মেডিকেল রিপোর্ট চেক সৌদি

পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করার সহজ উপায়

মেডিকেল রিপোর্ট চেক সৌদি সম্পর্কে আপনারা অনেকেই জানি না। আপনারা যারা বাংলাদেশ থেকে সৌদি আরব যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন এবং ভিসা কার্য সম্পন্ন করার জন্য মেডিকেল রিপোর্ট চেক করতে দিয়েছেন অনেকেই। 

মেডিকেল-রিপোর্ট-চেক-সৌদি

তাই আপনারা যারা সৌদি আরব মেডিকেল রিপোর্ট চেক করতে চাচ্ছেন তারা আজকের এই পোস্ট টি পড়তে থাকুন। আমরা আজকে আলোচনা করবো মেডিকেল রিপোর্ট চেক সৌদি আরব সম্পর্কে। তাই বিস্তারিত জানার জন্য মেডিকেল রিপোর্ট চেক সৌদি পড়তে থাকুন। 

পেইজ সুচিপত্র: মেডিকেল রিপোর্ট চেক সৌদি

আপনারা যারা সৌদি মেডিকেল রিপোর্ট চেক করার জন্য জানতে চাচ্ছেন তারা অনেকেই ইতিমধ্যে মেডিকেল চেক করার জন্য কোনো মেডিকেল এ গিয়েছিলেন। আপনারা যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন তাদের অবশ্যই মেডিকেল রিপোর্ট পজিটিভ আসতে হবে। তা না হলে আপনারা দেশের বাইরে যাওয়ার জন্য কোনো অনুমতি পাবেন না। 

এই মেডিকেল পরীক্ষা করার কারণ হচ্ছে আপনি যে দেশে যেতে চাচ্ছেন সে দেশের সকল কাজ আপনাকে দিয়ে হবে কি না, অথবা আপনার কাজ করার সামর্থ্য রয়েছে কি না। তাই আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করবো সৌদি মেডিকেল রিপোর্ট চেক করার উপায় সম্পর্কে। তাই বিস্তারিত জানার জন্য পোস্ট টি পড়তে থাকুন। 
আপনারা যদি আমাদের দেশের বাইরে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই মেডিকেল  রিপোর্ট চেক সৌদি করতে হবে। আপনারা কনভাবেই মেডিকেল রিপোর্ট চেক ছাড়া বিদেশ যেতে পারবেন না। আপনাকে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি মেডিকেল চেক করার জন্য আপনাকে এই ওয়েবসাইট ভিজিট করতে হবে https://wafid.com/medical-status-search/। 

তারপর আপনাকে নির্বাচন করতে হবে আপনি কিসের সাহায্য নিয়ে মেডিকেল রিপোর্ট চেক করতে চান। এরপর আপনাকে  Passport অথবা Wafid Slip অপশনের যেকোনো একটা বাছাই করতে হবে। তারপর আপনাকে পাসপোর্ট নাম্বার অথবা ওয়াফিদ স্লিপ নম্বর লিখতে হবে। আপনি যদি আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করতে চান 

তাহলে আপনাকে জাতীয়তা বাংলাদেশী সিলেক্ট করতে হবে এবং অনুসন্ধান বাঁটন এ ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন  সৌদি মেডিকেল রিপোর্ট। এইভাবে আপনারা খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল এর সাহায্য নিয়ে চেক করতে পারবেন সৌদি মেডিকেল রিপোর্ট চেক। 

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি মেডিকেল চেক

মেডিকেল-রিপোর্ট-চেক-সৌদি
পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি মেডিকেল চেক করার উপায় সম্পর্কে আপনারা অনেকেই হয়তো জানেন না। তাই আপনারা যারা জানেন না পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি মেডিকেল চেক করার উপায় তারা আজকের পোস্ট মনোযোগ সহকারে পড়লে আপনারা খুব সহজেই জানতে পারবেন যে আপনার মেডিকেল রিপোর্ট ঠিক আছে কি না। 
আমরা আজকে আপনাদের ধাপে ধাপে বিস্তারিত জানাবো পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি মেডিকেল চেক
করার উপায় সম্পর্কে। আপনারা যখন আপনাদের পাসপোর্ট নাম্বার ব্যবহার করে সৌদি মেডিকেল চেক করবেন তাদের অবশ্যই জাতীয়তা বাংলাদেশ দিতে হবে। কিছুদিন আগে সৌদি মেডিকেল চেক করার জন্য v2.gcchmc.org ছিল আর বর্তমান সময়ে wafid এর মাধ্যমে চেক করা যাবে। 

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি মেডিকেল চেক 

  • ধাপ-১ : ভিজিট করুন এই ওয়েবসাইট : wafid.com/medical-status-search/
  • ধাপ-২: passport Number সিলেক্ট করুন
  • ধাপ-৩: পাসপোর্ট নাম্বার টাইপ করতে হবে
  • ধাপ-৪ : জাতীয়তা বাংলাদেশী দিতে হবে
  • ধাপ-৫: সকল কাজ শেষ হলে Check বাটনে ক্লিক করতে হবে
মেডিকেল-রিপোর্ট-চেক-সৌদি

Wafid স্লিপ নাম্বার দিয়ে সৌদি মেডিকেল চেক

Wafid স্লিপ নাম্বার দিয়ে সৌদি মেডিকেল চেক করার জন্য আপনাকে এই ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং সেখানে Wafid সিলেক্ট করতে হবে। Wafid সিলেক্ট করার পর আপনাকে সেখানে Wafid নাম্বার দিতে হবে এবং সকল কাজ শেষে Check বাটনে ক্লিক করার পর আপনারা আপনাদের সৌদি মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন। 
মেডিকেল-রিপোর্ট-চেক-সৌদি

  • ধাপ-১ : এই ওয়েবসাইট ভিজিট করুন : wafid.com/medical-status-search/
  • ধাপ-২: আপনার সামনে দুই অপশন আসবে। passport number এবং Wafid Slip অপ্শন দেওয়া হবে সেখান থেকে আপনাকে Wafid Slip সিলেক্ট করতে হবে। 
  • ধাপ-৩: ওয়াফিদ স্লিপ নাম্বার বসাতে হবে
  • ধাপ-৪: সকল কাজ শেষ হওয়ার পর Check বাটনে ক্লিক করুন। 

যেসব কারণে মেডিকেল রিপোর্ট UNFIT হয়

যেসব কারণে মেডিকেল রিপোর্ট UNFIT হয় আপনারা অনেকেই জানেন না। আমাদের শরিরে বিভিন্ন রোগ দেখা দিলে আমাদের মেডিকেল রিপোর্ট UNFIT হওয়ার সম্ভাবনা রয়েছে। নিচে আপনাদের জানানো হল কোন কোন রোগ এর আক্রমণ দেখা দিলে আপনার মেডিকেল রিপোর্ট UNFIT হতে পারে। রোগ গুলো হচ্ছে: 
  • হৃদরোগ
  • উচ্চ রক্তচাপ
  • ডায়াবেটিস
  • ক্যান্সার
  • এইচআইভি
  • অ্যাজমা
  • এলার্জি 
আপনার শরিরে যদি এসব রোগ দেখা দেয় তাহলে আপনার মেডিকেল রিপোর্ট UNFIT হতে পারে। এজন্য আপনার যদি এসব রোগ দেখা দেয় তাহলে কিছুদিন আপেক্ষা করার পর আবার মেডিকেল করতে পারেন। আশা করা যায়, আপনারা যদি সুস্থ হওয়ার পর আবার মেডিকেল করেন তাহলে আপনার রিপোর্ট ফিট আসতে পারে। 

শেষকথা : মেডিকেল রিপোর্ট চেক সৌদি

প্রিয় পাঠক আজকের পোস্ট এ আমরা আপনাদের জানিয়েছি মেডিকেল রিপোর্ট চেক সৌদি করার উপায় সম্পর্কে। আশা করা যায়, আজকের পোস্ট আপনাদের উপকারে আসবে। যদি পোস্ট ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইউনিকমিস্ট্রির নীতিমালা মেনে কমেন্ট করুন আমরা আপনাদের পজিটিভ কমেন্টের জন্য অপেক্ষা করছি

comment url