ঢাকা টু কুমিল্লা ট্রেন এবং বাসের সময়সূচী এবং ভাড়া
ঢাকা টু কুমিল্লা ট্রেনের সময়সূচী সম্পর্কে জানার জন্য আপনারা অনেকেই প্রতিনিয়ত গুগলে সার্চ করে থাকেন। আপনারা অনেকে ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত যাতায়াত করার জন্য ট্রেন ব্যবহার করে থাকেন।
ট্রেন সবচেয়ে কম খরচে যাতায়াত করার সুযোগ করে দেয়। আপনারা যারা কম খরচে যাতায়াত করতে চান এবং আরামদায়ক ভ্রমন করতে চান তাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে ট্রেন। তাই আপনারা যারা ঢাকা থেকে কুমিল্লা ট্রেনের মাধ্যমে চলাচল করতে আগ্রহী। তাদের ক্ষেত্রে অবশ্যই ঢাকা টু কুমিল্লা ট্রেনের সময়সূচী এবং ভাড়া সম্পর্কে জানা প্রয়োজন।
পেইজ সুচিপত্র: ঢাকা টু কুমিল্লা ট্রেনের সময়সূচী এবং ভাড়া
- ঢাকা টু কুমিল্লা রুটে যেসব ট্রেন চলাচল করে
- ঢাকা টু কুমিল্লা ট্রেনের সময়সূচী ২০২৫
- ঢাকা টু কুমিল্লা ট্রেন ভাড়া ২০২৫
- ঢাকা টু কুমিল্লার দূরত্ব কত কিলোমিটার
- ঢাকা টু কুমিল্লা ট্রেন বিরতি স্টেশন
- ঢাকা টু কুমিল্লা ট্রেনের মাধ্যমে যেতে কত সময় লাগে
- অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকেট কাটার নিয়ম
- ঢাকা টু কুমিল্লা বাসের সময়সুচি এবং ভাড়া
- ঢাকা টু কুমিল্লা বাস কাউন্টার নাম্বার
- শেষমন্তব্য: ঢাকা টু কুমিল্লা ট্রেনের সময়সূচী
ঢাকা টু কুমিল্লা রুটে যেসব ট্রেন চলাচল করে
ঢাকা টু কুমিল্লা রুটে যেসব ট্রেন চলাচল করে সে সম্পর্কে জানা আমাদের জন্য
খুবই গুরুত্বপূর্ণ।কেননা আমরা যারা ঢাকা থেকে কুমিল্লা ট্রেনের মাধ্যমে
চলাচল করতে চান তাদের ক্ষেত্রে অবশ্যই জানা জরুরী যে ঢাকা থেকে
কুমিল্লা রুটে কোন ট্রেনগুলো চলাচল করে। আর আপনি যদি না
জানেন, ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার জন্য কোন ট্রেনগুলো চলাচল করে
তাহলে আপনি বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে পারেন। কারণ আপনি
আসলে জানেন না ঢাকা থাকে কুমিল্লা যাওয়ার জন্য কোন ট্রেন গুলো চলাচল
করে। আপনারা যারা জানেন না ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে কোন
ট্রেনগুলো চলাচল করে থাকে তাদের জন্য এই পোস্ট। ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার
উদ্দেশ্যে প্রতিদিন প্রায় নয়টি টেন চলাচল করে।
- মহানগর প্রভাতি এক্সপ্রেস আন্তঃনগর
- উপকূল এক্সপ্রেস
- মহানগর এক্সপ্রেস আন্তঃনগর
- তূর্ণা এক্সপ্রেস আন্তঃনগর
- ঢাকা মেইল
- কর্ণফুলী এক্সপ্রেস মেইল
- ঢাকা এক্সপ্রেস মেইল
- চট্রলা এক্সপ্রেস মেইল
- কুমিল্লা কমিউটার
টাকা থেকে কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে প্রতিনিয়ত এ নয়টি ট্রেন চলাচল করে
থাকে। তাই আপনারা যারা, ঢাকা থেকে কুমিল্লা ট্রেনের মাধ্যমে যাতায়াত
করতে ইচ্ছুক তারা এই নয়টি ট্রেনের মাধ্যমে ঢাকা থেকে কুমিল্লা খুব সহজে
যাতায়াত করতে পারবেন।
ঢাকা টু কুমিল্লা ট্রেনের সময়সূচী ২০২৫
ঢাকা টু কুমিল্লা ট্রেনের সময়সূচী ২০২৫ সম্পর্কে আমরা এখন বিস্তারিত আলোচনা
করব। আপনারা যারা ঢাকা থেকে কুমিল্লা ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে
ইচ্ছুক তাদের ক্ষেত্রে, অবশ্যই ঢাকা টু কুমিল্লা ট্রেনের
সময়সূচী সম্পর্কে জানা প্রয়োজন। কেননা আপনি যদি ঢাকা থেকে
কুমিল্লা যাওয়ার ট্রেনের সময়সূচী সম্পর্কে না জানেন তাহলে আপনার ট্রেন
মিস করার সম্ভাবনা রয়েছে।
এছাড়াও, ট্রেনের সময়সূচী সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ একটি
বিষয়। আপনারা যদি ট্রেনের সময়সূচী সম্পর্কে সঠিক ধারণা না রাখেন তাহলে
আপনাকে অযথা স্টেশনে গিয়ে বসে থাকতে হবে। অথবা এমনও হতে পারে আপনি সঠিক
সময়ে ট্রেনটি ধরতে পারলেন না। তাই ঢাকা থেকে কুমিল্লা ট্রেনের সময়সূচী
সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ।
ক্রমিক নাম্বার | ট্রেনের নামের তালিকা | ট্রেন ছাড়ার সময় | ট্রেন পৌঁছানোর সময় | ছুটির দিন |
---|---|---|---|---|
০১ | উপকূল এক্সপ্রেস | বিকাল ৩ঃ২০ মিনিটে | সন্ধ্যা ৭ঃ০১ মিনিটে | বুধবার |
০২ | কুমিল্লা কমিউটার | সকাল ৬ঃ১০ মিনিটে | দুপুর ১২ঃ৫৫ মিনিটে | মঙ্গলবার |
০৩ | চট্রলা এক্সপ্রেস মেইল | দুপুর ১ঃ০০ টা | বিকাল ৫ঃ০৫ মিনিটে | মঙ্গলবার |
০৪ | ঢাকা এক্সপ্রেস মেইল | রাত ১১ঃ৩৩ মিনিটে | সকাল ৬ঃ৪০ মিনিটে | নাই |
০৫ | কর্ণফুলী এক্সপ্রেস মেইল | দুপুর ১ঃ৩০ মিনিটে | সন্ধ্যা ৭ঃ৪৫ মিনিটে | নাই |
০৬ | ঢাকা মেইল | রাত ১ঃ৩০ মিনিটে | সকাল ৬ঃ৫৫ মিনিটে | নাই |
০৭ | তূর্ণা এক্সপ্রেস আন্তঃনগর | রাত ১১ঃ৩০ মিনিটে | রাত ৩ঃ২০ মিনিটে | বুধবার |
০৮ | মহানগর এক্সপ্রেস আন্তঃনগর | রাত ৯ঃ২০ মিনিটে | রাত ১ঃ৪৭ মিনিটে | রবিবার |
০৯ | মহানগর প্রভাতি এক্সপ্রেস আন্তঃনগর | সকাল ৭ঃ৪৫ মিনিটে | বেলা ১১ঃ০১ মিনিটে | নাই |
ঢাকা টু কুমিল্লা ট্রেন ভাড়া ২০২৫
ঢাকা টু কুমিল্লা ট্রেন ভাড়া ২০২৫ সম্পর্কে আমরা অনেকেই সঠিক ধারণা রাখে
না। আপনারা যারা ঢাকা থেকে কুমিল্লা ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে
চান তাদের ক্ষেত্রে অবশ্যই ঢাকা টু কুমিল্লা ট্রেন ভাড়া সম্পর্কে জানা
গুরুত্বপূর্ণ। কেননা আপনি যদি ট্রেন ভাড়া সম্পর্কে সঠিক ধারণা না
রাখেন তাহলে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
কেননা আপনি যদি ট্রেন ভাড়া সম্পর্কে সঠিক ধারণা রাখেন তাহলে বিভিন্ন সময়ে
বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণার সম্ভাবনা থেকে যায়। তাই আপনারা
যারা প্রতারণা থেকে বাঁচতে চান তাদের ক্ষেত্রে অবশ্যই ঢাকা টু
কুমিল্লা ট্রেন ভাড়া সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। নিচে ঢাকা
থেকে কুমিল্লা ট্রেন ভাড়া সম্পর্কে আলোচনা করা হলো:
ক্রমিক নাম্বার | আসন বিভাগ | টিকিটের মূল্য |
---|---|---|
০১ | শোভন চেয়ার | ২২৫ টাকা |
০২ | প্রথম আসন | ৩৪৫ টাকা |
০৩ | প্রথম বার্থ | ৫১৮ টাকা |
০৪ | স্নিগ্ধা | ৪৩৫ টাকা |
০৫ | এসি | ৫১৮ টাকা |
০৬ | এসি বার্থ | ৭৭৭ টাকা |
ঢাকা টু কুমিল্লার দূরত্ব কত কিলোমিটার
ঢাকা টু কুমিল্লার দূরত্ব কত কিলোমিটার সে সম্পর্কে আপনারা অনেকেই
জানার জন্য প্রতিনিয়ত গুগলে সার্চ করে থাকেন। আপনারা যারা ঢাকা
থেকে কুমিল্লা ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে চান তাদের ক্ষেত্রে অবশ্যই
টাকা টু কুমিল্লার দূরত্ব সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ। ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব
প্রায় ১০৬.৭ কিলোমিটার।
ঢাকা টু কুমিল্লা ট্রেন বিরতি স্টেশন
ঢাকা টু কুমিল্লা ট্রেন বিরতি স্টেশন সম্পর্কে জানার জন্য আপনারা অনেকেই গুগলে সার্চ করে থাকেন।ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার সময় প্রায় পাঁচটি স্টেশনে ট্রেন বিরতি দেওয়া হয়ে থাকে। নিচের স্টেশনগুলোতে সাধারণত ট্রেন বিরতি দেওয়া হয়:- ঢাকা
- রাজশাহী
- ময়মনসিংহ
- নরসিংদী
- কুমিল্লা
ঢাকা টু কুমিল্লা ট্রেনের মাধ্যমে যেতে কত সময় লাগে
ঢাকা টু কুমিল্লা ট্রেনের মাধ্যমে যেতে কত সময় লাগে আপনারা অনেকেই জানার জন্য গুগলে সার্চ করে থাকেন। আমরা যারা ঢাকা থেকে কুমিল্লা ট্রেনের মাধ্যমে চলাচল করতে চাই তাদের ক্ষেত্রে অবশ্যই সময় সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ। ঢাকা থেকে কুমিল্লা যেতে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগে।অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকেট কাটার নিয়ম
অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকেট কাটার নিয়ম সম্পর্কে জানার জন্য আপনারা অনেকে প্রতিনিয়ত গুগলে সার্চ করে থাকেন। আপনারা যারা অনলাইনে মাধ্যমে ট্রেনের টিকিট কাটার নিয়ম সম্পর্কে জানেন না তাদের জন্য এই পোস্ট। এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ার মাধ্যমে আপনি মাত্র দুই মিনিটে হাতে থাকা মোবাইলের সাহায্যে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকিট কাটার জন্য নিচের দেখানো ধাপগুলো অনুসরন
করুন:
- ধাপ-১: এই ওয়েবসাইট ভিজিট করুন। Bangladesh Railway E-Ticketing Service
- ধাপ-২: আপনার যদি আগে থেকেই অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে লগইন করুন। আর যদি একাউন্ট না থাকে তাহলে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন।
- ধাপ-৩: রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর আপনার মোবাইল নম্বর, এন আই ডি নম্বর এবং আপনার জন্ম তারিখ দিয়ে , ভেরিফাই অপশনে ক্লিক করুন।
- ধাপ-৪: ভেরিফাই অপশনে ক্লিক করার পর পাসওয়ার্ড দিয়ে আইডি খোলা সম্পূর্ণ করে নিন।
- ধাপ-৫: তারপর আপনি from এর জায়গায় আপনি যে জায়গা থেকে ট্রেনে উঠবেন সে জায়গা সিলেক্ট করুন।
- ধাপ-৬: Date of Journey এর জায়গায় আপনার যাতায়াতের তারিখ ঠিক করুন।
- ধাপ-৭: Choose Class থেকে আপনার সিট এর ধরন নির্বাচন করুন।
- ধাপ-৮: তারপর আপনার সামনে পেমেন্ট অপশন চলে আসবে। সেখান থেকে আপনি আপনার ইচ্ছামতো বিকাশ, নগদ, রকেট, ডাচ বাংলা ব্যাংক ইত্যাদির মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন।
- ধাপ-৯: পেমেন্ট সম্পূর্ণ পরিশোধ করার পর আপনার টিকিট অটোমেটিক ডাউনলোড হতে শুরু করবে।
এভাবে আপনারা খুব সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে মাত্র দুই
মিনিটে ট্রেনের টিকেট কাটতে পারবেন।
ঢাকা টু কুমিল্লা বাসের সময়সুচি এবং ভাড়া
ঢাকা টু কুমিল্লা বাসের সময়সুচি এবং ভাড়া সম্পর্কে আপনারা অনেকেই জানেন
না। তাই আপনারা প্রতিনিয়ত ঢাকা টু কুমিল্লা বাস
কাউন্টার সম্পর্কে জানার জন্য গুগলে সার্চ করে থাকেন। তাই
আপনাদের সুবিধার জন্য আমরা এখন আলোচনা করব ঢাকা থেকে কুমিল্লা কোন বাস
গুলো চলাচল করে, বাসের সময়সূচী এবং বাস ভাড়া
সম্পর্কে। বিস্তারিত জানতে পোস্টে মনোযোগ সহকারে পড়তে থাকুন।
ঢাকা টু কুমিল্লা সকালের বাসের তালিকা:
ক্রমিক নাম্বার | বাসের তালিকা | বাস ছাড়ার সময় | বাস পৌঁছানোর সময় | বাস ভাড়া |
---|---|---|---|---|
০১ | বিআরটিসি | স্কাল ৫ টা ১০ মিনিট | সকাল ৮ টা ১০ মিনিট | ৪০০ টাকা |
০২ | তৃষা পরিবহন | সকাল ৫ টা ৩০ মিনিট | সকাল ৮ টা ৩০ মিনিট | ৩৫০ টাকা |
০৩ | এশিয়া লাইন | স্কাল ৬ টা ১০ মিনিট | সকাল ৯ টা ১০মিনিট | ৩৫০ টাকা |
০৪ | রয়েল কোচ | সকাল ৬ টা ৪৫ মিনিট | সকাল ৯ টা ৪৫ মিনিট | ৩৫০ টাকা |
০৫ | প্রিন্স বাস সার্ভিস | সকাল ৭ টা ১০ মিনিট | সকাল ১০ টা ১০ মিনিট | ৩৫০ টাকা |
ঢাকা টু কুমিল্লা দুপুরের বাসের তালিকা:
ক্রমিক নাম্বার | বাসের তালিকা | বাস ছাড়ার সময় | বাস পৌঁছানোর সময় | বাস ভাড়া |
---|---|---|---|---|
০১ | বিআরটিসি | দুপুর ১২:১০ মিনিটে | দুপুর ৩:১০ মিনিটে | ৪০০ টাকা |
০২ | তৃষা পরিবহন | দুপুর ১২:৩০ মিনিটে | দুপুর ৩:৩০ মিনিটে | ৩৫০ টাকা |
০৩ | এশিয়া লাইন | দুপুর ১:১০ মিনিটে | বিকেল ৪:১০ মিনিটে | ৩৫০ টাকা |
০৪ | রয়েল কোচ | দুপুর ১:৪৫ মিনিটে | বিকেল ৪:৪৫ মিনিটে | ৩৫০ টাকা |
০৫ | প্রিন্স বাস সার্ভিস | দুপুর ৩:১০ মিনিটে | বিকেল ৬:১০ মিনিটে | ৩৫০ টাকা |
ঢাকা টু কুমিল্লা বিকালের বাসের তালিকা:
ক্রমিক নাম্বার | বাসের তালিকা | বাস ছাড়ার সময় | বাস পৌঁছানোর সময় | বাস ভাড়া |
---|---|---|---|---|
০১ | তৃষা পরিবহন | বিকেল ৩:৪৫ মিনিটে | সন্ধ্যা ৬:৪৫ মিনিটে | ৩৫০ টাকা |
০২ | এশিয়া ট্রান্সপোর্ট | বিকেল ৫:১০ মিনিটে | রাত ৮:১০ মিনিটে | ৩৫০ টাকা |
ঢাকা টু কুমিল্লা বাস কাউন্টার নাম্বার
ঢাকা টু কুমিল্লা বাস কাউন্টার নাম্বার:
- কুমিল্লা বাস স্ট্যান্ড: ০১৭৫৯৯৫৩১৫৪
- কুমিল্লা ক্যান্টনমেন্ট: ০১৯১৭৪২৮৬০০
- ঢাকা বাস স্ট্যান্ড: ০১৭৭০৪৯৩৭৭৫
বিভিন্ন পরিবহণ এর সাথে যোগাযোগ করার উপায়:
- বিআরটিসি: ০১৭১৩৫৭৭৭৭৭
- তৃষা পরিবহন: ০১৭১৩৫৭৭৭৭৮
- এশিয়া লাইন: ০১৭১৩৫৭৭৭৭৯
- রয়েল কোচ: ০১৭১৩৫৭৭৭৮০
- প্রিন্স বাস সার্ভিস: ০১৭১৩৫৭৭৭৮১
শেষমন্তব্য: ঢাকা টু কুমিল্লা ট্রেনের সময়সূচী
প্রিয় পাঠক আজকের পোস্ট এর মাধ্যমে আমরা আপনাদের সাথে আলোচনা
করেছি ঢাকা টু কুমিল্লা ট্রেনের সময়সূচী এবং ভাড়া সহ আরো আলোচনা করা
হয়েছে ঢাকা টু কুমিল্লা ট্রেন এবং বাসের সময়সূচী এবং ভাড়া সম্পর্কে।
আশা করা যায়, পোস্ট আপনাদের উপকারে আসবে।
ইউনিকমিস্ট্রির নীতিমালা মেনে কমেন্ট করুন আমরা আপনাদের পজিটিভ কমেন্টের জন্য অপেক্ষা করছি
comment url