ঢাকা থেকে ৬৪ জেলার বাস ভাড়ার তালিকা ২০২৪

ঢাকা থেকে ৬৪ জেলার বাস ভাড়া সম্পর্কে আপনারা অনেকেই জানেন না। এজন্য হয়তো অনেক সময় বাস ওয়ালা আপনাদের থেকে বেশী ভাড়া নিয়ে থাকেন। এজন্য আপনার অবশ্যই জানা উচিত ঢাকা থেকে ৬৪ জেলার বাস ভাড়া সম্পর্কে। 

ঢাকা-থেকে-৬৪-জেলার-বাস-ভাড়া

ঢাকা থেকে প্রায় প্রতিটা জেলায় বাস চলাচল করেন। এজন্য আজকের এই পোস্টে আমরা বিস্তারিত আলোচনা করবো ঢাকা থেকে ৬৪ জেলার বাস ভাড়া সম্পর্কে। তো চলুন জেনে নেওয়া যাক ঢাকা থেকে ৬৪ জেলার বাস ভাড়া ২০২৪। 

পেইজ সুচিপত্রঃ ঢাকা থেকে ৬৪ জেলার বাস ভাড়া ২০২৪

ঢাকা থেকে ৬৪ জেলার বাস ভাড়া ২০২৪

আমাদের দেশের রাজধানী হচ্ছে ঢাকা। আর আমাদের দেশের কাজের চাহিদা অনেক কম হওয়ার কারণে বেকারত্ব দূর করার জন্য বেশীরভাগ মানুষের গন্তব্যস্থান হচ্ছে এই ঢাকা। এছারাও আমাদের বিভিন্ন কাজের জন্য ঢাকা যাওয়া লাগে। ঢাকা থেকে প্রায় সব জেলায় সরাসরি বাস চলাচল করে থাকে। এবং আমাদের কাছে থেকে বিভিন্ন সময় অনেক বেশী ভাড়া নিয়ে থাকে। 

এজন্য আমাদের ভাড়া বাচানোর জন্য হলেও জানা জরুরী ঢাকা থেকে ৬৪ জেলার বাস ভাড়া সম্পর্কে। আজকের এই পোস্টে আপনাদের সুবিধার জন্য ঢাকা থেকে ৬৪ জেলার বাস ভাড়া সম্পর্কে আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে এই পোস্ট টি মনোযোগ সহকারে পড়তে থাকুন। আজকের এই পোস্টে আলোচনা করা হয়েছে ঢাকা থেকে ৬৪ জেলার বাস ভাড়া ২০২৪ সম্পর্কে। 

ঢাকা বিভাগ

গন্তব্য নন-এসি বাস ভাড়া এসি বাস ভাড়া
ঢাকা থেকে গাজীপুর ৮০-১৪০ টাকা -
ঢাকা থেকে মুন্সিগঞ্জ ৮০ টাকা --
ঢাকা থেকে শরীয়তপুর ২৫০ টাকা --
ঢাকা থেকে মানিকগঞ্জ ১২০-১৫০ টাকা --
ঢাকা থেকে মাদারীপুর ৪৫০-৫০০ টাকা --
ঢাকা থেকে ফরিদপুর ৬০০-১০০০ টাকা --
ঢাকা থেকে নারায়ণগঞ্জ ৪০-৮০ টাকা --
ঢাকা থেকে নরসিংদী ১৮০ টাকা --
ঢাকা থেকে টাঙ্গাইল ১৮০-২৪০ টাকা --
ঢাকা থেকে গোপালগঞ্জ ৫০০-১২০০ টাকা --
ঢাকা থেকে কিশোরগঞ্জ ২৫০-৩৫০ --

সিলেট বিভাগ

গন্তব্য নন-এসি বাস ভাড়া এসি বাস ভাড়া
ঢাকা থেকে সিলেট ৬৮০-৭০০ টাকা ১,৫০০ টাকা
ঢাকা থেকে মৌলভীবাজার ৫৭০ টাকা ৭০০ টাকা
ঢাকা থেকে সুনামগঞ্জ ৮২০-৮৫০ টাকা --
ঢাকা থেকে হবিগঞ্জ ৩৯০ টাকা --

চট্টগ্রাম বিভাগ

গন্তব্য নন-এসি বাস ভাড়া এসি বাস ভাড়া
ঢাকা থেকে চট্টগ্রাম ৬৫০-১,২০০ টাকা ৮৫০-১,৮০০ টাকা
ঢাকা থেকে কক্সবাজার ১,০০০-১,২০০ টাকা ১,২০০-২,০০০ টাকা
ঢাকা থেকে রাঙ্গামাটি ৮৫০-৯০০ টাকা ১,২০০-১,৮০০ টাকা
ঢাকা থেকে বান্দরবান ৮৫০-৯০০ টাকা ১,২০০-১,৮০০ টাকা
ঢাকা থেকে খাগড়াছড়ি ৭৫০-৮৫০ টাকা ১,০০০-১,৬০০ টাকা
ঢাকা থেকে কুমিল্লা ২৫০-৪০০ টাকা --
ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০-৩০০ টাকা --
ঢাকা থেকে নোয়াখালী ৫০০-১০০০ টাকা --
ঢাকা থেকে লক্ষ্মীপুর ৪৫০ টাকা ৫৫০-৬০০ টাকা
ঢাকা থেকে ফেনী ৬০০-১০০০ টাকা ৭৫০-১৪০০ টাকা
ঢাকা থেকে চাঁদপুর ২৫০ টাকা --

ময়মনসিংহ বিভাগ

গন্তব্য নন-এসি ভাড়া এসি বাস ভাড়া
ঢাকা থেকে ময়মনসিংহ ৩২০-৩৫০ টাকা --
ঢাকা থেকে শেরপুর ৪০০-৫০০ টাকা --
ঢাকা থেকে নেত্রকোণা ৩০০-৩৫০ টাকা --
ঢাকা থেকে জামালপুর ৩০০-৩৫০ টাকা --

রংপুর বিভাগ বাস ভাড়া

গন্তব্য নন-এসি ভাড়া এসি বাস ভাড়া
ঢাকা থেকে রংপুর ৭৫০-৮৫০ টাকা ৯০০-১,৫০০ টাকা
ঢাকা থেকে দিনাজপুর ৮৫০-১১০০ টাকা ১,১০০-১,৫০০ টাকা
ঢাকা থেকে পঞ্চগড় ১০০০-১১০০ টাকা ১৩০০-২০০০ টাকা
ঢাকা থেকে ঠাকুরগাঁও ৮০০-১১০০ টাকা ১,২০০-১,৮০০ টাকা
ঢাকা থেকে কুড়িগ্রাম ৮০০-৯৫০ টাকা ১০০০-১৪০০ টাকা
ঢাকা থেকে নীলফামারী ৮০০-৯৫০ টাকা ১৩০০-১৪৫০ টাকা
ঢাকা থেকে লালমনিরহাট ৮০০-৯৫০ টাকা ১২০০-১৬৫০ টাকা
ঢাকা থেকে গাইবান্ধা ৬০০-৬৫০ টাকা ৭০০-১১০০ টাকা

বরিশাল বিভাগ বাস ভাড়া

গন্তব্য নন-এসি ভাড়া এসি বাস ভাড়া
ঢাকা থেকে বরিশাল ৫০০-৬৫০ টাকা ৮৫০-১২০০ টাকা
ঢাকা থেকে পটুয়াখালী ৭৫০-৯০০ টাকা ১,১০০-১,৬০০ টাকা
ঢাকা থেকে বরগুনা ৬৫০-৮০০ টাকা --
ঢাকা থেকে পিরোজপুর ৬৫০-7০০ টাকা ৮০০-১০০০ টাকা
ঢাকা থেকে ঝালকাঠি ৬৫০-7০০ টাকা ৮০০-১০০০ টাকা

রাজশাহী বিভাগ বাস ভাড়া

গন্তব্য নন-এসি ভাড়া এসি বাস ভাড়া
ঢাকা থেকে রাজশাহী ৭০০-৮০০ টাকা ১৪০০-১৫০০ টাকা
ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ ৬০০-৭০০ টাকা ১,০০০-১,৩০০ টাকা
ঢাকা থেকে সিরাজগঞ্জ ৫০০-৭০০ টাকা ৮০০-১,৩০০ টাকা
ঢাকা থেকে বগুড়া ৫৫০-১১০০ টাকা ১০০০-১১০০ টাকা
ঢাকা থেকে পাবনা ৫০০-৬০০ টাকা ৮০০-১০০০ টাকা
ঢাকা থেকে নওগাঁ ৬৮০-১১০০ টাকা ১৪০০-১৫০০ টাকা
ঢাকা থেকে নাটোর ৬৫০-৭৫০ টাকা ৯০০-১২০০ টাকা
ঢাকা থেকে জয়পুরহাট ৬৫০-7০০ টাকা ৭০০-১৪০০ টাকা

খুলনা বিভাগ বাস ভাড়া

গন্তব্য নন-এসি ভাড়া এসি বাস ভাড়া
ঢাকা থেকে খুলনা 650-700 টাকা 700-1400 টাকা
ঢাকা থেকে যশোর 550-750 টাকা 800-1300 টাকা
ঢাকা থেকে বাগেরহাট 650-800 টাকা -
ঢাকা থেকে মাগুরা 500-700 টাকা 800-1300 টাকা
ঢাকা থেকে সাতক্ষীরা 650-850 টাকা 900-1200 টাকা
ঢাকা থেকে ঢাকা থেকে চুয়াডাঙ্গা 650-1000 টাকা -
ঢাকা থেকে ঝিনাইদহ 600-700 টাকা 1000-1200 টাকা
ঢাকা থেকে কুষ্টিয়া 600-700 টাকা 800-1300 টাকা
ঢাকা থেকে মেহেরপুর 600-700 টাকা 800-1300 টাকা
ঢাকা থেকে নড়াইল 600-700 টাকা 1000-1200 টাকা

ফেনী থেকে কক্সবাজার বাস ভাড়া ২০২৪

ফেনী থেকে কক্সবাজার বাস ভাড়া ২০২৪ সম্পর্কে আপনারা জানতে চান। আজকে আমরা আলাপ আলচনা করবো যে ফেনী থেকে কক্সবাজার বাস ভাড়া কত সে সম্পর্কে। বর্তমান সময়ে ২০২৪ সালে ফেনী থেকে কক্সবাজার বাস ভাড়া সাধারণত ৪০০-৭৫০ টাকা হয়ে থাকে। তবে বাস ভাড়া নির্ভর করে বাস সার্ভিস, বাসের মান,এবং সময়ের উপরে। 

আপনার যদি ফেনী থেকে কক্সবাজার সাধারণ বাসে করে ভ্রমণ করেন তাহলে আপনার ভাড়া লাগতে পারে ৪০০-৫৫০ টাকা এবং যদি  এসি বাস এ ভ্রমণ করেন তাহলে ভাড়া লাগতে পারে ৬০০-৭০০ টাকা। আপনাদের সুবিধার জন্য ফেনী থেকে কক্সবাজার বাস ভাড়ার একটা ধারণা দেওয়া হল সঠিক ভাড়া জানার জন্য টার্মিনাল এ যোগাযোগ করুন। 
ঢাকা-থেকে-৬৪-জেলার-বাস-ভাড়া

ঢাকা টু সুনামগঞ্জ বাস ভাড়া ২০২৪

ঢাকা টু সুনামগঞ্জ বাস ভাড়া ২০২৪ সালে কত তা জানার জন্য অনেকেই গুগলে সার্চ করে থাকেন। ২০২৪ সালে ঢাকা টু সুনামগঞ্জ বাস ভাড়া সাধারণত ৮০০-৯০০ টাকা হয়ে থাকে। তবে বাসের ভাড়া নির্ভর করে বাসের ধরণ, সার্ভিস এবং  মৌসুমের উপর। আপনারা যদি ঢাকা টু সুনামগঞ্জ সাধারণ বাসে করে ভ্রমণ করেন তাহলে ৮০০-৯০০ টাকা লাগতে পারে। 
এবং আপনারা যদি এসি বাস বা ফাস্ট সার্ভিস বাসে ভ্রমণ করেন তাহলে আপনার ভাড়া লাগতে পারে ১০০০-১২০০ টাকা। 

অনাবিল বাস ভাড়া তালিকা ২০২৪

অনাবিল বাস ভাড়া তালিকা ২০২৪ সালে আপনারা অনেকেই জানতে চান কারণ অনাবিল বাস একটা জনপ্রিয় বাস হিসাবে পরিচিত। যা বাংলাদেশের বিভিন্ন রুট দিয়ে চলাচল করে থাকেন। নিচে অনাবিল বাস ভাড়া তালিকা দেওয়া হল: 
গন্তব্য বাস ভাড়া
ঢাকা থেকে সুনামগঞ্জ 1100-1200 টাকা
ঢাকা থেকে সিলেট 1000-1200 টাকা
ঢাকা থেকে কক্সবাজার 1200-1400 টাকা
ঢাকা থেকে চট্টগ্রাম 750-1000 টাকা
ঢাকা থেকে বরিশাল 800-1000 টাকা
ঢাকা থেকে রংপুর 1000-1200 টাকা

ঢাকা থেকে রাঙ্গামাটি বাস ভাড়া ২০২৪

ঢাকা থেকে রাঙ্গামাটি বাস ভাড়া ২০২৪ কত টাকা ? ঢাকা থেকে রাঙ্গামাটি বাস ভাড়া সাধারণত হয়ে থাকে ৮৫০-৯৫০ টাকা। কিন্তু আপনারা যদি এসি বাসে করে যাতায়াত করতে চান তাহলে আপনার ঢাকা থেকে রাঙ্গামাটি বাস ভাড়া লাগতে পারে ১২০০-১৮০০ টাকা। এই বাস ভাড়া বিভিন্ন সময় বিভিন্ন কারণে পরিবর্তন হতে পারে। 

লোকাল বাস ভাড়ার তালিকা ২০২৪

লোকাল বাস ভাড়ার তালিকা ২০২৪ সম্পর্কে আপনারা অনেকেই জানতে চান। আজকের এই পোস্টে আমরা আপনাদের জানাবো লোকাল বাস ভাড়ার তালিকা ২০২৪ সম্পর্কে। বর্তমান সময়ে লোকাল বাসের ভাড়া কিছু পরিবর্তন হয়েছে ডিজেল এবং পেট্রল এর দাম বৃদ্ধি র কারণে। নিচে লোকাল বাস ভাড়ার তালিকা সম্পর্কে ধারণা দেওয়া হল: 
গন্তব্য শুরু গন্তব্য শেষ বাস ভাড়া
ঢাকা নতুন বাজার গুলশান/বনানী/বেরাইতলা ২০-৩০ টাকা
ঢাকা ধানমণ্ডি কুড়িল/মহাখালী ২০-২৫ টাকা
ঢাকা রামপুরা মহাখালী ২০-২৫ টাকা
ঢাকা শাহজাহানপুর নারিন্দা ২০-২৫ টাকা
ঢাকার পল্টন মতিঝিল ২০-২৫ টাকা
ঢাকা শাহবাগ মিরপুর ২৫-৩০ টাকা
ঢাকা কলাবাগান উত্তরা ২০-৩০ টাকা
ঢাকা বিক্রমপুর কমলাপুর ২০-২৫ টাকা
ঢাকা শহরের বাস ভাড়া প্রতিদিন পরিবর্তন হতে পারে। এবং কিছু রুট এ যাত্রিচাপ বেশি এবং জ্যাম থাকার ফলে ভাড়া কম বেশি হতে পারে। 
ঢাকা-থেকে-৬৪-জেলার-বাস-ভাড়া

চাঁদপুর টু কক্সবাজার বাস ভাড়া ২০২৪

চাঁদপুর টু কক্সবাজার বাস ভাড়া ২০২৪ সালে কত হতে পারে? চাঁদপুর থেকে কক্সবাজার বাস ভাড়া সাধারনত ৮০০-১০০০ হাজার টাকা হয়ে থাকে। এছাড়া যদি এসি বাসে যাতায়াত করেন তাহলে ভাড়া লাগতে পারে ১০০০-১৩০০ টাকা। 

ঢাকা টু বান্দরবান বাস ভাড়া ২০২৪

ঢাকা টু বান্দরবান বাস ভাড়া ২০২৪ সম্পর্কে জানার জন্য অনেকেই গুগলে সার্চ করে থাকেন। ঢাকা টু বান্দরবান বাস ভাড়া সাধারণত ৮০০-৯০০ টাকা হয়ে থাকে কিন্তু যদি এসি বাসে যাতায়াত করা হয় তাহলে ১২০০-১৮০০ টাকা লাগতে পারে। 

শেষকথা: ঢাকা থেকে ৬৪ জেলার বাস ভাড়া 

প্রিয় পাঠক আজকের পোস্টে আমরা বিস্তারিত আলচনা করেছি ঢাকা থেকে ৬৪ জেলার বাস ভাড়া সম্পর্কে। আমরা আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য আজকের পোস্ট লেখা। আমাদের দেশে তেল এবং ডিজেল এর দাম বেশি হওয়ার কারণে ভাড়া কম বেশি হতে পারে। তাই আপনারা যদি সঠিক তথ্য সম্পর্কে জানতে চান তাহলে বাস কাউন্টারে যোগাযোগ করুন।  

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইউনিকমিস্ট্রির নীতিমালা মেনে কমেন্ট করুন আমরা আপনাদের পজিটিভ কমেন্টের জন্য অপেক্ষা করছি

comment url