অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি জেনে নিন বিস্তারিত তথ্য
অস্ট্রেলিয়ার রাজধানীর নাম আমাদের বিভিন্ন সময় জানার প্রয়োজন হয়ে থাকে। তাই তা জানা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই আমরা আজকে আলোচনা করব অস্ট্রেলিয়ার রাজধানীর নাম সম্পর্কে।
আজকের পোস্টে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করব অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি এবং অস্ট্রেলিয়া মহাদেশের দেশগুলোর নাম সম্পর্কে।
পেইজ সুচিপত্র: অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি
- অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি
- অস্ট্রেলিয়া মহাদেশের দেশগুলোর নাম
- অস্ট্রেলিয়ার জনসংখ্যা কত ২০২৪
- অস্ট্রেলিয়ার ভাষা কি
- অস্ট্রেলিয়ার মুদ্রার নাম কি
- অস্ট্রেলিয়া মহাদেশের দেশ ও রাজধানী
- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নাম কি
- অস্ট্রেলিয়া কোন মহাদেশে অবস্থিত
- অস্ট্রেলিয়া কি ইউরোপ
- অস্ট্রেলিয়ার মুসলিম জনসংখ্যা কত
- অস্ট্রেলিয়ার জনসংখ্যা কত কোটি
- অস্ট্রেলিয়ার আয়তন ও জনসংখ্যা কত
- শেষ কথা:অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি
অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি
অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি ?আপনারা অনেকেই জানার জন্য গুগলে সার্চ করে
থাকেন। আজকের এই পোস্টে আমরা বিস্তারিত আলাপ আলচনা করবো অস্ট্রেলিয়ার রাজধানীর
নাম কি এবং অস্ট্রেলিয়া মহাদেশের দেশগুলোর নাম সম্পর্কে। তো চলুন জেনে নেওয়া
যাক অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি সে সম্পর্কে।
অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হচ্ছে ক্যানবেরা (Canberra)। যা
অবস্থিত অস্ট্রেলিয়ার পুর্ব দিকে এবং ক্যানবেরা শহরটি সাউথ
ওয়েলস রাজ্যের মধ্যে অবস্থিত। ক্যানবেরা শহরকে রাজনৈতিক
কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। যেহেতু অস্ট্রেলিয়া সবচেয়ে বিখ্যাত শহর
হচ্ছে সিডনি ও মেলবোর্ন। তবুও ক্যানবেরা শহর কে রাজধানী হিসাবে
বিবেচনা করার কারণ হচ্ছে এই শহর নিরপেক্ষ স্থান হিসেবে কাজ করে
থাকে।
অস্ট্রেলিয়া মহাদেশের দেশগুলোর নাম
অস্ট্রেলিয়া মহাদেশের দেশগুলোর নাম সম্পর্কে আপনারা অনেকেই জানেন না। আজকের
পোস্টে আমরা আপনাদের সাথে বিস্তারিত আলাপ আলচনা করবো অস্ট্রেলিয়া মহাদেশের
দেশগুলোর নাম সম্পর্কে।
অস্ট্রেলিয়া মহাদেশের দেশগুলোর নাম হচ্ছে :
ক্রমিক নম্বর | দেশের না্ম |
---|---|
1 | অস্ট্রেলিয়া |
2 | পাপুয়া নিউ গিনি |
3 | নিউজিল্যান্ড |
4 | সলোমান দ্বীপপুঞ্জ |
5 | ভানুয়াতু |
6 | মাইক্রোনেশিয়া |
7 | ফিজি |
8 | কিরিবাতি |
9 | পালাউ |
10 | টোঙ্গা |
11 | মার্শাল দ্বীপপুঞ্জ |
12 | টুভালু |
13 | নাউরু |
14 | সামোয়া |
অস্ট্রেলিয়ার জনসংখ্যা কত ২০২৪
অস্ট্রেলিয়ার জনসংখ্যা কত ২০২৪ আপনারা জানেন কি ? ২০২৪ সালের
অস্ট্রেলিয়া জনসংখ্যা প্রায় ২৬.৫ কোটি (২৬৫
মিলিয়ন)। অস্ট্রেলিয়ার জনসংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং
ভবিষ্যতে অস্ট্রেলিয়ার জনসংখ্যা আরো অনেক পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা
রয়েছে।
অস্ট্রেলিয়ার ভাষা কি
অস্ট্রেলিয়ার ভাষা কি আমরা অনেকেই জানি না। অস্ট্রেলিয়ার ভাষা হচ্ছে
ইংরেজী। ইংরেজি ভাষা অস্ট্রেলিয়ার সরকারি, দৈনন্দন
জীবন, ব্যবসা, শিক্ষা সকল ক্ষেত্রেই ইংরেজি ভাষা ব্যবহৃত হয়ে
থাকে। তবে অস্ট্রেলিয়ার কিছু আদিবাসী রয়েছে তারা তাদের আদিবাসী ভাষায়
কথা বলে থাকে এবং সব সময় এই ভাষা ব্যবহার করে থাকে।
এক সময় অস্ট্রেলিয়ার আদিবাসীদের ভাষার সংখ্যা প্রায় ২৫০ টির অধিক ভাষা
ছিল। কিন্তু বর্তমান সময়ে অনেক ভাষা বিলুপ্ত হয়ে
গেছে। অস্ট্রেলিয়া দেশে অনেক ধরনের জাতি বসবাস করার কারনে অভিবাসী
সম্প্রদায় তাদের নিজ মাতৃভাষায় কথা বলে থাকে। আদিবাসীদের ভাষাগুলো
হচ্ছে:
- ম্যান্ডারিন
- আরবি
- ভিয়েতনামি
- ইতালীয়
- গ্রিক
- স্প্যানিশ
তবে অস্ট্রেলিয়াতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ইংরেজি ভাষা। এদেশের
অধিকাংশ মানুষ প্রায় সময় ইংরেজি ভাষা সব ক্ষেত্রে ব্যবহার করে
থাকেন।
অস্ট্রেলিয়ার মুদ্রার নাম কি
অস্ট্রেলিয়ার মুদ্রার নাম হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার (Australian
Dollar)। যাকে সংক্ষেপে বলা হয় AUD বলে। অস্ট্রেলিয়ান ডলার
একটি শক্তিশালী মুদ্রা হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। এবং
এই অস্ট্রেলিয়ান ডলার আন্তর্জাতিক বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসাবে
পালন করে। আন্তর্জাতিক বাজারে অস্ট্রেলিয়ার মুদ্রা "$" বা
"A$" হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।
এবং এই অস্ট্রেলিয়ান ডলার ১০০ সেন্টে বিভক্ত হয়ে
থাকে। অস্ট্রেলিয়ার মুদ্রা খুবই শক্তিশালী এক মুদ্রা হিসেবে বিশ্বব্যাপী
খুবই জনপ্রিয়। বাংলাদেশি টাকায় অস্ট্রেলিয়ার ১ ডলার হচ্ছে ৮০
টাকা।
অস্ট্রেলিয়া মহাদেশের দেশ ও রাজধানী
অস্ট্রেলিয়া মহাদেশের দেশ ও রাজধানী নাম আপনারা জানেন কি ? আজকের এই
পোস্টে আমরা বিস্তাঋত আলাপ আলোচনা করবো অস্ট্রেলিয়া মহাদেশের দেশ ও রাজধানী
নাম সম্পর্কে।
ক্রমিক নম্বর | দেশের না্ম | রাজধানী |
---|---|---|
1 | অস্ট্রেলিয়া | ক্যানবেরা |
2 | পাপুয়া নিউ গিনি | পোর্ট মোরসবি |
3 | নিউজিল্যান্ড | ওয়েলিংটন |
4 | সলোমান দ্বীপপুঞ্জ | হোনিয়ারা |
5 | ভানুয়াতু | পোর্ত ভিলা |
6 | মাইক্রোনেশিয়া | পালিকির |
7 | ফিজি | সুআ |
8 | কিরিবাতি | তে |
9 | পালাউ | মেলেকোক |
10 | টোঙ্গা | নুকুআলোফা |
11 | মার্শাল দ্বীপপুঞ্জ | মাজুরো |
12 | টুভালু | ফুনাফুতি |
13 | নাউরু | ইয়ারে |
14 | সামোয়া | আপিয়া |
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নাম কি
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নাম হচ্ছে অ্যান্থনি আলবানিজি। যিনি ২০২২
সালের মে মাসে ৩১ তম অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ
করেন। তিনি ছিলেন অস্ট্রেলিয়ার লেবার পার্টির সদস্য এবং তিনি প্রধানমন্ত্রী
হওয়ার আগে অস্ট্রেলিয়াতে বিভিন্ন সরকারি পদে নিয়োজিত ছিলেন।
অস্ট্রেলিয়া কোন মহাদেশে অবস্থিত
অস্ট্রেলিয়া কোন মহাদেশে অবস্থিত আপনারা অনেকেই হয়তো জানেন না এজন্য অনেকেই
প্রতিনিয়ত গুগলে সার্চ করে থাকেন অস্ট্রেলিয়া কোন মহাদেশে অবস্থিত।আসলে
অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া মহাদেশে অবস্থিত।তাছাড়াও অস্ট্রেলিয়া
মহাদেশ ওশেনিয়া অঞ্চল হিসাবেও ও পরিচিত। অস্ট্রেলিয়া দেশটি
অবস্থিত দক্ষিণ গোলার্ধ।
এবং অস্ট্রেলিয়া একটি দ্বীপ যা চারপাশে রয়েছে সমুদ্র।অস্ট্রেলিয়া
মহাদেশের মধ্যে অস্ট্রেলিয়া দেশটি গুরুত্বপূর্ণ এবং প্রধান দেশ হিসেবে
বিবেচিত। এটাই বিশ্বের একমাত্র দেশ যা পুরো মহাদেশ জুড়ে বিস্তৃত।
এছাড়াও আরো কিছু দেশ আছে যেগুলো এ অঞ্চলের অংশ।দেশগুলো হচ্ছে:
- পাপুয়া নিউ গিনি
- নিউ জিল্যান্ড
- ফিজি
- সলোমন দ্বীপপুঞ্জ
- ভানুয়াতু
অস্ট্রেলিয়া কি ইউরোপ
অস্ট্রেলিয়া কি ইউরোপ এটা জানার জন্য অনেকেই প্রতিনিয়ত গুগলে সার্চ করে
থাকেন। আসলে অস্ট্রেলিয়া দেশটি ইউরোপের অন্তর্ভুক্ত
নয়। অস্ট্রেলিয়া দেশটি অস্ট্রেলিয়া মহাদেশে অবস্থিত। এবং
অস্ট্রেলিয়ার একটি দেশ যা সম্পূর্ণ একটি দেশ দিয়ে পূর্ণভাবে
আচ্ছাদিত।ওশেনিয়া অঞ্চলের একটা অংশ হচ্ছে অস্ট্রেলিয়া।
ইউরোপ অবস্থিত হচ্ছে পশ্চিম গোলার্ধে। এবং ইউরোপের দেশগুলো
হল যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ইত্যাদি। এবং অস্ট্রেলিয়া
দেশটি অবস্থিত দক্ষিণ গোলার্ধে। এবং অস্ট্রেলিয়া দেশ পৃথিবীর সব চেয়ে ছোট
মহাদেশ হিসাবে পরিচিত।
অস্ট্রেলিয়ার মুসলিম জনসংখ্যা কত
অস্ট্রেলিয়ার মুসলিম জনসংখ্যা কত ? অস্ট্রেলিয়ার মুসলিম
জনসংখ্যা মোট জনসংখ্যার হিসেবে প্রায় ৩.১%। ২০২১ সালে আদম
শুমারি অনুযায়ী জনসংখ্যা ২৬.২ মিলিয়ন, যার মধ্যে প্রায়
৬৫০,০০০ জন মুসলিম বাস করেন। মুসলিম জনসংখ্যা বিভিন্ন দেশ
থেকে অস্ট্রেলিয়াতে গেছেন তুরস্ক, লেবানন, ইন্দোনেশিয়া, পাকিস্তান
এবং বাংলাদেশ থেকে অনেক মানুষ অস্ট্রেলিয়ায় বাস করেন।
এসব মুসলিম জনসংখ্যা সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন ইত্যাদিতে বসবাস
করে থাকেন। অস্ট্রেলিয়ায় বিভিন্ন জাতির এবং বিভিন্ন ধর্মের মানুষ একসা্থে
বসবাস করেন।
অস্ট্রেলিয়ার জনসংখ্যা কত কোটি
অস্ট্রেলিয়ার জনসংখ্যা প্রায় ২.৭ কোটি (২৭ মিলিয়ন) এর কাছাকাছি।
এবং এই দেশের জনসংখ্যা দিন দিন আরো অনেক বৃদ্ধি পাচ্ছে।
অস্ট্রেলিয়ার আয়তন ও জনসংখ্যা কত
অস্ট্রেলিয়ার আয়তন ও জনসংখ্যা কত তা জানার জন্য অনেকেই গুগলে সার্চ করে
থাকেন। আজকে আমরা বিস্তারিত আলচনা করবো অস্ট্রেলিয়ার আয়তন ও জনসংখ্যা কত সে
সম্পর্কে।
অস্ট্রেলিয়ার আয়তন
অস্ট্রেলিয়ার আয়তন প্রায় ৭,৬৮২,৩০০ বর্গ কিলোমিটার। অস্ট্রেলিয়া দেশ
একটা বৃহত্তম দ্বীপ হিসাবে পরিচতি। এবং এই দেশকে পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম
দেশ হিসাবে বিবেচিত করা হয়।
অস্ট্রেলিয়ার জনসংখ্যা
অস্ট্রেলিয়ার জনসংখ্যা প্রায় প্রায় ২.৭ কোটি (২৭ মিলিয়ন) এবং এই
দেশের জনসংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন। ২০২৩ সালে এই
দেশের জনসংখ্যা ছিল প্রায় ২৬.২ মিলিয়ন।
শেষকথা:অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি
প্রিয় পাথক, আজকের পোস্টে আমরা বিস্তারিত আলচনা করেছি অস্ট্রেলিয়ার
রাজধানীর নাম কি এবং অস্ট্রেলিয়া মহাদেশের দেশগুলোর নাম সম্পর্কে। আশা করা যায়
পোস্ট আপনাদের উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন।
ইউনিকমিস্ট্রির নীতিমালা মেনে কমেন্ট করুন আমরা আপনাদের পজিটিভ কমেন্টের জন্য অপেক্ষা করছি
comment url