গেম খেলে টাকা ইনকাম করার ১০ টি উপায়
গেম খেলে টাকা ইনকাম করার উপায় সম্পর্কে জানতে চাচ্ছেন। আজকের এই পোস্টে আমরা আলোচনা করবো যে কীভাবে গেম খেলে টাকা ইনকাম করা যায় সে উপায় সম্পর্কে। বর্তমান যুগ আধুনিক যুগ। এখন প্রায় সকলের হাতেই মোবাইল বা ল্যাপটপ রয়েছে । আর তাদের কাছে মোবাইল ফোন রয়েছে তাদের প্রত্যেকেই কখনো কখনো অবশ্যই গেম খেলেছেন।
বর্তমানে অনেকভাবে খুব সহজেই টাকা ইনকাম করা যায় । তার মধ্যে অন্যতম একটা উপায় হচ্ছে গেম খেলে টাকা ইনকাম করা । বর্তমান সময়ে অনেক পপুলার গেম রয়েছে যেগুলো থেকে আপনি ঘরে বসে থেকেই অনেক টাকা ইনকাম করতে পারবেন । অনেকেই আবার মানতেই চায় না যে গেম খেলে কি আসলেই টাকা ইনকাম করা সম্ভব ? আরে হ্যাঁ ভাই সম্ভব । চলুন জেনে আসি গেম খেলে টাকা ইনকাম করার উপায়
পেঁজ সূচীপত্র ঃ গেম খেলে টাকা ইনকাম করার উপায়
- কি গেম খেলে টাকা ইনকাম করা যায়?
- কোন গেম খেলে বেশি টাকা ইনকাম করা যায়?
- অনলাইনে গেম খেলে টাকা আয় করার বিশেষ উপায়
- বাংলাদেশে কোন গেম খেলে টাকা আয় করা যায়?
- গেম খেলে টাকা ইনকাম করার উপায়
- গেম খেলে টাকা আয় বিকাশে ২০২৪
- গেম খেলে টাকা আয় বিকাশে ২০২৪ অ্যাপস
- গেম খেলে অর্থ উপার্জন নিয়ে কিছু কথা
কি গেম খেলে টাকা ইনকাম করা যায়?
বর্তমান সময়ে অনেক গেম রয়েছে যেগুলো থেকে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন।
গেম খেলে টাকা ইনকাম করার উপায় জেনে গেম খেলুন। গেম খেলে টাকা ইনকাম করা অনেক সহজ কিন্তু আপনাকে গেম খেলা বুজতে হবে বা ভালো করে
গেম খেলা জানতে হবে । এখ্ন আমরা আপনাদের এমন কিছু গেমের নাম জানাবো যেগুলো থেকে
আপনারা খুবই সহজে অনেক টাকা ইনকাম করতে পারবেন ।
এখন অনেক তরুণেরা অনেক গেম খেলে প্রায় লক্ষ টাকা ইনকাম করতেছেন । এবং তারা যদি
একবার ইনকাম করা শুরু করে তাহলে তাদের ইনকাম আর থামবে না । এবং অনলাইনে আপনাদের
টাকা ইনকাম করার জন্য কিছু দক্ষতা প্রয়োজন হবে । আপনাদের লাইভ স্ট্রিমিং এর
দক্ষতা যদি থাকে তাহলে আপনার জন্য ইনকাম করার বিষয় টি আরো অনেক সহজ হয়ে যাবে
।
কোন কোন গেম খেলে টাকা ইনকাম করবেন
- উইঞ্জো গেম (Winzo Game)
- পাবজি গেম (Pubg Game)
- ফ্রী ফায়ার গেম (Free Fire Game)
- মোবাইল লেজেনস গেম (Mobile Legens Game)
- এমপিএল গেম (MPL)
- ড্রিম ইলেভেন গেম (Dream 11 Game)
- জুপি গেম (Zupee Game)
- বিগকাশ গেম (Bigcash Game)
- মাই ১১ সার্কেল গেম (My11Circle Game)
- রজধান গেম (Rozdhan Game)
- হাওজাত গেম (Howzat Game)
- Paytm ফার্স্ট গেম (Paytm Fast Game)
- ফ্যানকগ্লাস গেম (Fanclash Game)
- ক্যাসিনো গেমস (Casino Game)
- পোকেমন গেম (Pokemon Game)
- বিটকয়েন গেম ( Bitcoin Game)
- হ্যাঁগো গেম (Hago Game)
- কিউরেকা (Qureka Play)
- বাল্ব স্মাস (Blub Smash Game)
- এসইও গেম (SEO Game)
আপনি যদি উপরের গেম গুলোর মধ্যে একটা গেমে ভালো দক্ষতা অর্জন করতে পারেন আপনি
নিঃসন্দেহে মাসে লাখ টাকার উপরে ইনকাম করতে পারবেন । এই গেমগুলো খেলে আপনারা
খুব সহজেই ভালো দক্ষতা অর্জন করতে পারবেন এবং ভালো পরিমাণ অর্থ ইনকাম করতে
পারবেন । এজন্য গেম খেলে টাকা ইনকাম করার জন্য গেম খেলে টাকা ইনকাম করার উপায় জানতে হবে।
আরো পড়ুন ঃ
কোন গেম খেলে বেশি টাকা ইনকাম করা যায়?
একজন প্রো গেমার যখন গেম খেলে টাকা ইনকাম করেন তার আরো ইনকামের পথ বের হয়ে যায়
। আমরা উপরে যে কয়টা গেমের কথা বলছিলাম সে গুলো গেম খেলে আপনারা মোটামুটি
লেভেলের ইনকাম করতে পারবেন কিন্তু এখন যে গেমগুলোর নাম আপনাদের জানাবো সেগুলো
খেলে আপনারা মাসে ২ লাখের বেশী টাকা ইনকাম করতে সক্ষম হবেন ।
গেমগুলো হচ্ছে
- বিটকয়েন ( Bitcoin Game)
- হ্যাঁগো (Hago Game)
- উইঞ্জো (Winzo Game)
- পাব্জি (Pubg Game)
- ফ্রি ফায়ার (Free Fire Game)
- এমপিএল (MPL Game)
এই গেম এর স্কেটরে মানুষেরা সবচেয়ে বেশী টাকা ইনকাম করেন রেফার করার
মাধ্যমে। একজন ভালো গেমার তার গেম প্লে ভিডিও করে লাইভ স্টিম করেও অনেক
টাকা ইনকাম করেন । আবার অনেকে গেম খেলার ভিডিও তৈ্রি করে ইউটিউব, ফেসবুকে
ভিডিও আপলোড করে অনেক টাকা ইনকাম করেন । এই গেম খেলে আপনারা ভিডিও আপলোড
করে মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ।
কিন্তু উপরে যে কয়টা গেমের নাম দেওয়া আছে সেগুলো থেকে সবচেয়ে বেশী টাকা ইনকাম
করা সম্ভব ।আপনারা যদি উপরের যেকোনো একটা গেমে ভালো স্কিল বা দক্ষতা অর্জন
করেন তাহলে আপনি সারাজীবন গেম খেলেই আপনার জীবন পার করে দিতে পারবেন । আপনার আর
অন্য কোনো কাজ করার প্রয়োজন নেই। কারণ আপনি এই গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন।
অনলাইনে গেম খেলে টাকা ইনকামের উপায়
আপনার যদি কোন নির্দিষ্ট গেমে ভালো কোন স্কিল থাকে তাহলে আপনি সেই গেম
খেলে মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন । আপনাকে সেই গেমের প্রতি ভালো
স্কিল থাকতে হবে এবং ভালো দক্ষতা থাকতে হবে ।পাশাপাশি আপনাকে আরো
কিছু আরো দক্ষতা থাকতে হবে এই দক্ষতা থাকলে আপনার ইনকাম করা আরো অনেক সহজ
হয়ে যাবে । যেমন---
- ভিডিও এডিটিং
- লাইভ স্ট্রিমিং
মাসে লক্ষ টাকার বেশী ইনকাম করতে চাইলে আপনার কোনো একটা গেমে ভালো স্কিল বা
দক্ষতা থাকতে হবে সেটা যেকোনো গেম হতে পারে। ভালো একটা স্কিল থাকলে আপনার
ইনকামের বিষয়টি আরো অনেক সহজ হয়ে যাবে ।
ইউটিউব গেমিং করে আয়:
আপনারা যদি ইউটিউব গেমিং করে টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে গেম খেলে টাকা ইনকাম করার উপায় সম্পর্কে জানতে হবে। এখন প্রায় সবদেশেই ফ্রী ফায়ার অনেক জনপ্রিয় একটা গেম এবং পাবজি এই দুইটা গেম
প্রায় সবদেশেই খেলে তরুণ তরুণীরা । তারা প্রায় সময় এই গেমগুলোকে খেলে সময়
কাটিয়ে দেয়।
এবং তাদের এই গেমগুলোর প্রতি আলাদা একটা অনুভূতি কাজ করে ।এবং তারা এই গেমগুলোতে দক্ষ হওয়ার জন্য প্রতিনিয়ত যারা অনেক ভালো গেম খেলেন
তাদের ভিডিও দেখেন প্রতিনিয়ত। বা তাছাড়া কি করলে ভালোভাবে স্মুথলি গেম খেলা যায়
সেই উপায় খুঁজে থাকেন । এছাড়াও গেমের ভিতরে গেমের ভিতরে বিভিন্ন settings
কিংবা functions উন্নত করার জন্য নানাধরনের ভিডিও দেখেন।
এজন্য আপনার যদি ফ্রী ফায়ার বা পাবজি তে অনেক ভালো স্কিল থাকে বা আপনি যদি ভালো
গেম খেলে থাকেন তাহলে আপনার উচিত একটা ইউটিউব চ্যানেল খুলে তাতে আপনার গেম
প্লের ভিডিও আপলোড করা । এর মাধ্যমে আপনি ইউটিউব থেকে মাসে লাখ টাকার বেশী টাকা
ইনকাম করতে পারবেন। এজন্য আপনাকে গেমিং ইউটিউব চ্যানেল খুলতে হবে ।
এবং আপনার ভালো গেম প্লের ভিডিও আপলোড করতে হবে । এবং আপনার ভালো ভিডিও এডিটিং
এর দক্ষতা থাকতে হবে । এবং আপনার যদি ভালো গেম খেলার দক্ষতা থাকে তাহলে আপনি
খুব সহজেই মাসে লাখ টাকার বেশী ইনকাম করতে পারবেন । আপনার দক্ষতা ভালো হলে
আপনার চ্যানেলে ভিউ দিনে দিনে অনেক বৃদ্ধি পাবে এবং আপনার ইনকামের পরিমাণ দিনে
দিনে বৃদ্ধি পাবে ।
এছাড়াও আরো অনেকগুলো গেম রয়েছে যেগুলোর ভিডিও আপনি ইউটিউব চ্যানেলে আপলোড করে
মাসে লাখ টাকার বেশী ইনকাম করতে পারবেন । বিভিন্ন CAR RACING বা BUS SIMULAR
গেম এর ভিডিও আপলোড করে অনেক টাকা ইনকাম করা সম্ভব। বিভিন্ন CAR RACING গেম
যেমন ASHPLAT 8 বা ASHPLAT9 গেমগুলো অনেক জনপ্রিয়।
আপনারা ASHPLAT9 এই গেমগুলতে দক্ষতা অর্জন করুন এবং সেগুলোর ভিডিও আপলোড করে
মাসে লাখ টাকার বেশী টাকা ইনকাম করুন। বাংলাদেশে এমন অনেক ইউটিউবার আছে যারা এই
গেমগুলোর ভিডিও ইউটিউবে আপলোড করে মাসে লাখ টাকার বেশী ইনকাম করেন । তাদের শুধু
এই গেমগুলোতে ভালো স্কিল বা দক্ষতা রয়েছে এভাবেই তারা অনেক টাকা ইনকাম করতেছে
।
লাইভ স্ট্রিমিং:
আজকাল বেশির্ভাগ মানুষেরা নানারকম ভিডিও গেমে আসক্ত। তাই কিছু কিছু মানুষেরা এই
অনলাইন গেমগুলতে ভালো স্কিল অর্জন করে মাসে লাখ টাকার বেশী ইনকাম করতেছে । তাই
আপনারা যদি গেম খেলে মাসে লাখ টাকার বেশী ইনকাম করতে চান তাহলে আপনারা করতে
পারেন লাইভ স্ট্রিমিং।
লাইভ স্ট্রিমিং করার জন্য আপনার ভালো গেম খেলার দক্ষতা থাকতে হবে এবং লাইভ
স্ট্রিমিং করার দক্ষতা থাকতে হবে এবং মানুষের সাথে ভালো কমিউনিকেশন করতে হবে
যাতে তারা আপনার খেলা দেখে সবসময়। এইভাবেই আপনি লাইভ স্ট্রিমিং করার
মাধ্যমে মাসে লাখ টাকার বেশী ইনকাম করতে পারবেন।
এই লাইভ স্ট্রিমিং করার জন্য আপনারা ইউটিউব চ্যানেল বা ফেসবুক ব্যবহার
করতে পারেন। তবে আপনি যদি লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে মাসে অনেক টাকা ইনকাম করতে
চান তাহলে আপনার অবশ্যই ভালো একটা পিসি বা ল্যাপটপ থাকতে হবে । এবং যে গেম খেলে
আপনি মাসে লাখ টাকার বেশী ইনকাম করতে চান আপনাকে সেই গেমে ভালো দক্ষতা অর্জন
করতে হবে ।
গেম টেস্টার:
আপনার যদি গেমের প্রতি ভালো স্কিল থাকে এবং গেমে কি কি করলে আরো ভালো হবে এবং
গেমের কোন কোন features বা functions গুলো থাকতে হবে এবং কীভাবে গেম খেললে
খেলার উন্নতি হবে এগুলো যদি আপনি জানেন তাহলে আপনার টাকা ইনকাম করা আরো অনেক
সহজ হয়ে যাবে । আপণি যদি এসব বিষয়ে ভালো স্কিল অর্জন করতে পারেন তাহলে আপনি
বিভিন্ন মার্কেটপ্লেসগুলোতে গেম টোস্টার হিসাবে কাজ করতে পারবেন।
এজন্য আপনাকে আপনার ক্লায়েন্ট আপনাকে একটা গেম দিবে এবং সেই গেমের পারফর্মেন্স
সম্পর্কে জানাতে বলবে । সেই গেমে কোন কোন বিশয় আপডেট করতে হবে কি করলে গেম
স্মুথ চলবে এবং গেম জনপ্রিয়তা অর্জন করবে সেগুলো আপনাকে বিশ্লেষণ করতে হবে । এই
মাধ্যমে আপনি মাসে লাখ টাকার বেশী ইনকাম করতে পারবেন।
গেম টুর্নামেন্ট খেলে আয়
বর্তমান বিশ্বে সব জনপ্রিয় গেম নিয়ে টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়। আপনি যদি
কোনো গেম ভালো খেলতে পারেন । গেমের প্রতি যদি আপনার ভালো স্কি্ল বা দক্ষতা থাকে
তাহলে আপনি বিভিন্ন টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করতে পারবেন।এই টুর্নামেন্ট এ
আপনি যদি বিজয়ী হয় তবে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন।
কিন্তু এইসব টুর্নামেন্ট খেলার জন্য আপনার নির্দিষ্ট কোনো দক্ষতা অবশ্যই থাকতে
হবে। তবে এইসব টুর্নামেন্ট খেলার জন্য আপনার registration বা
joining fee প্রদাণ করতে হবে। তাই আপনার যদি গেমে ভালো স্কিল থাকে তাহলে আপনি
এইসব টুর্নামেন্ট এ খেলতে পারেন।
বাংলাদেশে কোন গেম খেলে টাকা আয় করা যায়?
বাংলাদেশে অনেক গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন আপনি। এইসব গেম খেলে আপনারা
বিকাশ নগদে টাকা উইথড্র (withdraw) করতে পারবেন। এই গেম খেলে আপনারা
প্রতিদিন ই টাকা ইনকাম করতে পারবেন। এরকম গেম হল Mobile premiur league,dream
11,free fire,pubg,call off duty,clash of clans
নিচের গেমগুলো খেলে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন।তো চলুন জেনে নিই
কীভাবে গেম খেলে মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন
Mobile Legends:
Mobile Legends হচ্ছে একটা মাল্টিপ্লেয়ার অনলাইন গেম। এই গেমে League
অথবা tournament খেলার সুযোগ রয়েছে। এইসব tournament এ আপনারা অংশ নিয়ে যদি
জিততে পারেন তাহলে আপনারা ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। এই গেমগুলো অনেক
জনপ্রিয়। তাই আপনারা এইসব খেলায় অংশ নিতে পারেন।
Ludo Supreme:
এটা একটা জনপ্রিয় অনলাইন লুডু গেম। এই গেমে আপনারা অনলাইনে গেম খেলে টাকা ইনকাম
করতে পারবেন।এই লুডু গেমে আপনারা বিভিন্ন প্রতিযোগীতামুলক গেম খেলতে
পারবেন।ম্যাচ জিততে পারলেন সেইখান থেকে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন।
mobile premier league.MPL
এইটা একটা জনপ্রিয় একটা গেম এইMPL গেম খেলে অনেক মানুষ অনেক টাকা ইনকাম
করেছেন।এই গেম টি ডাউনলোড করার জন্য ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে হবে কারণ এই
গেম প্লে স্টোরে পাবেন না । এই অ্যাপস এর মধ্যে প্রায় ২৫ টির মতো জনপ্রিয় গেম
রয়েছে।এই গেম খেলে মাসে লাখ টাকার বেশী ইনকাম করতে পারবেন
Freecash:
এটা খুবই জনপ্রিয় একটা গেম আপনারা এইখানে অনেক গেম খেলে টাকা ইনকাম করতে
পারবেন।এখানে যখন নতুন কেউ একাউন্ট খুলে তাহলে তাকে টাকা বোনাস দেওয়া হয়।এছারাও
আপনারা এইখানে আরো অনেক মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন রেফার করার
মাধ্যমে,বিভিন্ন সার্ভে তে কাজ করে অনেক টাকা ইনকাম করা সম্ভব।
এইখানে কাজ করে আপনারা যে কয় টাকা ইনকাম করবেন তা আপনারা PayPal, Bitcoin,
Amazon, VISA ইত্যাদিতে convert করে নিতে পারবেন।
গেম খেলে টাকা ইনকাম করার উপায়
আপনারা অনেকেই গেম খেলে টাকা ইনকাম করার উপায় সম্পর্কে জানতে চান। মোবাইল অ্যাপ হচ্ছে সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম টাকা ইনকাম করার
জন্য।কেনোনা অনলাইনে অসংখ্য অ্যাপ আছে যেগুলোতে আপনারা রেফার করা বা গেম খেলার
মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।এছাড়াও আপনারা গেমিং প্ল্যাটফর্মে গেম
খেলে আরো অনেক টাকা ইনকাম করতে পারবেন কারণ এইখানে আপনারা অনেক গেম পাবেন খেলে
টাকা ইনকাম করার জন্য।
এইখানে কিছু বিশ্বব্যাপী জনপ্রিয় গেম সাজেস্ট করব
- Swagbucks
- InboxDollars
- Pogo Games
- PaidGamePlayer
- SecondLife
- PlayAndWin
- GSN Cash Games
- HQ Trivia
- Mistplay
- Skillz
গেম খেলে টাকা আয় বিকাশে ২০২৪
বাংলাদেশের এমন অনেক গেম আছে যেগুলোতে খেলে আপনারা বিকাশে টাকা নিতে
পারবেন।অনলাইনে অনেক স্কিল গেম আছে যেমন চিজ, লুডু ,কেরাম খেলে আপনারা টাকা
ইনকাম করতে পারবেন।এছাড়াও আপনারা অনলাইন কাসিনো, বা লাইভ গেম খেলে ভালো
পরিমাণ অর্থ ইনকাম করতে পারবেন।এবং এগুলোতে আপনারা বিকাশ বা নগদে টাকা নিতে
পারবেন।
এখন আমি আপনাদের এমন কিছু গেমের নাম বলব যা খেলে আপনারা অনেক টাকা ইনকাম
করতে পারবেন । এই গেমগুলো আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন । এজন্য আপনারা
ভালো করে যদি গেম খেলতে পারেন আপনি গেম খেলে অনেক টাকা ইনকাম করতে পারবেন।
এই গেমগুলো খেলে আপনারা বিপুল পরিমাণ অর্থ ইনকাম করতে পারবেন কিন্তু আপনাকে
অ্যাড্ভানস লেভেলের খেলোয়ার হতে হবে।
- MPL – India’s Biggest Gaming App
- Hago
- Qureka: Play Quizzes & Learn
- Money Bingo Clash
- Yatzy Dice: Win cash
- Dream 11
- WinZo app
- WHAFF Rewards
গেম খেলে টাকা আয় বিকাশে ২০২৪ অ্যাপস
বর্তমান যুগে অনেক মাধ্যমে টাকা ই্নকাম করা সম্ভব।তার মধ্যে অন্যতম একটা
উপায় হল গেম খেলার মাধ্যমে টাকা ইনকাম করা । আপনার ভালো যদি একটা স্কিল
থাকে নির্দিষ্ট কোনো গেমে তাহলে আপনার ইনকাম করার পথ টা আরো অনেক সহজ হয়ে
উঠবে। এবং আপনারা এই গেমগুলোকে কাজে- লাগিয়ে অনেক টাকা ইনকাম করতে
পারবেন।
এজন্য আপনি কোন জনপ্রিয় একটা গেমে দক্ষতা অর্জন করুন। এবং এই এক গেম থেকেই
আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন। আপনি যদি ফ্রী ফায়ার গেমে ভালো স্কিল
অর্জন করেন আপনি ফ্রী ফায়ার গেম খেলেই মাসে ২-৩ লাখ টাকা ইনকাম করতে পারবেন
। এজন্য আপনাকে আগে ভালো প্লেয়ার হতে হবে এবং দক্ষ হতে হবে আপনাকে।
আপনি ভালো স্কিল অর্জন করলে আপনি গেমের ভিডিও তৈ্রি করে ইউটিউবে আপলোড করে
অনেক টাকা ইনকাম করতে পারবেন । তাছাড়া আপনারা লাইভ স্টিম করার মাধ্যমে
ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনারা বিভিন্ন জনপ্রিয় গেমের যেমন পাবজি ফি
ফায়ার গেমে ডায়মন্ড বিক্রি করতে পারেন এগুলো করে আপণি অনেক টাকা ইনকাম করতে
পারবেন।
গেম খেলে অর্থ উপার্জন নিয়ে কিছু কথা
প্রিয় পাঠক, আজকের এই পোস্টে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে কীভাবে গেম খেলে টাকা ইনকাম করা যায় সে উপায় সম্পর্কে। আপনাদের যদি গেম খেলে টাকা ইনকাম করার উপায় কোনো কিছু বুঝতে অসুবি্ধা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। গেম খেলে টাকা ইনকাম করার যে উপায় নিয়ে আলোচনা করা হয়েছে তা সম্পূর্ণ কার্যকর।
ইউনিকমিস্ট্রির নীতিমালা মেনে কমেন্ট করুন আমরা আপনাদের পজিটিভ কমেন্টের জন্য অপেক্ষা করছি
comment url