২০২৪ সালে লাভবান ব্যবসার জন্য ১০টি সৃজনশীল আইডিয়া
আপনি কি ২০২৪ সালের সেরা ১০ টি লাভবান ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানতে চান। আজকের এই পোস্টে আমরা
আলোচনা করবো সেরা ১০ টি ব্যাবসা সম্পর্কে যেগুলো করে খুব সহজেই কোটিপতি হতে
পারবেন। বর্তমান সময়ে এমন কিছু ব্যাবসা আছে যেগুলো করলে আপনার লাভের পরিমাণ অনেক
বেশী হবে। ২০২৪ সালের সেরা ১০ টি লাভবান ব্যাবসা এই ব্যাবসা খুবই জনপ্রিয়।
প্রায় সবারই ইচ্ছা থাকে চাকরি তে মানুষের গোলামি করার চেয়ে নিজে ব্যাবসা করবো
কিন্তু অনেকেই ঠিক ভেবে পায় না যে কি ব্যাবসা করবে। এজন্য আপনাদের জন্য
এমন একটা পোস্ট নিয়ে এসেছি যে পোস্টে আমরা আলোচনা করেছি ২০২৪ সালের সেরা ১০ টি লাভবান ব্যাবসা সম্পর্কে যেগুলো ব্যাবসা করার মাধ্যমে আপনারা উচ্চতার শিখরে পৌছে যাবেন।
পেইজ সূচীপত্রঃ ২০২৪ সালের সেরা ১০ টি লাভবান ব্যাবসা
- ২০২৪ সালের চালের ব্যাবসা
- ২০২৪ সালের ব্যবহৃত মোবাইলের ব্যবসা
- ২০২৪ সালের নতুন মোবাইল ফোন বিক্রি করতে পারেন
- ২০২৪ সালের কসমেটিক্স পণ্যের ব্যবসা করতে পারেন
- ২০২৪ সালের মোবাইল ল্যাপটপ সার্ভিসিং এর ব্যাবসা করতে পারেন
- ২০২৪ সালের ফার্মেসির বিজনেস করতে পারেন
- ২০২৪ সালের ইলেকট্রিক পন্য বিক্রি করতে পারেন
- ২০২৪ সালের টাইলস এর ব্যবসা করতে পারেন
- ২০২৪ সালের ফাস্ট ফুডের ব্যবসা
- ২০২৪ সালের মোবাইল অ্যাকসেসরিজের ব্যবসা
- লেখকের শেষকথা
২০২৪ সালের চালের ব্যাবসা
২০২৪ সালের সেরা ১০ টি লাভবান ব্যাবসার মধ্যে চালের ব্যাবসা খুব লাভজনক একটা ব্যাবসা । আপনারা যদি
চাউলের এই ব্যাবসা ভালভাবে পরিচালনা করতে পারেন তাহলে খুব অল্প সময়েই অনেক
টাকা লাভ করতে পারবেন। আমাদের দেশের প্রধান খাদ্য হচ্ছে ভাত। সবাই ৩ বেলা ভাত
খেয়ে থাকেন। এজন্য এপনারা যদি এই ব্যাবসা করতে পারেন প্রচুর পরিমাণে চাল
বিক্রি করতে পারবেন।
আপনাদের এই ব্যাবসা করার জন্য চাউলের সম্পর্কে এবং এর বাজার সম্পর্কে ভালো ধারণা থাকতে
হবে। চাউল অনেক রকমের হয়ে থাকে। এজন্য ভালো চালের ব্যাবসা আপনাকে করতে হবে। যে চালের ভাত খেতে অনেক সুসাব্দু হবে। আপনাকে
এই ব্যাবসা শুরু করার জন্য ৫-১০ লাখ টাকার প্রয়োজন হবে তাহলে এই
ধানের ব্যাবসা করতে পারবেন।
এছাড়াও আপনাকে চাউল ক্রয় করার সম্পর্কে বিস্তারিত ধারণা থাকতে হবে। কোন
জায়গা থেকে চাল ক্রয় করবেন তা আপনাকে ঠিক করতে হবে। আপনারা চাইলে বিভিন্ন
মিল থেকে ধান কিনতে পারেন অথবা আপনার এলাকা এবং আশেপাশের এলাকা থেকে কিনতে
পারবেন। এই কাজগুলো করতে ভালো পরিশ্রম করা লাগে। এবং অনেক বেশী পরিমাণে লাভ
পাওয়া যায়।
২০২৪ সালের ব্যবহৃত মোবাইলের ব্যবসা
২০২৪ সালের সেরা ১০ টি লাভবান ব্যাবসার মধ্যে ব্যবহৃত মোবাইলের ব্যবসা একটা লাভজনক ব্যবসা আপনারা যদি এই
মোবাইলের ব্যবসা ভালভাবে পরিচালনা করতে পারেন তাহলে অনেক দ্রুত
লাভবান হতে পারবেন। এই ব্যাবসা করার জন্য অন্যোর ব্যবহৃত মোবাইল
কিনতে হবে। এবং তারপরে সেই মোবাইল ভালো পরিমাণে লাভে বিক্রি করা সম্ভব।
এজন্য লাভবান হওয়ার খুব ভালো একটা ব্যাবসা এই ব্যবহৃত মোবাইলের
ব্যবসা।
এ ব্যবহৃত মোবাইলের রয়েছে প্রচুর চাহিদা এবং এই মোবাইলের ব্যবসা প্রচুর
লাভজনক। আপনি যদি ব্যবহৃত মোবাইলে ব্যবসা করতে চান তাহলে আপনাকে
আপনার আশেপাশের লোকেদের থেকে মোবাইল ক্রয় করতে হবে। অনেক মানুষই
বিভিন্ন কারণে তাদের শখের মোবাইল বিক্রি করে দেয় তখন আপনি তাদের থেকে
ব্যবহৃত মোবাইলটি কিনে নিতে পারেন।
তাছাড়াও আপনারা bikroy.com এ আপনার ফোনটির এড দেখিয়ে অন্য
গ্রাহকের কাছে সহজেই বিক্রি করতে পারবেন। আপনি যদি এই ব্যবহৃত
মোবাইলের ব্যবসা করতে চান তাহলে পুঁজি লাগবে ১ লাখ টাকার
মতো।এছাড়াও আপনারা ব্যবহৃত ফোনের ব্যবসা করে মাসে ৫০ থেকে ১ লক্ষ
টাকা ইনকাম করতে পারবেন।
২০২৪ সালের নতুন মোবাইল ফোন বিক্রি করতে পারেন
২০২৪ সালের সেরা ১০ টি লাভবান ব্যাবসার মধ্যে বর্তমানে মোবাইল ফোনের চাহিদা প্রচুর পরিমাণে।এজন্য প্রত্যেকদিন
অনেক মানুষ নতুন ফোন ক্রয় করতে আসে। এজন্য আপনি নতুন মোবাইল
ফোনের ব্যবসা করতে পারেন। আপনারা এছাড়াও অফলাইনের মাধ্যমে
ফোন বিক্রি করতে পারেন । মোবাইলে ব্যবসায় প্রচুর লাভ হয়ে
থাকে এজন্য আপনাকে সর্বপ্রথম একটি দোকানের ব্যবস্থা করতে
হবে।
দোকানটি আপনার এমন স্থানে হতে হবে যেখানে লোকসমাগম অনেক
বেশি হয়ে থাকে। আপনি বাজার বাস স্টেশন, মার্কেট
ইত্যাদিতে দোকান দিতে পারেন এতে আপনার মোবাইল বিক্রির সম্ভাবনা
অনেক বেশি থাকবে। এছাড়া আপনার দোকান কে ভালোভাবে ডেকোরেশন করতে
হবে। আপনাকে নতুন নতুন মোবাইল সংগ্রহ করে বিক্রয় করতে
হবে।
এছাড়াও আপনাকে দোকানের জন্য ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে
হবে। মোবাইলের সাথে মোবাইলের চার্জার হেডফোন রাখার চেষ্টা
করবেন। আপনাদের এই ব্যবসা করার জন্য প্রয়োজন হবে তিন থেকে চার
লাখ টাকা এবং প্রত্যেক মাসে কমপক্ষে ৫০ থেকে ১ লাখ টাকা লাভ করতে
পারবেন। মোবাইল ফোনের ব্যবসায় প্রচুর লাভ হয়ে থাকে।
২০২৪ সালের কসমেটিক্স পণ্যের ব্যবসা করতে পারেন
২০২৪ সালের সেরা ১০ টি লাভবান ব্যাবসার মধ্যে কসমেটিকসের ব্যবসা একটা লাভজনক ব্যবসা।প্রত্যেকটা মহিলার চাহিদা
রয়েছে রয়েছে এই কসমেটিক্স এর উপরে। তাই আপনারা যদি
এই কসমেটিক্স এর বিজনেস করে থাকেন প্রচুর পরিমাণে লাভবান হতে
পারবেন। আপনাকে এজন্য একটা ভালো পজিশনের দোকান খুঁজতে হবে যেখানে
মহিলারা বেশী আসেন।
তারপর আপনাকে মহিলাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন রকমের কসমেটিক্স এর পণ্য নিয়ে
আসতে হবে।এবং আপনাকে বুজতে হবে মহিলারা কোন পণ্য টি বেশী কিনে সেই
রকমের পণ্য আরো বেশী করে নিয়ে আসবেন।এগুলো কসমেটিক্স পণ্য আপনাকে
পাইকারী মার্কেট থেকে সংগ্রহ করতে হবে এতে আপনারা পণ্য কম দামে কিনতে
পারবেন।
আপনাকে আপনার ব্যাবসা বৃদ্ধি করার জন্য চাহিদা অনুযায়ী পণ্য সংগ্রহ
করতে হবে। সেই পণ্যগুলো আপনারা দোকানের পাশাপাশি অনলাইনেরা মাধ্যমে
বিক্রি করতে পারবেন। অনলাইনে কোনো পণ্য বিক্রি করলে আপনি অনেক বেশী
পরিমাণে পণ্য বিক্রি করতে সক্ষম হবেন। এই ব্যবসা শুরু করার জন্য আপনার
২-৩ লাখ টাকা প্রয়োজন।
এবং এই কসমেটিক্স ব্যবসা করে আপনারা মাসে কমপক্ষে ৭০-১ লাখ টাকা লাভ
করতে পারবেন। এজন্য আপনারা এই সময়ে কসমেটিক্স এর ব্যবসা করতে পারেন।
এতে লাভ হয় অনেক বেশী পরিমাণে।
২০২৪ সালের মোবাইল ল্যাপটপ সার্ভিসিং এর ব্যাবসা করতে পারেন
২০২৪ সালের সেরা ১০ টি লাভবান ব্যাবসার মধ্যে মোবাইল ল্যাপটপ সার্ভিসিং এর ব্যবসায় প্রচুর লাভ হয়ে থাকে। তাই আপনারা
কম পূজিতে বেকার বসে না থেকে এই ব্যবসা শুরু করতে পারেন। বর্তমানে
প্রায় মানুষ মোবাইল এবং ল্যাপটপ ব্যবহার করে থাকে। এবং এই
জিনিসগুলো প্রায় নষ্ট হওয়ার কারণে তার মেরামতের প্রয়োজন
পড়ে। এজন্য আপনি যদি মোবাইল ল্যাপটপ সার্ভিসিং এর দোকান দিতে
পারেন তাহলে অনেক সুন্দর ব্যবসা করতে পারবেন।
এ ব্যবসায় রয়েছে প্রচুর চাহিদা। আপনার যদি এই কাজগুলোর প্রতি
অভিজ্ঞতা না থাকে তাহলে তিন-চার মাসের ট্রেনিং দিয়ে কাজ শিখে
নিতে পারেন। ভালো করে শিখে ব্যবসা শুরু করলে খুব সহজেই অনেক বড়
হতে পারবেন। আপনারা যদি লাভবান হতে চান তাহলে মোবাইল ল্যাপটপ
সার্ভিসিং এর ব্যবসা করতে পারেন।
২০২৪ সালের ফার্মেসির বিজনেস করতে পারেন
২০২৪ সালের সেরা ১০ টি লাভবান ব্যাবসার মধ্যে ২০২৪ সালে ফার্মেসির ব্যবসা একটি লাভজনক ব্যবসা।আপনারা যদি এই
ব্যবসাটি করতে চান তাহলে খুব দ্রুত শুরু করতে পারে। কেননা এই ফার্মেসীর
ব্যবসায় প্রচুর চাহিদা রয়েছে এবং এই ব্যবসায় লাভের পরিমাণ বেশি
থাকে। প্রত্যেকটা মানুষ কোন না কোন সময় অসুস্থ হয়ে পড়ে তাই
অসুস্থ হলে ওষুধের প্রয়োজন হয় ।তাই আপনি ফার্মেসীর ব্যবসা শুরু করতে
পারেন।
ফার্মেসীর ব্যবসা করার জন্য আপনাকে ভালো স্থান নির্বাচন করতে
হবে। কোন হসপিটাল বা ক্লিনিকের আশেপাশে আপনাকে দোকান নিতে
হবে। এছাড়াও আপনারা বিভিন্ন বাজারে, মার্কেটে, দোকান
দিতে পারেন। যদি আপনি ভালোভাবে পরিশ্রম করতে পারেন তাহলে খুব অল্প
সময়ে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন।
এছাড়াও আপনি যদি একটি ফার্মেসীর ব্যবস্থা করে সেখানে একটি ডাক্তারকে
বসাতে পারেন তাহলে আপনার বিক্রি বৃদ্ধি পাবে কয়েকগুণ। এজন্য
আপনারা ফার্মেসীর বিজনেস করতে পারেন। এতে খুব দ্রুত অনেক টাকা
ইনকাম করতে পারবেন।
২০২৪ সালের ইলেকট্রিক পন্য বিক্রি করতে পারেন
২০২৪ সালের সেরা ১০ টি লাভবান ব্যাবসার মধ্যে এই সময়ে ইলেকট্রিক ব্যাবসা একটা লাভজক ব্যাবসা। আপনারা
এই ইলেকট্রিক ব্যাবসা করতে চাইলে খুব অল্প পূজিতেই শুরু করতে
পারবেন। এই ইলেকট্রিক ব্যাবসায় লাভ হয় পণ্য কেনার কয়েকগুন। তাই এই
পণ্যর বিজনেস করা একটা লাভজনক বিজনেস হবে। এখনকার সময়ে প্রায় প্রতেক
বাসাতে বিদ্যুৎ রয়েছে।
আর প্রতেক বাসাতে বিদ্যুৎ রয়েছে এর মানে এইসব পণ্য প্রায় সময়
কেনা লাগে। যার ফলে আপনার বিক্রয় হবে অনেক বেশী এবং লাভ হবেও
বেশী। ইলেকট্রিক পণ্যর ব্যবসা করার সিধান্ত একদম সঠিক সিদ্ধান্ত।
আপনারা কম দামে ইলেকট্রিক পণ্য ক্রয় করে বেশী দামে বিক্রি করতে
পারবেন। এজন্য আপনাকে কোনো বাজারে দোকান নিতে হবে।
২০২৪ সালের টাইলস এর ব্যবসা করতে পারেন
২০২৪ সালের সেরা ১০ টি লাভবান ব্যাবসার মধ্যে টাইলসের ব্যবসা বর্তমানে খুবই লাভজনক একটি ব্যবসা। টাইলসের রয়েছে
প্রচুর চাহিদা। যেখানে নতুন বাড়ি বা বিল্ডিং তৈরি করা হয়
সেখানেই টাইলস ব্যবহার করা হয়। প্রত্যেকদিন আপনি প্রচুর পরিমাণে
টাইলস বিক্রি করতে পারবেন এবং বেশি পরিমাণ অর্থ লাভও করতে
পারবেন। টাইলসের ব্যবসা শুরু করতে পুজি কম লাগে।
আপনারা চার থেকে পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে টাইলসের ব্যবসা শুরু করতে
পারেন। টাইলসের ব্যবসা করে অনেক লোক সফলতার উচ্চ শিখরে পৌঁছে
গেছেন। তাই লাভজনক ব্যবসা হিসেবে আপনি টাইলসের ব্যবসা শুরু করতে
পারেন। এতে প্রচুর লাভ পাওয়া যায় এবং বিক্রয়ও হয় অনেক
বেশি।
২০২৪ সালের ফাস্ট ফুডের ব্যবসা
২০২৪ সালের সেরা ১০ টি লাভবান ব্যাবসার মধ্যে আপনারা যদি কোনো ব্যাবসা শুরু করতে চান তাহলে ফাস্ট ফুডের ব্যবসা
শুরু করতে পারেন। আপনারা প্রতেকদিন অনেক বেশী পরিমাণে ফাস্ট ফুড
বিক্রি করতে পারবেন।কারণ ফাস্ট ফুড বর্তমানে খুব জনপ্রিয় একটা
খাবার।এবং এই ফাস্ট ফুডের ব্যবসায় লাভ অনেক বেশী হয়ে
থাকে।ফাস্টফুড অনেক সুস্বাদু হওয়ার কারণে অনেকেই ফাস্টফুড খেতে
পছন্দ করেন।
আপনারা যদি ফাস্টফুড এর দোকান দিয়ে ভালো ভালো খাবার রান্না এবং আপনার
দোকানটি ভালোভাবে পরিচালনা করতে পারেন তাহলে খুব সহজেই লাভবান হতে
পারবেন। এক্ষেত্রে আপনার দোকানটির লোকেশন আপনার ব্যবসা বৃদ্ধি করতে
অনেকটা সাহায্য করবেন।আপনি যদি বাজারে অথবা কোন মহিলা কলেজের
সামনে কিংবা বিশ্ববিদ্যালয়ের সামনে ফাস্টফুডের দোকান দিতে পারেন তাহলে
আপনার ব্যবসা হবে প্রচুর।
এজন্য অবশ্যই ভালো স্থান নির্ধারণ করে ফাস্টফুড এর দোকান দিতে
পারেন।এজন্য আপনাকে অবশ্যই ভালোভাবে ফাস্টফুড তৈরি করা
জানতে হবে।
২০২৪ সালের মোবাইল অ্যাকসেসরিজের ব্যবসা
২০২৪ সালের সেরা ১০ টি লাভবান ব্যাবসার মধ্যে আপনারা যদি মোবাইল অ্যাকসেসরিজের ব্যবসা করতে পারেন তাহলে খুব
দ্রুত লাভবান হতে পারবেন। এজন্য আপনারা এই ব্যবসা খুব কম পূজিতে
শুরু করতে পারবেন। এই মোবাইল অ্যাকসেসরিজ গুলো আপনারা পাইকারী
দোকান থেকে খুব কম টাকায় ক্রয় করতে পারবেন এবং এগুলো মোবাইল
অ্যাকসেসরিজ বিক্রি করে অনেক বেশী দামে বিক্রি করতে পারবেন।
মোবাইল অ্যাকসেসরিজ জিনিসগুলো হচ্ছে হেডফোন, মোবাইলের ব্যাককভার,
চার্জার, আরো অনেক যিনিস যেগুলো আপনারা বিক্রি করে খুব তাড়াতাড়ি লাভবান
হতে পারবেন। এজন্য আপনাদের একটা দোকানের ব্যবস্থা করতে হবে এবং সেগুলো
আপনারা অনলাইনেও খুব ভালো দামে আপনার পণ্য বিক্রি করতে পারবেন।
এই মোবাইল অ্যাকসেসরিজের ব্যবসা আপনারা ১-২ লাখ টাকা দিয়ে শুরু
করতে পারবেন।
লেখকের শেষকথা
আজকের এই পোস্ট টিতে আমরা আলোচনা করছি ২০২৪ সালের সেরা ১০ টি লাভবান ব্যাবসা সম্পর্কে। আপনারা যদি উপরের দেখানো যেকোনো একটা ব্যবসা ভালোভাবে
পরিচালনা করতে পারেন তাহলে খুব দ্রুত সফলতা অর্জন করতে পারবেন। তবে
আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে যে, অবস্থান, মূলধন, দক্ষতা,
বাজারের চাহিদা - সবকিছুই একসঙ্গে বিবেচনা করে ব্যবসা করা লাগবে।
আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের জানাতে পারেন।
ধন্যবাদ।
ইউনিকমিস্ট্রির নীতিমালা মেনে কমেন্ট করুন আমরা আপনাদের পজিটিভ কমেন্টের জন্য অপেক্ষা করছি
comment url