মাত্র ১৫ দিনে চুল পরা বন্ধ করার উপায়

 চুলের যত্নে ভিটামিন ই ব্যবহার করার নিয়ম

আপনি কি চুল পড়া বন্ধ করার উপায়গুলো সম্পর্কে জানতে চান। আমরা আজকের এই পোস্টে বিস্তারিত আলোচনা করবো যে কীভাবে খুব সহজে আপনার চুল পরা বন্ধ করবেন। আমাদের প্রায় প্রতেকেরই চুল পড়ার সমস্যায় ভুগতে হয় এবং আসলে চুল পরা বন্ধ করার কার্যকরি উপায়গুলো আমরা সঠিক জানি না। 

চুল পড়া বন্ধ করার ১০ টি কার্যকরী উপায়

এজন্য আজকের এই পোস্টের মাধ্যমে আমরা খুব সুন্দর করে বিস্তারিত আলোচনা করবো চুল পড়া বন্ধ করার উপায় সম্পর্কে। তো চলুন জেনে নেওয়া যাক চুল পড়া বন্ধ করার উপায়গুলো সম্পর্কে। 

পেইজ সূচীপত্রঃ চুল পড়া বন্ধ করার উপায় 

চুল পড়ার কারণগুলো কি কি

চুল অনেক কারণে ঝরে যেতে পারে। তো চলুন জেনে নেওয়া যাক আসলে চুল পড়ার কারণ কি 
  • জেনেটিক্সঃ বংশগত কারণে অনেকের চুল পড়ার সমস্যা তৈরি হতে পারে। জেনেটিক্স কারণে মহিলা এবং পুরুষ উভয়ের চুল পড়ার সমস্যা হতে পারে। সাধারণত এই জেনেটিক্স কারণে বেশিরভাগ মানুষ চুল পড়ার সমস্যায় ভোগে।
  • হরমোনের পরিবর্তনঃ যখন আপনার হরমোনের পরিমাণ উঠানামা করলে চুলের পড়ার সমস্যা হতে পারে। বিশেষ করে গর্ভাবস্থা, প্রসব এসবের সময় হরমোনের মাত্রা কমবেশি হয়ে থাকে।
  • চিকিৎসা শর্তঃ বিভিন্ন শর্তের কারণে চুল পড়ার সমস্যা হতে পারে। থাইরয়েড রোগ , অটোইমিউন রোগ ইত্যাদি রোগের কারণে চুল পড়তে পারে।
  • ওষুধ এবং চিকিত্সাঃ অনেক প্রকার ওষুধ রয়েছে যেগুলো চুল পড়ার কারণ হতে পারে। বাত, বিষণ্নতা, হার্টের সমস্যা, গেঁটেবাত, উচ্চ রক্তচাপ ইত্যাদি ওষুধ চুল পড়ার কারণ হতে পারে।
  • পুষ্টির অপর্যাপ্ত গ্রহণঃ কিছু ভিটামিন এর অভাবে চুল পড়ার সমস্যা হতে পারে। আয়রন, জিঙ্ক, ভিটামিন এবং প্রোটিনের মতো অত্যাবশ্যকীয় উপাদান এর অভাবে চুল পড়ার সমস্যা হতে পারে।
  • এছাড়াও মানুষিক চাপ, মানুষিক অবস্থা, চুলে রং করা, আঁটসাঁট চুলের স্টাইল ইত্যাদির কারণে চুল পড়ার সমস্যা হতে পারে। এজন্য চুলে অতিরিক্ত রং করা থেকে বিরত থাকুন।

মহিলাদের চুল পড়া বন্ধ করার উপায়

মহিলাদের চুল পড়ার সমস্যা সবচেয়ে বেশী দেখা যায়। তবে অনেক উপায় রয়েছে যেগুলো পালন করলে চুল পড়ার সমস্যা থেকে দ্রুত মুক্তি পাবেন। চলুন জেনে নেওয়া যাক মহিলাদের চুল পড়া বন্ধ করার উপায়গুলো কি কি 

গরম তেল ম্যাসেজ
চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে গরম তেল মাথায় মালিশ করা। এটা করার জন্য আপনাকে বাদামের তেল অথবা নারিকেল তেল ব্যবহার করতে হবে। এইভাবে আপনি যদি তেল গরম করে মাথায় মালিশ করতে পারেন তাহলে চুল পড়ার সমস্যা থেকে তো মুক্তি পাবেন পাশাপাশি আপনার চুলের রক্ত ​​​​প্রবাহ বৃদ্ধি পাবে, চুলের গোড়া শক্ত করার পাশাপাশি মাথার ত্বককে কন্ডিশনার করে।

নারকেল তেল
নারকেল তেল এ এমন কিছু উপাদান রয়েছে যেগুলো আমাদের চুল পড়ার সমস্যা সম্পুর্নভাবে বন্ধ করতে সাহায্য করে।নারকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড, এবং  ফ্যাটি অ্যাসিড যা আমাদের চুলের ক্ষতির পরিমাণ কমিয়ে দেয়। এছাড়াও নারকেল তেল আমাদের চূলকে শক্ত করে চুল পরা রোধ করে, চুলকে ঘন করতে সাহায্য করে। এজন্য চুল পরা প্রতিরধে নিয়মিত না্রকেল তেল মাথায় ব্যবহার করুন।

রোজমেরি তেল
নিয়মিত রোজমেরি তেল ব্যবহার করলে চুল পড়া সমস্যা থেকে খুব দ্রুত মুক্তি পাওয়া যায়। রোজমেরি তেল ্চুলকে খুব দ্রুত বৃদ্ধি করতে পারে, চুল পরা রোধ করে, এবং চূলকে খুব দ্রুত ঘন করতে সাহায্য করে এই রোজমেরি তেল। তাই আপনারা চুল পরা বন্ধ করার জন্য শ্যাম্পুতে রোজমেরি তেল যোগ করতে পারেন। 

লেবু তেল
চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা লেবুর তেল ব্যবহার করতে পারেন। লেবুর তেল চুলের বৃদ্ধির পাশাপাশি ত্বককে সুস্থ রাখতে ব্যাপক ভূমিকা পালন করে। লেবুতে রয়েছে বায়োঅ্যাকটিভ রাসায়নিক যা আপনার চূলকে খুব দ্রুত বৃদ্ধি করে এবং চূলকে সুন্দর করে। এজন্য আপনারা চুলকে বৃদ্ধি করতে লেবুর তেল মাথায় মাসাজ করে শ্যাম্পু দিয়ে গোসল করতে হবে।

অ্যালোভেরা 
অ্যালোভেরা চুল পরা বন্ধ করতে সবচেয়ে কার্যকরি এক উপায়। আপনারা যদি মাথায় অ্যালোভেরা লাগাতে পারেন তাহলে চুলের অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন।অ্যালোভেরা ব্যবহার করলে চুলের খুশকির পরিমাণ কমে আসে। চুল থাকে সুস্থ চুল অনেক তাড়াতাড়ি লম্বা হয় এবং চুল পরা বন্ধ হয়। এজন্য চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা শ্যাম্পু অথবা কমিশনার এর সাথে অ্যালোভেরা যোগ করতে পারেন। 

পেঁয়াজের রস
চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে পেঁয়াজের রস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পেঁয়াজের রসে রয়েছে সালফার যা চুল পরা রোধ করে, চুলের বৃদ্ধি তাড়াতাড়ি করে এবং মাথার রক্ত চলাচলকে বেশী করে। এজন্য চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে পেঁয়াজ ব্লেন্ডার করে পেঁয়াজের রস মাথায় লাগিয়ে ২০-৩০ মিনিট রেখে দিন এবং তারপরে ভালো করে শ্যাম্পু করে গোসল করে নিন। 

মেথি বীজ
চুল পরা বন্ধ করতে মেথি বীজ খুবই তাড়াতাড়ি কাজ করতে পারে। এটা আপনাদের চুল পরা বন্ধ করার পাশাপাশি চুলের বৃদ্ধি খুবই দ্রুত কোরতে পারেন। এজন্য আপনারা সারারাত মেথি বীজকে ভিজিয়ে রেখে তারপরে সকালে ব্লেন্ডার করে চুলে লাগিয়ে রাখতে হবে। 

আমলা
আমলা খুব উপকারি এঁকটা উপাদান চুল পরা বন্ধ করার জন্য। আমলাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি যা চুল পরা বন্ধ করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 

সবুজ চা
সবুজ চা এ রয়েছে প্রচুর পরিমানে অ্যান্টিঅক্সিডেন্ট যা চুল পরা খুব দ্রুত বন্ধ করতে ব্যাপক ভূমিকা পালন করে থাকেন। সবুজ চা আমাদের চুল শক্ত করে চুল ঘন করে এবং চুল দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে। এজন্য আপনারা প্রথমে গ্রিন টি তৈরি করুন এবং এটা মাথায় লাগানোর আগে ঠান্ডা করে নিন। ঠান্ডা হয়ে গেলে মাথায় এক ঘন্টা লাগানোর পরে ভালো করে ধুয়ে ফেলুন। 

চুল পড়া বন্ধ করার ১০ টি কার্যকরী উপায়

ডিমের মাস্ক
ডিমে রয়েছে উচ্চমানের প্রোটিন যা আমাদের চুলকে করে অনেক শক্তিশালি। এটা আপনার চুলকে করে আগের থেকে অনেক শক্তিশালি এবং মজবুত। এবং এই ডিমের মাস্ক আপনার চুলের গোড়া শক্ত করে এজন্য ডিমের মাস্ক প্রস্তুত করুন এবং আপনার চুলে ব্যবহার করুন। এটা চুলে লাগিয়ে ২০-৩০ মিনিট পরে ভালো করে ধুয়ে ফেলুন। 

চুল পড়া বন্ধ করার প্যাক

আপনারা যদি আপনাদের চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে আপনাকে চুল পড়া বন্ধ করার উপায় সম্পর্কে জানতে হবে।চুল পরা বন্ধ করতে সবচেয়ে ভালো উপায় হচ্ছে হেয়ার প্যাক। আপনারা ভিটামিন ই কাপসুল ব্যবহার করে হেয়ার প্যাক তৈরি করতে পারবেন। এই ভিটামিন ই ক্যাপসুল যেমন আমাদের ত্বককে সুস্থ রাখে তেমনি আমাদের চুল পরা রোধ করতে সাহায্য করে। 

তো চলুন জেনে নেওয়া যাক কীভাবে হেয়ার প্যাক তৈ্রি করবেন--
  • ভিটামিন ই ক্যাপসুল ও অ্যালো ভেরা জেলঃ একটা পাত্রে ২-৩ টি ভিটামিন ই ক্যাপসুল কেটে তেল বের করে নিতে হবে। তারপরে সেই তেলে অ্যালো ভেরা জেল ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে সেই তেল মাথায় লাগিয়ে ২০-৩০ মিনিট ম্যাসাজ করুন। এইভাবে এই হেয়ার প্যাক মাসাজ করলে আপনার চুলের গোড়া অনেক শক্ত হবে এবং চুল পড়ার সমস্যা দূর হবে। 
  • ভিটামিন ই ক্যাপসুল, কলা, অ্যালো ভেরা এবং দই: এই হেয়ার প্যাক বানাতে হলে প্রথমে আপনাদের অ্ধেক কলা নিতে হবে। তারপরে তাতে ১ টি ভিটামিন ই কাপসুল যোগ করুন। এবং এতে ১ চামচ আলোভেরা জেল মিশিয়ে ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রন টি মাথায় ১ ঘন্টার মতো লাগিয়ে রাখুন এবং পরে ভালো করে ধুয়ে নিন। 
  • ভিটামিন ই ক্যাপসুল, নারকেল তেল, অ্যালো ভেরা জেল এবং গ্লিসারিন: প্রথমে আপনাকে ৩-৪ টি ভিটামিন ই কাপসুল এর তেল বের করে নিতে হবে তারপরে তাতে দু চামচ নারিকেল তেল মিশিয়ে নিন তারপরে এক চামচ অ্যালো ভেরা জেল ও ৩ চামচ গ্লিসারিন ভাল করে মিশিয়ে চুলে লাগিয়ে ৩০-৪০ মিনিট পরে ভালো করে শ্যাম্পু দিয়ে গোসল করে নিন। এভাবে কিছুদিন ব্যবহার করলে আপনার চুলের গোড়া অনেক মজবুত হবে এবং চুল পড়ার সমস্যা থেকে খুব দ্রুত মুক্তি পাবেন। 

চুল পড়া বন্ধ করার ভিটামিন

আপনারা যদি নিয়মিত ভিটামিন ই ব্যবহার করতে পারেন তাহলে অনেক তাড়াতাড়ি চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পাবেন। এছাড়াও আমাদের শরীরে ভিটামিন ডি এর অভাব হলে আমাদের চুল দ্রুত ঝরে পড়তে শুরু করে। এছাড়াও আরো অনেক ভিটামিন রয়েছে যেগুলোর অভাবে চুল পড়তে শুরু করে।

ভিটামিনগুলো হলো ঃ 
  • বায়োটিন ঃএটা আমাদের চুলের জন্য অনেক উপকারী একটা ভিটামিন। এই ভিটামিন আমাদের চূলকে মজবুত করে এবং চুলের ভঙ্গুর রোধ করে। 
  • ভিটামিন এঃ ভিটামিন এ এর অভাবে আমাদের চুল ঝরে পড়তে শুরু করে এবং ভিটামিন ই এর অভাবে চুল ঝরে যায়।
  • ভিটামিন ডি ঃ  ভিটামিন ডি এর ওভাবে চুল নরম হয়ে যায় এবং এর অভাবে চুল পড়ে যায়
  • ভিটামিন ই ঃএই ভিটামিন এর অ্যান্টিঅক্সিডেন্টের কারণে চুলের গোড়া অনেক নরম হয়ে যায় এজন্য চুল পড়ে যায়
  • ভিটামিন সি ঃ ভিটামিন সি এর অভাবে চুলের বৃদ্ধি হয় না যার ফলে খুব দ্রুত চুল পড়ে যায়
  • ভিটামিন বিঃ ভিটামিন বি চুলের বৃদ্ধি এবং শক্তি বৃদ্ধি করে। ভিটামিন বি এর অভাবে চুল পাতলা হয়ে যায়।
উপরের ভিটামিনগুলোর অভাবে চুল পড়তে শুরু করে। এজন্য আমাদের চুল পড়া বন্ধ করার উপায় সম্পর্কে জানতে হবে। 

ছেলেদের চুল পড়া বন্ধ করার উপায় ঔষধ

ছেলেদের চুল পরা বন্ধ করার জন্য অনেক ঔষধ পাওয়া যায়। যেগুলো ঔষধ ব্যবহার করলে আমাদের চুল পড়ার সমস্যা বন্ধ হবে। 
  • মিনোক্সিডিল
মিনোক্সিডিল ওষধ ব্যবহার করলে আমাদের মাথায় প্রচুর চুল গজাতে শুরু করবে। এজন্য আপনারা চুল পরা বন্ধ করার জন্য মিনোক্সিডিল ব্যবহার করতে পারেন। 

চুল পড়া বন্ধ করার তেলের নাম

চুল পরা বন্ধ করার জন্য বাজারে অনেক ধরনের তেল পাওয়া যায়। যে তেল গুলো ব্যবহার করলে চুল পরা বন্ধ হয়। চুল পড়া বন্ধ করার তেলের নাম হলোঃ 
  • নারিকেল তেল
  • অলিভ অয়েল
  • আমন্ড অয়েল
  • ক্যাস্টর অয়েল
  • অনিয়ন অয়েল
  • নিম অয়েল
  • তিলের তেল
  • মাস্টার্ড অয়েল
  • রোজমেরি অয়েল
  • ভ্রিঙ্গরাজ অয়েল

চুল পড়া বন্ধ করার সেম্পু

চুল পরা বন্ধ করার জন্য বাজারে অনেক ধরণের সেম্পু পাওয়া যায় যেগুলো ব্যবহার করলে চুল পরা খুব দ্রুত বন্ধ হয়। চুল পড়া বন্ধ করার সেম্পু হলোঃ 
  • Studio x 
  • tresseme conditionar
  • sunsilk
  • head and shoulder
  • parachute natural shampoo
  • pantene advanced
  • dove hair shampoo
  • himalaya anti-hair fall
  • mylo care shampoo
  • clinik plus
  • vatika hair fall control shampoo

চুল পড়া বন্ধ করার ১০ টি কার্যকরী উপায়

চুল পড়ার চিকিৎসা

যাদের যাদের চুল পড়ার সমস্যা রয়েছে তারা সবসময় চেষ্টা করে থাকেন তাদের চুল পরা প্রতিরোধ করার জন্য। এজন্য কিছু নিয়ম মানতে হয় এবং কিছু পরামর্শ গ্রহন করলে চুল পরা রোধ করা সম্ভব।পুরুষ এবং মহিলাদের চুল পড়া নিয়ন্ত্রণের কিছু সাধারণ উপায় হল:
  • চুলের যত্ন নেওয়ার জন্য একটা নির্দিষ্ট রুটিন তৈরি করুন
  • তাপ পরিহার করুন যথাসম্ভব
  • চাপ কন্ট্রোল করা শিখুন
  • পুষ্টির অভাবের কারণে চুল পড়লে ডাক্তারের পরামর্শ নিয়ে পুষ্টিকর খাবার গ্রহণ করুন
  • টেনশন কম করতে হবে

চুলের গোড়া কীভাবে শক্ত করবেন

চুল পড়ার সমস্যা আমাদের অনেক দুশ্চিন্তায় ফেলে দেয়। এজন্য আমাদের চুল পড়া বন্ধ করার উপায় জানত হবে। আমি আপনাদের জানাবো যে কীভাবে চুল পড়া বন্ধ ও চুলের গোড়া শক্ত করবেন। আপনাকে চুল পরা রোধ করার জন্য নিয়মিত কিছু পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে।

আপনার খাদ্যতালিকা যেসব খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন, ভিটামিন বি৭, জিঙ্ক, আয়রন, ইত্যাদি খাবার যোগ করতে পারেন। এসব খাবার নিয়মিত গ্রহন করার ফলে আপনার চুল হবে অনেক শক্ত, চুলের গোড়া হবে শক্ত, চুল হবে ঘন, চুলের বৃদ্ধি খুব দ্রুত হবে। এছাড়াও আপনাকে দিয়ে অন্তত ৫-১০ মিনিট মাথায় স্ক্যাল্প মালিশ করতে হবে।  

চুলের গোড়ায় স্ক্যাল্প করার কারণে আপনার চুলের গড়ায় পর্যাপ্ত অক্সিজেন পৌ্ছাবে এবং চুলের বৃদ্ধি হবে খুব দ্রুত। আপনার যদি খুশকির সমস্যা থেকে থাকে তাহলে আলোভেরা জেল লাগালে খুশকির সমস্যা থেকে মুক্তি পাবেন। এছাড়াও আপনারা চুলে যদি নাড়েকেলের দুধ দিয়ে পারেন তাহলে এই উপাদান আপনাদের চুলকে ময়েশ্চারাইজ ও কন্ডিশনিং করতে সাহায্য করবে।

লেখকের শেষকথা ঃ চুল পড়া বন্ধ করার উপায়

প্রিয় পাঠক, আজকের এই পোস্টে আমরা বিস্তারিত আলোচনা করেছি চুল পড়া বন্ধ করার উপায় সম্পর্কে। যে উপায় আপনারা মেনে চললে আপনাদের চুল পড়ার সমস্যা রোধ করতে পারবেন। তাই আমাদের এই চুল পড়া বন্ধ করার উপায় সম্পর্কে ভালভাবে জেনে নিন। আশা করি এই চুল পড়া বন্ধ করার উপায় পোস্ট আপনাদের উপকারে আসবে। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইউনিকমিস্ট্রির নীতিমালা মেনে কমেন্ট করুন আমরা আপনাদের পজিটিভ কমেন্টের জন্য অপেক্ষা করছি

comment url