মহিলাদের তারাবির নামাজের নিয়ম কানুন সম্পর্কে জানুন
আপনারা অনেকেই তারাবির নামাজের নিয়ম কানুন মহিলাদের কিভাবে মহিলারা তারাবি নামাজ পড়বে অনেকেই জানেন না। তারাবির নামাজ রমজান মাসে আদায় করা হয় এবং তারাবির নামাজ এশার ওয়াক্তে বিশেষ নফল নামাজ।
রমজান মাসে তারাবির নামাজ একা অথবা একাধিক লোকজন মিলে একসঙ্গে নামাজ পড়তে পারবেন।তবে এই নামাজের কিছু নিয়ম মহিলা এবং পুরুষদের জন্য পার্থক্য রয়েছে।তো চলুন জেনে নেওয়া যাক মহিলাদের তারাবির নামাজের নিয়ম কানুন সম্পর্কে।
পোস্ট সুচিপত্র: মহিলাদের তারাবির নামাজের নিয়ম কানুন
- মহিলাদের তারাবির নামাজের নিয়ম কানুন
- তারাবির নামাজ ৮ রাকাত পড়ার নিয়ম
- তারাবির নামাজের দোয়া না পড়লে কি হয়
- ইমামের পিছনে তারাবির নামাজ পড়ার নিয়ম
- তারাবির নামাজ কত রাকাত
- মহিলারা কি বাড়িতে তারাবির ইমামতি করতে পারবে?
- মহিলাদের তারাবির কত রাকাত?
- তারাবির নামাজে কি কি দোয়া পড়তে হয়?
- ৪ রাকাত তারাবি পড়া যাবে কি?
- ১২টার পর তারাবির নামাজ পড়া যাবে কি?
- লেখকের শেষকথা: মহিলাদের তারাবির নামাজের নিয়ম কানুন
মহিলাদের তারাবির নামাজের নিয়ম কানুন
মহিলাদের তারাবির নামাজের নিয়ম কানুন সম্পর্কে অনেকেই সঠিক তথ্য জানেন না। তারাবির নামাজ সাধারণত রমজান মাসে এশার ওয়াক্তে আদায় করতে হয়। এই নামাজ আদায় করতে হয় জামাতের সঙ্গে অথবা বাড়িতে পড়লে একা। আবার কিছু কিছু মসজিদে তারাবির নামাজ আদায় করার জন্য মহিলাদের জন্য কোন স্থান নির্ধারণ করা হয়।
এছাড়াও মহিলারা ইচ্ছা করলে নিজের বাড়িতে তারাবির নামাজ আদায় করতে পারবে অথবা চাইলে পরিবারের সদস্যদের সঙ্গে তারাবির নামাজ আদায় করতে পারবে। তারাবির নামাজ সাধারণত ২০ ওয়াক্ত আদায় করতে হয়। আবার অনেকেই ৮ রাকাত 12 রাকাত তারাবির নামাজ আদায় করে থাকে। মহিলাদের তারাবির নামাজের নিয়ম কানুন --
অন্য সকল নামাজের মত তারাবির নামাজেও প্রথমে সূরা ফাতিহা এবং পরে অন্য কোন সূরা পড়ার পর সেজদায় যেতে হবে। আপনারা এখানে প্রথমে সূরা ফাতিহা পড়ার পর অন্য যেকোন ছোট অথবা বড় সূরার মাধ্যমে তারাবি নামাজ আদায় করতে পারবেন। এছাড়াও তারাবি নামাজ পড়ার জন্য শালীনতা পোশাক এবং ঢেলেঢালা পোশাক পরে নামাজ পড়া উচিত।
তাছাড়া নামাজ পড়ার পূর্বে ভালো করে অজু করে নিতে হবে। এবং পাক-পবিত্র হয়ে নামাজে দাঁড়াতে হবে। তাছাড়াও রমজান মাসের তারাবি দীর্ঘ হতে পারে তাই আপনারা ৪ রাকাত পর পর কিছুক্ষণ বিরতি দিতে পারেন। এছারাও যদি মহিলাদের মাসিক (ঋতুস্রাব) বা সন্তান প্রসবের সময় হয়ে থাকে তাহলে তক্ষণ তিনি নামাজ আদায় করতে পারবেন না।
এজন্য পরবর্তী সময়ে কাফফারা আদায় করে নিতে হবে। এবং আপনাদের নামাজ শেষ হওয়ার পড়ে বিশেষ দোয়া ও মোনাজাত করতে হবে। আপনারা আল্লাহর কাছে আপনার ইচ্ছার কথা, বিভিন্ন সমসসার কথা এবং বিপদ থেকে মুক্তি চাইতে দোয়া করতে পারবেন। এবং নামাজ যতই দির্ঘ হোক না কেন নামাজে মনোযোগী হওয়া খুব জরুরী।
মহিলাদের জন্য যদি কোনো জামাতের বিশেষ কোন ব্যবস্থা না থাকে তাহলে আপনারা ঘরে নিজের পরিবারের সাথে ১২ রাকাত অথবা ৮ রাকাত নামাজ আদায় করতে পারবেন। তারাবির নামাজ মহিলা এবং পুরুষ দের জন্য প্রায় এক রকমই । কিন্তু মহিলাদের তারাবির নামাজে শালীনতা, জামাতে অংশগ্রহণ এবং সকল নিয়ম মেনে চলা জরুরী।
তারাবির নামাজ ৮ রাকাত পড়ার নিয়ম
তারাবির নামাজ ৮ রাকাত পড়ার নিয়ম সম্পর্কে সঠিক উপায় আপনার অনেকেই হয়তো জানেন না।নামাজ মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তারমধ্যে রমজান মাসে তারাবির নামাজ একটি গুরুত্বপূর্ণ নামাজ হিসেবে বিবেচিত। তারাবির নামাজ রমজান মাসে এশার ওয়াক্তে আদায় করতে হয়। অনেকে তারাবির নামাজ বিশ রাকাত অথবা ৮ রাকাত পড়ে থাকেন।
নিচে তারাবির নামাজ আট রাকাত পড়ার নিয়ম সম্পর্কে আলোচনা করা হলো:
তারাবির নামাজ ৮ রাকাত অথবা ২০ রাকাত পড়ার জন্য প্রথমে আপনাকে সঠিকভাবে তারাবির নামাজের জন্য নিয়ত করতে হবে। আপনারা মুখে অথবা অন্তস্থল থেকে তারাবি নামাজের নিয়ত করতে পারবেন। আপনি যদি আরবিতে নামাজের নিয়ত না জানেন তাহলে বাংলায় বলতে হবে" আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ৮ রাকাত তারাবির নিয়ত আদায় করতেছি।
তারপর আপনারা যদি জামাতে তারাবির নামাজ পড়তে পারেন তাহলে তা বেশি বরকতময় হবে। জামাতের সঙ্গে নামাজ আদায় করলে আপনাকে ঈমানকে অনুসরন করে নামাজ আদায় করতে হবে। তারাবির নামাজ আট রাকাত পড়ার জন্য আপনারা দুই রাকাত দুই রাকাত করে সালাত আদায় করতে পারবেন।
এবং তারাবির নামাজেও অন্য নামাজের মত সেজদা রুকু এবং মোনাজাত করতে হয়। এবং আপনারা সবসময় চেষ্টা করবেন নামাজের সময় বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। এবং যদি আপনারা একা একা নামাজ পড়েন তাহলে প্রথমে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে এবং পরবর্তীতে যে কোন ছোট অথবা বড় সূরা পড়তে হবে।
এবং নামাজ শেষ করার পর আপনারা বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন। রমজান মাসে দোয়া আল্লাহর নিকট বেশি গ্রহণযোগ্য হয়ে থাকে। এবং আপনাকে মনোযোগ সহকারে তারাবির নামাজ আদায় করতে হবে। দুনিয়ার কোন চিন্তাভাবনা নামাজের সময় মাথায় নিয়ে আসা যাবে না। আত্মবিশ্বাসের সঙ্গে নামাজ আদায় করতে হবে।
এভাবে আপনারা দুই রাকাত দুই রাকাত করে ৮ রাকাত তারাবির নামাজ আদায় করতে পারবেন।
তারাবির নামাজের দোয়া না পড়লে কি হয়
তারাবির নামাজের দোয়া না পড়লে কি হয় আপনারা অনেকেই জানেন না। আজকের পোস্টে আমরা বিস্তারিত আলচনা করবো তারাবির নামাজের দোয়া না পড়লে কি হয়। সাধারণত তারাবির নামাজে দোয়া না করলে তেমন কোনো সমস্যা হয় না। তারাবির নামাজে দোয়া পড়া সুন্নত। তারাবির নামাজের দোয়া করা কোনো ফরজ অথবা ওয়াজিব নয়।
আপনারা যদি তারাবির নামাজের সময় কোন দোয়া না পড়েন তাহলে এবং আপনার নামাজের নিয়ত যদি সঠিক থাকে তাহলে আপনার নামাজ সঠিক হতে পারে। তবে তারাবির নামাজে দোয়া পড়া ভালো অভ্যাস হিসাবে বিবেচিত। কারণ রমজান মাসে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। তবে রমজান মাসে বেশি বেশি দোয়া পড়া খুবই গুরুত্বপূর্ণ।
তারাবির নামাজে দোয়া না পড়লে কী হয়:
নামাজ শুদ্ধ থাকবে:আপনারা যদি তারাবির নামাজে মূল অংশ রাকাত সঠিকভাবে আদায় করতে পারেন তাহলে তারাবির নামাজ শুদ্ধ হতে পারে। কারণ তারাবির নামাজে দোয়া পড়া ফরজ অথবা ওয়াজিব নয়। তারাবির নামাজে দোয়া করা সুন্নত।
বরকত ও তাওফিকের জন্য দোয়া: দোয়া করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অতিরিক্ত দোয়া করা কল্যাণের একটি বিষয়। কারণ রমজান মাসে দোয়া করা খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকর। তবে আপনারা যদি জামাতের সঙ্গে নামাজ আদায় করেন তাহলে নামাজের কোন ক্ষতি হবে না।
তারাবির নামাজ শেষে দোয়া পড়া খুবই গুরুত্বপূর্ণ। কেননা রমজান মাসে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। এবং দোয়া করলে আল্লাহ তা'আলা খুশি হন। তবে তারাবির নামাজ শেষে দোয়া না করলে নামাজ হতে পারে এবং দোয়া হতে করলে আল্লাহ্ খুশি হন।
ইমামের পিছনে তারাবির নামাজ পড়ার নিয়ম
ইমামের পিছনে তারাবির নামাজ পড়ার নিয়ম প্রায় অন্য সকল নামাজের মতই। তবে তারাবির নামাজের জন্য কিছু বিষয় রয়েছে যেগুলো মেনে চলা জরুরী। নিচে বিস্তারিত আলোচনা করা হলো ইমামের পিছনে তারাবির নামাজ পড়ার নিয়ম সম্পর্কে।
- নিয়ত করা: আপনারা যদি ইমামের পিছনে তারাবির নামাজ আদায় করেন প্রথমে আপনাকে নিয়ত করতে হবে। আপনারা চাইলে মনে মনে নিয়ত করতে পারবেন অথবা মুখে বলতে পারবেন। আপনারা নিয়ত করতে পারেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইমামের পিছনে তারাবির নামাজ নিয়ত করছি আল্লাহু আকবার।
- ইমামকে অনুসরণ: আপনাকে ইমামকে অনুসরণ করতে হবে নামাজের সময়। ইমামকে অনুসরণ করে সেজদা, রুকু, এবং কিরাতে অংশ গ্রহণ করতে হবে এবং মনোযোগ সহকারে তিলাওয়াত শুনতে হবে।
- তাশাহুদ (বসে থাকা): প্রত্যেক নামাজের দ্বিতীয় রাকাতে আপনাকে তাশাহুদ তেলাওয়াত করতে হবে এবং এর সঙ্গে আপনাকে আত্তাহিয়াতু পাঠ করতে হবে।
- তাসবিহ পরা: প্রত্যেক দুই রাকাত পর পর আপনাকে মুসল্লিদের সঙ্গে তাসবীহ পাঠ করতে হবে।
- সালাম ফেরানো: নামাজ শেষ হলে ইমাম যখন সালাম ফিরাবে আপনাকে তখন তাকে অনুসরণ করে সালাম ফেরাতে হবে। প্রথমে ডানে সালাম ফেরাতে হবে এবং তারপর বামে সালাম ফিরাতে হবে।
আপনাকে এছাড়াও কিছু বিষয় খেয়াল রাখতে হবে। আপনাকে নামাজের সময় অবশ্যই মনোযোগী হতে হবে এবং মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনতে হবে। উচ্চস্বরে কোন কথা বলা যাবে না নামাজের সময় এবং আপনি ২০ রাকাত নামাজ আদায় করেন অথবা ৮ রাকাত নামাজ আদায় করেন আপনাকে সবসময় ইমামকে অনুসরণ করতে হবে।
ইমামের পিছনে তারাবির নামাজ আদায় করা খুবই সহজ একটি পদ্ধতি। তবে আপনাকে অবশ্যই নামাজের সময় মনোযোগী হতে হবে এবং ইমামকে অনুসরণ করা মাধ্যমে নামাজ আদায় করতে হবে।
তারাবির নামাজ কত রাকাত
তারাবির নামাজ কত রাকাত? তা হয়তো অনেকেই সঠিকভাবে জানেন না। তারাবির নামাজ সাধারণত ২০ রাকাত। তবে অধিকাংশ মানুষ তারাবির নামাজ ৮ রাকাত অথবা ১২ রাকাত আদায় করে থাকেন। বাংলাদেশ এর বেশির্ভাগ মানুষ ৮-১২ রাকাত নামাজ আদায় করে থাকেন। এবং আরো অনেক মানুশ রয়েছেন যারা ২০ রাকাত নামাজ আদায় করেন।
মহিলারা কি বাড়িতে তারাবির ইমামতি করতে পারবে?
মহিলারা কি বাড়িতে তারাবির ইমামতি করতে পারবে? উত্তর হচ্ছে হ্যাঁ। তবে বিষয়ে বিভিন্ন মতামত রয়েছে এবং মহিলারা যদি বাড়িতে একত্রে নামাজ আদায় করে তাহলে মহিলাদের মধ্যে কেউ একজন ইমামতি করতে পারবে।
মহিলাদের তারাবির কত রাকাত?
মহিলাদের তারাবির কত রাকাত? মহিলাদের তারাবির নামাজ পুরুষদের মত একই। ইসলামের রীতি রীতিনীতি অনুসারে তারাবির নামাজ সাধারণত ২০ রাকাত। তবে কিছু কিছু ক্ষেত্রে ৮ রাকাত অথবা 12 রাকাত নামাজ আদায় করতে দেখা যায়। কিছু কিছু এলাকায় ২০ রাকাত নামাজ আদায় করা হয় এবং কোনো জায়গায় ৮ রাকাত নামাজ আদায় করা হয়।
তারাবির নামাজে কি কি দোয়া পড়তে হয়?
তারাবির নামাজে কি কি দোয়া পড়তে হয়? তারাবির নামাজ অন্য সকল নামাজের মতই। তারাবির নামাজ রমজান মাসে এশার ওয়াক্তে আদায় করা হয়। তারাবির নামাজের জন্য বিশেষ কোনো দোয়া অথবা আমলের প্রয়োজন নেই। নিচে তারাবির নামাজে কি কি দোয়া পড়তে হয় তা বিস্তারিত আলোচনা করা হলো:
প্রথমে আপনাকে নামাজের নিয়ত করার পর সূরা ফাতিহা পড়তে হবে এবং এই সুরা নামাজের জন্য আবশ্যক। সূরা ফাতিহা পড়ার পর আপনাকে কোন একটি সূরা অথবা আয়াত তেলাওয়াত করতে হবে। আপনারা নিচের সুরা সুরা ফাতিহার পর তেলাওয়াত করতে পারবেন:
- সুরা ইখলাস
- সুরা ফালাক
- সুরা নাস
- সুরা আল-হাশর
- সুরা আল-বাকারাহ
তারপর নামাজের শেষ ওয়াক্তে আপনাকে বসে তাশাহুদ এবং আত্তাহিয়াতু পড়তে হবে। নামাজের মধ্যে এই দোয়া একটি গুরুত্বপূর্ণ দোয়া। এবং তাশাহুদ পাঠ করার পর আপনাকে দুরুদ পাঠ করতে হবে যা যা প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর উপর পাঠ করা হয়। এবং তারাবির নামাজ শেষে মুসল্লিরা আল্লাহর কাছে ইচ্ছামতো দোয়া পাঠ করে থাকেন।
নামাজ শেষে দোয়া করার জন্য নির্দিষ্ট কোন দোয়া নেই। আপনারা আপনার ইচ্ছামতো যে কোন সূরা তেলাওয়াত করতে পারবেন। তারাবি নামাজের সময় নির্দিষ্ট কোন দোয়া নেই। তবে আপনি আপনার ইচ্ছামতো যে কোন সময় যেকোনো দোয়া পড়তে পারবেন।
৪ রাকাত তারাবি পড়া যাবে কি?
৪ রাকাত তারাবি পড়া যাবে কি? অনেকেই এই প্রশ্ন গুগলে সার্চ করে থাকেন। চার রাকাত তারাবি পড়া যাবে কি উত্তর হচ্ছে হ্যাঁ। তবে এটা বিভিন্ন পরিস্থিতির উপরে নির্ভর করবে। তারাবির নামাজ সাধারণত ২০ রাকাত হয়ে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে অনেকেই ৮ রাকাত অথবা ১২ রাকাত আদায় করে থাকেন।
তারাবির নামাজ সাধারণত ২০ রাকাত। তবে অনেকেই ৮ রাকাত তারাবির নামাজ অথবা ১২ রাকাত নামাজ আদায় করে থাকেন। যদি আপনার নামাজের কোন অভ্যাস না থাকে তাহলে আপনি চার রাকাত তারাবির নামাজ পড়তে পারবেন। তাছাড়া যারা ইমামের সঙ্গে নামাজ আদায় করে না নিজের বাড়িতে নামাজ আদায় করেন তারা চার রাকাত পড়তে পারবেন।
১২টার পর তারাবির নামাজ পড়া যাবে কি?
১২টার পর তারাবির নামাজ পড়া যাবে কি? উত্তর হচ্ছে হ্যা। আপনারা তারাবির নামাজ এশার ওয়াক্ত থেকে শুরু করে ফজরের আজান পর্যন্ত যে কোন সময় আদায় করতে পারবেন। তারাবি নামাজের সময় শুরু হয় এশার আযানের পর থেকে এবং নামাজের ওয়াক্ত শেষ হয় ফজরের আযানের সময়। তাই আপনারা রাত বারোটার পরেও তারাবির নামাজ পড়তে পারবেন।
আমাদের ধর্মে রাতে তৃতীয় অংশে নামাজ আদায় করা খুবই মর্যাদা সম্পন্ন এবং গুরুত্বপূর্ণ। এ সময় আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আপনারা রাত বারোটার পরেও তারাবির নামাজ আদায় করতে পারবেন। রাত বারোটার পরে তারাবি নামাজ পড়া যাবে এটি সম্পূর্ণ বৈধ এবং ফজরের আজান পর্যন্ত এর সময় রয়েছে।
লেখকের শেষকথা: মহিলাদের তারাবির নামাজের নিয়ম কানুন
প্রিয় পাঠক আজকের পোস্টে আমরা বিস্তারিত আলচনা করার চেষ্টা করেছি মহিলাদের তারাবির নামাজের নিয়ম কানুন সম্পর্কে। আপনারা অনেকেই এই বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, তাই আজকের এই আলোচনা। তাছাড়া আজকে বিস্তারিত আলোচনা করা হয়েছে তারাবির নামাজ ৮ রাকাত পড়ার নিয়ম সম্পর্কে। পোস্ট টি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন ধন্যবাদ।
ইউনিকমিস্ট্রির নীতিমালা মেনে কমেন্ট করুন আমরা আপনাদের পজিটিভ কমেন্টের জন্য অপেক্ষা করছি
comment url