জার্মানিতে কোন কাজের চাহিদা বেশি? জানুন বিস্তারিত
জার্মানিতে কোন কাজের চাহিদা বেশি আমরা অনেকেই জানি না। আজকের এই পোস্টে আমরা বিস্তারিত আলোচনা করবো যে জার্মানিতে কোন কাজের চাহিদা বেশি সে সম্পর্কে। যারা জার্মানিতে কাজের জন্য যেতে চাচ্ছেন তাদের জন্য জানা খুবই জরুরী যে জার্মানিতে কোন কাজের চাহিদা অনেক বেশী।
জার্মানি ইউরোপের এক উন্নত দেশ। এই দেশ ইউরোপের অন্যতম প্রধান অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি হিসেবে পরিচিত। জার্মানিতে শ্রমিকদের কাজের বিনিময়ে অনেক বেশী টাকা প্রদান করা হয়। তাই আপনারা যারা জার্মানি যাওয়ার চিন্তা করতেছেন তাদের জানা উচিত যে জার্মানি তে কোন কাজের চাহিদা অনেক বেশী।
পেইজ সূচীপত্রঃ জার্মানিতে কোন কাজের চাহিদা বেশি
- জার্মানিতে কোন কাজের চাহিদা বেশি
- জার্মানি কাজের ভিসা পেতে কি কি লাগে
- জার্মানিতে কোন কাজের বেতন কত
- বাংলাদেশ থেকে জার্মানি যাওয়ার উপায়
- জার্মানিতে যেতে কত টাকা লাগবে?
- জার্মানির ১ টাকা সমান বাংলাদেশের কত টাকা?
- লেখকের শেষকথাঃ জার্মানিতে কোন কাজের চাহিদা বেশী
জার্মানিতে কোন কাজের চাহিদা বেশী
জার্মানি ইউরোপের এক উন্নত দেশ। এই দেশ অর্থনৈতিক দিক দিয়ে অনেক
শক্তিশালী। আমরা অনেকেই বর্তমান সময়ে জার্মানিতে যাওয়ার জন্য চেষ্টা করে
থাকি। কিন্তু আমরা আসলে জানিনা যে জার্মানিতে কোন কাজের চাহিদা অনেক
বেশি। জার্মানিতে বর্তমান সময়ে বেশ কিছু খাতের প্রচুর চাহিদা রয়েছে।
চাহিদাগুলো হচ্ছে---
তথ্যপ্রযুক্তি (IT) খাতঃ
- সফটওয়্যার ডেভেলপার
- ডেটা সায়েন্টিস্ট
- সাইবার সিকিউরিটি এক্সপার্ট
জার্মানিতে প্রযুক্তিগত উন্নয়ন এর জন্য আইটি পেশাদারদের চাহিদা অনেক বেশী।
এবং এই চাহিদা দিন দিন আরো অনেক বৃদ্ধি পাচ্ছে।
প্রকৌশল (Engineering) ঃ
- মেকানিক্যাল ইঞ্জিনিয়ার
- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার
- সিভিল ইঞ্জিনিয়ার
জার্মানিতে ইঞ্জিনিয়ারদের চাহিদা প্রচুর। বিশেষ করে গাড়ি নির্মাণ ও
মেশিনারি খাতে প্রকৌশলীদের চাহিদা বেশি।
স্বাস্থ্যসেবা (Healthcare) ঃ
- ডাক্তার
- নার্স
- ফিজিওথেরাপিস্ট
জার্মানিতে স্বাস্থ্যসেবা খাতে প্রচুর লোক নিয়োগ দেয়া
হচ্ছে। স্বাস্থ্যসেবা খাতে জার্মানিতে দক্ষ কর্মীর ঘাটতি রয়েছে, বিশেষ
করে বৃদ্ধ জনগোষ্ঠীর সংখ্যা বাড়ার কারণে।
কারিগরি ও দক্ষ পেশাজীবী ঃ
- ইলেকট্রিশিয়ান
- প্লাম্বার
- কার্পেন্টার
জার্মানিতে এসব কাজের চাহিদা প্রচুর। আপনার যদি এই কাজে দক্ষতা থেকে থাকে তাহলে
খুব সহজেই আপনারা জার্মানিতে গিয়ে এসব কাজ করতে পারবেন। এই খাতে দক্ষ
পেশাজীবীদের চাহিদা বাড়ছে।
গবেষণা ও উন্নয়ন ঃ
- কেমিস্ট
- বায়োলজি
- ফিজিসিস্ট
নতুন প্রযুক্তি ও বিজ্ঞান গবেষণায় আগ্রহী কর্মীদের জন্য জার্মানিতে বড় সুযোগ
রয়েছে।
পরিবহন ও লজিস্টিকস ঃ
- ট্রাক ড্রাইভার
- ড্রাইভার
- লজিস্টিক ম্যানেজার
জার্মানিতে এসব কাজের চাহিদা প্রচুর। জার্মানির আন্তর্জাতিক ব্যবসায়িক
কার্যক্রমের জন্য লজিস্টিকস খাতে কর্মীর চাহিদা বাড়ছে।
শিক্ষা ও প্রশিক্ষণ ঃ
- কারিগরি প্রশিক্ষক
- শিক্ষক
- ইংরেজি শিক্ষক
বিশেষ করে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষায় অভিজ্ঞ প্রশিক্ষক ও শিক্ষকদের চাহিদা
রয়েছে। এবং এই চাহিদা দিনে দিনে আরো অনেক বেশী বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও আরো কিছু
কাজের চাহিদা জার্মানিতে অনেক বেশী। সেগুলো হচ্ছে--
- ক্লিনার
- ডেলিভারি ম্যান
- ফুড সার্ভিস
- কনস্ট্রাকশন শ্রমিক
- ফ্যাক্টরি ওয়ার্কার
- সিকিউরিটি গার্ড
- হোটেল-রেস্টুরেন্ট জব
- বিক্রয় কর্মী
- নিরাপত্তা কর্মী
জার্মানিতে এসব কাজের চাহিদা তুলনামুলক অনেক বেশী। তাই আপনারা যারা জার্মানিতে
কাজের জন্য যেতে চান তারা এসব কাজের দক্ষতা অর্জন করে জার্মানিতে যেতে পারেন।
এসব কাজের অভিজ্ঞতা থাকলে খুব সহজেই কাজ পেয়ে যাবেন এবং মাস শেষে ভালো পরিমাণ
অর্থ ইনকাম করতে পারবেন।
জার্মানি কাজের ভিসা পেতে কি কি লাগে
আপনারা অনেকেই জানেন না যে জার্মানি কাজের ভিসা পেতে কি কি লাগে । নিচে উল্লেখ
করা কাগজপত্র লাগবে আপনার জার্মানি ভিসা পাওয়ার জন্য।
- বৈধ পাসপোর্ট
- শিক্ষাগত যোগ্যতার সকল সনদ
- দক্ষতা সার্টিফিকেট
- কাজের অভিজ্ঞতা প্রমাণ (যদি থাকে)
- হেলথ ইন্সুরেন্স
- চাকরির অফার লেটার
- ব্যাংক স্টেটমেন্ট
- মেডিকেল রিপোর্ট
- জার্মান ভাষার দক্ষতা
- আবেদন ফি
- স্বাস্থ্যবীমা
- বাসস্থানের প্রমাণ
আপনারা যদি জার্মানিতে যেতে চান তাহলে আপনাকে উপরের কাগজপত্র জমা দিয়ে ভিসার
জন্য আবেদন করা লাগবে। তাই ভিসার জন্য আবেদন করার আগে এসব কাগজপত্র সংগ্রহ
করুন।
জার্মানিতে কোন কাজের বেতন কত
জার্মানিতে কোন কাজের বেতন কত তা সম্পূর্ণ নির্ভর করে অভিজ্ঞতা
এবং শিক্ষাগত যোগ্যতা, কাজের স্থান এবং শিল্পের ওপর নির্ভর করে ভিন্ন
হতে পারে। নিচে কোন খাতের কেমন বেতন তা আলোচনা করা হলো ঃ
তথ্যপ্রযুক্তি (IT) ঃ
- সফটওয়্যার ডেভেলপার: বছরে €৫০,০০০ থেকে €৭০,০০০
- ডেটা সায়েন্টিস্ট: বছরে €৫৫,০০০ থেকে €৮৫,০০০
- সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ: বছরে €৬০,০০০ থেকে €৯০,০০০
প্রকৌশল (Engineering) ঃ
- মেকানিক্যাল ইঞ্জিনিয়ার: বছরে €৫০,০০০ থেকে €৭৫,০০০
- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার: বছরে €৫৫,০০০ থেকে €৭৫,০০০
- সিভিল ইঞ্জিনিয়ার: বছরে €৪৫,০০০ থেকে €৭০,০০০
স্বাস্থ্যসেবা (Healthcare) ঃ
- ডাক্তার: বছরে €৬০,০০০ থেকে €১,২০,০০০
- নার্স: বছরে €৩৫,০০০ থেকে €৫০,০০০
- ফার্মাসিস্ট: বছরে €৫০,০০০ থেকে €৮০,০০০
গবেষণা ও উন্নয়ন ঃ
- বিজ্ঞানী (Scientist): বছরে €৫০,০০০ থেকে €৮০,০০০
- কেমিস্ট: বছরে €৪৫,০০০ থেকে €৭০,০০০
- ফিজিসিস্ট: বছরে €৬০,০০০ থেকে €৯০,০০০
কারিগরি পেশা ঃ
- ইলেকট্রিশিয়ান: বছরে €৩০,০০০ থেকে €৪৫,০০০
- প্লাম্বার: বছরে €৩০,০০০ থেকে €৪৫,০০০
- কার্পেন্টার: বছরে €৩০,০০০ থেকে €৪৫,০০০
পরিবহন ও লজিস্টিকস ঃ
- ট্রাক ড্রাইভার: বছরে €৩০,০০০ থেকে €৪০,০০০
- লজিস্টিক ম্যানেজার: বছরে €৫০,০০০ থেকে €৭০,০০০
শিক্ষা ও প্রশিক্ষণ ঃ
- শিক্ষক: বছরে €৪০,০০০ থেকে €৬০,০০০ (যে স্তরে পড়ান তার ওপর নির্ভর করে)
- কারিগরি প্রশিক্ষক: বছরে €৪৫,০০০ থেকে €৬৫,০০০
হোটেল ও রেস্তোরাঁ ঃ
- হোটেল ম্যানেজার: বছরে €৪০,০০০ থেকে €৬০,০০০
- রাঁধুনি (Chef): বছরে €৩০,০০০ থেকে €৪৫,০০০
ব্যাংকিং ও ফিনান্স ঃ
- অ্যাকাউন্টেন্ট: বছরে €৪০,০০০ থেকে €৬০,০০০
- ফিনান্সিয়াল অ্যানালিস্ট: বছরে €৫০,০০০ থেকে €৭০,০০০
- ব্যাংক ম্যানেজার: বছরে €৬০,০০০ থেকে €৯০,০০০
জনপ্রশাসন ও সরকারি চাকরি ঃ
- সরকারি কর্মকর্তা: বছরে €৪০,০০০ থেকে €৬০,০০০
- প্রশাসনিক কর্মকর্তা: বছরে €৪০,০০০ থেকে €৬৫,০০০
এসব কাজের যারা নতুন অথবা দক্ষতা কম তারা কম বেতন পেয়ে থাকেন। তবে অভিজ্ঞতা
বৃদ্ধির সাথে সাথে বেতন বৃদ্ধি হতে থাকে। জার্মানির বড় শহর যেমন
বার্লিন, মিউনিখ, ফ্রাঙ্কফুর্ট, এবং হামবুর্গে বেতন তুলনামূলক বেশি, কিন্তু
ছোট শহর বা গ্রামের দিকে বেতন কিছুটা কম হতে পারে। আশা করা যায় জার্মানিতে কোন কাজের বেতন কত বুঝতে ্পেরেছেন।
বাংলাদেশ থেকে জার্মানি যাওয়ার উপায়
বাংলাদেশ থেকে জার্মানি যাওয়ার জন্য বিভিন্ন উপায় রয়েছে। আপনি যদি
পড়াশোনা, কাজ, ব্যবসা বা অন্য কোনো কারণে জার্মানি যেতে চান, তবে প্রতিটি
ক্ষেত্রে নির্দিষ্ট ধাপ ও প্রক্রিয়া অনুসরণ করতে হবে। নিচে জার্মানি যাওয়ার
প্রধান উপায়গুলো বর্ণনা করা হলো:
স্টুডেন্ট ভিসার জন্য
যারা যারা জার্মানিতে গিয়ে উচ্চশিক্ষা অর্জন করতে চান তারা স্টুডেন্ট ভিসার
মাধ্যমে জার্মানি যেতে পারবেন। এজন্য আপনাকে জার্মানের
একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। ভর্তি নিশ্চিত
হওয়ার পর ভিসার জন্য আবেদন করতে হবে। তারপর আপনাকে ডকুমেন্ট জমা দিতে
হবে, যেমন:বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া ভর্তির চিঠি,
পাসপোর্ট, আর্থিক প্রমাণপত্র, স্বাস্থ্যবীমা,ভিসা ফি এবং অন্যান্য ডকুমেন্ট জমা
দেওয়ার পরে আপনাকে ইন্টারভিউ দেওয়ার জন্য জার্মান দূতাবাসে উপস্থিত হতে
হবে। এবং ভিসা অনুমোদন হওয়ার পরে খুব সহজেই জার্মানিতে যেতে পারবেন।
ওয়ার্ক ভিসার জন্য
যারা জার্মানিতে কাজের জন্য যেতে চান তাকে প্রথমে জার্মান কোম্পানি
থেকে চাকরির অফার পেতে হবে। চাকরির অফার পাওয়ার পর ওয়ার্ক ভিসার জন্য আবেদন
করতে হবে। এবং প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন;চাকরির অফার
লেটার,পাসপোর্ট,স্বাস্থ্যবীমা,বায়োডাটা-সিভি,যোগ্যতার প্রমাণপত্র (শিক্ষাগত
সনদ), এবং ভিসা ফি জমা দিতে হবে।
তারপর আপনাকে জার্মান দূতাবাসে ইন্টারভিউ দিতে হবে। আপনাকে যদি অনুমোদন
দেওয়া হয় তাহলে কাজের জন্য জার্মানি যেতে পারবেন। এবং চাকরি পেয়ে গেলে
ওয়ার্ক পারমিট নিয়ে দীর্ঘমেয়াদীভাবে জার্মানিতে থাকতে পারবেন।
টুরিস্ট ভিসার জন্য
যারা জার্মানিতে ভ্রমনের জন্য যেতে চান তারা তুরিস্ত ভিসার মাধ্যমে যেতে
পারবেন। এজন্য আপনাকে শেনজেন ভিসার জন্য আবেদন করতে হবে।
এবং প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন;পাসপোর্ট,ভ্রমনের পরিকল্পনা, বিমানের
টিকেট,হোটেল বুকিং বা থাকার ব্যবস্থা,আর্থিক প্রমাণপত্র দেখাতে হবে।
ভিসা পেলে ৯০ দিনের জন্য জার্মানি ভ্রমণ করতে পারবেন।
জার্মানিতে যেতে কত টাকা লাগবে?
জার্মানিতে যেতে কত টাকা লাগবে- তা সম্পূর্ণ নির্ভর করবে আপনি কোন ভিসার
মাধ্যমে জার্মানি যাবেন তার উপরে। আপনারা যদি কাজের জন্য জার্মানি যেতে চান
তাহলে আপনার ১০-১২ লাখ টাকা লাগতে পারে এবং আপনারা যদি স্টুডেন্ট ভিসায়
জার্মানি যেতে চান তাহলে আপনারা খরচ হতে পারে ৫-৬ লাখ টাকা।
আর আপনারা যদি ঘুরতে জার্মানি যেতে চান তাহলে খরচা হতে পারে ৪-৫ লাখ
টাকা।
জার্মানির ১ টাকা সমান বাংলাদেশের কত টাকা?
জার্মানির ১ টাকা সমান বাংলাদেশের কত টাকা? আপনারা অনেকেই জানেন না।
জার্মানির মুদ্রা হচ্ছে ইউরো। যার ১ টাকা সমান বাংলাদেশের ১৩৩.৪৭ পয়সা।
লেখকের শেষকথাঃ জার্মানিতে কোন কাজের চাহিদা বেশী
প্রিয় পাঠক, আজকের এই পোস্টে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে জার্মানিতে কোন
কাজের চাহিদা বেশী এবং জার্মানিতে কোন কাজের বেতন কত তা সম্পর্কে। আশা করা যায় আজকের এই
পোস্ট আপনাদের অনেক উপকারে আসবে। আপনারা যদি কোন কিছু বুঝতে না পারেন তাহলে
আমাদের সাথে যোগাযোগ করুন।
ইউনিকমিস্ট্রির নীতিমালা মেনে কমেন্ট করুন আমরা আপনাদের পজিটিভ কমেন্টের জন্য অপেক্ষা করছি
comment url