কম খরচে কক্সবাজার ভ্রমন করার জন্য ১০ টি টিপস
কক্সবাজারে কম খরচে সেরা ১১ টি হোটেল
কম খরচে কক্সবাজার ভ্রমন করার উপায় সম্পর্কে জানতে চাচ্ছেন। আজকের এই পোস্টে আমরা বিস্তারিত আলোচনা করবো কম খরচে কক্সবাজার ভ্রমন এবং কক্সবাজার গিয়ে কোথায় থাকবেন এবং কি খাবেন বিস্তারিত। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্থান হচ্ছে কক্সবাজার। এই কক্সবাজার বছরের পুরোটা সময় জুড়েই পর্যটকদের আকর্ষণ করেন ।
জনপ্রিয় স্থান হবার কারণে কক্সবাজার ভ্রমণনের খরচ বেশী পড়ে। তবে কিছু বিষয় আছে যেগুলো মেনে চললে খরচ অনেক কমিয়ে আনা সম্ভব। তো চলুন জেনে নেওয়া যাক কীভাবে কক্সবাজার ভ্রমনের খরচ অনেক কমিয়ে আনা যায়। আজকের এই পোস্টে আলোচনা করা হবে কম খরচে কক্সবাজার ভ্রমন সম্পর্কে।
পেইজ সুচিপত্রঃ কম খরচে কক্সবাজার ভ্রমন
- কম খরচে কক্সবাজার ভ্রমন
- কখন যাবেন কক্সবাজার
- কক্সবাজার যাওয়া আসার খরচ
- কোথায় থাকবেন কক্সবাজার
- কক্সবাজার কোথায় কি খাবেন
- হিমছড়ি এবং ইনানী বীচ কক্সবাজার
- কক্সবাজার ডিসকাউন্ট অফার
- কক্সবাজার ভ্রমণ খরচ
- কক্সবাজার ঘুরাঘুরির প্লান
- কক্সবাজার ভ্রমনে সতর্কতা
- কক্সবাজারের দর্শনীয় স্থান
- লেখকের শেষকথাঃ কম খরচে কক্সবাজার ভ্রমন
কম খরচে কক্সবাজার ভ্রমন
যেকোনো স্থানে ভ্রমনের খরচ মুলত আপনাদের উপরেই নির্ভর করে। আপনি
যদি ব্যাকপ্যাকার ধরণের ভ্রমণকারী হয়ে থাকেন তাহলে এবং অন্য সব বাদ দিয়ে
ঘুরাঘুরি মূখ্য উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আপনার খরচা অনেক কমে যাবে বলে আমি
মনে করি। কক্সবাজারে ভ্রমনের ক্ষেত্রে খরচ নির্ভর করে আপনি কখন যাবেন কীভাবে
যাবেন কি খাবেন এবং কোথায় থাকবেন ইত্যাদি বিষয়ের উপর।
তাই আজকে এই পোস্টের মাধ্যমে এমন কিছু উপায় সম্পর্কে আপনাদের জানাবো যেগুলো উপায়
আপনারা মেনে চললে খুব অল্প টাকার মধ্যে কক্সবাজার ঘুরে আসতে পারবেন। তো চলুনে
জেনে নেওয়া যাক কীভাবে কম খরচে কক্সবাজার ভ্রমন করবেন।
কখন যাবেন কক্সবাজার
কম খরচে কক্সবাজার ভ্রমনের ক্ষেত্রে সবচেয়ে বিবেচ্য বিষয় হচ্ছে আপনি কোন
সময় কক্সবাজার যাবেন। সিজনে কক্সবাজার ভ্রমনের খরচা অন্য সময়ের থেকে
কয়েকগুন বেড়ে যায়। সিজন ছাড়াও দুই ইদের সময় কিংবা যেকোনো সরকারি ছুটির সময়
অতিরিক্ত মানুষের চাপে সবকিছুতেই খরচা বেশী হয়ে থাকে।
তাই খরচ কমাতে এমন একটি সময় নির্ধারন ক্রুন যে সময়গুলোতে কক্সবাজারে পর্যটক
খুব কম থাকে। নভেম্বর থেকে ফেব্রুয়ারী মাস হচ্ছে কক্সবাজারের পিক
সিজন। কক্সবাজারে সবচেয়ে কম মানুষ ঘুরতে যায় এপ্রিল থেকে অগস্ট এই সময়ে এই
সময়ে ভ্রমনের তারিখ নির্ধারণ ক্রুন তাহলে আপনার খরচা অনেকাংশে কমে আসবে।
আপনারা এমন সময় কক্সবাজার যাবেন না যে সময় বিভিন্ন ধরণের ছুটি পালন করা হয়। যেমন-
দুই ইদের সময়, নতুন বছরের শুরুর সময়, এছাড়াও টানা সরকারি ছুটির দিনে। এছাড়াও
বছরের যেকোনো সময় আপনারা কক্সবাজার ভ্রমণ করতে পারেন । এখানে আপনারা একেক সময়
একেক রকম ফিল পাবেন।
তবে আপনারা যদি অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কক্সবাজার ভ্রমন করেন তাহলে
আপনারা সমুদ্রের শান্ত রূপ দেখতে পারবেন। কিন্তু এসময় সবচেয়ে বেশী পর্যটক এসে ভীড়
করে কক্সবাজারে। তাই প্রচুর পর্যটক আসার কারণে হোটেলের ভাড়া বেশী লাগে এবং আরো
অনেক ক্ষেত্রে খরচা একটু বেশী হয়। তারপরের ছয়মাস--
মানুষ সমুদ্রের প্রতি তেমন বেশী আকর্ষণ হয় না যার ফলে কক্সবাজারে পর্যটক আসে খুব
কম। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বলা হয় অফ- সিজন।
আপনারা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে কক্সবাজার ভ্রমন করলে অনেক কম খরচে
কক্সবাজার ভ্রমন করতে পারবেন। এসময় সমুদ্রের ধারে লোকসমাগম অনেক কম হয়।
ফলে হোটেল- রিসোর্ট এর ভাড়া অনেক কম হয়। আর বর্ষাকালে কক্সবাজার ভ্রমন করলে
বৃষ্টির মধ্যে সমুদ্রে লাফালাফি করতে পারবেন। আশা করি কীভাবে কম খরচে
কক্সবাজার ভ্রমন করবেন অল্প হলেও ধারণা পেয়েছেন। এছারাও কম খরচে কোথায় থাকবেন এবং
কি খাবেন বিস্তারিত জানতে পোস্ট টি মনযোগ দিয়ে পড়তে থাকুন।
কক্সবাজার যাওয়া আসার খরচ
কক্সবাজার যাওয়া আসার খরচ সম্পর্কে অনেকেই স্বছ ধারণা নিতে চাই। কক্সবাজার
যাওয়া আসার খরচ কতো হবে তা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করে। আপনারা যদি ট্রেনে
করে ভ্রমন করেন তাহলে আপনাদের খরচা অনেক কম হবে এবং যদি আপনারা ফ্লাইটে করে
কক্সবাজার আসতে চান তাহলে আপনাদের খরচা অনেক বেশী হবে এটাই স্বাভাবিক।
আর যদি আপনারা বাসে করে আসতে চান তাহলেও খরচা একটু কম হবে। আপনারা দেশের বিভিন্ন
জায়গা থেকে কক্সবাজার যাওয়ার জন্য এসি-নন এসি বাস পেয়ে যাবেন। আপনারা যদি ঢাকা
থেকে কক্সবাজার আসতে চান তাহলে আপনারা কক্সবাজার আসার জন্য অনেক বাস পেয়ে যাবেন।
ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য আপনাদের ভাড়া লাগতে পারে ১৩০০- ২০০০ টাকা।
বিভিন্ন কারণে আবার এই ভাড়া পরিবর্তন হতে পারে। ঢাকা থেকে কক্সবাজার আসতে সময়
লাগবে ১০-১২ ঘন্টা। আর আপনারা যদি ট্রেনে করে কক্সবাজার আসতে চান তাহলে অনেক কম
খরচে কক্সবাজার ভ্রমন করতে পারবেন। আপনারা ঢাকা থেকে সরাসরি কক্সবাজার আসতে
পারবেন। এজন্য আপনাদের ভাড়া লাগতে পারে জনপ্রতি ৭০০-১৩৫০ টাকা।
এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা খুব সহজেই কক্সবাজার আসতে পারবেন।
আপনারা চাইলে ফ্লাইটে করে কক্সবাজার আসতে পারবেন দেশের বিভিন্ন জায়গা থেকে।
কক্সবাজার আসার জন্য আপনারা বাংলাদেশ বিমান, নভোএয়ার এবং উই এস বাংলা ফ্লাইট পেয়ে
যাবেন। আপনারা যদি ফ্লাইটে করে যেতে চান তাহলে আপনাকে এয়ারলাইন্সের অফিসে যাওয়া
লাগবে।
ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য বিমান ভাড়া লাগতে পারে ৫-১২ হাজার টাকা। এছাড়াও
আপনারা যদি চট্টগ্রাম থেকে সরাসরি কক্সবাজার আসার জন্য বিভিন্ন এসি-নন এসি বাস
পাবেন এবং সরাসরি কার রিজার্ভ করে নিয়ে আসতে পারবেন। কক্সবাজার কম খরচে কীভাবে
ভ্রমন করবেন জানতে বিস্তারিত পোস্ট টি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
কোথায় থাকবেন কক্সবাজার
কোথায় থাকবেন কক্সবাজার এই বিষয় নিয়ে আপনারা অনেকেই চিন্তিত। তাই আজকে আমি
আপনাদের কম খরচে থাকার কিছু হোটেল এবং রিসোর্ট সম্পর্কে জানাবো যেগুলোতে অনেক
কম খরচে থাকার সুবিধা পেয়ে যাবেন।খরচ কমানোর ক্ষেত্রে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ
বিষয় হলো আপনি কোথায় থাকবেন তার উপরে।
কক্সবাজারে প্রায় ৭০০-৮০০ টি হোটেল বা রিসোর্ট আছে। কক্সবাজারে আপনি যদি
একরাতের জন্য ৩০০ টাকা দিয়ে থাকতে চান তাহলে থাকতে পারবেন আবার আপনি যদি এক
রাতের জন্য ৩০ হাজার টাকা দিয়ে থাকতে চান তাহলে সেটাও সম্ভব। তাই আপনাকে
আপনার বাজেট অনুযায়ী হোটেল- রিসোর্ট নির্ধারণ করতে হবে।
হোটেল ভাড়া সিজন বা সময়ের উপরে নির্ভর কর। সিজনে যে হোটেলের রুম ভাড়া ৪ হাজার
আপনি অফ সিজনে একই রুম ১ হাজার টাকা দিয়ে বুকিং করতে পারবেন। তাই কক্সবাজারে
কম খরচে ভালো মানের হোটেলে উঠতে চাইলে অফ সিজনে কক্সবাজার ভ্রমন করুন। অফ
সিজনে মোতামুটি মানের ভালো হোটেল ৪০০-৬০০ টাকায় বুকিং করা সম্ভব।
আর যদি এসি রুম নিয়ে চান তাহলে অফ সিজনেও আপনাকে ৫০০-৭০০ টাকা দিয়ে
থাকতে হবে। বিচ থেকে যেসব হোটেলের দূরত্ব যতো বেশি সেইগুলো হোটেল বা রিসোর্ট এর ভাড়া তত
কম। আপনারা যদি অফ- সিজনে কক্সবাজার ভ্রমন করেন তাহলে আগেই হোটেল অথবা রিসোর্ট
বুকিং করবেন না এক্ষেত্রে আপনার থেকে টাকা বেশী নিতে পারে।
- আরো পরুনঃ কক্সবাজারের ২৫ টি হোটেল ও রিসোর্টের তথ্য
কক্সবাজারের আশেপাশে অনেক চিটার- বাটপার এবং দালালেরা ঘুরাফেরা করেন। তাই
হোটেল বুকিং করার জন্য কারো উপরে কোনো দায়িত্ব দিবেন না। নিজে গিয়ে হোটেল বুকিং
করার চেষ্টা করুন এতে টাকা কম লাগার সম্ভাবনা অনেক বেশী। তাই যা করবেন নিজেই করবেন আর দামাদামির ক্ষেত্রে কোনো লজ্জা পাবেন না।
তাই কক্সবাজার গিয়ে নিজের কাজ নিজে করার চেষ্টা করুন। এতে আপনার খরচা আরো অনেক
কমে আসবে।সেখানে লজ্জা পাইলে আপনাকে নিঃস্ব করে ছেড়ে দিবেন সেইখানকার মানুষজন। এছাড়াও আপনারা
যদি বন্ধুরা মিলে কক্সবাজার ঘুরতে যান তাহলে রুম শেয়ার করে থাকতে পারবেন
একরুমে ৪-৫ জন একসাথে থাকতে পারবেন।
সেখানে গিয়ে আপনারা হোটেল ঠিক করার জন্য কোনো রিকশাওয়ালা এবং কোনো অচেনা
মানুষের কথা শুনবেন না। আর আপনারা যদি অনেকজন একসঙ্গে ঘুরতে চান তাহলে হোটেল
ঠিক করার সময় সবার যাওয়ার প্রয়োজন নেই। যেকোনো এক অথবা দুইজন গিয়ে রুম ঠিক করে
আসবেন। এছাড়াও আপনারা যদি অনলাইনে রুম বুকিং দিতে চান তাহলে ---
ফেসবুক থেকে তাদের পেইজে মেসেজ দিয়ে রুম বুকিং দিতে পারবেন। কক্সবাজারের
প্রতিটা হোটেলের ফেসবুক পেইজ রয়েছে তাই সেগুলো পেইজে আপনারা ম্যাসেজ দিয়ে রুম
বুকিং করতে পারবেন। এছাড়াও যারা পরিবার নিয়ে কক্সবাজার ঘুরতে যাবেন। পরিবারের
সদস্য বেশী হলে আপনারা কক্সবাজারে অনেক ফ্লাট পাওয়া যায় সেগুলো নিতে
পারবেন।
কক্সবাজার কোথায় কি খাবেন
কক্সবাজার কোথায় কি খাবেন এই বিষয় নিয়ে আপনারা অনেকেই চিন্তা করেন। আজকের এই
পোস্টে আমরা আলোচনা করবো কক্সবাজার গিয়ে কোন কোন খাবার খাওয়া উচিত এবং কীভাবে
কম টাকায় খাওয়া- দাওয়া করবেন এবং কোন হোটেলে খাবেন বিস্তারিত সব। তাই বিস্তারিত
জানতে পড়তে থাকুন কম খরচে কক্সবাজার ভ্রমন পোস্টটি।
ভ্রমণের খরচা কমাতে হলে আপনাদেরকে অবশ্যই খাবার বিবেচনা করে খেতে হবে। নামী দামী
রেস্তেরা পরিহার করুন। মোটামুটি মানের হোটেল খুঁজে বের করুন তারপর সেইখানে খাওয়া
দাওয়া করতে পারেন। দামী খাবার আইটেমগুলো পরিহার করুন কম খরচে কক্সবাজার ভ্রমন
করার জন্য। কয়েকজন মিলে গেলে খাবার ভাগ করে খেতে পারেন খরচা কমানোর জন্য।
এছাড়াও আপনারা যদি একটু বাজেট বেশী করে খাওয়া- দাওয়া করতে চান তাহলে সেরকম প্রচুর
হোটেল রয়েছে কক্সবাজারে। রোদেলা, ঝাউবন, ধানসিঁড়ি, পৌষি, নিরিবিলি ইত্যাদি
হোটেলে আপনারা অনেক ভালো ভালো আইটেমের খাবার পাবেন এবং এই হোটেল গুলোর অনেক সুনাম
রয়েছে। তবে হোটেলের খাবারের দাম সিজন- অনুযায়ী পরিবর্তন হয়।
এইসব হোটেল আপনারা বিভিন্ন আইটেমের খাবার পাবেন। সেখানে আপনারা ভাত, বিভিন্ন
রকমের ভর্তা, গরুর মাংস, রূপচাঁদা, ইলিশ ইত্যাদি খাবার পাবেন। এছাড়াও লাবনি বিচের
পাশের হান্ডি রেস্তারা থেকে হায়দ্রাবাদী বিরিয়ানি খেতে পারেন ২০০-২৫০ টাকার
মধ্যে। তাই আপনারা আপনাদের বাজেট অনুযায়ী হোটেল নির্বাচন করবেন খাওয়া- দাওয়া করার
জন্য।
হিমছড়ি এবং ইনানী বীচ কক্সবাজার
কক্সবাজার যারা বেড়াতে আসেন তারা কলতলি বিচ, লাবনী বিচ ছাড়াও হিমছড়ি বা ইনানী বিচ
ঘুরতে যান। আপনি যদি খরচা কমাতে চান তাহলে তাহলে কলাতলি বিচ থেকে ডিরেক্ট
অটোরিকশা পাবেন।আর আপনারা যদি সংখ্যাই ৫-৬ জন বা তারও বেশী হয়ে থাকেন
তাহলে অটোরিকশা রিজার্ভ করে নিতে পারেন ।
এক্ষেত্রে অবশ্যই ভাড়া ঠিক করে তারপর উঠবেন তা না হলে আপনার থেকে অতিরিক্ত ভাড়া
নিতে পারে । তবে অন সিজনে ভাড়া অনেক বেশী হয়ে থাকে। আপনারা ঘুরার জন্য সেখানে
অটোরিকশা পাবেন।
কক্সবাজার ডিসকাউন্ট অফার
বিভিন্ন ট্যুর এজেন্সি বিভিন্ন সময় তাদের হোটেল অথবা রিসোর্ট এর জন্য
ডিস্কাউন্ট অফার দিয়ে থাকেন। তবে অফ- সিজনে ডিস্কাউন্ট সবচেয়ে বেশী দেওয়া হয়। তাই
বিভিন্ন রকম ডিস্কাউন্ট পাওয়ার জন্য আপনাকে ভ্রমনের আগে তাদের হোটেল এর পেইজে ফলো
দিয়ে রাখা লাগবে যাতে কোনো অফার দিলে তা আপনি সহজেই বুঝতে পারেন।
তাই ভ্রমন করার আগে ডিস্কাউন্ট অফার সম্পর্কে খেয়াল রাখুন। যেকোনো সময় ডিস্কাউন্ট
দিয়ে তারা হোটেলের ভাড়া অনেক কমিয়ে দেয়। যা আপনার কম খরচে কক্সবাজার ভ্রমনের টুরে
অনেক সাহায্য করবে।
কক্সবাজার ভ্রমণ খরচ
কক্সবাজার ভ্রমনের খরচ কেমন হবে তার একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি।
একটা বিষয় মাথায় রাখবেন যে যত বেশি জন মিলে ট্যুর দিবেন আপনাদের খরচা তত কম হবে।
আমরা এখন যে ধারণা দিব এইটা ২ জন মানুষের জন্য একরাত থাকা খাওয়া এবং ঢাকা পর্যন্ত
ফিরে যাওয়ার খরচা সহ হিসাব করা---
কক্সবাজার কম খরচের হিসেব (জনপ্রতি)
- ঢাকা – কক্সবাজার যাওয়া আসা (ট্রেন) - ৬৯০+৬৯০=১৩৮০ টাকা
- কক্সবাজার থাকা - ৪০০ টাকা
- খাওয়া ৩ বেলা = ১০০*৩ = ৩০০ টাকা
- ঘুরাঘুরি খরচ = ২০০ টাকা
- এই হিসাবে ১ রাতের জন্য খরচ হবে ২২০০ টাকার আশেপাশে এই বাজেটে ভ্রমণ করতে চাইলে আপনাদের অবশ্যই অফ সিজনে বা ছুটির দিন পরিত্যাগ করতে হবে ।
কক্সবাজার মোটামুটি খরচের হিসেব (জনপ্রতি)
- ঢাকা – কক্সবাজার যাওয়া আসা (ট্রেন) – ৬৯০ + ৬৯০ = ১৩৮০ টাকা
- কক্সবাজার থাকা (এসি রুম ১৪০০ টাকা) = ৭-৮০০ টাকা
- খাওয়া খরচ ১ দিন = ৩০০ টাকা
- আশেপাশে ঘুরাঘুরি খরচ = ৩৫০-৪০০ টাকা
- অন্যান্য খরচ = ২০০ টাকা
- এই হিসেবে ১ রাত থাকা সহ কক্সবাজার ভ্রমণ খরচ হবে ৩ হাজার টাকা জনপ্রতি। এই খরচে আপনারা অফসিজনে মোটামুটি ভালো ভাবেই কক্সবাজার ঘুরে বেড়াতে পারবেন।
কক্সবাজার আরামদায়ক ভ্রমণ খরচের হিসেব (জনপ্রতি)
- ঢাকা – কক্সবাজার যাওয়া আসা (এসি ট্রেন) – ১৩৩০ + ১৩৩০ = ২৬৬০ টাকা
- কক্সবাজার থাকা (লাক্সারী এসি হোটেল ২৫০০- ৩০০০ টাকা )
- খাওয়া খরচ ( ১দিন, ৩ বেলা ) ২10 * ৩ = ৬৩০ টাকা
- আশেপাশে ঘুরাঘুরি খরচ = ৬০০-৭০০ টাকা
- অন্যান্য খরচ = ৫-৬০০ টাকা
- এই হিসেবে ১ রাত থাকা সহ কক্সবাজার ভ্রমণ খরচ হবে ৬০০০-৬৫০০ টাকা জনপ্রতি। এই টাকায় খুব সহজেই লাক্সারী হোটেলে রাতে থাকা সহ ফ্যামিলি নিয়ে ভালো ভাবে কক্সবাজার ট্যুর দিয়ে আসতে পারবেন।
কক্সবাজার ঘুরাঘুরির প্লান
আপনি প্রথমে বাসা থেকেই প্লান করে যাবেন যে কক্সবাজারে আপনি কোন কোন
জায়গাগুলো ঘুরবেন তা না হলে আপনি অনেক জায়গা মিস করতে পারেন। কক্সবাজারের
অন্যতম আকর্ষণীয় দৃশ্য হলো সূর্যোদয় ও সূর্যাস্ত। আর তাই আপনি এমন রুটিন করে
নিয়ে যাবেন যাতে আপনি সূর্যোদয় ও সূর্যাস্ত দুইটাই উপভোগ করতে
পারেন।
আপনারা কক্সবাজার ঘুরতে যাবেন সমুদ্র দেখার পাশাপাশি সমুদ্রের সৌন্দর্য উপভোগ
করার জন্য। তাই হোটেলে বসে না থেকে সমুদ্রের পাড়ে ঘুরতে যান। নির্জনে সমুদ্রের
পাড়ে বসে সমুদের সৌন্দর্য উপভোগ করুন। তবে সমুদ্রে নামার আগে অবশ্যই জোয়ার ভাটার
সময় জেনে নিয়ে তারপরে সমদ্রে নামবেন। জোয়ার ভাটার সময় সমুদ্রে নামার দরকার
নেই।
আর যদি সেখানে বৃষ্টি হয় আপনারা বৃষ্টির পরে সমুদ্রের পাড়ে যাওয়ার চেষ্টা করবেন।
সে সময়কার শীতল বাতাস আপনাকে মুগ্ধ করবেই। তাছাড়াও আপনারা চাঁদনী রাতে সমুদ্রের
ধারে বসে জ্যোৎস্না দেখতে পারবেন। ভ্রমনের সময় আপনার হাতে সময় থাকলে প্রিয়জন দের
জন্য টুকিটাকি কেনাকাটা করতে পারেন বার্মিজ মার্কেট থেকে।
তাছাড়াও কক্সবাজারের আশেপাশে ঘুরে দেখার অনেক জায়গা রয়েছে সেগুলোতে গিয়ে ঘুরে
আসতে পারেন। সমুদ্রের পারে সৃতিকে ধরে রাখার জন্য ছবি তুলতে পারেন। সমুদ্রের মাঝে
স্পিড বোর্ড এ করে ঘুরে আনন্দ উপভোগ করতে পারেন। এছাড়াও আপনার হাতে সময়
থাকলে মহেশখালী, কুতুবদিয়া, রামুর বোদ্ধ মন্দির, টেকনাফ কিংবা সেন্টমার্টিন
থেকে ঘুরে আসতে পারেন।
কক্সবাজারের দর্শনীয় স্থান
কক্সবাজার গিয়ে আপনারা কক্সবাজারের আশেপাশে আরো আনেক ঘুরার জায়গা পাবেন। তাই শুধু
সমুদ্র না দেখে পরিকল্পনা অনুযায়ী বেড়িয়ে পরুন আশেপাশের স্থান ঘুরে দেখার
জন্য। কক্সবাজারের দর্শনীয় স্থান হচ্ছে---
- হিমছড়ি
- ইনানী সমুদ্র সৈকত
- মহেশখালী
- রামু বৌদ্ধ বিহার
- রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড
- সেন্টমার্টিন
কক্সবাজার ভ্রমনে সতর্কতা
- যেকনো টাকা বিনিময়ের ক্ষেত্রে তৃতীয় বক্তিকে পরিহার করুন
- জোয়ার ভাটার সময় আগে জেনে নিন তার পরে সমুদ্রে নামুন
- সাগরে বাচ্চাদের নিয়ে নামলে তাদের দিকে লক্ষ রাখুন
- লাইফ জ্যাকেট পরে তারপর স্পিড বোর্ডে উঠুন
- ছবি তোলার ক্ষেত্রে সতর্ক থাকুন
- ছবি তলার আগে দাম মিটিয়ে নিন
- রেস্তরাঁতে কিছু খাওয়ার আগে দাম জেনে নিন তা না হলে সমস্যায় পড়তে পারেন
লেখকের শেষকথাঃ কম খরচে কক্সবাজার ভ্রমন
আজকের এই পোস্টে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে কীভাবে কম খরচে কক্সবাজার
ভ্রমন করবেন সে উপায় সম্পর্কে। এছাড়াও আপনাদের সুবিধার জন্য হোটেল, গাড়িভাড়া
এবং কোথায় কি খাবেন বিস্তারিত সব কিছু আলোচনা করা হয়েছে। এই কম খরচে
কক্সবাজার ভ্রমন পোস্ট যদি আপনাদের উপকারে আসে তাহলে কমেন্ট করতে পারেন।
ইউনিকমিস্ট্রির নীতিমালা মেনে কমেন্ট করুন আমরা আপনাদের পজিটিভ কমেন্টের জন্য অপেক্ষা করছি
comment url