বিকাশ একাউন্ট খোলার নিয়ম
বিকাশ একাউন্ট খোলার নিয়ম অনেক সহজ। আপনারা খুব অল্প সময়ের মধ্যেই কোনো এজেন্ট এর কাছে না গিয়ে নিজের বিকাশ অ্যাকাউন্ট নিজেই খুলতে পারবেন। এজন্য আপনাকে কিছু তথ্য দিতে হবে অ্যাকাউন্ট খুলার জন্য বিকাশকে।
তাই আপনারা যদি খুব অল্প সময়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে চান এবং বিকাশে টাকা দেখার নিয়ম না জানেন তাহলে আজকের এই পোস্ট টি মনোযোগ সহকারে পড়তে থাকুন। আজকের এই পোস্টে আমরা বিস্তারিত আলোচনা করবো বিকাশে টাকা দেখার নিয়ম এবং খুব কম সময়ে ঝামেলা ছাড়াই অ্যাকাউন্ট খুলার নিয়ম।
পেইজ সুচিপত্র: বিকাশ একাউন্ট খোলার নিয়ম
- বিকাশ একাউন্ট খোলার নিয়ম
- বিকাশে টাকা দেখার নিয়ম
- বিকাশ একাউন্ট খুলতে যা যা প্রয়োজন
- অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম
- বাটন মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
- বিকাশ একাউন্ট খোলার কোড
- বিকাশ ক্যাশ আউট চার্জ
- বিকাশ অফিস নাম্বার
- জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
- শেষকথা: বিকাশ একাউন্ট খোলার নিয়ম
বিকাশ একাউন্ট খোলার নিয়ম
বিকাশ একাউন্ট খোলার নিয়ম আপনারা অনেকেই জানেন না। আজকের এই পোস্টে আমরা
বিস্তারিত আলচনা করবো যে কীভাবে খুব সহজে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং
বিকাশে টাকা দেখার নিয়ম এছারাও বিকাশের সাথে সংশ্লিষ্ট সকল বিষয়। তো চলুন
আর দেরি না করে জেনে নেই খুব সহজে এবং কোন ঝামেলা ছাড়া বিকাশ অ্যাকাউন্ট খুলার
নিয়ম।
আপনারা দুই মাধ্যমে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন।
- অ্যাপ্লিকেশনের মাধ্যমে
- এজেন্টের মাধ্যমে
অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিকাশ একাউন্ট খোলার নিয়ম অনেক সহজ এবং দ্রুত এক
পদ্ধতি এজন্য আপনাকে নিচের দেওয়া নিয়ম মেনে চলতে হবে।
- প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে বিকাশ লিখে সার্চ দিতে হবে। তারপর আপনার সামনে বিকাশ অ্যাপ চলে আসবে আপনাকে বিকাশ অ্যাপ সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে।
- অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে তারপরে আপনার ফোনে ইন্সটল করে নিতে হবে।
- তারপর বিকাশ অ্যাপ ওপেন করার সঙ্গে সঙ্গে লগইন-রেজিস্ট্রেশন এবং তার নিচে বিকাশ নাম্বার পরিবর্তন এই অপশনটি আসবে।
- তারপর সেখান থেকে আপনাকে লগ ইন-রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে।
- তারপর আপনি যে নাম্বার দিয়ে বিকাশ একাউন্ট খুলবেন সেখানে সেই নম্বর দিতে হবে।
- তারপর আপনাকে বিকাশের কিছু শর্ত মানতে হবে এবং আপনার পরিচয় পত্রের ছবি দিতে হবে।
- তারপর আপনাকে আরো কিছু ব্যক্তিগত তথ্য জমা দিতে হবে। যেমন লিঙ্গ, আয়ের উৎস, পেশা ইত্যাদি।
- তারপর আপনি যে পরিচয় পত্র দিয়ে অ্যাকাউন্ট তৈরি করলেন সে মানুষের ছবি তুলতে হবে এবং ছবিটি অবশ্যই স্পষ্ট হতে হবে।
- এসব কাজ সম্পন্ন হলে আপনার নাম্বারে কনফার্মেশন কোড আসবে।
উপরোক্ত কাজগুলো সম্পন্ন হওয়ার পর আপনাকে *247# ডায়াল
করতে হবে এবং সেখানে আপনার ৫ ডিজিটের পিন নম্বর সেট করতে হবে। এ পিন নম্বর কখনো
কারো সঙ্গে শেয়ার করবেন না এবং আপনার ফোনে আশা ওটিপিও কারো সঙ্গে কখনো শেয়ার
করবেন না। উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে খুব সহজে বিকাশ একাউন্ট তৈরি করতে
পারবেন।
বিকাশে টাকা দেখার নিয়ম
বিকাশে টাকা দেখার নিয়ম আমরা অনেকেই জানি না।তাই প্রতিনিয়ত অনেকেই
গুগলে সার্চ করে থাকেন বিকাশে টাকা দেখার নিয়ম সম্পর্কে জানার
জন্য।আজকের এই পোস্টে আমরা বিস্তারিত আলোচনা করব কিভাবে বিকাশে কোন
ঝামেলা ছাড়াই টাকা চেক দিতে পারবেন। তো চলুন জেনে নেওয়া যাক বিকাশে
টাকা দেখার নিয়ম।
বিকাশের টাকা দেখার জন্য আপনারা দুটি মাধ্যম পেয়ে যাবেন। আপনারা
চাইলে ডায়াল করে বিকাশের টাকা দেখতে পারবেন অথবা বিকাশ অ্যাপ ব্যবহার করে খুব
সহজে বিকাশে টাকা দেখতে পারবেন। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কিভাবে
বিকাশে টাকা দেখবেন সে উপায় সম্পর্কে।
বিকাশ ব্যালেন্স চেক কোড ডায়াল করে বিকাশে টাকা দেখার নিয়ম
বিকাশ ব্যালেন্স চেক কোড ডায়াল করে বিকাশে টাকা দেখার নিয়ম আপনারা অনেকেই
জানেন না। বিকাশে টাকা দেখার জন্য আপনাকে ডায়াল করতে হবে *247# তারপর আপনাকে my bkash এ বা ৯ নাম্বারে ঢুকা লাগবে। তারপর সেখান থেকে check
balence অথবা ১ নাম্বারে ঢুকতে হবে। সেখানে গিয়ে আপনার বিকাশ পিন দিতে হবে।
তারপর আপনাকে বিকাশের বালেন্স দেখানো হবে।
বিকাশ অ্যাপ দিয়ে ব্যালেন্স চেক
বিকাশ অ্যাপ দিয়ে ব্যালেন্স চেক করার জন্য আপনাকে প্রথমে বিকাশ অ্যাপ ইন্সটল
করে নিতে হবে। তারপর সেখানে আপনার একাউন্ট লগইন করে নিতে হবে।লগইন করা
হয়ে গেলে বিকাশ অ্যাপ এর উপরে ব্যালেন্স অপশনে ক্লিক করলেই আপনার বিকাশের
টাকা দেখতে পারবেন।
বিকাশ একাউন্ট খুলতে যা যা প্রয়োজন
বিকাশ একাউন্ট খুলতে যা যা প্রয়োজন হয় তা নিয়ে আজকে আলচনা করা হবে। বিকাশ
অ্যাকাউন্ট খুলার জন্য আপনাকে কিছু ডকুমেন্ট প্রস্তুত রাখতে হবে।
নিচে ডকুমেন্ট গুলো কি কি তা আলচনা করা হল;
- জাতীয় পরিচয়পত্র (NID)
- মোবাইল নম্বর
- আপনার ছবি
- ফিঙ্গারপ্রিন্ট
অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম
অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে আপনারা অনেকেই অজানা। অ্যাপ
ছাড়া বিকাশ একাউন্ট খোলার জন্য আপনাকে যেতে হবে বিকাশ এজেন্ট এর কাছে।
বিকাশ এজেন্ট এর মাধ্যমে আপনারা অ্যাপ ছাড়া বিকাশ অ্যাকাউন্ট খুলতে
পারবেন। অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার জন্য আপনাকে নিচের কাগজপত্র
প্রয়োজন হবে।
- জাতীয় পরিচয়পত্র (NID)
- মোবাইল নম্বর
- একটি পাসপোর্ট সাইজের ছবি
এসব প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনাকে কোন নিকটস্থ বিকাশ এজেন্ট এর কাছে
যেতে হবে। তারপর আপনাকে এজেন্ট কে বলতে হবে যে আপনি বিকাশ একাউন্ট
খুলতে চাচ্ছেন। তারপর এজেন্ট আপনার থেকে আপনার পরিচয় পত্র এবং মোবাইল
নম্বর নিবে। তারপর আপনার ছবি এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট প্রয়োজন হবে
একাউন্ট খোলার জন্য।
অ্যাকাউন্ট খোলার কাজ সম্পূর্ণ হয়ে গেলে আপনার নাম্বারে একটি কোড পাঠানো হবে
এবং এই কোড দিয়ে আপনাকে আপনার অ্যাকাউন্ট সক্রিয় করতে হবে। তারপর বিকাশের
যেকোনো সেবা নেওয়ার জন্য
*247# ডায়াল করে যেকোন সেবা নিতে পারবেন।
বাটন মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
বাটন মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম প্রায় একই পদ্ধতিতে। আপনারা আপনাদের
বাটন মোবাইলের সাহায্যে খুব সহজে বিকাশ একাউন্ট খুলতে পারবেন। বাটন
মোবাইল দিয়ে বিকাশ একাউন্ট খোলার জন্য আপনার প্রয়োজন হবে জাতীয় পরিচয়
পত্র অথবা ড্রাইভিং লাইসেন্স, একটি মোবাইল নাম্বার।
বাটন মোবাইল দিয়ে বিকাশ একাউন্ট খোলার জন্য আপনাকে আপনার ফোনের *247#
ডায়াল করতে হবে।তারপর আপনাকে নতুন বিকাশ একাউন্ট খোলার জন্য 1
টিপতে হবে।তারপর আপনি যদি আপনার জাতীয় পরিচয় পত্র অথবা ভোটার আইডি
কার্ড দিয়ে বিকাশ একাউন্ট খুলতে চান তাহলে আপনার পরিচয় পত্রের নাম্বার
এবং শেষে # টিপতে হবে।
তারপর সেখানে আপনাকে আপনার জন্ম তারিখ লিখতে হবে এবং # চাপতে
হবে। তারপর আপনাকে ৫ ডিজিটের একটি পাসওয়ার্ড সেট করতে
হবে। এরপর আপনাকে আবার আপনার পাঁচ ডিজিটের পাসওয়ার্ড বসাতে হবে এবং শেষে
# দিতে হবে। তারপর আপনার একাউন্ট খোলা সম্পূর্ণ হয়ে গেলে
আপনার ফোনে একটি এসএমএস আসবে।
এভাবেই আপনারা আপনাদের বাটন ফোন দিয়ে খুব সহজে বিকাশ একাউন্ট খুলতে
পারবেন। আপনার বিকাশ একাউন্টের পাসওয়ার্ডটি কখনোই অপরিচিত মানুষের সাথে
শেয়ার করা উচিত নয়। এবং আপনার ফোনে একটি ওটিপি মেসেজ আসবে সেটিও কখনো
কাউকে দিবেন না। এতে আপনার বিকাশ একাউন্ট হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা
রয়েছে।
বিকাশ একাউন্ট খোলার কোড
বিকাশ একাউন্ট খোলার জন্য আপনাকে *247# এই কোডটি চাপতে হবে। আপনারা
এই কোড ব্যবহার করার মাধ্যমে খুব সহজেই বিকাশ একাউন্ট খুলতে পারবেন
এবং অ্যাকাউন্ট তৈরি করার পর বিকাশের সেবাগুলো ব্যবহার করতে
পারবেন। বিকাশ ব্যবহার করে আপনারা খুব সহজেই হাতে থাকা ফোনের
মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন।
এছাড়াও বিকাশ থেকে আপনারা সেন্ড মানি, ক্যাশ আউট, বিদ্যুৎ
বিল, গ্যাস বিল, এবং মোবাইল রিচার্জ সহ আরো অনেক সেবা পেয়ে
যাবেন।
বিকাশ ক্যাশ আউট চার্জ
বিকাশ ক্যাশ আউট চার্জ এই প্রশ্ন অনেকেই google এ প্রতিনিয়ত সার্চ
করেন। বিকাশ থেকে ক্যাশ আউট করলে আপনার চার্জ কত কাটবে তা সম্পূর্ণ
নির্ভর করবে আপনি কোন মাধ্যম থেকে যেমন বিকাশ অ্যাপ বা
*247# ডায়াল করে তার উপরে এবং আপনি কোন এজেন্টের
মাধ্যমে ক্যাশ আউট করবেন তার উপরে।
আপনারা যদি *247# ডায়াল করে ক্যাশ আউট করেন তাহল আপনার
ক্যাশ আউট চার্জ কাটবে প্রতি হাজারে ১৪ টাকা ৯০ পয়সা করে। এবং
বিকাশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ হচ্ছে ১৫ টাকা। তাছাড়া
আপনারা যদি বিকাশ অ্যাপ এর মাধ্যমে প্রিয় এজেন্ট করে ক্যাশ আউট করেন
তাহলে চার্জ আরেকটু কম কাটবে।
তাছাড়া আপনারা যদি এটিএম এর মাধ্যমে টাকা ক্যাশ আউট করতে চান তাহলে প্রতি
হাজারে চার্জ কাটবে ১৪ টাকা ৯০ পয়সা করে।
বিকাশ অফিস নাম্বার
বিকাশ অফিস নাম্বার বা কাস্টমার কেয়ারের নাম্বার হচ্ছে 16247
। আপনারা এই নাম্বারে কল করে আপনাদের সমস্যার কথা তাদের জানাতে পারবেন
কিংবা বিভিন্ন সেবা নিতে পারবেন। এছাড়াও আন্তর্জাতিক কাস্টমার
কেয়ারের নাম্বার হচ্ছে +880 2 55663001 আপনারা এই নাম্বারে ফোন
দিয়ে যেকোনো সময় যেকোনো সেবা নিতে পারবেন।
এই কাস্টমার কেয়ারের নাম্বার গুলো সপ্তাহে সাত দিন এবং দিনে ২৪ ঘন্টা
সেবা প্রদান করে থাকে। তাই যেকোন সমস্যায় এইসব কাস্টমার কেয়ার নাম্বারে
ফোন দিয়ে সেবা নিতে পারবেন।
জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম, আপনাদের যাদের জাতীয়
পরিচয় পত্র হয়নি বা বয়স কম হওয়ার কারণে জাতীয় পরিচয়পত্র পাইনি
তারা জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খুলতে পারবেন। তো চলুন জন্ম
নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে
নেয়া যাক ।
জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার জন্য আপনাকে আপনার নিকটস্থ বিকাশ
এজেন্ট এর কাছে যেতে হবে। বিকাশ এজেন্টের মাধ্যমে জন্ম নিবন্ধন দিয়ে
আপনার বিকাশ একাউন্ট খুলতে হবে। এজন্য আপনার প্রয়োজন হবে জন্ম নিবন্ধন
সনদ, আপনার পাসপোর্ট সাইজের ছবি, এবং একটি সক্রিয় মোবাইল
নাম্বার।
তারপর একাউন্ট খোলার জন্য আপনাকে আপনার ব্যক্তিগত তথ্য যেমন আপনার
বাসা, জন্ম তারিখ ঠিকানা দিতে হবে। এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট
নেওয়া হবে বিকাশ একাউন্ট খোলার জন্য। তারপর আপনার বিকাশ একাউন্ট খোলার
সম্পন্ন হওয়ার পর আপনার মোবাইলে একটি এসএমএস আসবে। তারপর আপনাকে
*247# ডায়াল করে পাঁচ সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে।
শেষকথা: বিকাশ একাউন্ট খোলার নিয়ম
আজকের পোস্টে আমরা বিস্তারিত আলোচনা করেছি বিকাশ একাউন্ট খোলার নিয়ম
সম্পর্কে। কিভাবে আপনারা খুব সহজেই হাতে থাকা মোবাইল দিয়ে বিকাশ একাউন্ট
খুলতে পারবেন সে উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়াও
বিকাশ সম্পর্কিত বিস্তারিত সকল বিষয় নিয়ে এই পোস্টে আলোচনা করা হয়েছে। এই
পোস্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন।
ইউনিকমিস্ট্রির নীতিমালা মেনে কমেন্ট করুন আমরা আপনাদের পজিটিভ কমেন্টের জন্য অপেক্ষা করছি
comment url