ছবি এডিটিংয়ের জন্য ১০টি বেস্ট অনলাইন টুল: সহজে এবং দ্রুত
আপনারা অনেকেই অনলাইনে ছবি এডিট করার বেস্ট ওয়েবসাইট সম্পর্কে জানতে চান।
আজকের এই পোস্টে আমরা বিস্তারিত আলোচনা করবো অনলাইনে ছবি এডিট করার বেস্ট
ওয়েবসাইট সম্পর্কে। ছবি এডিট করার অ্যাপ বা সফটওয়্যার দিয়ে খুব সহজেই যেকোনো
ছবিকে সুন্দর ও আকর্ষণীয় করা যায়। আজকের আধুনিক যুগে আমাদের ছবি এডিট
করা অপরিহার্য একটা কাজ হয়ে উঠেছে। সবাই তার ছবিকে সুন্দর ও আকর্ষণীয় করে
তুলতে চাই।
আমরা প্রতিনিয়ত আমাদের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়ে থাকি। তাই আমাদের
প্রতিনিয়ত ছবিকে যত বেশী সুন্দর ও আকর্ষণীয় করে তোলা যায় তার চেষ্টা করে
থাকি। বর্তমান সময়ে অনেক অ্যাপ পাওয়া যায় যেগুলো দিয়ে আপনারা খুব সহজেই যেকোনো
ধরনের ছবিকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে পারবো। তো চলুন জেনে নেওয়া
যাক অনলাইনে ছবি এডিট করার বেস্ট ওয়েবসাইট সম্পর্কে।
পেইজ সুচিপত্রঃ অনলাইনে ছবি এডিট করার বেস্ট ওয়েবসাইট
- অনলাইনে ছবি এডিট করার বেস্ট ওয়েবসাইট
- ছবি কেন এডিট করতে হয়
- অনলাইনে ছবি এডিট করার বেস্ট ওয়েবসাইট
- অনলাইনে ছবি এডিট করার সুবিধা কি কি
- অনলাইনে ছবি এডিট করার নিয়ম
- অনলাইনে ছবি এডিট করতে যা যা লাগবে
- অনলাইনে ছবি এডিট করার পদ্ধতি
- অনলাইনে ছবি এডিট করার কিছু টিপস
- লেখকের শেষকথাঃ অনলাইনে ছবি এডিট করার বেস্ট ওয়েবসাইট
অনলাইনে ছবি এডিট করার বেস্ট ওয়েবসাইট
অনলাইনে ছবি এডিট করার বেস্ট ওয়েবসাইটগুলো সম্পর্কে যারা যারা জানেন না তাদের জন্য আজকের এই পোস্ট। আজকের এই পোস্টে আমরা বিস্তারিত আলোচনা করেছি অনলাইনে ছবি এডিট করার বেস্ট ওয়েবসাইট সম্পর্কে। তাই বিস্তারিত জানতে পোস্টটি মনযোগ সহকারে পড়তে থাকুন।
ছবি কেন এডিট করতে হয়
ছবি এডিট করার মাধ্যমে যেকোনো ধরণের ছবিকে সুন্দর ও আকর্ষণীয় করা যায়। কম
রেজুলেশনের ছবিকে আপনারা এডিট করার মাধ্যমে অনেক সুন্দর ছবিতে রূপান্তর করতে
পারবেন। ছবি এডিট করার মাধ্যমে আপনারা ছবির সব কিছু পরিবর্তন করতে পারবেন। ছবি
আমাদের নানা কারনে এডিট করার প্রয়োজন হয়। ছবি এডিট করার প্রধান কারণগুলো
হলো--
- ছবির গুণগত মান উন্নত করাঃ আমরা যখন কোনো ছবি তুলি তখন ছবির ব্রাইটনেস কম বেশী হয়ে থাকে। যার ফলে আমরা ছবি এডিট করে ছবির আলো বৃদ্ধি বা কমাতে পারি এবং ছবির মানকে উন্নত করতে পারি।
- অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলাঃ ছবি তুলার পরে দেখা যায় আমাদের ছবির মধ্যে নানাধরনের অপ্রয়োজনীয় জিনিস চলে আসে যেগুলো আমাদের ছবিকে দেখতে খারাপ করে দেয়। যার ফলে ছবি এডিট করার ফলে ছবির অপ্রয়োজনীয় অংশকে আমরা কেটে ফেলতে পারি। এবং ছবিকে সুুন্দর বানাতে পারি।
- সোশ্যাল মিডিয়া বা ব্লগের জন্য: আমরা প্রতি্দিন আমাদের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকি। আমাদের ছবি যাতে অন্যদের থেকে সুন্দর এবং আকর্ষণীয় হয় এই কারণে ছবি এডিট করা হয়।
অনলাইনে ছবি এডিট করার বেস্ট ওয়েবসাইট
আপনারা অনেকেই অনলাইনে ছবি এডিট করার বেস্ট ওয়েবসাইট সম্পর্কে জানতে
চান।বর্তমানে আপনারা ছবি এডিট করার জন্য অনেক ধরনের ওয়েবসাইট পেয়ে যাবেন যে সকল
ওয়েবসাইটে আপনারা নানা ধরনের ফিচার এবং টুলসের সাহায্যে খুব সহজেই উন্নতমানের
ছবি এডিট করতে পারবেন।
আপনাকে এখন যে কয়টা ওয়েবসাইটের লিস্ট দেওয়া হবে সে কয়টা ওয়েবসাইটে আপনি
খুব মজার সাথে ছবি এডিট করতে পারবেন। তো চলুন জেনে আসি অনলাইনে
ছবি এডিট করার বেস্ট ওয়েবসাইটগুলো কি কি
CANVA
CANVA খুবই জনপ্রিয় একটা ফটো এডিটিং অ্যাপ। আপনারা কানভা অ্যাপ এ
নানাধরনের টেমপ্লেট পাবেন যেগুলো দিয়ে আপনারা খুব সহজেই যেকোনো ছবিকে আকর্ষণীয়
করে তুলতে পারবেন। Canva এর প্রধান ফিচার গুলো হলো:
- টেমপ্লেট: CANVA অ্যাপ এ আপনারা অনেক রকমের টেমপ্লেট পাবেন যেগুলো দিয়ে খুব সুন্দর ছবি এডিট করতে পারবেন।
- টেক্সট যোগ করাঃ আপনারা CANVA অ্যাপ এ যেকোনো ছবির উপরে নিচে লেখা যোগ করতে পারবেন। এছাড়াও লেখার কালার, ফ্রন্ট কালার, এবং স্টাইল আপনার ইচ্ছামতো পরিবর্তন করতে পারবেন।
- ফিল্টার এবং ইফেক্ট: CANVA তে রয়েছে মারাত্মক সব ফিল্টার যেগুলো দিয়ে আপনারা আপনার যেকোনো বাজে ছবিকে ভালো ছবিতে রূপান্তর করতে পারবেন।
- গ্রাফিক্স এবং ইলাস্ট্রেশন: CANVA তে রয়েছে অনেক ধরনের গ্রাফিক্স এবং ইলাস্ট্রেশন যেগুলো দিয়ে আপনারা খুব সুন্দর ছবি তৈরি করতে পারবেন।
Adobe Express
Adobe Express খুবই জনপ্রিয় একটা ছবি এডিটিং অ্যাপ। এই অ্যাপ আপনারা খুব
সহজেই ব্যবহার করতে পারবেন এবং ছবিকে আরো সুন্দর ও আকর্ষণীয় রূপ দিতে
পারবেন।
- ইফেক্ট এবং ফিল্টার: Adobe Express এ রয়েছে নানাধরনের ইফেক্ট এবং ফিল্টার যেগুলো দিয়ে
- আপনারা ছবিকে সুন্দর করে তুলতে এই অ্যাপে আপনারা পেয়ে যাবেন অনেক ফিল্টার যা ব্যবহার করে যেকোনো ছবিকে অনেক আকর্ষণীয় রূপ দিতে পারবেন।
- টেক্সট এবং গ্রাফিক্স: আপনারা এই অ্যাপ দিয়ে যেকোনো ছবিতে লেখা যুক্ত করতে পারবেন এবং গ্রাফিক্স যোগ করে ছবিকে সুন্দর করতে পারবেন।
- প্রিসেট ডিজাইন: Adobe Express অ্যাপ এ আপনারা ডিজাইন করার অপশন পেয়ে যাচ্ছেন। যা দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করা সম্ভব।
visme একটা জনপ্রিয় ওয়েবসাইট যেখানে আপনারা ছবি এডিটিং এর
পাশাপাশি প্রেজেন্টেশন এবং ইনফোগ্রাফিক তৈরি করতে পারবেন। Visme
এর প্রধান ফিচার গুলো হলো:
- প্রেজেন্টেশন এবং ইনফোগ্রাফিক:Visme তে আপনারা খুব সহজেই খুব ভালো ছবি এডিট করতে পারবেনএবংসহজেই প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন আপনারা।তাছাড়াও এই Visme তে ইনফোগ্রাফিক খুব ভালোভাবে তৈ্রি করতে পারবেন।
- টেমপ্লেট এবং কাস্টমাইজেশন:আপনারা এই অ্যাপে অনেক ধরনের টেমপ্লেট এবং কাস্টমাইজেশন অপশন পেয়ে যাবেন যা দিয়ে আপনারা খুব সহজেই এবং খুব দ্রুত ছবি এডিট করতে পারবেন।
- গ্রাফিক্স এবং চার্ট: এই অ্যাপে আপনারা ডিজাইন করার জন্য নানাধরনের চার্ট পেয়ে যাবেন যা দিয়ে আপনারা যেকোনো কিছু ডিজাইন করতে পারবেন।
photopea
Photopea খুবই জনপ্রিয় একটা ওয়েবসাইট। যা আপনাদের অনলাইনে ব্যবহার
করতে হবে। এতে রয়েছে অনেকগুলো অ্যাডভান্সড টুলস। যার সাহায্য আপনারা
পেশাদার ছবি এডিট করতে পারবেন। Photopea এর প্রধান ফিচার গুলো হলো:
- অ্যাডভান্সড টুলস: Photopea তে রয়েছে নানধরনের সব অ্যাডভান্সড টুলস যার সাহয্য আপনারা খুব সুন্দর ভাবে ছবি এডিট করতে পারবেন এবং ছবির সাইজ কম বেশী করতে পারবেন।
- PSD এবং অন্যান্য ফাইল ফরম্যাট: Photopea তে রয়েছে অনেক ফাইল যেমন PSD, XCF, Sketch এগুলো দিয়ে আপনারা খুব সুন্দরভাবে ছবি এডিট করতে এবং ছবির মানকে পরিবর্তন করতে পারবেন।
- ফিল্টার এবং ইফেক্ট: Photopea তে অনেক রকমের ফিল্টার এবং ইফেক্ট রয়েছে যেগুলো দিয়ে খুব উন্নতমানের ছবি এডিট করতে পারবেন।
picsart
picsart খুব জনপ্রিয় ছবি এডিটিং অ্যাপ। এটা আপনারা মোবাইল এবং ল্যাপটপ , ডেক্সটপ এ ব্যবহার করতে পারবেন। PicsArt এর প্রধান ফিচার গুলো হলো:
- ইফেক্ট এবং ফিল্টার: PicsArt এ রয়েছে অনেক রকমের ফিল্টার। যা দিয়ে আপনারা খুব সহজেই ছবি সুন্দর করে তুলতে পারবেন।
- টেক্সট এবং স্টিকার: এই PicsArt এ রয়েছে স্টিকার লেখা যোগ করার ফিচার যা আপনার ছবিতে যেকোনো স্টিকার অ্যাড করতে পারবেন এবং ছবিতে লেখা লিখতে পারবেন।
- কোলাজ এবং ড্রইং টুলস: আপনারা PicsArt এ নানাধরনের ড্রইং করতে পারবেন। যা আপনার ছবিকে নানারকমের রূপ দিতে সাহায্য করবে। এবং এই অ্যাপ দিয়ে আপনারা ছবিতে কোলাজ যূক্ত করতে পারবেন।
Pixlr
Pixlr
খুব জনপ্রিয় ছবি এডিটিং অ্যাপ। যা দিয়ে আপনারা অনেক সুন্দর ছবি তৈরি করতে
পারবেন। Pixlr X এবং Pixlr E। Pixlr X একটি সহজ এডিটিং
অ্যাপ। এবং Pixlr E অ্যাড্ভানস লেভেলের এডিটর এর জন্য। আপনারা এই
অ্যাপ ব্যবহার করে অনেক কিছু করতে পারবেন। Pixlr এর প্রধান ফিচারগুলো
হলো
Lightroom খুব জনপ্রিয় একটা অ্যাপ। এই অ্যাপ দিয়ে আপনারা যেকোনো ছবিকে খুব
সুন্দর রূপ দিতে পারবেন। আপনারা লাইট্রুমে নানাধরনের প্রি সেট ব্যবহার করতে
পারবেন। যার ফলে আপনার ছবি হবে অনেক সুন্দর এবং আকর্ষণীয়। ছবিতে আপনারা
অসসংখ্য প্রি সেট ব্যবহার করে ছবি এডিট করতে পারবেন।
- বেসিক এবং অ্যাডভান্সড এডিটিং টুলসঃ আপনারা এই অ্যাপ টিতে সহজ এবং কঠিন কিছু টুলস পাবেন আপনার যখন যেটা দিয়ে ইচ্ছা আপনারা ছবি এডিট করতে পারবেন।
- ফিল্টার এবং ইফেক্টঃ এই অ্যাপ এ রয়েছে অনেক ধরনের ফিল্টার এবং ইফেক্ট যা ব্যবহার করে খারাপ ছবিকেও সুন্দর ও আকর্ষণীয় করা সম্ভব।
- লেয়ার এবং মাস্কঃ আপনারা এই অ্যাপে পেয়ে যাবেন লেয়ার এবং মাস্ক যা দিয়ে আপনারা খুব সুন্দর ভাবে ছবি এডিট করতে পারবেন।
Snapseed
snapseed খুবই জনপ্রিয় একটা অ্যাপ। যা দিয়ে আপনারা অনেক রকমভাবে ছবি
এডিট করতে পারবেন। আপনারা এই সফটওয়্যার দিয়ে অনেকভাবে ছবি এডিট করতে
পারবেন। এই অ্যাপে আপনারা পেয়ে যাবেন প্রায় ১০-১৫ টি অসাধারণ ফিল্টার। এবং
অনেক অপশন আছে যেগুলো দিয়ে একটা ছবিকে আআকর্ষণীয় করে তুলতে পারবেন।
এছাড়াও এই অ্যাপে এমন কিছু অপশন পেয়ে যাবেন যেগুলো আর কোথাও পাবেন না ।
তাছাড়াও আপনারা এই অ্যাপ এ প্রবেশ করলে টুলস নামে একটা অপশন দেখতে পারবেন
যেখান থেকে আপনারা অনেকভাবে ছবি এডিট করতে পারবেন। ছবিকে নানারকমভাবে
সাজাতে পারবেন এই snapseed সফটওয়্যার দিয়ে।
Lightroom
remini
remini খুব জনপ্রিয় একটা ছবি এডিটিং অ্যাপ। আপনারা এই অ্যাপ দিয়ে অনেকভাবে ছবি এডিট করতে পারবেন। এই অ্যাপ দিয়ে যেকোনো কম রেজুলেশনের ছবিকে অনেক ভালো রেজুলেশন দিতে পারবেন। এছাড়াও আরো অনেক কাজ করতে পারবেন এই অ্যাপ দিয়ে।
অনলাইনে ছবি এডিট করার সুবিধা কি কি
অনলাইনে ছবি এডিট করার অনেক সুবিধা পাওয়া যায়। বর্তমান সময়ে অনলাইনে ছবি এডিট
করার বেস্ট ওয়েবসাইট থেকে AI দিয়ে খুব সুন্দরভাবে ছবি তৈরি করা যায় এবং আপনার
যে রকম ছবির ব্যাকগ্রাউন্ড দরকার সেই রকম ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন অনলাইনে
ছবি এডিট করলে।
- ইন্টারনেট থাকলে আপনি যেকোনো ডিভাইস দিয়ে ছবি এডিট করতে পারবেন।
- অ্যাপস ডাউনলোড করার প্রয়োজন নেই
- আপনারা এই অ্যাপসগুলো ফ্রী তে ব্যবহার করতে পারবেন
- ai দিয়ে ছবি তৈ্রি করতে পারবেন
- খুব তাড়াতাড়ি ছবি এডিট করতে পারবেন
অনলাইনে ছবি এডিট করার নিয়ম
আপনি যদি অনলাইনে ছবি ইডিট করতে চান তাহলে আপনাকে কিছু নিয়ম মানতে হবে। ছবি
এডিট করার জন্য যে বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ
- কপি রাইটঃ আপনাকে ছবি এডিট করার সময় অবশ্যই কপি রাইট বিবেচিত করতে হবে।
- ছবি ফরম্যাট: ছবি এডিট করার সময় আপনাকে উপযুক্ত ফরম্যাট ব্যবহার করতে হবে। জে পি জি বা পি এন জি ফরম্যাট ব্যবহার করার চেষ্টা করবেন।
- সঠিক এডিটঃ আপনাকে ভালভাবে এডিট করা জানতে হবে তা না হলে ভালো এডিট করতে পারবেন না। আপনার ছবিকে এডিট করার জন্য যেকোনো সফটওয়ার ব্যবহার করতে পারেন।
- প্র্যাক্টিসঃ আপনাকে আগে ভালো করে প্র্যাক্টিস করতে হবে তাহলে আপণি একজন দক্ষ এডিটর হতে পারবেন।
অনলাইনে ছবি এডিট করতে যা যা লাগবে
আপনারা যদি অনলাইনে ছবি এডিট করার বেস্ট ওয়েবসাইট সম্পর্কে না জানেন
তাহলে কিন্তু ভালভাবে ছবি এডিট করতে পারবেন না। অনলাইনে ছবি এডিট করতে কিছু
প্রয়োজনীয় যিনিস আবশ্যক। কি কি লাগবে তা নিচে আলোচনা করা হল
- ইন্টারনেট সংযোগ: আপনারা যদি অনলাইনে ছবি এডিট করতে চান তাহলে আপনারা অবশ্যই ইন্টারনেট সংযোগ প্রয়োজন। ইন্টারনেট সংযোগ ব্যাতিত আপনারা অনলাইনে ছবি এডিট করতে পারবেন না।
- কম্পিউটার/মোবাইল ডিভাইসঃ আপনারা অনলাইনে ছবি এডিট করতে চাচ্ছেন। আপনার অবশ্যই একটা মোবাইল, কম্পিউটার, বা ল্যাপটপ থাকা অবশ্যক।
- ওয়েব ব্রাউজার: ছবি এডিট করার জন্য Google Chrome, Mozilla Firefox, Safari ইত্যাদি ব্রাউজার দিয়ে আপনাকে ওয়েবসাইটে প্রবেশ করে ছবি এডিট করতে হবে।
- ওয়েবসাইট: আপনারা ছবি এডিট করার জন্য অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন যেগুলোর থেকে আপনারা খুব সুন্দর ও আকর্ষণীয় ছবি এডিট করতে পারবেন।
অনলাইনে ছবি এডিট করার পদ্ধতি
আপনারা যখন অনলাইনে ছবি এডিট করতে যাবেন আপনারা কিছু সমস্যায় বা কোন যিনিস
বুজতে সমস্যা হতে পারে। তাই এখন আমরা আপনাদের জানাবো যে কীভাবে পদ্ধতি
অবলম্বন করে ছবি এডিট করবেন আপনারা।
- ওয়েবসাইট নির্বাচনঃ আপনারা আপনাদের ছবি সুন্দর করার জন্য একটা ভালো ওয়েবসাইট নির্বাচন করুন যে ওয়েবসাইট দিয়ে আপনারা ছবি এডিট করতে পারবেন।
- অ্যাকাউন্ট তৈরি: আপনাকে অনলাইনে ছবি এডিট করতে হলে আপণি যে ওয়েবসাইট গুলো দিয়ে ছবি এডিট করবেন তার জন্য কিছু কিছু ওয়েবসাইট এ আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
- ছবি আপলোড: আপনাকে ছবি এডিট করার জন্য প্রথমে আপনার একটা ছবি নির্বাচন করে তারপরে তা এডিট করার জন্য ওয়েবসাইটে আপলোড করতে হবে।
- এডিটিং: আপনার ছবিকে এডিট করতে আপনারা ওয়েবসাইটে অনেক অপশন পেয়ে যাবেন অনেক টেম্পলেট বা ফিল্টার পেয়ে যাবেন যেগুলো দিয়ে খুব সুন্দর ছবি এডিট করতে পারবেন।
- সংরক্ষণ: ছবি এডিট করা সম্পন্ন হলে আপনারা যেকোনো ফরম্যাটে ছবি ডাউনলোড করতে পারবেন। তবে সবথেকে ভালো হবে যদি JPG বা PNG ফরম্যাটে ছবি ডাউনলোড করেন।
অনলাইনে ছবি এডিট করার কিছু টিপস
- ছবির রেজুলেশন ভালো মানের রাখুন
- ছবির আলো ভারসাম্যতা সঠিক রাখুন
- অতিরিক্ত ফিল্টার ব্যবহার করবেন না
- JPEG, PNG ফরম্যাটে ডাউনলোড করুন
লেখকের শেষকথাঃ অনলাইনে ছবি এডিট করার বেস্ট ওয়েবসাইট
আজকের এই পোস্টে আমরা বিস্তারিত আলোচনা করেছি অনলাইনে ছবি এডিট করার
বেস্ট ওয়েবসাইট সম্পর্কে। আপনার ছবিকে আরো অনেক বেশী সুন্দর করার জন্য
আপনারা আলোচনা করা ওয়েবসাইটগুলো ব্যবহার করতে পারবেন। আপনাদের যদি
অনলাইনে ছবি এডিট করার ওয়েবসাইট নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে যোগাযোগ করতে
পারেন।
ইউনিকমিস্ট্রির নীতিমালা মেনে কমেন্ট করুন আমরা আপনাদের পজিটিভ কমেন্টের জন্য অপেক্ষা করছি
comment url