নতুন শুরু: আমেরিকা যাওয়ার জন্য ১০টি কার্যকরী টিপস
আমেরিকার গ্রিন কার্ড পাওয়ার সহজ উপায়
অনেকেই আমেরিকা যাওয়ার সহজ উপায় সম্পর্কে জানতে চান।আমেরিকা দেশটিতে যাওয়া আমাদের কাছে স্বপ্নের মত।আমেরিকা যেতে পারলেই আমাদের জীবন সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। আমেরিকা যাওয়ার ইচ্ছা প্রায় আমাদের সবারই রয়েছে হোক সেটা লেখাপড়া, চাকরি, ব্যবসা, বা শুধুমাত্র ভ্রমণ। আজকের এই পোস্টটিতে আমরা আলোচনা করবো আমেরিকা যাওয়ার সহজ উপায় সম্পর্কে।
বাংলাদেশ থেকে আমেরিকা আপনারা অনেক ভিসার মাধ্যমে যেতে পারবেন। স্টাডি ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, মেডিকেল ভিসা, ট্যুরিস্ট ভিসা ইত্যাদি কিন্তু ভিসার ক্যাটাগরির ক্ষেত্রে খরচ আলাদা হতে পারে।আমেরিকা একটি শক্তিশালি এবং অনেক সুন্দর একটা দেশ এবং এই দেশে মানুষ সবচেয়ে বেশী যায় টাকা ইনকাম করতে । তো চলুন জেনে আসি আমেরিকা যাওয়ার সহজ উপায় সম্পর্কে।
পোস্ট সূচীপত্র ঃ আমেরিকা যাওয়ার সহজ উপায়
- আমেরিকা যাওয়ার সহজ উপায়
- বাংলাদেশ থেকে আমেরিকা যেতে কত টাকা লাগে
- আমেরিকা ভিসার দাম কত
- বাংলাদেশ থেকে আমেরিকা যেতে কত সময় লাগে
- আমেরিকার ভিসা পাওয়ার যোগ্যতা
- আমেরিকা যেতে I E L T S কত পয়েন্ট লাগে
- আমেরিকা যেতে কত বছর বয়স লাগে
- লেখকের শেষকথাঃ আমেরিকা যাওয়ার সহজ উপায়
আমেরিকা যাওয়ার সহজ উপায়
আমেরিকা যাওয়ার সহজ উপায় সম্পর্কে আজকের এই পোস্ট বিস্তারিত আলোচনা করা হবে।
কীভাবে খুব সহজে আমেরিকা পারি দিতে পারবেন কীভাবে যাবেন বিস্তারিত সকল কিছু আজকের
এই পোস্ট খুব সুন্দর করে বর্ণনা করা হয়েছে। আপনারা যে আমেরিকা যাবেন বাংলাদেশ
থেকে আমেরিকা যেতে কতো টাকা খরচা হবে।
আমেরিকা যাওয়ার জন্য আপনাকে প্রথমে ইংরেজীতে দক্ষ হওয়া লাগবে। এজন্য আপনাদের
আমেরিকা যাওয়ার জন্য কত পয়েন্ট লাগবে। আমেরিকা আপনারা কতো বছর বয়সে যেতে পারবেন
বিস্তারিত সকল বিষয় খুব সহজভাবে তুলে ধরা হয়েছে আজকের এই পোস্টে। তাই বিস্তারিত
জানতে আমেরিকা যাওয়ার সহজ উপায় পোস্ট পড়তে থাকুন।
বাংলাদেশ থেকে আমেরিকা যেতে কত টাকা লাগে
বাংলাদেশ থেকে আমেরিকা যেতে খরচ কত হবে তা নির্ভর করে আপনি কোন ভিসায় যাবেন,
ভিসার মেয়াদ কতদিন, এবং লোকেশন এর উপর। আপনি যদি আপনার পরিচিত এজেন্সির
মাধ্যমে আমেরিকা যেতে পারেন তাহলে আপনার খরচ কম লাগতে পারে। কিন্তু আপনি যদি
দালালের খপ্পরে পড়েন কিংবা অপরিচিত এজেন্সির মাধ্যমে আমেরিকা যান তাহলে
আপনার খরচ অনেক বেশি পড়বে।
বর্তমানে বাংলাদেশ থেকে আমেরিকা যেতে প্রায় ১৪ থেকে ৩০ লাখ টাকার মতো খরচ হয়।
তবে ভিসার ক্ষেত্রে খরচা অনেক কম বেশি হয়ে থাকে। আমেরিকা যেতে
সবচেয়ে কম খরচ হয় স্টুডেন্ট ভিসায়। আপনি যদি স্টুডেন্ট ভিসায় আমেরিকা
যেতে চান তাহলে আপনি ৬ থেকে ১৫ লাখ টাকার মধ্যে আমেরিকা যেতে পারবেন
।
কিন্তু স্টুডেন্ট ভিসায় আপনাকে আমেরিকা যেতে হলে কিছু স্কিল অর্জন
করতে হবে বা দক্ষতা থাকতে হবে।
আমেরিকা ভিসার দাম কত
আমেরিকা খুবই সুন্দর একটি দেশ এবং অর্থনৈতিক দিক দিয়েও অনেকটাই এগিয়ে
আমেরিকা। তাই আমেরিকা আপনি খুব সহজেই যেতে পারবেন না। নিচে
আমেরিকার ভিসার দাম নিয়ে আলোচনা করা হলো ।
- স্টুডেন্ট ভিসা=160$
- টুরিস্ট ভিসা=160$
- ওয়ার্ক পারমিট ভিসা=190$
- মেডিকেল ভিসা =$160
প্রতেক ভিসার সাথে কিছু অতিরিক্ত ফি যোগ করতে হবে। এবং যারা স্টুডেন্ট ভিসায়
আমেরিকা যেতে চান তারা Student and Exchange Visitor Information System
ফি দিতে হবে 350$ । এবং যারা আমেরিকা যাওয়ার জন্য ভিসার আবেদন করবেন তাদেরকেই
১৬০ ডলার আবেদন ফি পড়িশোধ করা লাগবে। আর এই আবেদন ফি আপনারা ডলারে বা বিভিন্ন
ব্যাংকিং সিস্টেম এ দিতে পারবেন।
বাংলাদেশ থেকে আমেরিকা যেতে কত সময় লাগে
গুগল ম্যাপের হিসাব অনুযায়ী আমেরিকা বাংলাদেশ থেকে প্রায়
13,219 কিলোমিটার দূরে অবস্থিত। আমেরিকা যেতে হলে আপনাকে ফ্লাইটে যেতে
হবে। এছাড়া আপনি যদি চান তাহলে জাহাজের মাধ্যমে যেতে পারবেন। বাংলাদেশ থেকে
আমেরিকা যেতে আনুমানিক সময় লাগে ২৩ থেকে ৩৫ ঘন্টা। এত সময় লাগার কারণ হচ্ছে
আপনারা সরাসরি বাংলাদেশ থেকে আমেরিকা যেতে পারবেন না।
আপনাকে সর্বপ্রথম দুবাই পর্যন্ত যেতে হবে। আর আপনি যদি জাহাজে করে আমেরিকা
যেতে চান তাহলে আপনার যেতে সময় লাগবে ৩০ থেকে ৫০ দিন এর মত। আর যদি আপনি
অবৈধভাবে আমেরিকা যাওয়ার চিন্তা করে থাকেন তাহলে আমেরিকা যেতে সময় আরো অনেক
বেশী লাগতে পারে।
আমেরিকার ভিসা পাওয়ার যোগ্যতা
অনেকেই নিজের জীবনের স্বপ্ন পূর্ণ করতে আমেরিকা যাওয়ার চিন্তাভাবনা করে
থাকেন।আমেরিকা দেশ টি বিশ্বের বৃহত্তম অর্থনীতি, উন্নত জীবনযাত্রার মান,
কর্মসংস্থানের অফুরন্ত সুযোগ, উদ্যোক্তাদের জন্য অনুকূল পরিবেশ হিসাবে সবচেয়ে
এগিয়ে।এছাড়াও শিক্ষার দিক দিয়েও অনেক এগিয়ে আমেরিকা। সবচেয়ে ভালো ভালো
বিশ্ববিদ্যালয়ে পড়তে যান অনেকেই ।
আমেরিকার স্টুডেন্ট ভিসা পাওয়ার যোগ্যতা
আমেরিকা শিক্ষার দিক দিয়ে অনেক এগিয়ে। তবে আপনার যদি যোগ্যতা না থাকে তাহলে
আপণি আমেরিকা যেতে পারবেন না। আপনার স্টুডেন্ট ভিসায় আমেরিকাতে যাওয়ার জন্য
নিচের যোগ্যতা থাকা লাগবে
- একটা বৈধ পাসপোর্ট
- শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি লেটার
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট
- শিক্ষার্থীর বয়স ১৪ থেকে ৭৯ বছরের মধ্যে হতে হবে
- আমেরিকাতে গিয়ে আপনার থাকা খাওয়া এবং পড়াশোনার খরচা চালাতে পারবেন কি না (ব্যাংক স্টেটমেন্ট, স্পন্সরশিপ চিঠি, স্কলারশিপ)
- পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট
- মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট
- শিক্ষা শেষে দেশে ফিরে গিয়ে কি করবেন এবং আপনার লক্ষ্য কি
আমেরিকার ভিজিট ভিসা পাওয়ার যোগ্যতা
আমেরিকা আপনারা অনেক সহজেই ভিসা পেতে পারেন যদি আপনাদের সঠিক প্রসেস বা নিয়ম
জানা থাকে তাহলে। আমেরিকার ভিজিট ভিসার ক্ষেত্রে নিচের যোগ্যতা থাকা
লাগবে:
- ট্রাভেল রেকর্ডের প্রমাণ
- বৈধ পাসপোর্ট
- ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট
- ব্যাংক স্টেটমেন্ট
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- আপনার ভ্রমণের উদ্দেশ্য স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে
- পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট
- মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট
আমেরিকার কাজের ভিসা পাওয়ার যোগ্যতা
কর্মজীবনের জন্য আমাদের বেশিরভাগ মানুষেরই আকর্ষণ আমেরিকা কারণ আমেরিকাতে
রয়েছে উন্নত জীবনযাত্রা এবং আকর্ষণীয় বেতন। এসবের জন্যই মানুষ আমেরিকাকে
অন্যান্য দেশের চেয়ে প্রাধান্য বেশি দিয়ে থাকে। কিন্তু আমেরিকাতে যেতে হলে
আপনাকে সর্বপ্রথম আমেরিকার ভিসা করতে হবে। আর এই আমেরিকার ভিসা পাওয়ার জন্য যা
যা যোগ্যতা থাকা লাগবে ঃ
- বৈধ পাসপোর্ট
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (এইচএসসি)
- ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট
- পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট
- মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট
- আমেরিকার কোনো প্রতিষ্ঠান থেকে চাকরির অফার লেটার
- স্কিল সার্টিফিকেট
- কাজের অভিজ্ঞতার প্রমাণ
আমেরিকা যেতে I E L T S কত পয়েন্ট লাগে
I E L T S হচ্ছে ইংরেজি ভাষায় কথা বলা পরা এবং লেখার দক্ষতা অর্জনের জন্য যে
একটা মাধ্যম। এই I E L T S কোর্স করার পরে আপনার ইংরেজীতে দক্ষতা অনেক
বেশী বৃদ্ধি পাবে। আমেরিকা যেতে কত পয়েন্ট লাগবে তা সম্পূর্ণ নির্ভর করে আপনি
কোন ভিসায় আমেরিকা যাবেন তার উপরে
- স্টুডেন্ট ভিসা ঃ আপনারা যদি স্টুডেন্ট ভিসায় আমেরিকা যেতে চান তাহলে আপনাদের I E L T S স্কোর লাগবে 6.5 থেকে 8.0 ভালো বিশ্ববিদ্যালয়ের জন্য ।তবে এমন কিছু বিশ্ববিদ্যালয় আছে যেগুলোতে আপনার স্কোর 5.5 হলেও চলবে।
- ভিজিট ভিসা ঃ আমেরিকাতে ঘুরতে যাওয়ার জন্য আপনাদের I E L T S স্কোর থাকতে হবে 5.5 থেকে 6.0
- কাজের ভিসাঃ কাজের ক্ষেত্রে I E L T S স্কোর নির্ভর করে আপনি কি চাকরি করবেন তার উপরে তবে I E L T S স্কোর 6.00 এর বেশী হলে ভালো হয়।
আমেরিকা যেতে কত বছর বয়স লাগে
আমেরিকা যাওয়া সবারই একধরনের স্বপ্ন ।কারন সেই দেশ যেমন সুন্দর
, অর্থনীতির দিক দিয়েও উন্নত আবার উচ্চ শিক্ষার জন্যেও
পারফেক্ট জায়গা হচ্ছে আমেরিকা। অনেকেরই স্বপ্ন আমেরিকায় ঘুরতে
যাবে আবার অনেকে স্বপ্ন আমেরিকা যাবেন উচ্চ শিক্ষা লাভ করতে, আবার কেও চান
আমেরিকাতে গিয়ে চাকরি করতে ।
কাজের ভিসা ঃ আমেরিকাতে কাজের জন্য যদি কেও যেতে চান তাহলে তার
বয়স কাজের সার্কুলার অনুযায়ী হতে হবে। এছারাও কাজ অনুযায়ী বয়স ১৮ থেকে ২১ বছর
হতে হবে ।
স্টুডেন্ট ভিসা ঃ আমেরিকা উচ্চ শিক্ষা লাভ করতে গেলে আপনার বয়স
কমপক্ষে ১৪ বছর হতেইই হবে এর কম হলে আপনি আমেরিকায় যেতে পারবেন না ।
ভিজিট ভিসা ঃ আমেরিকাতে ভিজিট ভিসার ক্ষেত্রে কোনো বয়সসীমা নেই
।
লেখকের শেষকথাঃ আমেরিকা যাওয়ার সহজ উপায়
প্রিয় পাঠক, আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি আমেরিকা যাওয়ার সহজ উপায়
সম্পর্কে। আপনারা যদি আমেরিকা যাওয়ার উপায় জানতে চান তাহলে এই পোস্ট আপনাদের
মনোযোগ এর সাথে পড়তে হবে। আপনাদের কোন কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট
করুন।
ইউনিকমিস্ট্রির নীতিমালা মেনে কমেন্ট করুন আমরা আপনাদের পজিটিভ কমেন্টের জন্য অপেক্ষা করছি
comment url