কম্পিউটার স্লো হলে কী করতে হবে? — সহজ সমাধান
কম্পিউটার হ্যাং করলে কী করবেন?
কম্পিউটার স্লো হলে কী করতে হবে? জানুন ১০টি কার্যকরী উপায় আমাদের প্রতিদিনের কাজে প্রায় সময় আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপ প্রয়োজন হয়ে থাকে। তাই আমাদের কম্পিউটার যদি স্লো হয়ে যায় তাহলে সেটি আমাদের কাজের গতিতে বাধা সৃষ্টি করে। তাই আপনার যদি মনে হয় যে আপনার কম্পিউটার আগের তুলনায় অনেক স্লো হয়ে গেছে
তাহলে আপনি কিছু সহজ পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে আপনার কম্পিউটার অনেক দ্রুত করতে পারবেন। সাধারণত কম্পিউটার স্লো হওয়ার অন্যতম কারণ হচ্ছে একসাথে একাধিক প্রোগাম চালু থাকা। যখন আপনি একসাথে একাধিক প্রোগাম চালাতে শুরু করবেন তখন থেকে আপনার কম্পিউটার স্লো হতে পারে। তাহলে চলুন জেনে নেই কম্পিউটার স্লো হলে কী করতে হবে এবং কম্পিউটার স্লো কারণ এবং সমাধান।
পেইজ সুচিপত্র: কম্পিউটার স্লো হলে কী করতে হবে
- কম্পিউটার স্লো হলে কী করতে হবে (What to Do When Your Computer is Slow)
- অপ্রয়োজনীয় প্রোগ্রাম বন্ধ করুন (Close Unnecessary Programs)
- স্টার্টআপ প্রোগ্রাম নিয়ন্ত্রণ করুন (Manage Startup Programs)
- ডিস্ক ক্লিনআপ চালান (Run Disk Cleanup)
- ভাইরাস স্ক্যান করুন (Run Virus Scan)
- RAM আপগ্রেড করুন (Upgrade Your RAM)
- SSD ব্যবহার করুন (Use SSD instead of HDD)
- সিস্টেম রিস্টোর করুন (Use System Restore)
- নিয়মিত সফটওয়্যার আপডেট রাখুন (Keep Your Software Updated)
- শেষকথা: কম্পিউটার স্লো হলে কী করতে হবে
কম্পিউটার স্লো হলে কী করতে হবে (What to Do When Your Computer is Slow)
কম্পিউটার স্লো হলে কী করতে হবে আপনারা অনেকেই বিষয় টা বুঝে উঠতে পারি না।
কম্পিউটার যদি স্লো হয়ে যায় তাহলে সেটা আমাদের কাজের গতি নষ্ট করে। যার ফলে
আমাদের অনেক বেশি সময় লাগে যেকোন কাজ করতে। তাই আমরা এখন আপনাদের সাথে এমন কিছু
টপিক নিয়ে আলোচনা করবো যা আপনার কম্পিউটারকে আবার দ্রুত করতে সাহায্য
করবে।
অপ্রয়োজনীয় প্রোগ্রাম বন্ধ করুন (Close Unnecessary Programs)
কম্পিউটার স্লো হও য়ার অন্যতম কারণ হচ্ছে অপ্রয়োজনীয় প্রোগ্রাম চালু থাকা।
একসাথে যদি অনেকগুলা প্রোগাম চালু থাকে তাহলে
আপনার কম্পিউটারের সিস্টেমের রিসোর্স কমে যায় যার ফলে
আপনার কম্পিউটার স্লো হয়ে যায়। তাই এই অপ্রয়োজনীয় প্রোগ্রাম বন্ধ
করার জন্য নিচের ধাপ অনুসরণ করুন:
- Task Manager (Ctrl + Shift + Esc) ওপেন করুন
- অতিরিক্ত চলা প্রোগাম বাছাই করুন এবং End Task দিয়ে বন্ধ করুন।
স্টার্টআপ প্রোগ্রাম নিয়ন্ত্রণ করুন (Manage Startup Programs)
প্রতিবার আপনারা যখন আপনাদের কম্পিউটার চালু করেন তখন আপনার
সামনে অনেক অপ্রয়োজনীয় সফটওয়্যার আপনা- আপনি চালু হয়ে যায়। এগুলোকে বলা
হয়ে থাকে Startup Programs. এই প্রোগ্রাম অন করা
থাকলে কম্পিউটার অনেক স্লো হয়ে যায়। তাই এসব স্টার্টআপ প্রোগ্রাম
বন্ধ করার জন্য নিচের ধাপ অনুসরণ করুন:
- Task Manager থেকে Startup ট্যাবটি নির্বাচন করতে হবে।
- অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো বন্ধ করে দিন।
ডিস্ক ক্লিনআপ চালান (Run Disk Cleanup)
আপনার কম্পিউটারে যদি অপ্রয়োজনীয় ডিক্স অন করা থাকে তাহলে
আপনার কম্পিউটার স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এজন্য আপনারা ডিস্ক
ক্লিনআপ টুল স ব্যবহার করে আপনার কম্পিউটারে অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলতে
পারবেন।
- Disk Cleanup টুল ব্যবহার করুন
- আপনার যেসব জিনিস প্রয়োজন নেই সেগুলো মুছে ফেলুন।
- আরো পড়ুন: কম্পিউটার গরম হয়ে গেলে কী করবেন?
ভাইরাস স্ক্যান করুন (Run Virus Scan)
আপনার কম্পিউটারে যদি ভাইরাস, ম্যালওয়্যার বা অ্যাডওয়্যার থেকে
থাকে তাহলে এটি আপনার কম্পিউটারকে আরো স্লো করে দিবে । এজন্য
আপনাকে ভাইরাস গুলো স্ক্যান করতে হবে। ভাইরাসগুলো স্ক্যান করার
জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন :
- একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে সিস্টেম স্ক্যান করুন।
- যেকোনো বিপজ্জনক ফাইল মুছে ফেলুন।
RAM আপগ্রেড করুন (Upgrade Your RAM)
আপনার কম্পিউটারের রাম যদি অনেক কম হয়ে থাকে তাহলে এটি আপনার
কম্পিউটারকে স্লো করে দিতে পারে । এজন্য আপনার উচিত RAM আপগ্রেড
করুন (Upgrade Your RAM)। আপনি যদি ন্যাম আপডেট না করেন তাহলে
এটি আপনার কম্পিউটার কে ধীরে ধীরে আরো স্লো করে দেবে ।
আপনি যদি আপনার কম্পিউটারে হার্ডডিক্স এর পরিবর্তে এসএসডি ব্যবহার
করতে পারেন তাহলে এটি আপনার কম্পিউটারকে দ্রুত করতে সাহায্য
করবে। কেননা এসএসডি ব্যবহার করলে এটি দ্রুত ডাটা রিড এবং রাইট
করতে পারে যার ফলে কম্পিউটার অনেক ফাস্ট হয়।
- এজন্য আপনার কম্পিউটারে SSD ইনস্টল করুন।
সিস্টেম রিস্টোর করুন (Use System Restore)
যদি আপনার কম্পিউটার অনেক স্লো হয়ে যায় তাহলে আপনি
সিস্টেম রিস্টোর করতে পারবেন।আপনি যদি সিস্টেম রিস্টোর করেন তাহলে
এটা পুরনো স্থিতিতে ফিরিয়ে নিয়ে আাসবে এবং আপনার কম্পিউটার ফাস্ট
করবে।
- System Restore ব্যবহার করুন
নিয়মিত সফটওয়্যার আপডেট রাখুন (Keep Your Software Updated)
আপনি যদি আপনার সফটওয়্যার গুলো নিয়মিত আপডেট না করে
থাকেন তাহলে এটি আপনার কম্পিউটার স্লো হওয়ার কারণ হতে পারে
। বিভিন্ন সময় অনেক সফটওয়্যার সময়মত আপডেট না করার
ফলে এটি আমাদের কম্পিউটারকে স্লো করে দেয়। তাই আপনি
যদি আপনার কম্পিউটার কে ফাস্ট করতে চান তাহলে
আপনাকে নিয়মিত সফটওয়্যার আপডেট করতে হবে ।
- অপারেটিং সিস্টেম এবং অন্যান্য সফটওয়্যার আপডেট করুন।
শেষকথা: কম্পিউটার স্লো হলে কী করতে হবে
প্রিয় পাঠক আজকের পোস্টে আমরা বিস্তারিত আলোচনা করেছি কম্পিউটার স্লো
হলে কী করতে হবে সে সম্পর্কে। আপনার কম্পিউটার টি যদি আগের
তুলনায় স্লো হয়ে থাকে তাহলে আপনি খুব সহজেই এই উপায়গুলো
অবলম্বন করে আপনার কম্পিউটার ফাস্ট করতে পারবেন। আপনি
যদি কম্পিউটারকে পরিষ্কার রাখেন এবং সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে
এটা স্লো হওয়া থেকে রক্ষা পাবে।
ইউনিকমিস্ট্রির নীতিমালা মেনে কমেন্ট করুন আমরা আপনাদের পজিটিভ কমেন্টের জন্য অপেক্ষা করছি
comment url