সরকারিভাবে কানাডা যাওয়ার সহজ এবং কার্যকর উপায়
কানাডা জব ভিসার জন্য আবেদন করার নিয়ম
সরকারিভাবে কানাডা যাওয়ার উপায় সম্পর্কে অনেকেই জানতে চান। আজকের এই পোস্টে আমরা বিস্তারিত আলোচনা করবো যে কীভাবে আপনারা সরকারিভাবে কানাডা যেতে পারবেন এবং কানাডা ভিসার দাম কত টাকা সে উপায় সম্পর্কে। কানাডা একটা খুবই ঊন্নত এক দেশ এবং এই দেশ অর্থনীতিক দিক দিয়েও অনেক শক্তিশালি।
তাই অনেকেই নিজের ভাগ্য বদলানোর জন্য কানাডা যেতে চান। এবং কানাডা যাওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে সরকারিভাবে কানাডা যাওয়া। আর আপনার যদি না জানেন কীভাবে সরকারি মাধ্যমে কানাডা যাওয়া যায় তাহলে আমাদের পোস্ট টি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
পেইজ সুচিপত্র: সরকারিভাবে কানাডা যাওয়ার উপায়
- সরকারিভাবে কানাডা যাওয়ার উপায়
- কানাডা ভিসার দাম কত টাকা
- কানাডা ভিসার প্রকারভেদ
- সরকারি ভাবে কানাডা যেতে কত টাকা লাগে
- সরকারি ভাবে কানাডা যেতে যেসব কাগজপত্র লাগে
- কানাডা ভিসা এজেন্সির নাম ও ঠিকানা
- কানাডায় যেতে কত বয়স লাগে?
- কানাডা ভিসার প্রক্রিয়াকরণের সময়
- লেখকের শেষকথা: সরকারিভাবে কানাডা যাওয়ার উপায়
সরকারিভাবে কানাডা যাওয়ার উপায়
সরকারিভাবে কানাডা যাওয়ার উপায় সম্পর্কে আপনারা অনেকেই জানেন না। সরকারিভাবে
কানাডা যাওয়ার জন্য আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে এবং আপনারা IELTS স্কোর
সর্বনিম্ন 6.00 হতে হবে। এছারাও আপনারা যদি সরকারিভাবে কানাডা যেতে চান তাহলে
আপনার কিছু যোগ্যতা থাকা আবশ্যক।
আরো পড়ুন: কানাডায় কোন কাজের বেতন কত
আপনারা ভিসা ক্যাটাগরি এর উপর ভিত্তি করে এই যোগ্যতা ভিন্ন হতে
পারে। এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম এর মাধ্যমে আপনারা সরকারিভাবে কানাডা
যেতে পারবেন কিন্তু এই ক্যাটাগরি শুধু দক্ষ এবং অভিজ্ঞ শ্রমিকদের দেওয়া হয়ে
থাকে। এছারাও আপনারা যদি এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম এর মাধ্যম সরকারিভাবে
কানাডা যেতে চান তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি
ইংরেজী ভাষায় দক্ষ এবং কাজের অভিজ্ঞতার উপরে ভিত্তি করে আপনাকে পয়েন্ট দেওয়া হবে।
এবং এই পয়েন্ট এর মাধ্যমে আপনারা সরকারিভাবে কানাডা যেতে পারবেন। তাছাড়া
আপনারা যদি স্টুডেন্ট ভিসার মাধ্যমে সরকারি ভাবে কানাডা যেতে চান তাহলে
আপনার সর্বনিম্ন IELTS স্কোর ৬ থাকতে হবে এবং আপনারা যদি কোনভাবে
কানাডায় প্রবেশ করতে পারেন,
তাহলে পড়াশোনা শেষ করার পর আপনারা পোস্ট-গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিট এর
মাধ্যমে আপনারা সেখানে কাজের সুযোগ পেয়ে যাবেন এবং সেখানে স্থায়িভাবে বসবাস করার
সুযোগ পেয়ে যাবেন। তাছাড়া আপনারা সরকারি চাকরি পাওয়ার মাধ্যমেও কানাডায় যেতে
পারবেন এবং আপনার পরিবারের কোনো সদস্যা যদি কানাডার নাগরিক হয়ে থাকে তাহলে
আপনার পরিবারের সদস্যার স্পন্সর এর মাধ্যমে আপনারা কানাডায় যেতে পারবেন।
আপনারা সরকারি এবং বেসরকারী ভাবে কানাডায় যেতে পারবেন। এবং আপনারা যখন ভিসা ফরম
পূর্ণ করবেন আপনাকে সতর্কতার সাথে ভিসা ফর্ম পূর্ণ করতে হবে। কোনো প্রকার ভুল
হয়ে আপনার ভিসা কান্সেল হয়ে যেতে পারে।
কানাডা ভিসার দাম কত টাকা
কানাডা ভিসার দাম কত টাকা, কানাডা ভিসার দাম সম্পূর্ণ নির্ভর করবে আপনারা কোন
ভিসার মাধ্যমে কানাডা যাবেন তার উপরে। আপনারা যদি সরকারিভাবে কানাডা যেতে চান
তাহলে আপনারা খরচা হতে পারে ৫-৬ লাখ টাকা। কিন্তু যদি আপনারা বিভিন্ন এজেন্সি
অথবা দালালের মাধ্যমে কানাডা যেতে চান তাহলে আপনাদের খরচা আসতে পারে ১০-১২ লাখ
টাকা।
কানাডা ভিসার প্রকারভেদ
কানাডা ভিসার প্রকারভেদ সম্পর্কে অনেকেই জানেন না। কানাডা বর্তমান সময়ে
স্থায়ী এবং অস্থায়ী ভিসা মিলিয়ে অনেক প্রকার ভিসা প্রদান করে থাকে। স্থায়ী
ভিসার কোনো মেয়াদ থাকে না এবং অস্থায়ী ভিসার মেয়াদ থাকে।
কানাডা অস্থায়ী ভিসা যেমন-
- ভ্রমণ ভিসা বা টুরিস্ট ভিসা,
- স্টুডেন্ট ভিসা/ শিক্ষার্থী ভিসা
- কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা ইত্যাদি।
কানাডা স্থায়ী ভিসা যেমন-
- ফ্যামিলি ভিসা
- ব্যবসার জন্য অভিবাসী ভিসা
- এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম ইত্যাদি।
সরকারি ভাবে কানাডা যেতে কত টাকা লাগে
সরকারি ভাবে কানাডা যেতে কত টাকা লাগে অনেকেই জানেন না। আপনারা যদি সরকারি
ভাবে কানাডা যেতে চান তাহলে আপনার খরচা হতে পারে ৫-৬ লাখ টাকা কিন্তু
আপনারা যদি বিভিন্ন এজেন্সি অথবা দালালের মাধ্যমে কানাডা যেতে চান তাহলে
খরচা অনেক বেশি লাগতে পারে। এজেন্সি অথবা দালালের মাধ্যমে কানাডা যেতে
১০-১২ লাখ টাকা লাগতে পারে।
আরো পড়ুন: কানাডায় কোন কাজের চাহিদা বেশি
সরকারিভাবে কানাডা যেতে যেসব কাগজপত্র লাগে
সরকারি ভাবে কানাডা যাওয়ার জন্য আপনাকে কিছু কাগজপত্র জমা দিতে হবে।
ভিসার উপর ভিত্তি করে কাগজপত্র বিভিন্ন হয়ে থাকে।
- সর্বনিম্ন ৬ মাস মেয়াদ থাকা একটি পাসপোর্ট।
- IELTS সার্টিফিকেট।
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
- জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্র।
- পাসপোর্ট সাইজের ছবি
- ভিসা আবেদন ফরম
- মেডিকেল রিপোর্ট
- বিবাহিত হলে প্রমাণ
- শিক্ষা প্রতিষ্ঠানের অফার লেটার (শিক্ষার্থীদের জন্য)
আপনারা যদি সরকারি মাধ্যমে কানাডা যেতে চান তাহলে উপরক্ত কাগজপত্র জমা দিতে
হবে।
কানাডা ভিসা এজেন্সির নাম ও ঠিকানা
কানাডা ভিসা এজেন্সির নাম ও ঠিকানা সম্পর্কে অনেকেই জানতে চান। তাই আপনাদের
সুবিধার জন্য কানাডা ভিসা এজেন্সির নাম ও ঠিকানা দেওয়া হল:
ক্রমিক নং | এজেন্সির নাম | ঠিকানা | ওয়েবসাইট |
---|---|---|---|
1 | কানাডা ভিসা প্রসেসিং সেন্টার | ১১৬ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ১২০৫ | https://visaprocessingcenter.com/ |
2 | ওয়েস্টফোর্ড ইমিগ্রেশন সার্ভিসেস | হাউস নং ১৫, রোড নং ০৭, ঢাকা ১২১২ | http://www.westfordbd.com/ |
3 | লেগাটো ইমিগ্রেশন অ্যান্ড ভিসা কনসাল্ট্যান্টস (LIVC) | এপ্ট# বি২, সুপার নোভা, হাউস# ১০৭, ১২১৩ রোড নং ১৩, ঢাকা ১২১৩ | https://livcs.com/ |
4 | স্টাডি ইন কানাডা এডমিশন সেন্টার | ৯৯, ঢাকা ট্রেড সেন্টার, করিমন বাজার, লেভেল -১৩, ঢাকা ১২১৫ | https://studyincanada.com.bd/ |
5 | স্কোশিয়া কন্সাল্ট্যান্টস | হাউস নং-৪০, কনকর্ড রয়েল কোর্ট, ৪র্থ ফ্লোর, রোড নং-১৬ নতুন, ২৭ পুরাতন, ধানমন্ডি র/এ, ঢাকা ১২০৯ | http://www.scotiaconsultants.com |
কানাডায় যেতে কত বয়স লাগে?
কানাডায় যেতে কত বয়স লাগে তা সম্পূর্ণ নির্ভর করবে আপনার ভিসা
ক্যাটাগরির উপরে। আপনারা যদি কাজের জন্য অয়ার্ক পারমিট ভিসায় কানাডা যেতে
চান তাহলে আপনার বয়সা সর্বনিম্ন ২১ বছর হতে হবে। আর যদি পরাশোনার জন্য
কানাডা যেতে চান তাহলে আপনার বয়স ১৮ বছরের বেশি হতে হবে। আপনার বয়স কম
হলে আপনাকে কানাডার ভিসা দেওয়া হবে না।
কানাডা ভিসার প্রক্রিয়াকরণের সময়
কানাডা ভিসার প্রক্রিয়াকরণের সময় আবেদনের জটি লতা এবং আপনার ভিসার
ধরনের উপরে নির্ভর করবে। বিভিন্ন ক্ষেত্রে ভিসা কার্য সম্পন্ন হতে ২
মাসের বেশি সময় লাগতে পারে।
- ট্যুরিস্ট ভিসা: 1-2 সপ্তাহ
- স্টাডেন্ট ভিসা: 5-6 সপ্তাহ
- ওয়ার্ক পারমিট: 4-6 সপ্তাহ
- স্থায়ী ভিসা: 6-12 মাস
লেখকের শেষকথা: সরকারিভাবে কানাডা যাওয়ার উপায়
প্রিয় পাথক, আজকের এই পোস্টে আমরা বিস্তারিত আলোচনা
করেছি সরকারিভাবে কানাডা যাওয়ার উপায় সম্পর্কে। এবং আপনাদের
সুবিধার জন্য আমরা আলোচনা করেছি যে কানাডা ভিসার দাম কত টাকা সে
সম্পর্কে। আপনারা এই পোস্ট পড়ার মাধ্যমে সরকারিভাবে কানাডা যাওয়ার
উপায় সম্পর্কে বুঝতে পারবেন। এই পোস্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই
কমেন্ট করুন। ধন্যবাদ।
ইউনিকমিস্ট্রির নীতিমালা মেনে কমেন্ট করুন আমরা আপনাদের পজিটিভ কমেন্টের জন্য অপেক্ষা করছি
comment url