স্টার সিনেপ্লেক্স অনলাইনের মাধ্যমে টিকেট কাটার সহজ নিয়ম

স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকেট কাটার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন। আজকের এই পোস্টে আমরা আলোচনা করবো স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকেট কাটার নিয়ম সম্পর্কে। যারা মুভি দেখতে অনেক পছন্দ করেন এবং কিন্তু টিকিটের অভাবে পছন্দের মুভিগুলো দেখতে পারতেছেন না।  

স্টার-সিনেপ্লেক্স-অনলাইন-টিকেট

সিনেমা হলে বা স্টার সিনেপ্লেক্স এ গিয়ে দেখেন যে টিকেট শেষ তাদের জন্য ঘরে বসে অনলাইনে টিকেট কাটার জন্য আজকের এই পোস্টটি। আজকের এই পোস্টটিতে আমরা জানবো যে, কীভাবে অনলাইনের মাধ্যমে স্টার সিনেপ্লেক্স এর টিকেট কাটা যায়।

পোস্ট সূচীপত্র ঃস্টার সিনেপ্লেক্স অনলাইন টিকেট কাটার নিয়ম সম্পর্কে বিস্তারিত

স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকেট কাটার নিয়ম

আপনারা যারা জানেন না স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকেট কাটার নিয়ম সম্পর্কে তাদের জন্য আজকের এই পোস্ট। অনলাইনের মাধ্যমে টিকিট কেটে আপনারা যেকোনো মুভি দেখতে পারবেন। সেখানে গিয়ে আর টিকিট কাটার ঝামেলা পোহাতে হবে না। তাই স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকেট কাটার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পোস্ট পড়তে থাকুন। 

স্টার সিনেপ্লেক্স কি 

স্টার সিনেপ্লেক্স হচ্ছে অত্যাধুনিক চলচ্চিত্র হল। স্টার সিনেপ্লেক্স শো মেশিন লিমিটেডের একটি প্রতিষ্ঠান যেখানে বিভিন্ন ধরনের বিনোদন বা চলচ্চিত্র প্রদর্শন করা হয়। সর্বপ্রথম স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটিতে প্রতিষ্ঠিত করা হয় এখন থেকে প্রায় ২০ বছর আগে। তারপর কক্সবাজারে স্টার সিনেপ্লেক্স এর প্রথম থিয়েটার চালু করা হয়। 

স্টার সিনেপ্লেক্সে রয়েছে ছয়টি ডিজিটাল সিনেমা পর্দা যাতে আপনারা খুব আনন্দের সাথে কোন বিনোদন বা ছবি দেখতে পারেন। এছাড়াও স্টার সিনেপ্লেক্স রয়েছে ডিজিটাল প্রযুক্তি, রূপালী পর্দা, ডিজিটাল সাউন্ড ব্যবস্থাপনা, এবং বসার জন্য অত্যাধুনিক চেয়ারের ব্যবস্থা। বসার ব্যবস্থা করা হয়েছে স্টেডিয়ামের এর মত তাতে প্রায় ১৬০০টি আসন রয়েছে। 

স্টার সিনেপ্লেক্স গুলোর লোকেশন

বাংলাদেশে এখন প্রায় অনেকগুলো স্টার সিনেপ্লেক্স রয়েছে যেগুলোতে আপনারা খুব আনন্দের সাথে কোন মুভি বা ছবি দেখতে পারবেন। তো চলুন জেনে আসিস্টার সিনেপ্লেক্স গুলও গুলো কোথায় অবস্থিত। 

স্টার সিনেপ্লেক্স ~ বসুন্ধরা সিটি

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্টার সিনেপ্লেক্স হচ্ছে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স
  Hall Name: Bashundhara Shopping Mall, Panthapath
Adresss: show motion limited, bashundhara city, panthapath, Tejgaon Dhaka 1205, Bangladesh..

স্টার সিনেপ্লেক্স ~ মিরপুর

ঢাকার দ্বিতীয় জনপ্রিয় স্টার সিনেপ্লেক্স হচ্ছে মিরপুরে । 
Hall Name: STAR Cineplex, Sony Square.
Address:রোড-২, লেভেল-৪, প্লট১, মিরপুর ঢাকা

স্টার সিনেপ্লেক্স ~ সীমান্ত স্কয়ার

এই স্টার সিনেপ্লেক্স টি ধানমন্ডিতে অবস্থিত এবং এই সিনপ্লেক্স টি খুবই জনপ্রিয়। 
Hall Name: Shimanto Shambhar, Dhanmondi 2
লোকেশন ঃ লেভেল-৪ প্লট-১,ব্লক- ডি, সেকশন-২, ধানমন্ডি , ঢাকা
এই সিনেপ্লেক্স খুবই জনপ্রিয় একটা সিনেপ্লেক্স। এখানে বনানী এবং গুলশান থেকে মানুষেরা আসেন মুভি দেখতে 
Hall Name: Star Cineplex, SKS Tower, Mohakhali
Address: SKS Tower, Mohakhali, Dhaka 1205.

স্টার সিনেপ্লেক্স টিকেট মূল্য

স্টার সিনেপ্লেক্স টিকেট মূল্য সাধারণত ২০০ টাকা থেকে শুরু এবং এর মূল্য সময়ভেদে বেশী হয়ে থাকে। যখন কোনো নতুন সুপার হিট মুভি বের হয় তখন টিকিট এর মূল্য আগের থেকে বেড়ে যায়। বর্তমান সময়ে আপনারা যেকোনো মুভির টিকেট ৩০০-৩৫০ টাকার মধ্যে পাবেন। 

স্টার সিনেপ্লেক্স টিকেট মূল্য

স্টার সিনেপ্লেক্স নাম শুনলেই আমাদের মনে হয় যে এইটা তে ছবি দেখতে গেলে অনেক টাকা লাগতে পারে। কিন্তু এই ধারণা ভুল কেনোনা আপনারা চাইলেই এই স্টার সিনেপ্লেক্স এর টিকেট ৩০০-৩৫০ টাকার মধ্যে কাটতে পারবেন। এবং আপনার পছন্দের যেকোনো মুভি দেখতে পারবেন। 

বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স টিকেট মূল্য

আপনারা যদি অনলাইনের মাধ্যমে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স টিকেট কাট্তে চান তাহলে আপনাকে সবার আগে টিকিটের দাম জানতে হবে। এখন আপনারা দুই মাধ্যমে টিকেট কাটার সুবিধা পেয়ে যাচ্ছেন। 
স্টার-সিনেপ্লেক্স-অনলাইন-টিকেট
বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স টিকেট কাটার মাধ্যম
  1. নরমাল টিকেট 
  2. প্রিমিয়াম টিকেট
এখানে আপনারা খুব কম মূল্য দিয়ে ছবি দেখতে পারবেন। এজন্য আপনাদের বাজেট অনুযায়ী আপনারা টিকেট কাটার সুযোগ পাবেন। নরমাল টিকেট এর মূল্য হচ্ছে ৩০০ টাকা 
এবং প্রিমিয়াম টিকেট এর মূল্য ৩৫০ টাকা। 

স্টার সিনেপ্লেক্স আজকের মুভি

আসলে আজকে কোন মুভি চলবে তা সঠিকভাবে সবাই বলতে পারবে না। কারণ সবাই তো আর কবে কি মুভি প্লে হবে তা নিয়ে বসে থাকে না এজন্য আপনাকে সঠিক তথ্য দিতে পারবেন একমাত্র তাদের ওয়েবসাইট। এজন্য আপনাকে star Cineplex bd এই ওয়েবসাইটে যেতে হবে এবং এখান থেকে আপনারা মুভির তালিকা এবং কত তারিখে চালু হবে সেটাও সুন্দরভাবে দেওয়া থাকবে।

আর এজন্য আপনাকে https://www.cineplexbd.com/ ওয়েবসাইটে যেতে হবে স্টার সিনেপ্লেক্স  সিনেমার তালিকা দেখার জন্য। 
স্টার-সিনেপ্লেক্স-অনলাইন-টিকেট


https://www.cineplexbd.com/ এই ওয়েবসাইট এ এসে আপনার যে মুভি পচ্ছন্দ তার উপরে একটা ক্লিক করতে হবে তারপর একটা details অপশন আসবে তার উপরে ক্লিক করলে 
স্টার-সিনেপ্লেক্স-অনলাইন-টিকেট

এইরকম সময় দেওয়া থাকবে যে এই মুভি কবে দেখানো হবে এবং কয় টা পর্যন্ত চলবে তা বিস্তারিতভাবে দেওয়া আছে। এইভাবে কোনোদিন কোন মুভি চলবে তা বিস্তারিত দেখতে পারবেন। 

স্টার সিনেপ্লেক্স টিকেট অনলাইন কাটার নিয়ম

স্টার সিনেপ্লেক্স এর টিকেট কীভাবে খুব  সহজেই অনলাইনের মাধ্যমে কাটবেন তা আপনাদের সুবিধার জন্য বিস্তারিত দেখানো হল ঃ 
ধাপ ১ঃ 
স্টার সিনেপ্লেক্স এর টিকেট কাটার জন্য আপনাকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে cineplexbd এই লিঙ্কে কিল্ক করুন। 
স্টার-সিনেপ্লেক্স-অনলাইন-টিকেট

ধাপ ২:
আপনাকে ওয়েবসাইটের হোমপেজ থেকে একটু নিচের দিকে আসতে হবে এবং buy ticket এ কিল্ক করতে হবে আর সেখানে কিল্ক করলে আপনাদের সামনে দুই টি অপশন আসবে পেমেন্ট করার জন্য এরমধ্যে প্রথমটি হচ্ছে মাস্টার কার্ড বা যেকোনো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সিস্টেম আপনারা প্রথম টির মাধ্যমে বিকাশ, নগদ রকেটে পেমেন্ট করতে পারবেন। 

আর দ্বিতীয় তা হচ্ছে  এন্টারটেইনমেন্ট কার্ড যাদের রয়েছে শুধুমাত্র তারাই দ্বিতীয় অপশনটি বাছাই করবেন।

স্টার-সিনেপ্লেক্স-অনলাইন-টিকেট
ধাপ ৩:
তারপরে উপরে থাকা দুইটা অপশনের একটা তে buy now তে কিল্ক করতে হবে এবং আপনাকে লগ ইন করতে বলবে তারপরে আপনার যদি আগের কোনো অ্যাকাউন্ট করা থাকে তাহলে লগ ইন করুন আর একাউন্ট না করা থাকলে registar now এ কিল্ক করতে হবে। 

স্টার-সিনেপ্লেক্স-অনলাইন-টিকেট
ধাপ ঃ ৪
তারপরে রেজিস্ট্রেশন এ কিল্ক করার পরে আপনাকে কিছু তথ্য দিয়ে একটা ফর্ম পূরণ করতে হবে
স্টার-সিনেপ্লেক্স-অনলাইন-টিকেট
ধাপ ঃ ৫ 
তারপর আপনাদের উপরে দেওয়া ছবির মতো সব কিছু পূরণ করতে হবে কোনো কিছু ভুল হওয়া যাবে না। এরপরে আপনার নাম্বারে একটা কোড পাঠানো হবে কনফ্রাম করার জন্য এইভাবে ও টি পি কোড পাঠানো হবে আপনার নাম্বারে। 
স্টার-সিনেপ্লেক্স-অনলাইন-টিকেট

ধাপ ৬:
আপনি ঢাকার ভেতর কোন সিনেপ্লেক্স এ মুভি দেখতে চাচ্ছেন তা এবং যে কয়টা সিনেপ্লেক্স রয়েছে তার তালিকা দেওয়া হবে এবং কোন হলের টিকেট কিনবেন তা সিলেক্ত করতে হবে। 
স্টার-সিনেপ্লেক্স-অনলাইন-টিকেট

ধাপ ৭:
আপনি কোন সিনেমা গুলো দেখবেন তার ব্যানার গুলোর নিচে দেখতে পাবেন এবং আপনার যে মুভি পছন্দ সেটা সিলেক্ট করে তারিখ সিলেক্ট করুন 
তারপরে নিচে প্রিমিয়াম এবং নরমাল টিকেট কাট্তে পারবেন এবং দাম দেখতে পারবেন। 
স্টার-সিনেপ্লেক্স-অনলাইন-টিকেট

ধাপ ৮ ঃ 
তারপরে আপনি কয়টা টিকেট কাটবেন তা জানাতে হবে এবং আপনারা সামনে কোন সিট ফাঁকা আছে তা শো করবে।
ধাপ ৯:
এবার আপনি যে নাম্বার দিয়ে সিনেপ্লেক্স  অ্যাকাউন্ট খুলেছেন তা ভেরিফাই করা লাগবে এবং ভেরিফাই আপশনে কিল্ক করতে হবে। 
ধাপ ১০ ঃ 
তারপরে আপণি যে মাধ্যমে পেমেন্ট করবেন তা নিশ্চিত করতে হবে এবং আপনার স্যামনে নিচের মত অপশন আসবে। কাজ শেষ 

স্টার সিনেপ্লেক্সের হেল্পলাইন

ফোনঃ  09617660660

মোবাইল নাম্বারঃ 01755665544

Email Address:info@cineplexbd.com

বসুন্ধরা সিনেপ্লেক্স টিকেট মূল্য ২০২৪

বসুন্ধরা সিনেপ্লেক্স টিকেট মূল্য ২০২৪ সালে বিভিন্ন বিষয়ের উপরে নির্ভর করে যেমন ফিল্ম, শো টাইম, এবং সিট ক্যাটাগরি অনুযায়ী মূল্য ভিন্ন হতে পারে। নিচে বসুন্ধরা সিনেপ্লেক্স টিকেট মূল্য ২০২৪ সম্পর্কে বিস্তারিত আলচনা করা হল; 

বসুন্ধরা সিনেপ্লেক্স এ প্রত্যেকটি টিকিটের মূল্য ৩৫০ থেকে ৫০০ টাকা হয়ে থাকে। তবে দিন এবং টাইম অনুযায়ী টিকিটের মূল্য কম বেশি হতে পারে। তাছাড়া আপনারা যদি প্রিমিয়াম সিট নিতে চান তাহলে তার মূল্য হতে পারে ৬০০ থেকে ১২০০ টাকা। তাছাড়া যদি আরো ভালো ভিআইপি সিট নিতে চান তাহলে আপনাদের ১২০০ থেকে ১৫০০ টাকা টিকিটের মূল্য দিতে হবে। 

এছাড়াও বসুন্ধরা সিম্প্লেক্সে বিভিন্ন ধরনের অফার পাওয়া যায়। এরা বিভিন্ন ধরনের অফার প্রদান করে থাকে যেমন পারিবারিক অফার, স্টুডেন্ট ডিসকাউন্ট অথবা কার্ড অফার। আপনাদের এই মূল্য তালিকা শুধুমাত্র ধারণার জন্য দেওয়া হয়েছে। আপনারা যদি সঠিক মূল্য জানতে চান তাহলে আপনাকে বসুন্ধরা সিনেপ্লেক্সের ওয়েবসাইটে যেতে হবে। 

মিরপুর স্টার সিনেপ্লেক্স টিকেট মূল্য

মিরপুর স্টার সিনেপ্লেক্স টিকেট মূল্য কিছু বিষয়ের উপরে ভিত্তি করে পরিবর্তন হতে পারে। সাধারণ টিকিটের মূল্য সাধারণত ৩০০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত হয়ে থাকে,মুভি এবং শো অনুযায়ী টিকিটের মূল্য হতে পারে। তাছাড়া আপনারা যদি মিরপুর ষ্টার সিম্প্লেক্সে প্রিমিয়াম সিটে বসে মুভি দেখতে চান তাহলে আপনাকে ৬০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত টিকিটের মূল্য পরিশোধ করতে হবে। 

এছাড়া আপনারা যদি ভিআইপি সিটে বসে মুভি উপভোগ করতে চান তাহলে টিকিটের দাম আরো কিছুটা বেশি হতে পারে। ভিআইপি সিট এর মূল্য সাধারণত ৮০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। তাছাড়া আপনারা যদি ডলবি ভিশন বা ৪Dx সেটে বসে বিশেষ শো উপভোগ করতে চান তাহলে আপনাকে ৭০০-১৫০০ টাকা দিতে হবে। 

স্টার-সিনেপ্লেক্স-অনলাইন-টিকেট
মিরপুর স্টার সিনেপ্লেক্স এ বিভিন্ন সময় বিভিন্ন অফার দেওয়া হয়। তারা স্টুডেন্ট ডিসকাউন্ট, পারিবারিক প্যাকেজ অফার দিয়ে থাকে। এটা আপনাদের ধারনা দেওয়ার জন্য বলা হয়েছে। আপনারা যদি সঠিক মূল্য সম্পর্কে জানতে চান তাহলে আপনাকে মিরপুর স্টার সিনেপ্লেক্স এর ওয়েবসাইট ভিজিট করতে হবে। 

স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা আজকের ছবি

স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা আজকের ছবি কি তা জানতে চান তাহলে আপনাকে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তাছাড়া আপনারা www.starsineplex.com এই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে শো টাইম, মুভির নাম, এবং টিকেট মূল্য সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তাছাড়া আপনারা স্টার্ট সিনপ্লেক্স অ্যাপ ডাউনলোড করতে পারেন। 

এই অ্যাপের মাধ্যমে আপনারা মুভির নাম টিকিট মূল্য শো টাইম বিস্তারিত সকল বিষয় জানতে পারবেন।  

সনি স্টার সিনেপ্লেক্স আজকের মুভি

সনি স্টার সিনেপ্লেক্স আজকের মুভি সম্পর্কে জানার জন্য আপনাকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। অথবা আপনারা স্টার সিনেপ্লেক্স অ্যাপ ব্যবহার করার মাধ্যমে খুব সহজে সকল বিষয় জানতে পারবেন। সনি স্টার সিনেপ্লেক্স এর ওয়েবসাইট হচ্ছে www.starsineplex.com আপনারা এই ওয়েবসাইট ভিজিট করার মাধ্যমে 

শো টাইম, টিকিট মূল্য, মুভির নাম সম্পর্কে জানতে পারবেন। সনি স্টার সিনেপ্লেক্স এ বাংলাদেশি চলচ্চিত্র, হলিউড ব্লকবাস্টার, বলিউড মুভি, আইম্যাক্স শো, প্রিমিয়াম সিট শোঁ ইত্যাদি মুভি দেখতে পারবেন। 

তারকা সিনেপ্লেক্স

তারকা সিনেপ্লেক্স খুবই জনপ্রিয় সিনেমা চেইন। তারকা  সিনেপ্লেক্স বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে থাকে তাদের রয়েছে প্রিমিয়াম সিটের ব্যবস্থা, আইম্যাক্স শো, মাল্টিপ্লেক্স মুভি অপশন সহ বিশেষ ধরনের অফার ও ডিসকাউন্ট। আপনারা এখানে হলিউড বলিউড বাংলা চলচ্চিত্র সকল কিছু দেখতে পারবেন। আপনারা যদি তারকা সিনেপ্লেক্স এ টিকেট কাটতে চান তাহলে নিচের ধাপ অনুসরণ :

তারকা সিনেপ্লেক্সের টিকিট কাটার জন্য আপনাকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে অথবা মোবাইল অ্যাপ ব্যবহার করতে হবে। তারপর আপনাকে সিনেমা এবং শো টাইম নির্বাচন করতে হবে। তারপরে টিকিটের মূল্য অনুযায়ী মূল্য পরিশোধ করতে হবে। টিকিটের মূল্য ক্যাটাগরি ও শো টাইমের উপরে ভিত্তি করে পরিবর্তন হতে পারে। 

বর্তমানে তারকার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখা রয়েছে। ঢাকা, বসুন্ধরা, চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনায় এদের বিভিন্ন শাখা রয়েছে। আপনারা যদি শো টাইম এবং আজকের মুভি সম্পর্কে জানতে চান তাহলে তাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন অথবা ইস্টার সিনেপ্লেক্স অ্যাপ ব্যবহার করুন। 

স্টার সিনেপ্লেক্স ঢাকা

স্টার সিনেপ্লেক্স ঢাকা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সিনেমা চেইন। আপনারা এখানে বিভিন্ন ধরনের মুভি দেখার পাশাপাশি  ৩ডি ও ৪ডি প্রযুক্তিতে মুভি দেখার সুযোগ পেয়ে যাবেন। আপনারা স্টার সিনেপ্লেক্সে মুভি দেখতে চাইলে বসুন্ধরা সিটি তে চলে যেতে হবে। আপনারা এখানে আইম্যাক্স শো, ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম, প্রিমিয়াম সিট এর পাশাপাশি

বিভিন্ন অফার এবং বিভিন্ন ক্যাটাগরির মুভি দেখার সুযোগ পেয়ে যাবেন স্টার সিনেপ্লেক্স এ। আপনারা যদি সিনেপ্লেক্স এর টিকেট কাটতে চান তাহলে আপনাকে ওয়েবসাইটে চলে যেতে হবে এবং সেখান থেকে টিকেট কাটতে হবে। আপনারা এখানে হলিউড বলিউড এবং আরো বিভিন্ন বাংলা মুভি দেখতে পারবেন। এই স্টার সিনেপ্লেক্স এর টিকেট মূল্য হয়ে থাকে--

সাধারণ শিট এর জন্য ৩০০ - ৪৫০ টাকা এবং প্রিমিয়াম সিট: ৬০০ - ১,২০০ টাকা। টিকেট কেনার জন্য আপনারা তাদের অ্যাপ ব্যবহার করতে পারেন। 

শেষ কথা: স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকেট কাটার নিয়ম

আজকের এই পোস্টে আমরা বিস্তারিত আলোচনা করছি স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকেট কাটার নিয়ম সম্পর্কে। আপনারা যদি না জানেন কীভাবে টিকিট কাটতে হয় অনলাইনের মাধ্যমে তাহলে এই পোস্ট পরে বুঝে যাবেন। অনলাইন এ টিকেট কাটা অনেক গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। আপনারা অনলাইনে ঘরে বসে থেকে যেকোনো মুভি দেখার জন্য টিকেট কাট্তে পারবেন। 

এজন্য ভালো করে আপনাকে জানতে হবে কীভাবে স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকেট কাটবেন। আশা করি বিষয় টা বুজতে পেড়েছেন । 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইউনিকমিস্ট্রির নীতিমালা মেনে কমেন্ট করুন আমরা আপনাদের পজিটিভ কমেন্টের জন্য অপেক্ষা করছি

comment url