স্টুডেন্ট অবস্থায় টাকা ইনকাম করার সহজ উপায়

স্টুডেন্ট অবস্থায় টাকা ইনকাম করার উপায় সম্পর্কে জানতে চাচ্ছেন। আজকের এই পোস্টে আমরা আলোচনা করবো স্টুডেন্ট অবস্থায় টাকা ইনকাম করার উপায় সম্পর্কে। আপনি কি পড়াশোনার পাশাপাশি ইনকাম করতে চান ? 

স্টুডেন্ট অবস্থায় কীভাবে টাকা ইনকাম করা যায়

আমাদের দেশে পড়াশোনার পাশাপাশি ইনকাম করা অনেক কঠিন । কেননা আমাদের দেশে পার্ট টাইম কাজের সুযোগ খুবই কম । এখ্ন আসুন জেনে নেয়া যাক স্টুডেন্ট অবস্থায় টাকা ইনকাম করার উপায় সম্পর্কে

পেইজ সূচিপত্র  :স্টুডেন্ট অবস্থায় টাকা ইনকাম করার উপায়

স্টুডেন্ট অবস্থায় টাকা ইনকাম করার উপায়

বর্তমান সময়ে স্টুডেন্ট অবস্থায় টাকা ইনকাম করার উপায় সম্পর্কে সবাই জানতে চায়। কেনোনা আমাদের দেশে কাজের পরিমাণ খুব কম হওয়ার কারণে অনেকেই কাজ করতে চায় কিন্তু কাজ নাই করার মতো। তো আজকের এই স্টুডেন্ট অবস্থায় টাকা ইনকাম করার উপায় পোস্টে আমরা আপনাদের কিছু উপায় জানাবো যেগুলো থেকে স্টুডেন্ট অবস্থায় টাকা ইনকাম করা যায়। 

পার্ট টাইম জব

আপনি যে জায়গাতেই পড়াশোনা করতেছেন তার আশেপাশে অনেক পার্ট টাইম জব পাওয়া যাবে কিন্ত আপনাকে কাজটি খুঁজতে হবে । শুধু ঘরে বসে চিন্তা করলে হবে না যে আমি কাজ করবো, কি কাজ করবো, ইত্যাদি ইত্যাদি ।আপনার আশেপাশে অনেক কাজ আছে আপনি চাইলেই যেকোনো দোকানের সেলসম্যান হিসেবে কাজ করতে পারেন ।

যেমনঃ শোরুম , মুদি দোকান , কাপরের দোকানে , ঘরির দোকানে, মোবাইল শোরুম , আরো অনেক কিছুই আছে আপনি শুধু চেষ্টা করতে থাকুন ।

স্কিলফুল জব

আপনার যে বিষয়ে কোনো স্কিল আছে বা যে কাজ করতে আপনি পছন্দ করেন বা যে কাজ করতে আপনার ভালো লাগে সে বিষয়ে অভিজ্ঞতা অর্জন করুন। এতে দেখবেন আপনার কাজ আপনার কাছেই ভালো লাগবে এবং ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারবেন।

সেলভ ইনফ্লোয়েড

নিজের প্রতিষ্ঠান বা কর্মসংস্থান নিজে তৈরির করার পদ্ধতিকে সেলভ ইনফ্লোয়েড বলা হয় নিজের কর্মসংস্থান নিজে তৈরির এখ্ন সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে ফেসবুক ইউটিউব ইন্টারনেটের কল্যানে অনেকেই নিজের কর্মসংস্থান নিজে তৈরি করছে ই বুক বিক্রি,ফটোগ্রাফি,কন্টেন্ট ক্রিয়েট করা ত্যাদি কাজ করে মানুষ নিজেই নিজের কর্মসংস্থান তৈরি করছে ও সেখানে তারা সফলও হচ্ছে।

 ব্যবসা করে 

আপনার যদি চাকরি না করে নিজের ইচ্ছামত চলতে চান তাহলে আপনাকে ব্যাবসা করতে হবে
সেটা যেকোনো ব্যাবসা হতে পারে আপনি আপনার আশেপাশে একটু দেখুন সেখানে কিসের চাহিদা বেশি চিন্তাভাবনা করে দেখুন, কি করলে আপনার বিক্রি বেশী হবে কোনো মানুষই একবারে উপরে উঠতে পারে না

ধীরে ধীরে কষ্ট করে উপরে উঠতে হয় প্রথ্মেই একটা কথা বলে নেই এইসব কাজ করতে যদি আপনার সম্মানে আঘাত লাগে তাহলে আপনাকে  দিয়ে এইসব সম্ভব না আপনি এই কাজগুলো করতে পারেন মহিলা কলেজের সামনে ফুচকার দোকান ,ঝাল্মুরি ,শরবত্‌ ইত্যাদি বিক্রি করতে পারবেনএছাড়া কিছু কিছু কোম্পানির থেকে কমদামে মালপত্র কিনে তা বেশী দামে বিক্রি করতে পারেন 

চা সিগারেট বিক্রি করতে পারেন আপনি হয়তো জানেন না রাজশাহীতে প্রায় প্রত্যেকটা চা বিক্রেতা দৈনিক ৩-৫ হাজার টাকা ইনকাম করেন । এছাড়া উইনিক কিছু চিন্তা করে ব্যবসায় নামলে খুব দ্রুত সফলতা আসবে ইনশাআল্লাহ্‌
স্টুডেন্ট অবস্থায় কীভাবে টাকা ইনকাম করা যায়


আপনার আর্ট সেল করুন

আপনার যদি ভালো ছবি আকানোর অভিজ্ঞতা থাকে বা ভালো ছবি তুলতে পারেন ভালো ইডিট করতে পারেন বা গুণগতমানসম্মত ছবি বানাতে পারেন তাহলে তা আপনি বিভিন্ন ওয়েবসাইট, অনলাইন মেগাজিন ,কন্টেন্ট প্রমোশন, মার্কেটিং বিজ্ঞাপন এবং আরো অনেক ক্ষেত্রে বিক্রি করে আয় করতে পারবেন ।

স্মার্ট বা ক্রিয়েটিভ উপায়ে আর্নিং

আপনি যদি ভালো কোনো ভিডিও গেমে পারদর্শী হয়ে থাকেন যেমনঃফ্রি ফায়ার , পাবজি কল অফ ডিউটি ইত্যাদি গেমে পারদর্শী হয়ে থাকেন তাহলে সেই গেমিং ভিডিও গুলো আপনার ইউটিউব চ্যানেলে ছার্তে পারেন খুব দ্রুত সফল হতে পারবেন ইনশাল্লাহ।

ডেলিভারি ম্যান হিসেবে কাজ করে 

একজন ডেলিভারি ম্যান সাধারণত কোনো পণ্য সার্ভিস কাস্টমারের কাছে সরাসরি পৌঁছে দেবার দায়িত্বে থাকেন বর্তমানে ইন্টারনেট এবং হোম ডেলিভারির কারণে এই কাজের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে কিন্তু এই কাজটি করার জন্য আপনার অবশ্যই সাইকেল , মোটরসাইকেল গাড়ি চালানোর দহ্মতা থাকতে হবে এবং গুগল ম্যাপের ব্যাবহার জানতে হবে।

টিউশন করিয়ে ইনকাম

আপনি আপনার চেয়ে নিম্ন ক্লাসের ছাএদের পরানোর ম্যাধমে ইনকাম শুরু করতে পারেন
কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে যে সেটা যদি পার্ট টাইম হিসাবে থাকে কেননা ধরুন আপনি একটা স্টুডেন্টকে পড়িয়ে প্রতিমাসে ৪ হাজার ইনকাম করেন তারপর আপনি চিন্তা কলেন যে আমি যদি এইরকম ১০ জনকে পড়াতে পারি তাহলে মাসিক ইনকাম হবে ৪০ হাজার টাকা ।

তাহলে তখ্ন কিন্ত সেইটা আর পার্ট টাইম থাকল না ফুল টাইম হয়ে গেলো আপনি পার্ট টাইম কাজ করার পর যে সময়টুকু পেতেন তা অন্য কোনো কাজে লাগিয়ে স্কিল ডেভেলপমেন্ট করতে পারতেন তাহলে ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারতেন

রাইড শেয়ার করে পড়াশোনার পাশাপাশি ইনকাম করুন 

আপনার যদি একটা বাইক থাকে তাহলে আপনি খুব সহজেই ইনকাম করতে পারবেন
এইরকম অনেক সাইট আছে যেখানে আপনি রাইড শিয়ারিং করতে পারবেন
যেমন ঃ
১ঃUber Drive
2:Pathao Drive

আপনার প্রোডাক্ট সেল করে টাকা ইনকাম

আপনার যদি নিজস্ব কোনো দহ্মতা থাকে সেই দহ্মতা কাজে লাগিয়ে খুবই সহজে ইনকাম করা সম্ভব ধরুন আপনি ক্রিকেট খেলার ব্যাট বানাতে পারেন সুন্দরভাবে তখ্ন তা ফেসবুক বা কোনো ব্যাটের দোকানের সাথে যোগাযোগ করে তা প্রচুর বিক্রি করে আয় করতে পারবেন।

উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন

আমি নিজেই অনেকদিন থেকে একটা কথা চিন্তা করছি কিন্ত করতে পারি নাই এই আইডিয়া যদি আপনি আ্যপ্লাই করেন আমি ৯০% নিশ্চিত আপনি সফল হবেন ধরুন আপনার কাছে ৬০ হাজার টাকা আছে কিন্ত এতো কম টাকায় কি কিছু করা সম্ভব ?আমি বলব অবশ্যই সম্ভব কেননা আপনি ধরুন একটা বার্গারের দোকান দিলেন ।

আপনি যদি পন্যর মান ঠিক রেখে ভালো পজিশনে দোকান দিতে পারেন আপনার ওই পাট্ টাইমে দেওয়া সময়গুলো আপনাকে একসময় ২-৩ তা রেস্তোরা দিতে আগ্রহ করবে।
স্টুডেন্ট অবস্থায় কীভাবে টাকা ইনকাম করা যায়

গ্রাফিক ডিজাইন

কোনো একটি বিষয় চিএের মাধ্যমে বা শেপের মাধ্যমে কারো সামনে তুলে ধরাকেই গ্রাফিক্স ডিজাইন বলা হয়। ডিজিটাল মার্কেটিংএর জন্য যা যা দরকার তার সবকিছুই গ্রাফিক্স ডিজাইনাররা করে থাকেন ব্যানার, পোষ্টার, বিলবোর্ড, সোশ্যাল মিডিয়া কভার ফটো,ইত্যাদির সবকিছুই গ্রাফিক্স ডিজাইন এর কাজের ভেতরে পড়ে এইসব কারনেই এর চাহিদা প্রতিনিয়ত বেরে চলেছে এই এই পেশায় আপনার মুল হাতিয়ার হলো সৃজনশীলতা ।

বই বিক্রি করতে পারেন

এটা একটা ইউনিক আইডিয়া আপনি আপনার বন্ধুবান্ধব দের থেকে বই কিনবেন। তারপর নিজস্ব কোনো ফেসবুক বা ইউটিউবে সেগুলো বিক্রির জন্য অ্যাড বা প্রমোশন করবেন ।আর একটু ক্লিয়ার করে বলি আপনাকে মানুষদেরকে জানাতে হবে যে আপনার যেসব বইগুলো প্রয়োজন সেগুলো আপনি তাকে দিতে পারবেন এইভাবে বিজনেস করতে পারেন

 !ধরুন আপনি পলিটেকনিক এ পড়াশোনা করেন পলিটেকনিকের ছাত্রগুলা সবাই কিন্ত নতুন বই কিনেন না আপনি আগে সব বই সংগ্রহ করে সবাইকে জানিয়ে দিবেন যে যার যেসকল বই লাগবে সে যদি আপনার সাথে যোগাযোগ করে এইভাবে আপনি ইনকাম করতে পারেন।

লেখকের শেষকথাঃ স্টুডেন্ট অবস্থায় টাকা ইনকাম করার উপায়

আজকের এই পোস্টে আমরা বিস্তারিত আলোচনা করেছি স্টুডেন্ট অবস্থায় টাকা ইনকাম করার উপায় সম্পর্কে। আশা করি যে এই পোস্ট আপনাদের কাজে আসবে। পোস্ট ভালো লাগলে শেয়ার করুন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইউনিকমিস্ট্রির নীতিমালা মেনে কমেন্ট করুন আমরা আপনাদের পজিটিভ কমেন্টের জন্য অপেক্ষা করছি

comment url