লোকাল SEO ব্যবহার করে ব্যবসা বৃদ্ধি করার উপায়
লোকাল SEO ব্যবহার করে ব্যাবসা বৃদ্ধি করার উপায় সম্পর্কে আপনারা অনেকেই জানতে চান। আজকের এই পোস্টে আমরা আলোচনা করবো লোকাল SEO ব্যবহার করে ব্যাবসা বৃদ্ধি করার উপায় সম্পর্কে। লোকাল SEO ব্যবহারে আপনি খুব সহজেই আপনার প্রতিষ্ঠান সম্পর্কে মানুষদের জানাতে পারবেন।
বর্তমানে মানুষ অনলাইনে সবচেয়ে বেশি সময় দিয়ে থাকে। আর এই অনলাইনে
মাধ্যমে যদি কোন কিছু মানুষের সামনে প্রচার করা হয় তাহলে তা খুব কম
সময়েই আপনার টার্গেট করা মানুষের নিকট পৌঁছে যাবে। আপনি যেসব মানুষদের
টার্গেট করবেন সেসব মানুষদের কাছে আপনার পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে তাদের
জানানো যাবে খুব সহজেই । তো চলুন জেনে নেওয়া যাক লোকাল SEO ব্যবহার করে ব্যাবসা বৃদ্ধি করার উপায় সম্পর্কে।
পেইজ সুচিপত্র ঃলোকাল SEO ব্যবহার করে ব্যাবসা বৃদ্ধি করার উপায়
লোকাল SEO ব্যবহার করে ব্যাবসা বৃদ্ধি করার উপায়
আপনারা অনেকেই জানেন না লোকাল SEO ব্যবহার করে ব্যাবসা বৃদ্ধি করার উপায়
সম্পর্কে। আজকের এই পোস্ট আমরা আলোচনা করেছি লোকাল এসিও ব্যবহার করে ব্যবসা করার
উপায় সম্পর্কে। লোকাল SEO ব্যবহার করে ব্যাবসা বৃদ্ধি করা খুবই সহজ। আপনারা
লোকাল এসিও ব্যবহার করে আপনারা টার্গেট করা মানুষদের কাছে পণ্য বিক্রি করতে
পারবেন।
Local SEO কি?
লোকাল SEO হচ্ছে এমন একটা ্মাধ্যম যা ব্যবহার করে আপনি আপনার নির্দিষ্ট
মানুষদের টার্গেট করে তাদের কাছে পণ্য বা আপনার প্রতিষ্ঠান সম্পর্কে জানাতে
পারবেন । ধরুন, আপনার একটা রেস্টুরেন্ট আছে রাজশাহীতে আপনি এখন আপনার এই
রেস্টুরেন্ট এর জন্য SEO করবেন । তাহলে কি আপনি পুরো বাংলাদেশের মানুষকে আপনি
আপনার রেস্টুরেন্ট সম্পর্কে জানাবেন ? নাকি রাজশাহীর মানুষদের জানাবেন আপনার
রেস্টুরেন্ট সম্পর্কে ।
এক্ষেত্রে আপনাকে অবশ্যই নির্দিষ্ট কিছু মানুষদেরকে টার্গেট করতে হবে । এর কারন
হল আপনি যদি পুরো বাংলাদেশের মানুদেরকে টার্গেট করেন তাহলে তারা কি আপনার
রেস্টুরেন্ট এ খেতে আসবে নিশ্চই না । এজন্য আপনাকে টার্গেট করতে হবে রাজশাহীর
মানুষদের । তাহলে তারা আপনার রেস্টুরেন্ট এ যেতে পারবে এবং আপনার বিজনেস ভালো হবে
।এই পদ্ধতি ব্যবহার করে আপনি একমাত্র আপনার
যেকোনো ব্যবসা করার ক্ষেত্রে কাস্টমার কি আপনার উপস্থিতি জানাতে হবে । এই
লোকাল SEO করার পর প্রতি মাসে যদি 200 জন মানুষ গুগলে সার্চ করে যে
রাজশাহীতে সবচেয়ে ভালো রেস্টুরেন্ট কোথায় এবং লোকাল করার জন্য গুগলে আপনার
রেস্টুরেন্ট দেখাবে এবং সেখান থেকে যদি কিছু পারসেন্ট লোক আপনার রেস্টুরেন্ট
আসে প্রতিদিন।
এবং আপনার রেস্টুরেন্টে খাবার যদি মানসম্মত হয় তাহলে আপনার ব্যবসা দিন দিন
বৃদ্ধি পাবে এবং আপনার প্রফিট দিন দিন অনেক বৃদ্ধি পাবে । এভাবেই লোকাল এসেও
করে আপনি আপনার ব্যবসা বৃদ্ধি করতে পারবেন । এটাই লোকাল SEO র সবচেয়ে
বড় সুবিধা। লোকজন যা খুঁজছে আপনাকে শুধু তার লোকদের সামনে তুলে ধরতে
হবে ।
আর আপনার টার্গেট করা লোকদের সামনে আপনার ব্যবসা পণ্য সম্পর্কে তুলে ধরার
সবচেয়ে বড় মাধ্যম হল লোকাল SEO । বর্তমানে বাংলাদেশের প্রায়
১০ মিলিয়ন মানুষ ইন্টারনেট ব্যবহার করে থাকে। তাই ব্যবসা বৃদ্ধি করতে
সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে লোকাল এসিও।
Local SEO কেন প্রয়োজন?
অনলাইনে অন্যান্য প্রতিযোগী দের থেকে এগিয়ে থাকতে হলে আপনাকে অবশ্যই
SEO করতে হবে। তা না হলে আপনি আপনার ব্যবসা বৃদ্ধি করতে পারবেন
না। আর যখনই আপনি অনলাইনে বিজনেস করার চিন্তা ভাবনা করবেন তখন আপনাকে মাথায়
রাখতে হবে আপনাকে লোকাল SEO করতে হবে।
লোকাল এসিও করার মাধ্যমে আপনি আপনার আশেপাশের লোকদের টার্গেট করে তাদের
কাছে আপনার নির্ধারিত পণ্য বিক্রি করতে পারবেন । পৃথিবীতে প্রায় সবাই
ইন্টারনেট ব্যবহার করে আর এখন মানুষ আর আগের মতো বাজারে গিয়ে বা মার্কেটে গিয়ে
জিনিসপত্র কিনতে পছন্দ করেন না অনলাইনে বেশিরভাগ কেনাকাটা করে যাবেন।
আর যারা অনলাইনে ব্যবসা করছেন তাদের ব্যবসা দিন দিন বৃদ্ধি পাচ্ছে
কিভাবে? এই ব্যবসা বৃদ্ধির একমাত্র উপায় হচ্ছে এসিও করা। আর এই লোকাল
SEO করার মাধ্যমে আপনি অনেক রকম সুযোগ-সুবিধা পাবেন এবং আপনার পণ্য বিক্রি
অনেক বৃদ্ধি পাবে এবং এতে আপনার প্রফিট বৃদ্ধি পাবে ।
Local SEO র সুবিধা
আপনি যখন আপনার ব্যবসা বৃদ্ধি করার জন্য লোকাল করবেন SEO করবেন তখন আপনি
নানারকম সুবিধা পাবেন আর এইসব সুবিধা পাওয়ার জন্য মূলত SEO করা হয়ে থাকে
। তো চলুন জেনে নেওয়া যাক Local SEO র সুবিধাগুলো কি কি
- লোকাল ট্রাফিক বৃদ্ধি
- লিড এবং বিক্রয় বৃদ্ধি
- ব্রান্ড এর ভ্যালু বৃদ্ধি
- প্রতিযোগীতায় টিকে থাকা
- কাস্টমারদের বিশ্বাস অর্জন
লোকাল ট্রাফিক বৃদ্ধি
কোন একটি ব্যবসা করতে হলে কিছু নির্দিষ্ট মানুষকে টার্গেট করে ব্যবসা শুরু করতে
হয়। আর এসব টার্গেট কৃত মানুষকে আপনার ব্যবসা সম্পর্কে জানাতে হলে আপনাকে
অবশ্যই লোকাল SEO করতে হবে। এর মাধ্যমে আপনি আপনার টার্গেটকৃত মানুষের
কাছে আপনার পণ্য বিক্রি করতে পারবেন।মনে করুন থ্রি পিস এর দোকান আছে এখন আপনি
থ্রি পিস কাদের কাছে বিক্রি করবেন।
এ পণ্য তো আপনি কোন বয়স্ক মানুষের কাছে বিক্রি করতে পারবেন না বা কোন
পুরুষ মানুষের কাছে বিক্রি করতে পারবেন না আপনাকে টার্গেট করতে হবে 15 থেকে 30
বছরের মেয়েদের যখন তারা জানতে হবে আপনার কাছে তারা তাদের কাঙ্খিত পণ্য পাবে তখন
তারা আপনার দোকানে আসবে এবং আপনার পণ্য কিনবে এভাবে আপনি লোকাল SEO করার মাধ্যমে
আপনার ব্যবসা অনেক বড় করতে পারবেন। আর এই লোকাল SEO এইভাবেই কাজ করে।
লিড এবং বিক্রয় বৃদ্ধি
লোকালSEO করার মাধ্যমে আপনি আপনার নির্দিষ্ট মানুষকে টার্গেট করে তাদের কাছে
পণ্য বিক্রি করতে পারবেন। আর এই SEO করার মাধ্যমে আপনার পণ্য নির্দিষ্ট
ক্রেতাদের জানাতে পারবেন এবং তারা আপনার সম্পর্কে এবং তারা আপনার পণ্য
সম্পর্কে জানার পর আপনার পণ্য যদি ভালো মানের হয়ে থাকে তাহলে আপনার লিড এবং
বিক্রয় অনেক বৃদ্ধি পাবে।
লোকাল SEO করার ফলে বিক্রি বেশী হবে এটাই স্বাভাবিক। আপনি আপনার টার্গেট
অনুযায়ী মানুষদের টার্গেট করবেন এবং তাদের কাছে পণ্য বিক্রি করে আপনার ব্যবসার
প্রসার বৃদ্ধি করবেন এটা একমাত্র এই লোকাল SEO করার মাধ্যমে সম্ভব ।
ব্রান্ড এর ভ্যালু বৃদ্ধি
অনলাইনে কোন ব্যবসা করতে হলে আপনাকে প্রথমে আপনার প্রতিষ্ঠান কে একটি
ব্যান্ড হিসেবে গড়ে তুলতে হবে মানুষকে বিশ্বাস করা তবে যে আমরা ভালো পন্য করি
আমাদের পণ্য ভালো মানে ভালো ইত্যাদি ইত্যাদি। মানুষের বিশ্বাস অর্জন করতে
হবে এছাড়াও শুধু ব্যান্ড হিসেবে গড়ে তুললে হবে না ব্র্যান্ডের ভ্যালু
বৃদ্ধি করতে হবে।
আর আপনার এই ব্র্যান্ডকে ভ্যালুয়েবল করতে একমাত্র কার্যকর উপায় হচ্ছে লোকাল SEO
। লোকাল এসিও করার ফলে আপনার পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে মানুষ জানতে পারবে
এবং আপনি কি রকম সার্ভিস দিচ্ছেন সেই সার্ভিসটি কাদের প্রয়োজন আপনি তাদের
টার্গেট করে লোকাল SEO করবেন।
এতে আপনার বিক্রি অনেক বৃদ্ধি পাবে এবং আপনার ব্যান্ড ভ্যালু অনেক
বৃদ্ধি পাবে। এজন্য কোন ব্যবসার ক্ষেত্রে বা কোন প্রতিষ্ঠানে ক্ষেত্রে লোকাল
এসিও করা খুবই গুরুত্বপূর্ণ
প্রতিযোগীতায় টিকে থাকা
বর্তমানে প্রায় সব ব্যবসায় অনেক প্রতিযোগী । তবে আপনার লক্ষ্য হতে হবে এসব
প্রতিযোগিতা টিকে থাকা। খুব সহজে হাল ছেড়ে দিলে আপনি জীবনে কিছুই করতে
পারবেন না আপনাকে কষ্ট করে প্রতিযোগিতা টিকে থাকতে হবে এবং আপনার মূল লক্ষ্য ভাবে
প্রতিযোগিতায় টিকে থাকা আর এ প্রতিযোগিতাপূর্ণ সবকিছুতেই আপনাকে এগিয়ে
রাখবে।
এই লোকাল এসইও করার মাধ্যমে আপনি আপনার বিক্রয় অনেক বৃদ্ধি করতে পারবেন।
এবং আপনার টার্গেট অনুযায়ী মানুষের কাছে আপনি আপনার পণ্য বিক্রি করতে
পারবেন লোকাল SEO করার মাধ্যমে আপনার পণ্য বিক্রি অনেক বৃদ্ধি পাবে এতে আপনার
প্রতিষ্ঠান খুব তাড়াতাড়ি ব্র্যান্ড হিসেবে পরিচিতি পাবে।
কাস্টমারদের বিশ্বাস অর্জন
বিশ্বাস অর্জন একটি গুরুত্বপূর্ণ বিষয়. আপনি যদি আপনার কাস্টমারদের বিশ্বাস
অর্জন করতে না পারেন তাহলে আপনি আপনার পণ্য বিক্রি করতে পারবেন না আর এই বিশ্বাস
অর্জনের মূল হাতিয়ার হচ্ছে লোকাল SEO । আপনি লোকাল SEO করার
পর কাস্টমাররা যখন আপনার প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারবে তারা আপনার
যাবতীয় তথ্য গুলো দেখতে পারবে ।
আপনি কবে ব্যবসা শুরু করেছেন আপনি কোথায় ব্যবসা করছেন আপনার ফোন নাম্বার আপনার
ইমেইল এড্রেস আপনার ওয়েবসাইট সবই দেখতে পারবে একজন কাস্টমার । এবং
আপনার পণ্য যদি মানে ভালো থাকে তাহলে সে কাস্টমার ঘুরে ঘুরে আপনার কাছে আবার আসবে
আর এভাবে আপনার পণ্য বৃদ্ধি পাবে এবং আপনি ভালো একজন ব্যবসায়ী হিসেবে পরিচিতি
পাবেন ।
আর এইসব সম্ভব শুধুমাত্র লোকাল এসিও করার মাধ্যমে। লোকাল SEO করার
মাধ্যমে আপনি আপনার ব্যবসাকে একদম শূন্য থেকে উপরে তুলতে পারবেন ।
Local SEO কত প্রকার ও কি কি?
লোকাল এসিও সাধারণত দুই প্রকার হয়ে থাকে
- প্রোডাক্ট বেস লোকাল এসইও
- এড়িয়া বেস লোকাল এসইও
প্রোডাক্ট বেস লোকাল এসইও
আপনি যখন একটি নির্দিষ্ট প্রোডাক্ট কে টার্গেট করে SEO করবেন । ধরুন রাজশাহীতে
আপনার একটি মোবাইল দোকান আছে । এবং আপনি লোকাল এসিও করার পর তখন কেউ
যদি রাজশাহী মোবাইল লিখে গুগলে সার্চ দেয় তাহলে গুগল তাদের আইপি
এড্রেস ডিটেক্ট করার পর আপনার দোকান সাজেস্ট করবে আর এভাবেই লোকাল এসিও কাজ
করে।
এড়িয়া বেস লোকাল এসইও
আপনার মোবাইল দোকান যেহেতু রাজশাহীতে সেহেতু আপনি রাজশাহী মানুষকে
টার্গেট করবেন আপনার পণ্য বিক্রি করার জন্য তাইনা? তো আপনি যদি রাজশাহী
লোকেশন টার্গেট করেন তাহলে কেউ যদি রাজশাহী মোবাইল লিখে গুগলে সার্চ করে
তাহলে সার্চ রেজাল্টে আপনার দোকান সাজেস্ট করবে গুগল । আর এই কারণে
এরিয়া টার্গেট করে কোন পণ্য বিক্রি করার ইচ্ছা থাকলে এরিয়া বেস লোকাল SEO করতে
হয় ।
Local SEO কিভাবে কাজ করে?
আপনাদের যাদের SEO সম্পর্কে তেমন কোনো ধারনা নাই তারা নিম্নে উল্লেখিত ধাপ
গুলো অনুসরণ করতে পারেন । আর সেইসব ধাপ গুলো হলো ‘
- Google My Business প্রোফাইল তৈরি
- লোকাল কীওয়ার্ড রিসার্চ
- ওয়েবসাইটের লোকাল তথ্য আপডেট
- লোকাল ডিরেক্টরি
- লোকাল কন্টেন্ট পাবলিশ
- লোকাল ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের সাথে পরিচিতি’
Google My Business প্রোফাইল তৈরি
লোকাল এসিও করার ক্ষেত্রে গুগল মাই বিজনেস এর গুরুত্ব অপরিসীম কেননা এর
মাধ্যমে সমস্ত কাজ সম্পন্ন করা হয় । এটাকে এসিও র হৃৎপিণ্ড বলা হয় কেননা
গুগল মাই বিজনেস আপনার ব্যবসা আপনার পণ্যকে স্থানীয় লোকদের কাছে পৌঁছে দিতে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।
আবার এই Google My Business এরমধ্যে কিছু বিষয় অন্তর্ভুক্ত আছে
যেগুলো আপনি না জানলে আপনি কিছুই করতে পারবেন না তো সেগুলো কি চলুন জেনে
আসি
- Google Maps
- Google Business Profile
- Google Business Profile Review
- Google Map Based Photo
Google Maps
গুগল মাই বিজনেসের মাধ্যমে আপনি আপনার ব্যবসার সমস্ত তথ্য কিংবা যেসব বিষয়
আপনার গ্রাহকদের জানানো উচিত সেসব বিষয় আপনি গুগল ম্যাপের মাধ্যমে তা জানাতে
পারবেন। আর যখন আপনার ব্যবসা সম্পর্কে কোন যাবতীয় তথ্য
জানতে চাইবে আপনার লোকেশন কোথায় আপনি কি ধরনের পণ্য বিক্রি
করেন।
আপনার পণ্যের মান কি রকম ইত্যাদি ইত্যাদি বিষয় গুগল ম্যাপে অনুসরণ করবে
। এর মাধ্যমে আপনি আপনার ব্যবসা সম্পর্কে মানুষের সামনে আপনার ব্যবসা
সম্পর্কে যাবতীয় তথ্য তুলে ধরতে পারবেন।
Google Business Profile
গুগল মাই বিজনেস এর মাধ্যমে আপনি আপনার ব্যবসা সম্পর্কে একটি পেজ তৈরি করতে
পারবেন এবং এই পেজে আপনি আপনার ব্যবসার বিস্তারিত তথ্য ছবি ভিডিও রিভিউ নানা
রকম প্রশ্ন উত্তর প্রদান করতে পারবেন। এটা করার ফলে আপনার ব্যবসার
বিশ্বস্ততা বৃদ্ধি পাবে এবং গ্রাহকদের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং সু
সম্পর্ক তৈরি হবে।
Google Business Profile Review
এর মাধ্যমে গ্রাহকরা আপনার পণ্য বা ব্যবসা সম্পর্কে রিভিউ দিতে পারবেন
। আপনার পণ্য যদি ভালো হয় বা যদি মান সঠিক থাকে তাহলে তাদের পজিটিভ রিভিউ
আপনার বিক্রি আরো বৃদ্ধি করতে সাহায্য করবে। এর পাশাপাশি রিভিউ যদি ভালো হয়
তাহলে আপনার পণ্য আরো বেশি বিক্রি হবে। এবং আপনার পণ্য বা ব্যবসার উপর
তাদের আগ্রহ তৈরি হবে। Google Map Based Photo
Google Map Based Photo
Google মাই বিজনেস এর মাধ্যমে আপনি আপনার পণ্যের ছবি বা ব্যবসার ছবি মানুষের
সামনে তুলে ধরতে পারবেন। আপনার এসব আকর্ষণীয় ছবি ক্রেতাদের আকর্ষণ
করবে যার ফলে তারা আপনার পণ্য সম্পর্কে ভালো ধারণা রাখবে এবং আপনার পণ্য কিনতে
আগ্রহ হবে এটা আপনার বিক্রি অনেক বৃদ্ধি পাবে আপনার ব্যবসার প্রসার অনেক বৃদ্ধি
পাবে এতে আপনি খুব সহজেই একজন ভালো ব্যবসায়ী হিসেবে পরিচিত পাবেন।
Local SEO কীভাবে করতে হয়
লোকাল SEO ভালোভাবে সম্পন্ন করতে হলে আপনাকে নিচের বিষয়গুলো মানতে হবে ,,,,
- লোকাল কীওয়ার্ড রিসার্চ
- ওয়েবসাইটের লোকাল তথ্য আপডেট
- লোকাল ডিরেক্টরি সাবমিট
- লোকাল কন্টেন্ট পাবলিশ
- লোকাল ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের সাথে পরিচিতি
লোকাল কীওয়ার্ড রিসার্চ
লোকাল এসিও করার ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ একটি গুরুত্বপূর্ণ
বিষয়। এখন ধরুন রাজশাহীতে আপনার একটি কম্পিউটারের দোকান আছে । এখন
রাজশাহীর মানুষ কম্পিউটার কেনার আগে কি লিখে গুগলে সার্চ করতে পারে তা আপনাকে
ভালোভাবে রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ একটি
বিষয় পণ্য বিক্রির ক্ষেত্রে কীওয়ার্ড রিসার্চ একটা খুবই
গুরুত্বপূর্ণ বিষয় । আপনি যদি সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করতে
না পারেন তাহলে আপনার পণ্য বিক্রি খুব কম হবে ।
ওয়েবসাইটের লোকাল তথ্য আপডেট
লোকাল এসে করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি বিষয় মাথায় রাখতে হবে যে আপনার
যাবতীয় তথ্য যাতে খুব সহজেই যে কেউ বের করতে পারে আপনাকে সে ব্যবস্থা করতে হবে
এজন্য আপনি আপনার ব্যবসার ঠিকানা আপনার ফোন নাম্বার আপনার বাসার
ঠিকানা আপনার ফোন নাম্বার ইমেইল আইডি ইত্যাদি সব সময় আপডেট করতে হবে ।
যাতে মানুষেরা খুব সহজেই আপনার সকল তথ্য পেতে পারে এতে তাদের মনে আপনার জন্য একটি
বিশ্বস্ততা তৈরি হয়ে যাবে এবং এতে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে অনেক বেশি জানতে
পারবে বা আপনার পণ্য বেশি বিক্রি হবে এজন্য বলা যায় সকল তথ্য আপডেট করা খুবই
গুরুত্বপূর্ণ একটি বিষয় এতে আপনি খুব সহজেই মানুষের ভরসা অর্জন করতে পারবেন
। আর আপনি যদি মানুষের বিশ্বস্ততা অর্জন করতে পারেন তাহলে আপনার বিক্রি
অনেক বৃদ্ধি পাবে ।
লোকাল ডিরেক্টরি সাবমিট
পৃথিবীতে অসংখ্য ওয়েবসাইট আছে যারা মূলত লোকাল ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে লিস্টিং
করে। তো আপনি যখন আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এসিও করবেন তখন তারা সেই
ব্যবসা প্রতিষ্ঠান কেউ লিস্টিং করতে হবে তা না হলে আপনার প্রতিষ্ঠান বা
ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে মানুষ জানতে পারবে না এছাড়াও আপনার প্রতিষ্ঠান
সম্পর্কে যাতে স্পষ্ট ধারণা নিতে পারে মানুষ সেজন্য লোকাল ডিরেক্টরে সাবমিট করা
খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ।
লোকাল কন্টেন্ট পাবলিশ
আপনার প্রতিষ্ঠান যে জায়গায় আপনি সেই জায়গা কে নিশ্চয় টার্গেট
করবেন। মনে করুন রাজশাহীতে আপনার একটি মোবাইল শপ আছে তো আপনি আপনার আশেপাশের
প্রাসঙ্গিক বিষয় নিয়ে কনটেন্ট পাবলিশ করবেন । এর ফলে ক্রেতারা তাদের
অজানা বিষয় সম্পর্কে জানতে পারবে এবং আপনার সম্পর্কে তাদের ভালো একটি ধারণা তৈরি
হবে।
আপনার প্রতি তারা বিশ্বস্ত হবে এতে আপনার বিক্রয় বেশি হবে । এতে আপনি
খুব সহজেই ক্রেতাদের আকর্ষণ তৈরি করতে পারবেন
লোকাল ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের সাথে পরিচিতি
আপনার ব্যবসাকে পরিচিত করতে হলে আপনাকে অবশ্যই লোকাল প্রতিষ্ঠান বা লোকাল
ব্যক্তিবর্গের সাথে খুব ভালো সম্পর্ক থাকতে হবে তাহলে তাদের রেফারেই আপনার
প্রতিষ্ঠান অনেক বড় হয়ে যেতে পারে এছাড়া আপনাকে এই কাজটি করার জন্য লোকাল
ব্লক ফোরাম বা সোশ্যাল মিডিয়ায় নানার গ্রুপে যোগ হতে হবে এতে আপনি আপনার
প্রতিষ্ঠানকে খুব কম সময়ে পরিচিত করতে পারবেন ধন্যবাদ।
Local SEO এর সুবিধা কি কি
- লোকাল SEO করার ফলে আপনি আপনার ব্যাবসার যাবতীয় তথ্য খুব সহজেই মানুষের নিকট তুলে ধরতে পারবেন এবং নির্দিষ্ট এলাকায় আপনার ওয়েবসাইট প্রচার করতে পারবেন ।
- লোকাল SEO করার ফলে আপনার ব্যাবসার লিড বৃদ্ধি করতে পারবেন খুব দ্রুত ।
- যারা গুগলে যেসব পণ্য খুঁজছে আপনি তাদের টার্গেট করে তাদের পণ্য বিক্রয় করতে পারবেন ।
- আপনার যদি নিজস্ব কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনি আপনার ওয়েবসাইটকে লোকাল SEO করতে পারবেন । তবে আপনাকে অবশ্যই SEO সম্পর্কে ভালো ধারনা থাকতে হবে ।
- আপনার পণ্যর প্রচার করে আপনি আপনার বিক্রি বৃদ্ধি করতে পারবেন ।
শেষকথাঃলোকাল SEO ব্যবহার করে ব্যাবসা বৃদ্ধি করার উপায়
আজকের এই পোস্টে আমরা বিস্তারিত আলোচনা করেছি লোকাল SEO ব্যবহার করে
ব্যাবসা বৃদ্ধি করার উপায় সম্পর্কে। আপনারা এই উপায় ব্যবহার করে খুব সহজে
আপনারা বিজনেস বেশী করতে পারবেন। আশা করা যায় এই লোকাল SEO ব্যবহার করে
ব্যাবসা বৃদ্ধি করার উপায় আপনারা বুঝতে পেরেছেন।
ইউনিকমিস্ট্রির নীতিমালা মেনে কমেন্ট করুন আমরা আপনাদের পজিটিভ কমেন্টের জন্য অপেক্ষা করছি
comment url