কানাডায় কোন কাজের চাহিদা বেশি এবং বেতন কত ?
সরকারিভাবে কানাডা যাওয়ার উপায়
কানাডায় কোন কাজের চাহিদা বেশি এবং কোন কাজের বেতন কত আপনারা অনেকেই জানেন না। কানাডা খুবই ঊন্নত এক দেশ হওয়ার কারণে অনেকেই কানাডা কাজের জন্য যেতে চান। কিন্তু আপনারা জানেন না যে কানাডায় কোন কাজের চাহিদা বেশি এবং কোন কাজের বেতন কত।
তাই আজকের পোস্টে আমরা বিস্তারিত আলোচনা করবো কানাডায় কোন কাজের চাহিদা বেশি এবং কোন কাজের বেতন কত। আপনিও যদি কানাডা যেতে চান আপনার অবশ্যই জেনে রাখা উচিত যে কানাডা কোন কাজের চাহিদা বেশি এবং কোন কাজের জন্য কেমন বেতন প্রদান করা হয়।
পেইজ সুচিপত্র: কানাডায় কোন কাজের চাহিদা বেশি এবং কোন কাজের বেতন কত
- কানাডায় কোন কাজের চাহিদা বেশি
- কানাডায় কোন কাজের বেতন বেশি
- কানাডায় সর্বনিম্ন বেতন কত?
- কানাডা ভিসা আবেদনের নিয়ম
- কানাডায় যেতে কত টাকা লাগে
- কানাডা যেতে কি কি কাগজপত্র লাগে
- কানাডায় মাসিক বেতন কত?
- কানাডা শ্রমিকদের বেতন কত
- কানাডা কৃষি কাজের বেতন কত
- কানাডা ড্রাইভিং ভিসা বেতন কত
- কানাডায় ক্লিনারের বেতন কত
- লেখকের শেষকথা: কানাডায় কোন কাজের চাহিদা বেশি
কানাডায় কোন কাজের চাহিদা বেশি
কানাডায় কোন কাজের চাহিদা বেশি আপনারা অনেকেই জানেন না। আপনারা
যদি কানাডায় কাজের জন্য যেতে চান তাহলে আপনার অবশ্যই জেনে রাখা উচিত যে
কানাডা কোন কাজের চাহিদা বেশি। বর্তমান সময়ে কানাডা প্রচুর শ্রমিক নিয়োগ দিয়ে
থাকেন। আর আপনারা যদি এই নিয়োগ অনুযায়ী ভিসার জন্য আবেদন করেন তাহলে খুব সহজেই
ভিসা পেয়ে যেতে পারেন।
সবাই কানাডা যেতে চাইলেও কিন্তু সবাইকে কানাডার ভিসা দেওয়া হয় না। কানাডার
ভিসা প্রদান করা হয়ে থাকে কাজের উপরে ভিত্তি করে। আপনারা যদি জেনে থাকেন যে
কানাডাতে কোন কাজের চাহিদা বেশি তাহলে তাহলে আপনার ভিসা তৈরি করতে কেমন
কোন জটিলতার শিকার হতে হয় না।কানাডায় নিম্নোক্ত কাজের চাহিদা অনেক বেশি।
- ডাক্তার, নার্স , চিকিৎসা সহকারী
- সফটওয়্যার ডেভেলপার
- সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ
- নির্মাণ শ্রমিক
- প্রকৌশলী
- গাইড
- হোটেল কর্মী
- রেস্তোরাঁ কর্মী
- ট্রাক ড্রাইভার
- ইলেকট্রিশিয়ান
- ওয়েল্ডার
- ডেলিভারি বয়
- মেকানিক্যাল টেকনিশিয়ান
- ফার্মাসিস্ট
- হিসাবরক্ষক
- শেফ এবং কুক
কানাডায় এসব কাজের চাহিদা বেশি এবং এসব কাজের বেতন অনেক বেশি। তাই আপনারা যারা
কানাডা যেতে চাচ্ছেন তারা কানাডা যাওয়ার পূর্বে এসব কাজে দক্ষতা অর্জন করতে
পারেন। তাহলে কানাডা গিয়ে আপনার কোন কাজের অভাব হবে না এবং মাস শেষে ভালো
পরিমাণ অর্থ উপার্জন করা সম্ভব।
কানাডায় কোন কাজের বেতন বেশি
কানাডায় কোন কাজের বেতন বেশি, কানাডায় বিভিন্ন কজের জন্য বিভিন্ন বেতন
নির্ধারণ করা হয়ে থাকে। কানাডায় এমন কিছু কাজ রয়েছে যেগুলোর বেতন তুলনামুলক
অনেক বেশি হয়ে থাকে। নিচে কানাডায় কোন কাজের বেতন বেশি সে সম্পর্কে
বিস্তারিত আলচনা করা হল:
কানাডায় চিকিৎসকদের বেতন সর্বোচ্চ বেশি হয়ে
থাকে।যারা সার্জন হিসাবে কানাডায় কর্তব্যরত রয়েছে তারা বছরে
প্রায় ২ কোটি টাকা উপার্জন করে থাকেন।কানাডায় ডাক্তারেরা সবচেয়ে
বেশি বেতন পেয়ে থাকেন। কিছু কিছু ক্ষেত্রে বেতন এর পরিমাণ আরো অনেক বেশি
হয়ে থাকে। তাছারাও কানাডায় যারা ঔষধ নিয়ে গবেষণা করেন তারা বছরে
প্রায় ৮৬ লক্ষ
আরো পড়ুন: কানাডা থেকে আমেরিকা যাওয়ার সহজ উপায়
থেকে এক কোটি টাকার মতো ইনকাম করে থাকেন।এবং যারা কানাডায় সফটওয়্যার
ডেভলপার হিসেবে কাজ করে তারা বছরে প্রায় ৭০ লক্ষ থেকে এক কোটি 30 লক্ষ
টাকা পর্যন্ত ইনকাম করে থাকেন। এবং যারা প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন তারা
বছরে প্রায় ৭০ লক্ষ টাকা এক কোটি দশ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে
থাকেন।
এছাড়াও কানাডায় একজন শ্রমিক সর্বনিম্ন বেতন পেয়ে থাকেন প্রায় ৬০ হাজার
টাকা এবং সর্বোচ্চ বেতন পেয়ে থাকেন ৮০ হাজার টাকার মত। কানাডায় একজন
চাকরিজীবী মাসে বেতন পেয়ে থাকেন সর্বনিম্ন ৯০০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন পেয়ে
থাকেন প্রায় 2 লক্ষ টাকা। কানাডায় কাজের বেতন নির্ভর করে দক্ষতা এবং
অভিজ্ঞতার উপরে।
কানাডায় সর্বনিম্ন বেতন কত?
কানাডায় সর্বনিম্ন বেতন কত? আপনারা অনেকেই এ প্রশ্ন গুগলে প্রতিনিধি
সার্চ করে থাকেন। কানাডায় আপনারা বিভিন্ন ক্যাটাগরির কাজ করতে
পারবেন। এবং এসব ক্যাটাগরির কাজ এর বেতন ও বিভিন্ন ধরনের
থাকে। এছাড়াও কানাডায় অঞ্চল ভেদে বেতন কমবেশি হয়ে
থাকে। কানাডায় যারা নিম্নপদস্থ কাজ করেন তাদের বেতন সর্বনিম্ন ৬০
থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
আরো পড়ুন: কানাডার ১ টাকা বাংলাদেশের কত টাকা
এবং যারা একটু উচ্চপদস্থ কাজ করেন তাদের বেতন হয়ে থাকে ন্যূনতম ৯০ হাজার
থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকার মত। তবে অভিজ্ঞতা এবং দক্ষতার উপর ভিত্তি
করে বেতন অনেকটা কম বেশি হতে পারে। আশা করা যায় বুঝতে
পেড়েছেন কানাডায় সর্বনিম্ন বেতন কত?
কানাডা ভিসা আবেদনের নিয়ম
কানাডা ভিসা আবেদনের নিয়ম, আপনারা অনলাইন এবং অফলাইনের মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে
পারবেন। আপনারা যদি অনলাইনে মাধ্যমে কানাডার ভিসার জন্য আবেদন করতে
চান তাহলে কানাডার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্র সংগ্রহ করে কানাডার
ভিসার জন্য আবেদন করতে পারবেন।
তাছাড়া আপনারা যদি অনলাইনে মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে না পারেন তাহলে
সরাসরি ভিসা অফিসে গিয়ে কানাডা ভিসার জন্য আবেদন করতে পারবেন।
কানাডায় যেতে কত টাকা লাগে
কানাডা যেতে কত টাকা লাগবে তা সম্পূর্ণ নির্ভর করবে আপনি কোন ভিসার মাধ্যমে
কানাডা যেতে চান তার উপরে। সরকারিভাবে কানাডা যাওয়ার জন্য আপনার খরচা হতে
পারে সাত থেকে আট লক্ষ টাকা। কিন্তু আপনারা যদি বিভিন্ন এজেন্সি অথবা
দালালের মাধ্যমে যেতে চান তাহলে আপনাদের খরচা হতে পারে সর্বমোট ১০ থেকে ১২ লক্ষ
টাকা।
কানাডা যেতে কি কি কাগজপত্র লাগে
কানাডা যেতে কি কি কাগজপত্র লাগে, কানাডা যাওয়ার জন্য আপনাকে কিছু
ডকুমেন্ট এবং কাগজপত্র জমা দিয়ে ভিসার জন্য আবেদন করতে হবে। কানাডা
যাওয়ার জন্য নিম্নোক্ত কাগজপত্র গুলো জমা দিতে হবে।
- পাসপোর্ট (৬ মাস মেয়াদ)
- জাতীয় পরিচয়পত্র
- স্বাস্থ্য পরীক্ষার সনদ
- ব্যাংক স্টেটমেন্ট
- কাজের দক্ষতার সার্টিফিকেট
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
- অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি
কানাডা শ্রমিকদের বেতন কত
কানাডা শ্রমিকদের বেতন কত আপনারা অনেকেই এ প্রশ্ন গুগলে প্রতিনিয়ত
সার্চ করে থাকেন। কানাডায় শ্রমিকদের বেতন প্রদান করা হয় CAD বা
কানাডিয়ান ডলারে । কানাডায় কাজের উপর ভিত্তি করে বেতন কমবেশি হতে
পারে। এছাড়াও কারো যদি দক্ষতা অভিজ্ঞতা অনেক বেশি হয়ে থাকে তাহলে তার
বেতনও বেশি হয়ে থাকে।
তো চলুন জেনে যাক কানাডায় শ্রমিকদের বেতন কত এবং মাসিক কত বেতন প্রদান করা
হয়।
কাজের ধরণ | মাসিক বেতন (টাকা) |
---|---|
সফটওয়্যার ইঞ্জিনিয়ার | প্রায় ৮,০০,০০০ – ১২,০০,০০০ টাকা |
রেজিস্টার্ড নার্স | প্রায় ৬,৫০,০০০ – ৯,০০,০০০ টাকা |
মার্কেটিং ম্যানেজার | প্রায় ৭,০০,০০০ – ১০,০০,০০০ টাকা |
ট্রাক ড্রাইভার | প্রায় ৫,৫০,০০০ – ৮,০০,০০০ টাকা |
অ্যাকাউন্ট্যান্ট | প্রায় ৬,০০,০০০ – ৯,৪০,০০০ টাকা |
প্লাম্বার | প্রায় ৫,০০,০০০ – ৭,৫০,০০০ টাকা |
শিক্ষক | প্রায় ৬,০০,০০০ – ৮,৫০,০০০ টাকা |
ওয়েব ডেভেলপার | প্রায় ৫,৫০,০০০ – ৯,০০,০০০ টাকা |
গ্রাফিক্স ডিজাইনার | প্রায় ৪,৫০,০০০ – ৭,০০,০০০ টাকা |
ইলেক্ট্রিশিয়ান | প্রায় ৫,০০,০০০ – ৮,০০,০০০ টাকা |
রেস্টুরেন্ট ম্যানেজার | প্রায় ৪,০০,০০০ – ৬,০০,০০০ টাকা |
কন্সট্রাকশন শ্রমিক | প্রায় ৪,৫০,০০০ – ৬,৫০,০০০ টাকা |
ডাটা এনালিস্ট | প্রায় ৬,০০,০০০ – ৯,০০,০০০ টাকা |
ক্লিনার | প্রায় ৩,০০,০০০ – ৩,৫০,০০০ টাকা |
হেয়ারড্রেসার | প্রায় ৩,০০,০০০ – ৫,০০,০০০ টাকা |
পুলিশ অফিসার | প্রায় ৬,৫০,০০০ – ৮,৫০,০০০ টাকা |
কাস্টোমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ | প্রায় ৩,৫০,০০০ – ৫,০০,০০০ টাকা |
কানাডা কৃষি কাজের বেতন কত
কানাডা কৃষি কাজের বেতন কত, আপনারা অনেকেই এই প্রশ্ন গুগলে সার্চ করে
থাকেন। কানাডায় কৃষি কাজের বেতন নির্ভর করে
অভিজ্ঞতা, দক্ষতা, এবং অবস্থানের উপরে। বাংলাদেশ থেকে যেসব
শ্রমিক কৃষি কাজের জন্য কানাডায় যান তারা ফার্মের শ্রমিক, ফসল
তোলা,ডেইরি ফার্মিং, এবং মেশিন অপারেটিং এর কাজগুলো করে থাকেন।
কানাডাতে একজন ফার্ম ওয়ার্কার ঘন্টায় ১০০০-১৫০০ পেয়ে থাকেন। এবং
একজন ফার্ম ওয়ার্কার বছরে প্রায় ২০-৩০ লাখ টাকা ইনকাম করেন। এছাড়াও
যারা কৃষি মেশিন অপারেটর হিসাবে কাজ করেন তারা ঘন্টায় ১৫০০-২০০০ টাকা
ইনকাম করে থাকেন এবং বছরে প্রায় ২৭-৩৮ লাখ টাকা ইনকাম করেন।
আরো পড়ুন: কানাডার ১০০ টাকা বাংলাদেশের কত টাকা
এবং যারা যারা ডেইরি ফার্মার এ কাজ করেন তারা ঘন্টায় প্রায় ১২০০-১৬০০ টাকা
ইনকাম করেন এবং এক বছরে প্রায় ২৫-৩৫ লাখ টাকা ইনকাম করে থাকেন। এবং যারা যারা
ফসল তোলা এবং পাকেজিং এর কাজ করেন তারা ঘন্টা য় প্রায় ১১০০-১৫০০ টাকা ইনকাম
করেন এবং বছরে ইনকামের পরিমাণ দাঁড়ায় প্রায় ২২-২৭ লাখ টাকা।
কানাডার কিছু কিছু অঞ্চল এ বেতন বেশি হয়ে থাকে। এবং সেখানে অতিরিক্ত কাজ করার
মাধ্যম আরো বেশি টাকা ইনকাম করা সম্ভব।
কানাডা ড্রাইভিং ভিসা বেতন কত
কানাডা ড্রাইভিং ভিসা নির্ভর করে অভিজ্ঞতা, এবং দক্ষতার উপরে। কানাডায়
বিভিন্ন ধরনের ড্রাইভিং এর কাজ রয়েছে। কানাডায় একজন ট্রাক ড্রাইভার
ঘন্টায় প্রায় ১৫০০-২৫০০ টাকা ইনকাম করেন এবং বছরে প্রায় ৩৫-৫০ লাখ টাকা
পর্যন্ত ইনকাম করে থাকেন। তবে অতিরিক্ত কাজ করলে এবং দুরত্ব বেশি হলে বেতন
আরো বেশি হয়ে থাকে।
এবং যারা রাইডশেয়ার করে থাকেন তারা ঘন্টায় প্রায় ১২০০-১৫০০ টাকা
ইনকাম করেন এবং এক বছরে প্রায় ২৩-৩৫ লাখ টাকা পর্যন্ত ইনকাম করে থাকেন । এছারাও
যারা কুরিয়ার বা ফুড ডেলিভারি দিয়ে থাকেন তারা ঘন্টায় প্রায় ১২০০-১৫০০
টাকা ইনকাম করেন এবং বছরে প্রায় ২০-৩৫ লাখ টাকা ইনকাম করে থাকেন।
কানাডায় একজন বাস ড্রাইভার ঘন্টায় প্রায় ১৩০০-২০০০ টাকা ইনকাম করেন এবং বছরে
প্রায় ২৫-৪০ লাখ টাকা পর্যন্ত ইনকাম করে থাকেন। কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত
কাজ করলে অনেক বেশি টাকা পাওয়া যায়। এবং অনেক সময় কোম্পানি খাওয়া-দাওয়ার সুবিধা
দিয়ে থাকেন।
কানাডায় ক্লিনারের বেতন কত
কানাডায় ক্লিনারের বেতন অনেক বেশি হয়ে থাকে। কানাডায় একজন হাউস ক্লিনার
ঘন্টায় প্রায় ১০০০-১৫০০ টাকা ইনকাম করে থাকেন এবং বছরে প্রায় ২০-৩০ লাখ টাকা
পর্যন্ত ইনকাম করে থাকেন। এবং যারা যারা অফিস ক্লিন করে থাকেন তারা
ঘন্টায় ১২০০-১৫০০ টাকা পর্যন্ত পেয়ে থাকেন এবং বছরে প্রায় ২৫-৩৫ লাখ টাকা
ইনকাম করেন।
তাছাড়া যারা বড় বড় ফ্যাক্টরি ক্লিন করেন তারা ঘন্টায় প্রায় ১৫০০-২০০০
টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকেন এবং বছরে তার পরিমাণ দাঁড়ায় ২৫-৪০ লাখ টাকা
পর্যন্ত। এবং এছারাও রয়েছে অতিরিক্ত কাজ করলে আরো বেশি টাকা পাওয়ার সুযোগ এবং
অনেক কোম্পানি বিভিন্ন বিমা প্রদান করে থাকেন।
লেখকের শেষকথা: কানাডায় কোন কাজের চাহিদা বেশি
প্রিয় পাথক, আজকের এই পোস্টে আমরা বিস্তারিত আলচনা করেছি কানাডায় কোন কাজের
চাহিদা বেশি এবং কানাডায় সর্বনিম্ন বেতন কত সে সম্পর্কে। এছারাও আজকের
পোস্টে আলচনা করা হয়েছে যে কোন কাজের জন্য কেমন বেতন দেওয়া হয়। পোস্ট যদি ভালো
লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন।
ইউনিকমিস্ট্রির নীতিমালা মেনে কমেন্ট করুন আমরা আপনাদের পজিটিভ কমেন্টের জন্য অপেক্ষা করছি
comment url