ঢাকা টু চেন্নাই বিমান ভাড়া ২০২৪
ঢাকা টু চেন্নাই বিমান ভাড়া ২০২৪ সম্পর্কে জানেন কি ? আমরা বিভিন্ন কারণে বাংলাদেশ থেকে চেন্নাই যেতে চাই। কিন্তু আমরা জানি না ঢাকা টু চেন্নাই বিমান ভাড়া ২০২৪ সম্পর্কে।
তাই আপনাদের সাথে আজকের পোস্টে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করবো ঢাকা টু চেন্নাই বিমান ভাড়া ২০২৪ সম্পর্কে। তাই আপনারা যদি ঢাকা টু চেন্নাই বিমান ভাড়া কত সে সম্পর্কে জানতে চান তাহলে পোস্ট টি মনযোগ সহকারে পড়তে থাকুন।
পোস্ট সুচিপত্র:ঢাকা টু চেন্নাই বিমান ভাড়া ২০২৪
- ঢাকা টু চেন্নাই বিমান ভাড়া
- ঢাকা টু চেন্নাই বিমান ভাড়া ২০২৪
- ঢাকা টু চেন্নাই বিমানের সময়সূচী
- ঢাকা টু চেন্নাই দূরত্ব কত কিলোমিটার
- ঢাকা টু চেন্নাই যেতে কত সময় লাগে
- চেন্নাই এর সেরা হাসপাতাল তালিকা
- ঢাকা টু চেন্নাই এয়ার টিকেট প্রাইস
- শেষকথা: ঢাকা টু চেন্নাই বিমান ভাড়া ২০২৪
ঢাকা টু চেন্নাই বিমান ভাড়া
ঢাকা টু চেন্নাই বিমান ভাড়া সম্পর্কে আপনারা অনেকেই জানেন না। আপনারা যদি ঢাকা
থেকে চেন্নাই বিমানে করে যেতে চান তাহলে খুব সহজেই যেতে পারবেন। আর আপনার ঢাকা
থেকে চেন্নাই বিমান ভাড়া জানার আগে অবশ্যই জানা জরুরী যে ঢাকা থেকে চেন্নাই রুট
দিয়ে কোন বিমান চলাচল করে। একেক ধরনের বিমানের ভাড়া একেক রকম হয়ে থাকে।
তাই আপনারা বিমানের ভাড়া জানার আগে আপনার জেনে নেওয়া উচিত যে ঢাকা থেকে চেন্নাই
যাওয়ার জন্য কোন কোন বিমান চলাচল করেন। ঢাকা থেকে চেন্নাই যাওয়ার জন্য প্রতিদিন
নিচের কয়টি ফ্লাইট পরিচালনা করেন। সেগুলো হচ্ছে:
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- ভিস্তারা এয়ারলাইন্স
- টার্কিশ এয়ারলাইন্স
- কাতার এয়াওয়েজ
- ইতিহাদ এয়ারওয়েজ
- ইন্ডিগো এয়ার
- ফ্লাই দুবাই
- এয়ার ইন্ডিয়া
- শ্রীলঙ্কান এয়ারলাইন্স
- ইউএস বাংলা এয়ারলাইন্স
উপরের দেওয়া বিমান গুলো প্রতিদিন ঢাকা থেকে চেন্নাই রুট দিয়ে চলাচল করে
থাকেন।আর এসব বিমানের ভাড়া আলাদা আলাদা হয়ে থাকে। আপনারা এসব বিমানে করে
বাংলাদেশ থেকে চেন্নাই যেতে পারবেন। আর আপনারা যদি ঢাকা থেকে চেন্নাই বিমান
ভাড়া ২০২৪ সম্পর্কে জানতে চান তাহলে পোস্ট টি মনোযোগ সহকারে পড়তে
থাকুন।
ঢাকা টু চেন্নাই বিমান ভাড়া ২০২৪
ঢাকা টু চেন্নাই বিমান ভাড়া ২০২৪ সম্পর্কে জানেন কি ? আপনারা যারা ঢাকা থেকে
চেন্নাই বিমানে করে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের পোস্ট। আমরা আপনাদের সাথে
বিস্তারিত আলোচনা করবো ঢাকা টু চেন্নাই বিমান ভাড়া ২০২৪ সম্পর্কে এবং কোন
এয়ারলাইন্স এর ভাড়া কত সে সম্পর্কে। তো চলুন বিস্তারিত জেনে নেই ঢাকা টু
চেন্নাই বিমান ভাড়া ২০২৪ সম্পর্কে।
ঢাকা থেকে চেন্নাই যাওয়ার জন্য আপনারা যেসব বিমান পাবেন সেসব বিমানে আপনারা পাবেন
দুই ক্লাসের সিট। আর এসব সিট এর উপরে ভিত্তি করে ভাড়া কম বেশি হতে পারে। তাছাড়া
আপনারা যদি একসাথে চেন্নাই যাওয়া এবং আসার টিকেট একসাথে কাটেন তাহলে ভাড়া কম
লাগতে পারে। তাই আপনারা যারা ঢাকা থেকে চেন্নাই যেতে চাচ্ছেন,
তাদের অবশ্যই ঢাকা টু চেন্নাই বিমান ভাড়া ২০২৪ সম্পর্কে জানা উচিত। আর আপনারা
যদি বিমান ভাড়া সম্পর্কে ভালো জ্ঞান না থাকে তাহলে বিভিন্ন সমসসার মুখোমুখি
হওয়ার সম্ভাবনা রয়েছে। তো চলুন আর বেশি কথা না বলে জেনে নেওয়া যাক ঢাকা টু
চেন্নাই বিমান ভাড়া ২০২৪ সম্পর্কে।
এয়ারলাইন্স এর নাম | সিটের ধরণ | বিমান ভাড়া |
---|---|---|
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | সুপার সেভার | ২৪-২৭ হাজার টাকা |
ইউ এস বাংলা এয়ারলাইন্স | সুপার সেভার | ২০-২৩ হাজার টাকা |
শ্রীলংকান এয়ারলাইন্স | সুপার সেভার | ২০-২৫ হাজার টাকা |
ইন্দিগো এয়ারলাইন্স | সুপার সেভার | ১৫-২০ হাজার টাকা |
কাতার এয়ারওয়েজ | বিজনেস ফ্লেক্সিবল | ১ লাখ ৩০- ২ লাখ টাকা |
ফ্লাই দুবাই এয়ারলাইন্স | বিজনেস ফ্লেক্সিবল | ৯৫০০০-১০০০০০ টাকা |
টার্কিশ এয়ারলাইন্স | ১ লাখ ৫০-১ লাখ ৬৮ হাজার | ২৪-২৭ হাজার টাকা |
ইতিহাদ এয়ারওয়েজ | বিজনেস ফ্লেক্সিবল | ১ লাখ ৮০- ২ লাখ ৫০ হাজার |
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | সুপার সেভার | ২৪-২৭ হাজার টাকা |
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | সুপার সেভার | ২৪-২৭ হাজার টাকা |
ঢাকা টু চেন্নাই বিমানের সময়সূচী
ঢাকা টু চেন্নাই বিমানের সময়সূচী আমরা যারা ঢাকা থেকে চেন্নাই যেতে চাই
তাদের জানা অনেক জরুরী। কেনোনা আমরা যদি ঢাকা টু চেন্নাই বিমানের সময়সূচী
সম্পর্কে না জানি তাহলে আমরা বিভিন্ন সমসসায় পড়তে পারি। তো চলুন জেনে নেওয়া
যাক ঢাকা টু চেন্নাই বিমানের সময়সূচী সম্পর্কে।
এয়ারলাইন্স এর নাম | ছাড়ার সময় |
---|---|
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | রাত ৯ঃ১০ মিনিট |
শ্রীলঙ্কান এয়ারলাইন্স | দুপুর ২ঃ৩০ মিনিট |
এয়ার ইন্ডিয়া | দুপুর ২ঃ৪৫ মিনিট |
মালয়েশিয়া এয়ারলাইন্স | রাত ১১ঃ৩০ মিনিট |
ঢাকা টু চেন্নাই দূরত্ব কত কিলোমিটার
ঢাকা টু চেন্নাই দূরত্ব কত কিলোমিটার আমরা টা হয়তো অনেকেই জানি না। আমাদের
বিভিন্ন সময় জানার প্রয়োজন হয় যে ঢাকা টু চেন্নাই দূরত্ব কত কিলোমিটার। ঢাকা টু
চেন্নাই দূরত্ব প্রায় ১,৯৬৭.৪ কিলোমিটার। এছাড়া যদি বিমান পথে ভ্রমণ করতে চান তাহলে দুরুত্ব
হবে প্রায় ১,৩০০ কিলোমিটার (৮১০ মাইল) ।
ঢাকা টু চেন্নাই যেতে কত সময় লাগে
ঢাকা টু চেন্নাই যেতে কত সময় লাগে আপনারা অনেকেই জানার জন্য গুগলে সার্চ করে
থাকেন। ঢাকা টু চেন্নাই যেতে কত সময় লাগে সেটা সম্পুর্ন নির্ভর করবে আপনারা
কিসের মাধ্যমে ঢাকা থেকে চেন্নাই যাবেন তার উপরে। আপনারা যদি বিমানে করে ঢাকা
থেকে চেন্নাই যেতে চান তাহলে আপনাদের সময় লাগতে পারে ২-৩ ঘন্টা।
কিন্তু আপনারা যদি বাসে অথবা ট্রেনে করে ঢাকা থেকে চেন্নাই যেতে চান তাহলে
আরো অনেক বেশি সময় লাগতে পারে। বাসে অথবা ট্রেন এর মাধ্যমে ঢাকা থেকে চেন্নাই
যাওয়ার জন্য প্রায় ২৪-৩০ ঘন্টা সময় লাগতে পারে।
চেন্নাই এর সেরা হাসপাতাল তালিকা
চেন্নাই এর সেরা হাসপাতাল তালিকা সম্পর্কে অনেকেই জানতে চান। কেনোনা আমরা
বাংলাদেশ থেকে বিভিন্ন সমসসার চিকিৎসা করার জন্য চেন্নাই যেতে চাই। কিন্তু
আসলে আমরা জানি না যে চেন্নাই এর সেরা হাসপাতাল তালিকা সম্পর্কে। আমরা যদি
চেন্নাই এর ভালো হাসপাতাল সম্পর্কে না জানি তাহলে বিভিন্ন সময় সমসসায় পড়তে
পারি।
চেন্নাই চিকিৎসা র জন্য খুবই উন্নত এক শহর। এবং এখানে রয়েছে বিভিন্ন মানের
হাসপাতাল এবং বিভিন্ন রকমের ক্লিনিক। তাই এতো এতো হাসপাতাল এর মধ্যে কোন
হাসপাতাল গুলো আপনার জন্য ভালো এবং কম দামে চিকিৎসা পাবেন তার একটা তালিকা নিচে
প্রকাশ করা হল:
সিরিয়াল নাম্বার | হাসপাতালের নাম |
---|---|
০১ | MIOT ইন্টারন্যাশনাল, চেন্নাই |
০২ | এমজিএম হেলথ কেয়ার, চেন্নাই |
০৩ | গ্লেনিগেলস গ্লোবাল হাসপাতাল, চেন্নাই |
০৪ | এসআইএমএস হাসপাতাল, ভাদাপালানি, চেন্নাই |
০৫ | অ্যাপোলো উর্বরতা কেন্দ্র, আনা নগর |
০৬ | বিনীতা হাসপাতাল |
০৭ | কাবেরী হাসপাতাল, আলওয়ারপেট |
০৮ | বিজয়া হাসপাতাল, চেন্নাই |
০৯ | মেডওয়ে হাসপাতাল |
১০ | ডাঃ রিলা ইনস্টিটিউট ও মেডিকেল সেন্টার, চেন্নাই |
১১ | অ্যাপোলো স্পেশালিটি হাসপাতাল, ওএমআর |
১২ | কাবেরী হাসপাতাল ফরমেলি ফোর্টিস হাসপাতাল, ভাদাপালানি |
ঢাকা টু চেন্নাই এয়ার টিকেট প্রাইস
ঢাকা টু চেন্নাই এয়ার টিকেট প্রাইস সম্পর্কে আপনারা জানেন কি ? আজকের এই
পোস্টে আমরা আপনাদের জানাবো ঢাকা টু চেন্নাই এয়ার টিকেট প্রাইস সম্পর্কে।
ঢাকা থেকে চেন্নাই এয়ার টিকেট প্রাইস এর দাম বিভিন্ন কারণে কম- বেশি হতে
পারে। আপনার যাত্রার সময় যদি পিক সিজনে হয়ে থাকে তাহলে টিকিট এর দাম বেশি হতে
পারে।
আর আপনারা যদি অফ- সিজনে ভ্রমণ করেন তাহলে টিকিট এর দাম কিছুটা কম হতে পারে।
তাছাড়া আপনারা কোন ধরনের ফ্লাইট এ করে ভ্রমণ করবেন তার উপরেও নির্ভর করে বিমান
ভাড়া। আপনারা যদি সরাসরি ফ্লাইট এ করে ভ্রমণ করেন এবং যদি কনেকটিং ফ্লাইটে
করে ভ্রমণ করেন তাহলে দাম কিছুটা কম- বেশি হতে পারে।
এছারাও আপনারা যদি আপনার যাত্রার ২০-৩০ দিন আগে টিকেট বুকিং দিতে পারেন তাহলে
দাম কিছুটা কম লাগতে পারে। তাছাড়া বিভিন্ন বিমানের ভাড়া বিভিন্ন রকমের হয়ে
থাকে। তাই আপনারা যদি কম দামে ঢাকা থেকে চেন্নাই যেতে চান তাহলে সকল ফ্লাইট এর
অফার চেক করতে পারেন। ঢাকা থেকে চেন্নাই বিমানে করে যাওয়ার জন্য
আপনার ভাড়া লাগতে পারে ১৫-৩০ হাজার টাকা। এছাড়া বিভিন্ন ভি আই পি ফ্লাইট রয়েছে
যেগুলোর দাম আরো অনেক বেশি।
শেষকথা: ঢাকা টু চেন্নাই বিমান ভাড়া ২০২৪
ঢাকা থেকে চেন্নাই বিমান ভাড়া সম্পর্কে আজকের পোস্টে আমরা বিস্তারিত আলোচনা
করেছি। আশা করা যায় এই পোস্ট টি আপনাদের উপকারে আসবে। পোস্ট টি যদি ভালো লাগে
তাহলে অবশ্যই একটি কমেন্ট করুন। ধন্যবাদ।
ইউনিকমিস্ট্রির নীতিমালা মেনে কমেন্ট করুন আমরা আপনাদের পজিটিভ কমেন্টের জন্য অপেক্ষা করছি
comment url