সৌদি আরবের আকামা চেক করার সহজ উপায় ২০২৫
সৌদি আরবের আকামা চেক করার নিয়ম ২০২৫ সম্পর্কে জানার জন্য আপনারা অনেকেই প্রতিনিয়ত গুগলে সার্চ করে থাকেন। কেননা, আপনারা যারা সৌদি আরবে বিভিন্ন কাজে নিযুক্ত রয়েছেন তাদের জন্য আকামা খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট।
আকামা এই ডকুমেন্ট আপনার অবস্থান নিশ্চিত করে এবং আইনগতভাবে এই ডকুমেন্ট আপনাকে সরকারিভাবে সৌদি আরবে বসবাসের অনুমতি দিয়ে থাকে। আপনারা যারা সৌদি আরবে কাজের জন্য অথবা বসবাস করতে যাবেন সেক্ষেত্রে আপনার অবশ্যই আকামা এই কাগজটি প্রয়োজন হবে। তাই সৌদি আরবে আকামা খরচ কত ২০২৫ সম্পর্কে জানতে পোস্ট পড়তে থাকুন।
পেইজ সুচিপত্র: সৌদি আরবের আকামা চেক করার নিয়ম ২০২৫
আকামা কি
আকামা কি সে সম্পর্কে আপনার অনেকেই সঠিক ধারণা রাখেন না। সৌদি আরব হচ্ছে
বর্তমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং সাংস্কৃতিক একটি
কেন্দ্র। এবং এই আকামা হচ্ছে সৌদি আরবে বসবাসরত নাগরিকদের জন্য একটি
গুরুত্বপূর্ণ সনদপত্র। আকামা এ ডকুমেন্ট আপনার সৌদি আরবে অবস্থান
এবং আইনগতভাবে সৌদি আরবে বসবাসের অনুমতি প্রদান করে।
এটি এমন একটি আইডি কার্ড যা শুধুমাত্র সৌদি আরবে বসবাসরত বিদেশী নাগরিকদের
প্রদান করা হয়। এটি সাধারণত বিদেশী নাগরিকদের কার্যক্রম এবং অবস্থানকে
নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।এছাড়াও এটি সৌদি আরবে বসবাসরত বিদেশি নায়কদের
কাজের অনুমতি প্রদান করে। এটি সৌদি আরবে বসবাসরত নাগরিকদের পরিচয়
এবং পেশাগত স্থিতি নিশ্চিত করতে ব্যবহার করা হয়।
এটি এমন একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যা আপনাকে সৌদি আরবে কাজ করার জন্য এবং
বসবাস করার জন্য অনুমতি প্রদান করে থাকে। আপনার যদি আকামা না করা
থাকে তাহলে আপনি সৌদি আরবে কাজ করার এবং বসবাস করার অনুমতি পাবেন না। সে
ক্ষেত্রে আপনার অবশ্যই সৌদি আরবের আকামা চেক করার নিয়ম এবং সৌদি আরবে
আকামা খরচ কত সে সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ।
সৌদি আরবে আকামা খরচ কত ২০২৫
সৌদি আরবে আকামা খরচ কত ২০২৫ সম্পর্কে জানতে অনেকেই প্রতিনিয়ত গুগলে সার্চ
করে থাকেন। আপনারা যারা সৌদি আরবে কাজ করার উদ্দেশ্যে যেতে চাচ্ছেন
তাদের অবশ্যই সৌদি আরবের আকামা খরচ সম্পর্কে জানা খুবই
গুরুত্বপূর্ণ। কেননা আপনার যদি আকামা না করা থাকে তাহলে আপনি সৌদি
আরবে কাজ করার অনুমতি পাবেন না।
তাই আপনারা যারা সৌদি আরবে কাজের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই
পোস্টের মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করব সৌদি আরবে আকামা খরচ কত 2025 এবং সৌদি
আরবের আকামা চেক করার নতুন নিয়ম সম্পর্কে। বিস্তারিত জানার জন্য এই পোস্ট
মনোযোগ সহকারে পড়তে থাকুন।
সৌদি আরবের আকামা সাধারণত তিন প্রকারের হয়ে থাকে। এবং এগুলোর
ধরন অনুযায়ী আকামা খরচ পরিবর্তন হয়ে থাকে। নিচে তিন প্রকারের আকামা
সম্পর্কে জানানো হলো:
- কর্মচারী আকামা
- বিশেষ আকামা
- পারিবারিক আকামা
কর্মচারী আকামা
- কর্মচারী আকামা প্রদান করা হয় যারা সৌদি আরবে কাজ করার উদ্দেশ্যে যেতে চান তাদের ক্ষেত্রে। যারা সৌদি আরবে বিভিন্ন কাজে নিযুক্ত হন এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কোম্পানিতে কাজ করেন তাদের ক্ষেত্রে এই কর্মচারী আকামা প্রদান করা হয়। এটি সাধারণত নিয়োগ কর্তা এবং কর্মীর মধ্যে একটি আইনি চুক্তি হিসেবে ব্যবহৃত হয়।
- কর্মচারী আকামার ক্ষেত্রে ৫০০-৮০০ রিয়াল আকামা করতে খরচ হয়ে থাকে।
বিশেষ আকামা
- বিশেষ আকামা প্রদান করা হয় যারা সৌদি আরবে ব্যবসা, শিক্ষা অথবা অন্যান্য উদ্দেশ্যে সৌদি আরবের অবস্থান করেন তাদের ক্ষেত্রে এই বিশেষ আকামা প্রদান করা হয়। এ আকামা প্রদান করা হয়ে থাকে বিভিন্ন কোম্পানি এবং প্রতিষ্ঠানের মাধ্যমে।
- বিশেষ আকামার ক্ষেত্রে ৮০০-১৫০০ রিয়াল খরচ হতে পারে।
পারিবারিক আকামা
- পারিবারিক আকামা তাদের ক্ষেত্রে প্রদান করা হয় যারা সৌদি আরবে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত রয়েছেন তাদের পরিবারের সদস্যদের জন্য। এই পারিবারিক আকামার মাধ্যমে সৌদি আরবে কর্মরত সদস্যর পরিবারের লোকজন সৌদি আরবে বসবাস করতে পারবেন।
-
পারিবারিক আকামার জন্য খরচ হতে পারে প্রায় ১০০০ রিয়াল।
ক্রমিক নাম্বার | আকামা এর ধরণ | খরচ |
---|---|---|
1 | কর্মচারী আকামা | ৫০০-৮০০ রিয়াল |
2 | বিশেষ আকামা | ৮০০-১৫০০ রিয়াল |
3 | পারিবারিক আকামা | প্রায় ১০০০ রিয়াল |
আকামা করতে কত টাকা লাগে
আকামা করতে কত টাকা লাগে সে সম্পর্কে জানতে আপনার অনেকেই প্রতিনিয়ত গুগলে
সার্চ করে থাকেন। আকামা সাধারণত তিন ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে
কর্মচারী আকামা যা করতে খরচ হয়ে থাকে সৌদি আরবের ৫০০ থেকে ৮০০ রিয়াল
পর্যন্ত। যা বাংলাদেশি টাকায় প্রায় ১৬ হাজার টাকা থেকে ২৫ হাজার
টাকা।
এছাড়াও রয়েছে বিশেষ আকামা যা সাধারণত প্রদান করা হয় যারা সৌদি
আরবে বিজনেস করেন অথবা পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে। এই বিশেষ আকামা করতে
প্রায় ৮০০থেকে ১৫০০ রিয়াল পর্যন্ত খরচা হয়ে থাকে।যা বাংলাদেশি টাকায়
২৫-৫০ হাজার টাকা। এছাড়াও রয়েছে পারিবারিক আকামা যা শুধুমাত্র সৌদি আরবে
কর্মরত নাগরিকদের পরিবারের সদস্যদের ক্ষেত্রে প্রদান করা হয়।
সৌদি আরবের পারিবারিক আকামা করতে প্রায় ১০০০ রিয়াল খরচা হয়ে থাকে। যা
বাংলাদেশী টাকায় প্রায় ৩২ হাজার টাকা। তাছাড়া, সৌদি আরবের এসব
আকামার খরচ প্রতিনিয়ত পরিবর্তন হয়ে থাকে। তাই আকামার সঠিক খরচ
সম্পর্কে জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
সৌদি আরবের আকামা চেক করার নিয়ম ২০২৫
সৌদি আরবের আকামা চেক করার নিয়ম ২০২৫ সম্পর্কে জানা আমাদের সৌদি আরব
প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা আপনারা যারা সৌদি আরবে
আইনগতভাবে কাজ করার অনুমতি অথবা বসবাসের অনুমতি চান তাদের ক্ষেত্রে
অবশ্যই আকামা করতে হবে। আর আকামা করলে অবশ্যই সৌদি আরবের আকামা চেক
করার নিয়ম ২০২৫ সম্পর্কে জানতে হবে।
সৌদি আরবের আকামা চেক করার জন্য আপনারা সৌদি আরব সরকারের বিভিন্ন ওয়েবসাইট
পাবেন যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজে আকামা চেক করতে পারবেন। এ পোস্ট মনোযোগ
সহকারে পড়ার মাধ্যমে আপনি খুব সহজে সৌদি আরবের আকামা চেক করতে
পারবেন। তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সৌদি আরবের আকামা
চেক করার নিয়ম ২০২৫ সম্পর্কে।
Iqama Status Check ওয়েবসাইট ব্যবহার করে:
- সর্বপ্রথম আপনাকে এই লিংকে ক্লিক করতে হবে।
- তারপর আপনার পাসপোর্ট নাম্বার, রেসিডেন্ট নাম্বার, বর্ডার নাম্বার, জাতীয়তা এবং ভেরিফিকেশন কোড বসাতে হবে।
- এভাবেই খুব সহজেই আকামা চেক করতে পারবেন।
Absher পোর্টাল ব্যবহার করে আকামা চেক:
- প্রথমে এই Absher ওয়েবসাইট এ প্রবেশ করুন
- তারপর লগ ইন করুন
- লগ ইন সম্পন্ন হওয়াড় পড়ে আকামার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারবেন।
পাসপোর্ট অফিসের ওয়েবসাইট ব্যবহার করে আকামা চেক:
পাসপোর্ট অফিসের ওয়েবসাইট ব্যবহার করে খুব সহজেই আকামা চেক করতে পারবেন। এজন্য-
- এই ওয়েবসাইট এ প্রবেশ করুন
- তারপর আকামার নম্বর এবং ব্যক্তিগত তথ্য ব্যবহার করুন
- এবং আকামার বর্তমান অবস্থা চেক করুন।
মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে আকামা চেক :
- মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে আকামা চেক করার জন্য আপনাকে এই Absher মোবাইল অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন এবং সেখান থেকে খুব সহজেই আকামা চেক করতে পারবেন।
ফোনের মাধ্যমে আকামা চেক করুন:
- ফোনের মাধ্যমে আপনারা খুব সহজে ই আকামা চেক করতে পারবেন। এজন্য আপনাকে অফিসিয়াল ফোন নম্বরে কল করতে হবে এবং তাদের থেকে আপনার আকামা সম্পর্কে জানতে পারবেন।
আকামা কিভাবে করতে হয়
আকামা কিভাবে করতে হয় সে সম্পর্কে আপনারা অনেকে ই জানেন না। আকামা
সৌদি আরবের বিদেশী নাগরিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য একটি
আইডেন্টিটি কার্ড। যা সৌদি আরবে বিদেশি নাগরিকদের বসবাস এবং কাজের
অনুমতি প্রদান করে। তাই আপনারা যদি সৌদি আরবের আকামা পেতে চান তাহলে
আপনাকে সর্বপ্রথম
সৌদি আরবের ভিসা পেতে হবে। এবং একটি বৈধ ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশ করতে
হবে। আপনি যখন সৌদি আরবে প্রবেশ করবেন তখন আপনাকে আকামা প্রদান করতে
হবে। আকামা পাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে একটি বৈধ
পাসপোর্ট, কর্মসংস্থানের চুক্তি, স্বাস্থ্য পরীক্ষা রিপোর্ট এবং
আপনার ছবি।
এ সকল তথ্য সঠিকভাবে পূরণ করলেই আপনার নিয়োগকর্তা আপনাকে আকামা আবেদন পত্র জমা
দিবে। এটি সম্পন্ন হওয়ার পর আপনি আকামা পেয়ে যাবেন। এভাবে খুব
সহজেই কিছু ধাপ সম্পন্ন করার পর আপনি আকামা হাতে পাবেন।
আকামার মেয়াদ শেষ হলে করণীয় কী?
আকামা মেয়াদ শেষ হলে করণীয় কী? সে সম্পর্কে আমরা অনেকেই বুঝে উঠতে পারি
না। আপনার আকামার মেয়াদ যদি শেষ হয়ে থাকে তাহলে আপনার
নিয়োগকর্তা বা কোম্পানির মানবসম্পদ (HR) বিভাগে যোগাযোগ করতে হবে। তাছাড়া
আপনার যদি কোন কফিল থেকে থাকে তাহলে তার সাথে যোগাযোগ করুন।
আকামাতে হুরুব থাকার মানে কি?
- আকামাতে হুরুব থাকার মানে হচ্ছে কর্মীটি পলাতক রয়েছে।
লেখক এর শেষ মন্তব্য: সৌদি আরবের আকামা চেক করার নিয়ম ২০২৫
প্রিয় পাঠক আজকের পোস্টটার মাধ্যমে বিস্তারিত আলোচনা করেছি সৌদি আরবের আকামা
চেক করার নিয়ম ২০২৫ সম্পর্কে। এছাড়াও বিস্তারিত আলোচনা করা হয়েছে আকামা
করতে কত টাকা লাগে সে সম্পর্কে। আশা করা যায় এই পোস্ট আপনাদের উপকারে
আসবে যদি পোস্ট ভাল লাগে তাহলে অবশ্যই কমেন্ট করুন।
ইউনিকমিস্ট্রির নীতিমালা মেনে কমেন্ট করুন আমরা আপনাদের পজিটিভ কমেন্টের জন্য অপেক্ষা করছি
comment url