গর্ভাবস্থায় যেসব ফল খাওয়ার ঝুঁকিপূর্ণ
গর্ভাবস্থায় তলপেটে ব্যথা হওয়ার কারণ ও প্রতিকার
গর্ভাবস্থায় কি কি ফল খাওয়া যাবে না এটা গর্ভাবস্থায় জানা খুবই জরুরী। কেনোনা গর্ভাবস্থায় অনেক ফল খাওয়ার ফলে আপনারা এবং আপনার গর্ভে থাকা শিশুর বিভিন্ন মারাত্মক সমস্যা দেখা দিতে পারে। তো চলুন জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় কি কি ফল খাওয়া যাবে না সে সম্পর্কে।
গর্ভাবস্থায় কোন কোন ফল খাওয়া যাবে এবং কোন কোন ফল পরিহার করা উচিত তা অবশ্যই জানা এবং মেনে চলা উচিত। এই নিয়ম মেনে চলার মাধ্যমে গর্ভবতী মা এবং শিশু থাকবে সুস্থ এবং জন্ম নিবে সুস্থ এবং বুদ্ধিমান হিসাবে। তো চলুন জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় কি কি ফল খাওয়া যাবে না সে এবং গর্ভাবস্থায় কি কি সবজি খাওয়া যাবে না সে সম্পর্কে।
পেইজ সুচিপত্রঃ গর্ভাবস্থায় কি কি ফল খাওয়া যাবে না
- গর্ভাবস্থায় কি কি ফল খাওয়া যাবে না
- গর্ভাবস্থায় কি কি মাছ খাওয়া যাবে না
- গর্ভাবস্থায় কি কি সবজি খাওয়া যাবে না
- গর্ভাবস্থায় লেবু খাওয়া যাবে কি
- গর্ভাবস্থায় কি কি ফল খাওয়া উচিত
- গর্ভাবস্থায় টক খাওয়া যাবে কি
- গর্ভাবস্থায় মুড়ি খেলে কি হয়
- গর্ভাবস্থায় বেশি ঝাল খেলে কি হয়
- গর্ভাবস্থায় পানি কম খেলে কি হয়
- গর্ভাবস্থায় কাঁচা কলা খাওয়া যাবে কি
- গর্ভাবস্থায় দুধ খাওয়ার উপকারিতা
- লেখকের শেষকথাঃ গর্ভাবস্থায় কি কি ফল খাওয়া যাবে না
গর্ভাবস্থায় কি কি ফল খাওয়া যাবে না
গর্ভাবস্থায় কি কি ফল খাওয়া যাবে না আপনারা অনেকেই সঠিক জানেন না।
গর্ভাবস্থায় এমন কিছু ফল রয়েছে যেগুলো ফল খাওয়া আমাদের জন্য নিরাপদ এবং
অনেক পুষ্টিকর। কিন্তু এমন কিছু ফল রয়েছে যেগুলো ফল খাওয়ার ফলে
বিভিন্ন ধরণের জটিলতা দেখা দিতে পারে এবং হতে পারে আরো নানাবিধ মারাত্মক সব
রোগ- বালাই।
এছাড়াও গর্ভাবস্থায় কি কি সবজি খাওয়া যাবে না অনেক সবজি রয়েছে যেগুলো খেলে
গর্ভাবস্থায় বাচ্চার এবং মায়ের মারাত্মক ক্ষতি করতে পারে। তাই যেগুলো খাবার
খাওয়ার ফলে গর্ভবর্তি মায়ের এবং সন্তান এর বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে
সেগুলো খাবার গর্ভাবস্থায় অবশ্যই পরিহার করা উচিত।
নিচে কয়েকটি ফলের তালিকা দেওয়া হলো যেগুলো খাবার বা ফল গর্ভাবস্থায় অবশ্যই
এড়িয়ে চলা উচিত সেগুলো হচ্ছেঃ
১. পেঁপে (Papaya)
পাকা পেঁপে আমাদের শরীরের জন্য অনেক উপকারী হলেও পেঁপে খাওয়ার ফলে আমাদের শরীরের
তাপমাত্রা অনেক বৃদ্ধি পায় যার ফলে খুব বাজে ভাবে রক্তপাত বা গর্ভপাতও ঘটাতে
পারে।পেঁপেতে থাকা ল্যাটেক্স গর্ভাশয়ের সংকোচন ঘটাতে পারে,যা গর্ভপাতের
ঝুঁকি বৃদ্ধি করে। এজন্য গর্ভাবস্থায় কাচা অথবা পাকা পেঁপে উভয় এড়িয়ে চলা
উচিত।
২. আনারস (Pineapple)
আনারস এ প্রচুর পরিমাণে পুষ্টিউপাদান থাকার ফলে গর্ভাবস্থায় আনারস এড়িয়ে চলা উচিত
কেনোনা আনারসে রয়েছে ব্রোমেলিন নামে একটি উপাদান যা খাবার হিসাবে
গ্রহন করার পরে জরায়ুতে প্রচন্ড ব্যথা অনুভূত হতে পারে এবং গর্ভপাতের সম্ভাবনা
বৃদ্ধি পায় কয়েকগুণে। এছাড়াও আনারস বেশী পরিমাণে গ্রহন করলে ডায়রিয়া হওয়ার
সম্ভাবনা থাকে।
যার ফলে গর্ভাবস্থায় বিভিন্ন সমস্যার পাশাপাশি ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা
দেখা দিতে পারে। তবে আপনারা যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আনারস খেতে পারেন
তাহলে উপকার পেতে পারেন। তাই গর্ভাবস্থায় আনারস খাওয়ার আগে ডাক্তারের
পরামর্শ নিন অথবা গর্ভাবস্থায় আনারস এড়িয়ে চলুন।
৩. কালো আঙ্গুর (Black Grapes)
গর্ভাবস্থায় আঙ্গুর খাওয়া থেকে বিরত থাকা উচিত কেননা গর্ভাবস্থায় আঙ্গুর
খাওয়ার ফলে আঙ্গুরে উপস্থিত থাকা রেসভেরাট্রল উপাদান অনেকের জন্য হজমে
সমস্যা তৈরি করতে পারে। আবার অনেকের আঙ্গুর খাওয়ার ফলে শরীর গরম হতে শুরু করে ।
আপনারা যদি পরিমিত পরিমাণে আঙ্গুর খেতে পারেন তাহলে তা পুষ্টিকর হবে আপনার জন্য
কিন্তু
আপনারা যদি অতিরিক্ত পরিমানে আঙ্গুর খান তাহলে আপনার বিভিন্ন সমস্যার পাশাপাশি
গর্ভপাতের সম্ভাবনা বৃদ্ধি পাবে।
৪. তরমুজ (Watermelon)
যদিও তরমুজ সাধারণত স্বাস্থ্যকর আমাদের জন্য কিন্তু গর্ভাবস্থায় তরমুজ এড়িয়ে চলা
ভালো। কেনোনা তরমুজ খাওয়ার ফলে আমাদের শরীর থেকে টক্সিন বের করে দেয়
যার ফলে শিশুর বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এবং তরমুজ খাওয়ার ফলে তরমুজের কিছু
উপাদান আমাদের শরীর থেকে প্রয়োজনীয় অনেক উপাদান শরীর থেকে বের করে দেয়।
এছাড়াও তরমুজ খাওয়ার ফলে শরীরে সুগারের মাত্রা বেড়ে যেতে পারে যা গর্ভাবস্থায়
নানারকমের জটিলতা সৃষ্টি করতে পারে। এছাড়া তরমুজ দীর্ঘক্ষণ খেলে শরীর শীতল
হতে পারে, যা কখনো কখনো জটিলতা সৃষ্টি করতে পারে।
৫. লিচু (Lychee)
লিচুতে প্রচুর পরিমাণে চিনি থাকে যা খাওয়ার ফলে আমাদের শরীরে গ্লুকোজের মাত্রা
বৃদ্ধি পেতে পারে। গর্ভাবস্থায় গ্লুকোজ নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ, তাই
লিচু পরিমিত পরিমাণে খাওয়া ভালো।
৬.খেজুর (Dates)
আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা ফল। খেজুরে রয়েছে আয়রন এবং আরো বিভিন্ন
জরুরী সকল পুষ্টিউপাদান তারপরেও গর্ভাবস্থায় খেজুর খাওয়া উচিত নয় কেনোনা
খেজুর খাওয়ার ফলে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং জরায়ুতে বিভিন্ন
সমস্যা দেখা দিতে পারে। আপনারা অনেক কম পরিমাণে খেজুর গ্রহন করতে পারবেন।
কিন্তু অতিরিক্ত খেজুর গ্রহন করার ফলে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। তাই
আপনারা চেষ্টা করবেন গর্ভাবস্থায় খেজুর এড়িয়ে চলার জন্য।
এই পোস্টের মাধ্যমে আমরা আলোচনা করেছি যে গর্ভাবস্থায় কি কি ফল খাওয়া যাবে না
সে সম্পর্কে।গর্ভাবস্থায় কোন ফল খাওয়া ভালো সেসব বিষয় নিয়ে আজকের এই পোস্টে
আলোচনা করা হবে তাই বিস্তারিত জানতে পড়তে থাকুন।
গর্ভাবস্থায় কি কি মাছ খাওয়া যাবে না
গর্ভাবস্থায় কি কি মাছ খাওয়া যাবে না আপনারা অনেকেই জানতে চান। আজকের এই
পোস্টে আমরা বিস্তারিত আলোচনা করবো যে কোন মাছগুলো গর্ভাবস্থায় এড়িয়ে চলা
উচিত। গর্ভাবস্থায় মা ও শিশুর স্বাস্থ্যের জন্য কিছু মাছ খাওয়ার
ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত কেনোনা কিছু মাছের মধ্যে উচ্চ মাত্রার
পারদ (mercury) বা অন্যান্য ক্ষতিকারক পদার্থ।
তাই পারদ খাওয়ার ফলে শিশুর মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের বিকাশের জন্য ক্ষতিকর
হতে পারে। এজন্য আমাদের শিশুর উপকারের জন্য নিম্নলিখিত মাছ পরিহার করা উচিত--
১. উচ্চ পারদযুক্ত মাছ:
- সোর্ডফিশ (Swordfish)
- শার্ক (Shark)
- কিং ম্যাকারেল (King Mackerel)
- টাইলফিশ (Tilefish)
- বড় আকারের টুনা মাছ (Bigeye Tuna)
২. কাঁচা বা অপর্যাপ্তভাবে রান্না করা মাছ:
- সুশি বা সাশিমি (যা কাঁচা মাছ দিয়ে তৈরি)
- যেকোনো ধরনের কাঁচা মাছ
- কাচা মাছে ব্যাকটেরিয়া থাকার সম্ভাবনা অনেক বেশী যা খাওয়ার ফলে গর্ভের সন্তান এর বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।
৩. ধূমায়িত বা প্রক্রিয়াজাত মাছ:
- ধূমায়িত বা সংরক্ষিত মাছ যেমন সলমন বা ম্যাকেরেল যেগুলো প্রক্রিয়াজাত করা হয়।
- এসব মাছ গ্রহন করার ফলে আমাদের অসুস্থতার ঝুঁকি বৃদ্ধি পায় কয়েকগুন।
নিরাপদ মাছের তালিকা:
গর্ভাবস্থায় আপনারা যেসব মাছ খেতে পারবেন সেগুলোর তালিক নিচে দেওয়া হলোঃ
- স্যালমন (Salmon)
- সার্ডিন (Sardines)
- ট্রাউট (Trout)
- ছোট আকারের টুনা (Canned light tuna)
- ক্যাটফিশ (Catfish)
আপনারা এই মাছগুলো গর্ভাবস্থায় খেতে পারবেন এগুলো মাছ খাওয়ার ফলে আপনারা
পাবেন ফ্যাটি এসিড ও প্রোটিন যা আপনার শরীরের জন্য অনেক উপকারী।
গর্ভাবস্থায় কি কি সবজি খাওয়া যাবে না
গর্ভাবস্থায় কি কি সবজি খাওয়া যাবে না আপনারা অনেকেই জানেন না। যার ফলে
আপনারা গর্ভাবস্থায় এসব সবজি যদি খেয়ে ফেলেন তাহলে বিভিন্ন সমস্যার মুখোমুখি
হতে পারেন। এজন্য আপনার অবশ্যই জানা উচিত যে গর্ভাবস্থায় কি কি সবজি পরিহার
করতে হবে। গর্ভাবস্থায় অধিকাংশ সবজি খাওয়া নিরাপদ এবং পুষ্টিকর, তবে
কিছু সবজি এবং কিছু খাদ্যাভ্যাস এড়িয়ে চলা উচিত
কেনোনা এমন কিছু সবজি রয়েছে যেগুলো গর্ভবতী মায়ের স্বাস্থ্যের জন্য
ঝুঁকিপূর্ণ হতে পারে। নিচে কিছু সবজির তালিকা দেওয়া হলো যেগুলো গর্ভাবস্থায়
খাওয়া থেকে বিরত থাকা ভালো:
গর্ভাবস্থায় অধিকাংশ সবজি খাওয়া নিরাপদ এবং পুষ্টিকর, তবে কিছু সবজি এবং কিছু
খাদ্যাভ্যাস এড়িয়ে চলা উচিত, কারণ সেগুলো গর্ভবতী মায়ের স্বাস্থ্যের জন্য
ঝুঁকিপূর্ণ হতে পারে। এখানে কিছু সবজি এবং বিষয় উল্লেখ করা হলো যেগুলো
গর্ভাবস্থায় খাওয়া থেকে বিরত থাকা ভালো:
১. কাঁচা বা অপরিষ্কার সবজি:
গর্ভাবস্থায় আলফালফা, মুগ ডাল, বীট স্প্রাউট ইত্যাদি কাঁচা স্প্রাউটস
এড়িয়ে চলা উচিত কেনোনা এগুলোতে থাকতে পারে ইকোলাই (E. coli) বা
সালমোনেলা (Salmonella) নামক ব্যাকটেরিয়া যা বিভিন্ন সমস্যার
পাশাপশি খাদ্যবাহিত রোগের কারণ হতে পারে। এছাড়াও মাটি থেকে তোলা অপরিষ্কার
সবজি খাওয়া থেকে বিরত থাকা উচিত।
মাটির সঙ্গে থাকা সবজিতে থাকতে পারে টক্সোপ্লাজমোসিস (Toxoplasmosis) নামক
পরজীবী থাকতে পারে, যা গর্ভের শিশুর জন্য ক্ষতিকারক। এছাড়াও বিভিন্ন ধরনের কাচা
সবজি খাওয়া থেকে বীরত থাকা উচিত। কেনোনা কাচা সবজিতে থাকতে পারে বিভিন্ন ক্ষতিকর
জীবাণু বা ব্যাকটেরিয়া যা সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি করে।
এজন্য সবসময় কোনো সবজি খাওয়া অথবা রান্না করার আগে ভালো করে ধুয়ে নিতে হবে এবং
ভালো করে সিদ্ধ করে নিতে হবে। গর্ভাবস্থায় কি কি সবজি খাওয়া যাবে না তা আমাদের
ভালো করে জানতে হবে এবং বিষয় মেনে চলতে হবে।
অতিরিক্ত গ্যাস তৈরি করে এমন সবজি:
যেসব সবজি খাওয়ার ফলে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে এসব সবজি গর্ভাবস্থায় এড়িয়ে
চলা উচিত
- ক্যাবেজ
- ব্রকলি
- ফুলকপি
এসব সবজি খাওয়ার ফলে আমাদের শরীরে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে তাই এসব খাবার
এড়িয়ে চলা উচিত। তবে এসব খাবার অল্প পরিমাণে গ্রহন করা যেতে পারে।
গর্ভাবস্থায় যেসব সবজি খাওয়া যাবেঃ
গর্ভাবস্থায় আপনারা অল্প কিছু সবজি বাদ দিয়ে অনেক রকম সবজি খেতে পারবেন যেগুলো
খাওয়া আপনার এবং আপনার গর্ভে থাকা সন্তানের জন্য অনেক উপকারী। আপনারা এজন্য
গর্ভাবস্থায় খেতে পারেন সবুজ পাতাযুক্ত সবজি যেমন পালং শাক, লাল শাক,
ধনেপাতা ইত্যাদি এছাড়াও গাজর, টমেটো, শসা, বেগুন, লাউ ইত্যাদি সবজি পুষ্টিকর
এবং নিরাপদ।
এছাড়াও আপনারা সবসময় চেষ্টা করবেন পরিষ্কার করে শাকসবজি খাওয়ার জন্য এবং খাবার
ভালো করে সেদ্ধ করে খাওয়ার চেষ্টা করবেন আপনারা।
গর্ভাবস্থায় লেবু খাওয়া যাবে কি
গর্ভাবস্থায় লেবু খাওয়া যাবে কি আপনারা অনেকেই এই সম্পর্কে সঠিক জানেন না।
গর্ভাবস্থায় লেবু খাওয়া যাবে কি উওর হচ্ছে হ্যাঁ। আপনারা গর্ভাবস্থায় লেবু
খেতে পারবেন কিন্তু তা সীমিত পরিমাণে অতিরিক্ত লেবু খাওয়ার ফলে দেখা দিতে পারে
বিভিন্ন জটিলতা। গর্ভাবস্থায় লেবু খাওয়া সাধারণত নিরাপদ এবং অনেক
ক্ষেত্রেই উপকারী হতে পারে।
লেবুতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট মায়ের ইমিউন সিস্টেমকে
শক্তিশালী করে এবং গর্ভাবস্থায় বিভিন্ন জটিলতা থেকে মুক্তি দিতে পারে। তো চলুন
জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় লেবুর উপকারিতা এবং অপকারীতাঃ
লেবুর উপকারিতা:
- গর্ভাবস্থার প্রাথমিক সময়ে মায়ের বমি বমি ভাব এবং মাথা ঘোরানোর সমস্যা হতে পারে। তাই এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য লেবু অথবা লেবুর রস খেতে পারেন।
- লেবু খাওয়ার ফলে যেকোনো ধরনের হজমের সমস্যা দূর হয় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে পারে লেবু।
- লেবুতে থাকা ভিটামিন সি মায়ের শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শিশুর স্বাস্থ্যের জন্যও উপকারী।
লেবুর অপকারীতা
- অতিরিক্ত লেবু খাওয়ার ফলে অম্লতা, গ্যাস্ট্রিকের সমস্যা বা বুক জ্বালাপোড়ার সমস্যা দেখা দিতে পারে।
- লেবুর রসে থাকা অ্যাসিড দাতের এনামেলের ক্ষতি করতে পারে। তাই তাই লেবু খাওয়ার পর ভালোভাবে মুখ ধুয়ে নেওয়া উচিত।
লেবু এক উপকারী ফল যদি অনেক বেশী গ্রহন করা না হয় তাহলে।
গর্ভাবস্থায় কি কি ফল খাওয়া উচিত
গর্ভাবস্থায় কি কি ফল খাওয়া উচিত আপনারা অনেকেই জানেন না। গর্ভাবস্থায়
সঠিক পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি মায়ের ও শিশুর উভয়ের
স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। ফল ভিটামিন, খনিজ, ফাইবার এবং
অ্যান্টিঅক্সিডেন্টের চমৎকার উৎস, যা গর্ভাবস্থায় শক্তি এবং পুষ্টি সরবরাহ
করে। কিছু কিছু ফল আবার গর্ভাবস্থায় খাওয়া অনেক উপকারী।
তো চলুন জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় কি কি ফল খাওয়া উচিতঃ
মাল্টা-লেবুঃ
এই ফলগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের শরীরের বিভিন্ন রোগ
প্রতিরোধ করতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও মাল্টা লেবু ফল
খাওয়ার ফলে শিশুর ত্বক ও হাড়ের গঠনেও সহায়তা করে। এছাড়াও এই ফলগুলো মায়ের শরীরে
পর্যাপ্ত হাইড্রেশন বজায় রাখতে সাহায্য করে।
- কলা
- আপেল
- ব্লুবেরি
- স্ট্রবেরি
- রাসবেরি
- পাকা পেঁপে
- আঙুর
- আম
- নাশপাতি
- ডালিম
- কিউই
এই ফলগুল খাওয়ার আগে অবশ্যই ধুয়ে খাওয়া উচিত। যাতে সবজিতে
কোনো কীটনাশক বা ক্ষতিকারক পদার্থ শরীরে না যায়। এছাড়াও ফল খাওয়ার
পর অতিরিক্ত চিনি খাওয়া এড়িয়ে চলা উচিত, কারণ এটি গ্লুকোজের মাত্রা বাড়াতে
পারে। এছাড়া, ফলের সঠিক পরিমাণ এবং বৈচিত্র্য বজায় রেখে খাওয়া
গুরুত্বপূর্ণ, যাতে গর্ভবতী মা এবং শিশুর প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত হয়।
গর্ভাবস্থায় টক খাওয়া যাবে কি
গর্ভাবস্থায় টক খাওয়া সাধারণত নিরাপদ এবং কিছু ক্ষেত্রে উপকারীও হতে পারে, তবে
এর পরিমাণ ও ধরনের উপর নির্ভর করে সতর্কতা অবলম্বন করা উচিত। অনেক গর্ভবতী নারী
টক স্বাদের খাবার খেতে পছন্দ করেন, বিশেষ করে গর্ভাবস্থার প্রথম দিকে যখন মর্নিং
সিকনেস বা বমি বমি ভাব দেখা দেয়। তবে কিছু বিষয়ে খেয়াল রাখা গুরুত্বপূর্ণ:
- গর্ভাবস্থায় প্রথমদিকে বমিভাব ও মাথা ঘোরা থেকে মুক্তি পাওয়ার জন্য টক জাতীয় খাবার যেমন মালটা লেবু আমলকি ইত্যাদি সহায়ক হতে পারে।
- টক জাতীয় খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং গর্ভের শিশুর স্বাস্থ্যকর বিকাশে সহায়ক হয়।
যেসব টক খাবার খাওয়া এড়িয়ে চলা উচিত:
- অতিরিক্ত টক খাওয়ার ফলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তাই গর্ভাবস্থায় অতিরিক্ত টক খাওয়া থেকে বিরত থাকুন।
- কাঁচা পেঁপে, কাঁচা আম ইত্যাদি খাবার গর্ভাবস্থায় খাবার থেকে বিরত থাকুন কেননা এসব খাবার খাওয়ার ফলে গর্ভপাতের সমস্যা দেখা দিতে পারে।
- টক যুক্ত প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন। কেননা প্রক্রিয়াজাত খাবারে বিভিন্ন ধরনের লবণ অথবা মসলা থাকে যা গর্ভাবস্থায় খাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। গর্ভাবস্থায় প্রক্রিয়াজাত খাবার খাওয়ার ফলে উচ্চ রক্তচাপের সম্ভাবনা সৃষ্টি হতে পারে
কিছু উপকারী টক খাবার:
নিচে কিছু উপকারী টক ফলের নাম দেওয়া হল যেগুলো আপনারা গর্ভাবস্থায় পরিমিত
পরিমানে খেলে বিভিন্ন উপকার পাবেন এবং আপনার গর্ভে থাকা বাচ্চা থাকবে সুস্থ এবং
সবল।
- লেবু
- মাল্টা
- কমলা
- আমলকী
সতর্কতা:
- টক খাওয়া ভালো কিন্তু অতিরিক্ত পরিমাণে টক খেলে গর্ভাবস্থায় বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে যেমন; গ্যাস্ট্রিক, অম্লতা ইত্যাদি।
- আপনার যদি বিশেষ কোনো শারীরিক সমস্যা থেকে থাকে যেমন গ্যাস্টিক, আলসার, উচ্চ রক্তচাপ ইত্যাদি সমস্যা থাকলে টক জাতীয় খাবার খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।
গর্ভাবস্থায় মুড়ি খেলে কি হয়
গর্ভাবস্থায় মুড়ি খেলে কি হয় আপনারা অনেকেই জানেন
না। গর্ভাবস্থায় মুড়ি খাওয়া সাধারণত নিরাপদ এবং উপকারী হতে পারে, কারণ
এটি হালকা, সহজে হজমযোগ্য এবং কম চর্বিযুক্ত একটি খাবার। মুড়ি (ভাজা চাল)
প্রাকৃতিকভাবে গ্লুটেন-মুক্ত এবং এতে ফাইবার, কার্বোহাইড্রেট ও কিছু পরিমাণ
প্রোটিন থাকে, যা গর্ভবতী মায়ের হজম প্রক্রিয়া এবং শক্তির চাহিদা মেটাতে
সহায়ক।
গর্ভাবস্থায় মুড়ি খাওয়ার উপকারিতা:
- মুড়ি হালকা এবং সহজে হজম হওয়ার কারণে গর্ভাবস্থায় বমি বমি ভাব অথবা গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পেতে মুড়ি খেতে পারেন।
- মুড়িতে রয়েছে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট যা গর্বভাস্থায় খাবার ফলে মায়ের শরীরের শক্তি প্রদান করে এবং সকল ধরনের দুর্বলতা দূর হয়ে যায়।
- মুড়িতে ক্যালরি পরিমাণ অনেক অল্প তাই ওজন নিয়ন্ত্রণ করতে মুড়ি গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে।
- মুড়িতে রয়েছে ফাইবার যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে।
কীভাবে মুড়ি খাওয়া যেতে পারে:
- ফল এবং মুড়ি: মুড়ির সাথে কোন ফল মিশিয়ে খেলে তার স্বাস্থ্যের জন্য অনেক উপকার হতে পারে।
- দই ও মুড়ি: মুড়ির সাথে দই মিশিয়ে খেলে তাহলে সুস্বাদু হয় এবং হজমে সহায়ক।
- সবজি ও মুড়ি: মুড়ির সাথে বিভিন্ন সবজি মিশিয়ে খেতে পারেন যেমন শশা গাজর পেঁয়াজ ধনেপাতা ইত্যাদি মিশিয়ে খেলে অনেক উপকার পাওয়া যায়
আপনারা গর্ভাবস্থায় মুড়ি খেতে পারবেন তবে কিছু বিষয় মেনে চলতে
হবে। মুড়িতে অতিরিক্ত তেল লবণ মিশিয়ে খাওয়ার ফলে বিভিন্ন সমস্যা দেখা
দিতে পারে তাই অতিরিক্ত তেল মসলা এড়িয়ে চলুন।
গর্ভাবস্থায় বেশি ঝাল খেলে কি হয়
গর্ভাবস্থায় ঝাল খাবারের প্রতি আকর্ষণ আরো অনেক বেড়ে যায়। তবে আপনারা
যদি গর্ভাবস্থায় অতিরিক্ত ঝাল খাবার খান তাহলে বিভিন্ন সমস্যায় পড়তে
পারেন। বেশী পরিমাণে ঝাল খেলে নিচের সমস্যা দেখা দিতে পারেঃ
- পেটের অস্বস্তি: অতিরিক্ত ঝাল খাওয়ার ফলে পেটের বিভিন্ন সমসসা দেখা দিতে পারে। পেটের গ্যাস, অম্বল বা বমির অনুভূতি হতে পারে বেশী পরিমাণে ঝাল খাওয়ার ফলে।
- পেটের ব্যথা: অতিরিক্ত ঝাল খাওয়ার ফলে পেটে ব্যথা অনুভূত হতে পারে। এছাড়াও শ্বাসকষ্ট সৃষ্টি হতে পারে বেশী ঝাল খাওয়ার ফলে।
- মাসিকচক্রের পরিবর্তন: র্ভাবস্থায় কিছু নারীর পেটের অবস্থান পরিবর্তন হতে পারে, যার ফলে ঝাল খাওয়ার পড়ে বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে।
- পেটের সংকোচন: কিছু কিছু ঝাল অতিরিক্ত খাওয়ার ফলে পেট সংকুচিত হতে শুরু করে , যা মাড়াত্ঙ্ক সমসস্যার সৃষ্টি করতে পারে।
এছাড়াও গর্ভাবস্থায় নিজের শরীরে প্রতি বেশী বেশী যত্ন নেওয়া
উচিত। গর্ভাবস্থায় অতিরিক্ত পরিমাণে ঝাল না খাওয়া ভালো। তবে ঝাল খেলেও
কম পরিমাণে খেতে পারেন।
গর্ভাবস্থায় পানি কম খেলে কি হয়
গর্ভাবস্থায় পানি কম খেলে কি হয় আপনারা জানেন কি ? গর্ভাবস্থায়
পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেনোনা এটি মায়ের এবং
গর্ভস্থ শিশুর স্বাস্থ্যের জন্য অনেক উপকার করে। যদি কেও গর্ভাবস্থায় অনেক
কম পরিমাণে পানি পান করেন তাহলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। সমস্যা গুলো
নিচে দেওয়া হলোঃ
- গর্ভাবস্থায় পানি কম খাওয়ার কারণে ডিহাইড্রেশন হতে পারে। যার ফলে মাথা ঘোরা, দুর্বলতা, বমিভাব, মাথাব্যথা এবং শারীরিক অস্বস্তি সৃষ্টি করতে পারে।
- পর্যাপ্ত পরিমাণে পানি পান না করলে গর্ভস্থ শিশুর স্বাস্থ্য ও বৃদ্ধিতে বাধা আসতে পারে। অ্যামনিওটিক ফ্লুইড (amniotic fluid) পর্যাপ্ত পরিমাণে তৈরি হওয়ার জন্য পানি গুরুত্বপূর্ণ।
- পানি কম খাওয়ার ফলে মূত্রনালির সংক্রমণ বা ইউরিন ইনফেকশন হতে পারে যা খুবই বিপজ্জনক হতে পারে। এজন্য বেশী বেশী পান করা উচিত।
- পানি কম খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে যা গর্ভাবস্থায় বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে।
- পানি কম খাওয়ার ফলে অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ কমে যেতে পারে, যা শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এছাড়াও আরো বিভিন্ন সমস্যা হতে পারে।
গর্ভাবস্থায় কাঁচা কলা খাওয়া যাবে কি
গর্ভাবস্থায় কাঁচা কলা খাওয়া যাবে কি- না এ ব্যাপারে আমরা অনেকেই জানি
না। গর্ভাবস্থায় কাঁচা কলা খাওয়া সাধারণত আমাদের জন্য হতে পারে উপকারী
এবং নিরাপদ। তবে সেটা হতে হবে পরিমিত পরিমাণে। বেশী কাচা কলা খেলে বিভিন্ন
সমস্যার সৃষ্টি হতে পারে। কাঁচা কলা ফাইবার এবং পুষ্টিতে সমৃদ্ধ, যা
গর্ভাবস্থায় কয়েকটি উপকারে আসতে পারে, যেমন:
- কোষ্ঠকাঠিন্য দূর করা: গর্ভাবস্থায় অনেক জনের কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দিতে পারে। এবং কাচা কলায় রয়েছে উচ্চ মাত্রায় ফাইবার থাকে যা পেটের সমস্যার সমাধান করেন।
- উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ:কাচা কলায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। যা রক্তচাপ নিয়ন্ত্রণ করার পাশাপাশি উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়।
- শক্তি সরবরাহ: কাচা কলায় প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে যা শক্তি সরবরাহ করে। যা ক্লান্তি দূর করে গর্ভাবস্থায়।
তবে কারো যদি হজমের সমস্যা থেকে থাকে তাহলে গর্ভাবস্থায় কাচা কলা না খাওয়া
ভালো। তাই গর্ভাবস্থায় কাচা কলা বেশী পরিমানে খাওয়া যাবে না।
গর্ভাবস্থায় দুধ খাওয়ার উপকারিতা
গর্ভাবস্থায় দুধ খাওয়ার উপকারিতা অনেক। গর্ভাবস্থায় দুধ খাওয়া
মায়ের এবং গর্ভস্থ শিশুর জন্য অনেক উপকার সাধন করে থাকে। দু্ধের মধ্যে রয়েছে
বিভিন্ন পুষ্টিউপাদান যা শিশুর এবং মায়ের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য
করে। নিচে গর্ভাবস্থায় দুধ খাওয়ার উপকারিতা সম্পর্কে তুলে ধরা হলোঃ
ক্যালসিয়াম সরবরাহ:
- দুধ প্রচুর পরিমাণে ক্যালসিয়াম সরবরাহ করে থাকেন। গর্ভাবস্থায় শিশুর হাড় ও দাঁতের গঠন এবং মায়ের হাড়ের সুরক্ষার জন্য দুধ অনেক উপকার করে থাকেন।
- মায়ের শরীরে কালসিয়ামের অভাব হলে এবং শরীরে পর্যাপ্ত ক্যালসিয়াম না থাকলে শিশুর চাহিদা মায়ের হাড় থেকে পূরণ হয়, যা পরবর্তীতে মায়ের হাড়ের ক্ষতি করতে পারে।
2. প্রোটিন সরবরাহ:
- দুধে অনেক বেশী পরিমাণ প্রোটিন থাকে যা শিশুর কোষ এবং টিস্যুর গঠন সরবরাহ করে।
3. ভিটামিন ডি:
- দুধে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি যা ক্যালসিয়াম এর সমস্যা দূর করে শিশুর হাড় ও দাঁতের গঠনে সহায়ক।
- গর্ভাবস্থায় ভিটামিন ডি এর ঘাটতি থাকলে প্রি-এক্লাম্পসিয়া বা শিশুর হাড়ের গঠনজনিত সমস্যা হতে পারে।
এছাড়াও
- দুধে থাকা পটাশিয়াম হৃদপিণ্ডের স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখে। এটা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
- গর্ভাবস্থায় অম্বল বা পেটের অস্বস্তি কমাতে দুধ অনেক উপকার করে থাকেন। এটি পাকস্থলীর এসিডকে প্রশমিত করতে পারে।
- নিয়মিত দুধ খাওয়ার ফলে ওজন নিয়ন্ত্রণ এ থাকে যার ফলে অতিরিক্ত ওজন কমে যায়।
- দুধে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি ১২ যা রক্ত সঞ্চালন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
দুধ খাওয়ার সময় চেষ্টা করবেন যেন ভেজাল দুধ না খাওয়ার জন্য। ভেজাল দুধ খাওয়ার
ফলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে। কাঁচা দুধে ব্যাকটেরিয়া থাকার
কারণে গর্ভাবস্থায় কাচা দুধ না খাওয়াই ভালো।
লেখকের শেষকথাঃ গর্ভাবস্থায় কি কি ফল খাওয়া যাবে না
গর্ভাবস্থায় অধিকাংশ ফল খাওয়া নিরাপদ এবং পুষ্টিকর হলেও কিছু ফল সাবধানতার
সাথে খাওয়া উচিত। তবে, কোনো ফল খাওয়ার আগে বা নতুন কোনো খাদ্যাভ্যাস শুরু
করার আগে ডাক্তার বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া সবচেয়ে ভালো।গর্ভাবস্থায় কোন
কোন ফল খাওয়া জরুরী এবং কোন কোন ফল খেলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে--
সেগুলো আজকের এই পোস্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনারা যদি আজকের এই
পোস্টে উপাকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করুন। ধন্যবাদ।
ইউনিকমিস্ট্রির নীতিমালা মেনে কমেন্ট করুন আমরা আপনাদের পজিটিভ কমেন্টের জন্য অপেক্ষা করছি
comment url